বরিশালে বিপুল অংকের জাল টাকাসহ ৪ কিশোরকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে কয়েক ঘণ্টা বরিশাল নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় জাল টাকা তৈরির একটি কম্পিউটার ও প্রিন্টার জব্দ করা হয়।
আটক কিশোররা হলেন— নগরীর হাসপাতাল রোড এলাকার শাওন (১৭), নথুল্লাবাদ এলাকার আলভি (১৮), ভাটিখানা এলাকার তানভীর (১৮) ও আলিফ (১৬)। তারা সবাই শিক্ষার্থী।
গোয়েন্দা পুলিশ জানায়, গতকাল রাতে নগরীর বগুড়া রোড এলাকার বেলালের চায়ের দোকানে একশ টাকার একটি নোট দিয়ে শাওন ও আলিফ নামের দুই কিশোর সিগারেট কেনেন। তখন দোকানদারের নোটটি জাল মনে হলে তাৎক্ষণিক স্থানীয়দের জানান।
ঘটনাস্থলে উপস্থিত বগুড়া রোডের বাসিন্দা মুন্না বলেন, ‘একশ টাকার নোটটি দেখে সন্দেহ হয়। এরপর তাদের একজনের শরীর তল্লাশি করে একশ টাকার আরও ৭টি নোট পাওয়া যায়। এ সময় তাদের আটকে রেখে পরে গোয়েন্দা পুলিশের কাছে তুলে দেওয়া হয়।’
নগর গোয়েন্দা পুলিশ কর্মকর্তা ফিরোজ জানান, ‘বগুড়া রোডের কয়েকজন বাসিন্দা ওই দুই কিশোরকে জাল টাকাসহ আটক করে তাদের হেফাজতে দেন। পরবর্তীতে শাওনের দেওয়া তথ্যে প্রথমে তানভীর নামের আরেক কিশোরের বাসায় অভিযান চালিয়ে বিপুল অঙ্কের জাল টাকার একশ ও ৫০ টাকার নোট উদ্ধার করে পুলিশ। এ সময় জাল টাকা তৈরির একটি কম্পিউটার ও প্রিন্টার জব্দ করা হয়।’
তানভীরের দেওয়া তথ্যনুযায়ী নথুল্লাবাদ এলাকায় অভিযান চালিয়ে আলভিকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।