ফেনীতে এফডিআরের টাকা দিতে বিলম্ব হওয়ায় গ্লোবাল ইসলামী ব্যাংকের এক কর্মকর্তাকে মারধর করে নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে জেলা ছাত্রদলের সহসভাপতি রিয়াদ উল করিমের বিরুদ্ধে।
সোমবার (১৭ মার্চ) দুপুরে শহরের একাডেমি রোডের ব্যাংকটির উপশাখায় এ ঘটনা ঘটে। এ নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। রাতে থানায় এ নিয়ে সমঝোতা হয় বলে ব্যাংক কর্মকর্তা জানিয়েছেন।
ব্যাংক ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল সোমবার দুপুরে এফডিআরের টাকা তুলতে সেখানে যান জেলা ছাত্রদলের সহসভাপতি রিয়াদ উল করিম। এসময় টাকা প্রদানে বিলম্ব হলে ওমর ফারুক নামে ব্যাংকের এক জুনিয়র অফিসারের ওপর ক্ষিপ্ত হন তিনি। এসময় দলীয় প্রভাব দেখিয়ে ওই ব্যাংক কর্মকর্তাকে হুমকি ও অপদস্থ করেছেন তিনি।
ভুক্তভোগী ব্যাংক কর্মকর্তা ওমর ফারুক বলেন, অত্যন্ত বিনয়ীভাবে তাকে শিগগিরই টাকা প্রদানের বিষয়টি বলেছিলাম। এজন্য প্রয়োজনীয় কাগজপত্রে সই নেওয়া হয়েছিল। কিন্তু তিনি হঠাৎ করে আমাকে গালিগালাজ শুরু করেন। এটি ঠিক হচ্ছে না বলাতে তিনি আরও ক্ষিপ্ত হয়ে আমার নাকে মারাত্মক আঘাত করে রক্তাক্ত করেন। এর আগেও তিনি ব্যাংকে এলে দলীয় পরিচয়ে প্রভাব খাটানোর চেষ্টা করতেন।
আরও পড়ুন: ঝগড়া করায় স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
অভিযোগ প্রসঙ্গে ছাত্রদল নেতা রিয়াদের সঙ্গে কথা হলে তিনি বলেন, বেশ কয়েকমাস ধরে ব্যাংকে গিয়েও এফডিআরের টাকা তুলতে পারছিলাম না। ব্যাংক কর্মকর্তারা বারবার সময় চেয়ে নিচ্ছিলেন। গতকাল টাকার জন্য সেখানে গেলে কথা কাটাকাটি হয়েছে, তাকে মারধর করিনি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে শোনা গেছে, ওমর ফারুককে অকথ্য ভাষায় গালিগালাজ করছেন রিয়াদ। ভিডিওতে রিয়াদকে ব্যাংক কর্মকর্তাকে উদ্দেশ্য করে 'ঈদের আগে টাকা দিবি, না হয় হাত ঠ্যাং ভাঙি গুড়া করি হালামু' বলতে শোনা গেছে।
এ ব্যাপারে জানতে চাইলে গ্লোবাল ইসলামী ব্যাংক ফেনী শাখার ব্যবস্থাপক কাউছার আহমেদ চৌধুরী জানান, সাম্প্রতিক সময়ে ব্যাংকে কিছু সমস্যা চলছে। তবে গ্রাহকের টাকা দেওয়ার চেষ্টা চলছে। সোমবার ওই ব্যক্তির সঞ্চয়ী হিসাবে জমাকৃত সব টাকা প্রদান করা হয়। পরবর্তী এফডিআরের ৯ লাখ টাকা প্রদানের জন্য তার কাছে সময় চাওয়া হয়। কিন্তু তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করে ব্যাংক কর্মকর্তার ওপর হামলা করেছেন।
এ ব্যাপারে জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন বলেন, ব্যক্তিগত বা অনৈতিক কর্মকাণ্ডে কেউ যদি সংগঠনের নাম ব্যবহারের চেষ্টা করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। জাতীয়তাবাদী রাজনীতিতে এমন কর্মকাণ্ডকে কখনো প্রশ্রয় দেওয়া হবে না।
এ ব্যাপারে ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন বলেন, ব্যাংক কর্মকর্তার ওপর হামলার বিষয়ে দুপক্ষ বসেছিল। তাদের মধ্যে সমোঝোতা হয়েছে।