পুশ-ইন
বিরামপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে পুশ-ইন বিএসএফের
দিনাজপুরের বিরামপুর উপজেলার অচিন্তপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে বাংলাদেশে পুশ-ইন করেছে বিএসএফ। এদের মধ্যে ৩ জন নারী, ৩ জন পুরুষ ও ৯ শিশু রয়েছে। শুক্রবার (১৩ জুন) ভোরে তাদের পুশ-ইন করা হয়।
বিজিবি ও পুলিশ জানিয়েছে, বিজিবির বিরামপুরের অচিন্তপুর বিওপির বিপরীতে ৫৭ নম্বর বিএসএফ ব্যাটালিয়নের গুলশী বিএসএফ ক্যাম্পের ২৯৫/১নম্বর পিলারের পাশদিয়ে এই ১৫ নাগরিককে পুশ-ইন করে।
পুশ-ইন করা নাগরিকরা হলেন- ১। মো. আশোক মোল্লা (৬০) পিতা মৃত উমর মোল্লা, ২। মোছাম্মাৎ হিরিনা বেগম (৫২) স্বামী মো. আশোক মোল্লা ৩। মো. হাসু মোল্লা (৩৪) পিতা মো. আশোক মোল্লা ৪। মো. বিল্লাল মোল্লা (১৬) পিতা হাসু মোল্লা ৫। মোহাম্মদ মোল্লা (১২) পিতা মো. হাসু মোল্লা ৬। আহমেদ মোল্লা (৮) পিতা মো. হাসু মোল্লা ৭। মোছাম্মাৎ রাবেয়া মোল্লা (৪) পিতা হাসু মোল্লা ৮। মো. মনির মোল্লা (৩০) পিতা মো. আশোক মোল্লা ৯। মোছাম্মাৎ ঝরনা খাতুন (২৮) স্বামী মো. মনির মোল্লা ১০। মোছাম্মাৎ সুমাইয়া খাতুন (১১) পিতা মো. মনির মোল্লা ১১। মো. আলমিন মোল্লা (৮) পিতা মো. মনির মোল্লা ১২। মোছাম্মাৎ হুমাইয়া খাতুন (৬) পিতা মো. মনির মোল্লা ১৩। মোছাম্মাৎ খাদিজা খাতুন (৪) পিতা মো. মনির মোল্লা ১৪। মো. ইব্রাহিম মোল্লা (২) পিতা মো. মনির মোল্লা ও ১৫। মোছাম্মাৎ তাজমা বেগম (৪০) স্বামী মৃত হাফিজুল মোল্লা। তারা নড়াইল জেলার কালিয়া উপজেলার শীতলপাটি গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: পুশ-ইন বন্ধে ভারতকে আবারও চিঠি দেবে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা
অচিন্তপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার মো. রফিকুল ইসলাম জানান, ভোরে সীমান্তে টহল দেওয়ার সময় বিজিবি সদস্যরা অচিন্তপুর সীমান্তের অভ্যন্তরে এসব নারী, শিশু ও পুরুষদের এলোমেলোভাবে ঘোরাঘুরি করতে দেখে। এসময় বিজিবি টহলদল তাদের আটক করে ক্যাম্পে আনে। আটদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বিরামপুর থানায় হস্তান্তর করা হবে।
মো. আশোক মোল্লা (৬০) জানান, তারা গত বছরের ৭ অক্টোবর যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে ভারতের মুম্বাই শহরে যায়। সেখানে তারা দীর্ঘদিন ধরে অবস্থান করছিল। ঈদুল আজহার দিন (গত ৭ জুন) ভারতের পারমেল থানা পুলিশ তাদের আটক করে তাদের হেফাজতে রাখে। গত ১২ জুন মুম্বাই থেকে বিমানে করে তাদের শিলিগুড়ি বাগডোগড়া বিমানবন্দরে নিয়ে আসে। এরপর বিএসএফ তাদের বিরামপুরের অচিন্তপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করে। তারা সবাই একই পরিবারের বলে জানান তিনি।
১৭৪ দিন আগে
পুশ-ইন বন্ধে ভারতকে আবারও চিঠি দেবে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা
যথাযথ প্রক্রিয়া অনুরসরণ না করে বাংলাদেশে এখনো নাগরিকদের ঠেলে দেওয়ার (পুশ-ইন) ঘটনার বিষয়টি ভারতকে স্মরণ করিয়ে দিতে একটি সংক্ষিপ্ত চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
