ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে ভাঙ্গা পৌরসভার পূর্ব হাসামদিয়ার ব্র্যাক অফিসের সামনের রেললাইনে এ দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আবজাল হোসেন।
এ ঘটনায় নিহত রনি শেখ (৩০) ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের সরাইবাড়ী গ্রামের মোস্তফা শেখের ছেলে। ঘটনাস্থলের পাশেই একটি মাছের আড়তে কাজ করতেন তিনি।
আরও পড়ুন: কুড়িগ্রামে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত
এসআই আবজাল হোসেন জানান, নিহত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, কাজ শেষ করে রেললাইনের ওপর দিয়ে হাঁটছিল বা বসেছিলেন তিনি। এ সময়ই ট্রেনের ধাক্কা খেয়ে তার মুখমণ্ডলসহ বিভিন্ন জায়গায় ক্ষত বিক্ষত হয়েছে।
পুলিশ জানায়, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান বলেও জানান আবজাল হোসেন।