দিনাজপুরের বিরামপুর উপজেলার অচিন্তপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে বাংলাদেশে পুশ-ইন করেছে বিএসএফ। এদের মধ্যে ৩ জন নারী, ৩ জন পুরুষ ও ৯ শিশু রয়েছে। শুক্রবার (১৩ জুন) ভোরে তাদের পুশ-ইন করা হয়।
বিজিবি ও পুলিশ জানিয়েছে, বিজিবির বিরামপুরের অচিন্তপুর বিওপির বিপরীতে ৫৭ নম্বর বিএসএফ ব্যাটালিয়নের গুলশী বিএসএফ ক্যাম্পের ২৯৫/১নম্বর পিলারের পাশদিয়ে এই ১৫ নাগরিককে পুশ-ইন করে।
পুশ-ইন করা নাগরিকরা হলেন- ১। মো. আশোক মোল্লা (৬০) পিতা মৃত উমর মোল্লা, ২। মোছাম্মাৎ হিরিনা বেগম (৫২) স্বামী মো. আশোক মোল্লা ৩। মো. হাসু মোল্লা (৩৪) পিতা মো. আশোক মোল্লা ৪। মো. বিল্লাল মোল্লা (১৬) পিতা হাসু মোল্লা ৫। মোহাম্মদ মোল্লা (১২) পিতা মো. হাসু মোল্লা ৬। আহমেদ মোল্লা (৮) পিতা মো. হাসু মোল্লা ৭। মোছাম্মাৎ রাবেয়া মোল্লা (৪) পিতা হাসু মোল্লা ৮। মো. মনির মোল্লা (৩০) পিতা মো. আশোক মোল্লা ৯। মোছাম্মাৎ ঝরনা খাতুন (২৮) স্বামী মো. মনির মোল্লা ১০। মোছাম্মাৎ সুমাইয়া খাতুন (১১) পিতা মো. মনির মোল্লা ১১। মো. আলমিন মোল্লা (৮) পিতা মো. মনির মোল্লা ১২। মোছাম্মাৎ হুমাইয়া খাতুন (৬) পিতা মো. মনির মোল্লা ১৩। মোছাম্মাৎ খাদিজা খাতুন (৪) পিতা মো. মনির মোল্লা ১৪। মো. ইব্রাহিম মোল্লা (২) পিতা মো. মনির মোল্লা ও ১৫। মোছাম্মাৎ তাজমা বেগম (৪০) স্বামী মৃত হাফিজুল মোল্লা। তারা নড়াইল জেলার কালিয়া উপজেলার শীতলপাটি গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: পুশ-ইন বন্ধে ভারতকে আবারও চিঠি দেবে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা
অচিন্তপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার মো. রফিকুল ইসলাম জানান, ভোরে সীমান্তে টহল দেওয়ার সময় বিজিবি সদস্যরা অচিন্তপুর সীমান্তের অভ্যন্তরে এসব নারী, শিশু ও পুরুষদের এলোমেলোভাবে ঘোরাঘুরি করতে দেখে। এসময় বিজিবি টহলদল তাদের আটক করে ক্যাম্পে আনে। আটদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বিরামপুর থানায় হস্তান্তর করা হবে।
মো. আশোক মোল্লা (৬০) জানান, তারা গত বছরের ৭ অক্টোবর যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে ভারতের মুম্বাই শহরে যায়। সেখানে তারা দীর্ঘদিন ধরে অবস্থান করছিল। ঈদুল আজহার দিন (গত ৭ জুন) ভারতের পারমেল থানা পুলিশ তাদের আটক করে তাদের হেফাজতে রাখে। গত ১২ জুন মুম্বাই থেকে বিমানে করে তাদের শিলিগুড়ি বাগডোগড়া বিমানবন্দরে নিয়ে আসে। এরপর বিএসএফ তাদের বিরামপুরের অচিন্তপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করে। তারা সবাই একই পরিবারের বলে জানান তিনি।