মঙ্গলবার (৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমরা আজ বা আগামীকাল তাদের আরেকটি ‘সংক্ষিপ্ত’ (কূটনৈতিক নোট) চিঠি দেব।’
চিঠিটির ভাষা নরম হবে, না কি এটি প্রতিবাদপত্র হবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি নির্ভর করে কে কীভাবে নেবেন তার ওপর।’
তিনি বলেন, পুশ-ইন ইস্যুতে বাংলাদেশ ও ভারতের মধ্যে নিয়মিত যোগাযোগ হচ্ছে।
উপদেষ্টা বলেন, ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে এবং বাংলাদেশ চেষ্টা করছে যাতে নির্ধারিত প্রক্রিয়ার বাইরে কিছু না ঘটে।
তিনি জানান, বাংলাদেশকে একটি তালিকা দিয়েছে ভারত। যাচাই-বাছাই শেষে বাংলাদেশ কিছু মানুষকে গ্রহণ করেছে।
বাংলাদেশের অবস্থান হলো, প্রতিটি ঘটনা আলাদাভাবে যাচাই করা হবে। শুধুমাত্র প্রমাণ সাপেক্ষে বাংলাদেশি নাগরিকদেরই গ্রহণ করা হবে।
উপদেষ্টা বলেন, ‘আমরা দেখছি এখনো পুশ-ইন হচ্ছে। সশরীরে এটি ঠেকানো সম্ভব নয়।’
তিনি জানান, কনস্যুলার ইস্যুগুলোর জন্য একটি নির্ধারিত প্রক্রিয়া রয়েছে এবং সেই প্রক্রিয়া অনুসরণ করেই বাংলাদেশ বিষয়গুলো নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
ক্ষমতচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হস্তান্তর নিয়ে কোনো অগ্রগতি হয়েছে কিনা—এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, এখনও কোনো প্রতিক্রিয়া আসেনি।
ভারত সম্প্রতি জানিয়েছে, প্রায় ২ হাজারেরও বেশি বাংলাদেশি নাগরিক দেশটিতে রয়েছে—যাদের পরিচয় যাচাইয়ের পর বাংলাদেশে ফেরত পাঠানো দরকার।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সম্প্রতি বলেছেন, ‘আমরা বাংলাদেশের কর্তৃপক্ষকে তাদের জাতীয়তা যাচাই করতে বলেছি। বর্তমানে ২ হাজার ৩৬০ জনের একটি তালিকা রয়েছে যাদের প্রত্যাবাসন প্রয়োজন।’
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশ-ইন
নয়া দিল্লিতে নিয়মিত এক ব্রিফিংয়ে তিনি আরও জানান, এদের অনেকেই ইতোমধ্যে কারাদণ্ড ভোগ করেছেন। তাদের অনেক ক্ষেত্রে জাতীয়তা যাচাই করা বাকি রয়েছে। এটি ২০২০ সাল থেকে ঝুলে আছে। অর্থাৎ প্রায় পাঁচ বছর হয়ে গেছে।’
তিনি বলেন, এই যাচাই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে বাংলাদেশের প্রতি অনুরোধ জানিয়েছে ভারত। যাতে যাদের ফেরত পাঠানো দরকার, তাদের বাংলাদেশে ফেরত পাঠানো যায়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘তারা(বাংলাদেশ) যেন দ্রুত এই প্রক্রিয়া শেষ করে।’
তিনি আরও বলেন, ভারতে যারা অবৈধভাবে অবস্থান করছেন—তারা বাংলাদেশি হোক বা অন্য কোনো দেশের নাগরিক হোক—তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: সিলেট সীমান্তে একরাতে ১৫৩ জনকে পুশ-ইন করল বিএসএফ
১৮৪ দিন আগে
সিলেট সীমান্তে একরাতে ১৫৩ জনকে পুশ-ইন করল বিএসএফ
সিলেট ও মৌলভীবাজারের সীমান্ত দিয়ে একরাতে ১৫৩ জন বাংলাদেশিকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শনিবার (২৪ মে) দিবাগত রাত থেকে আজ রবিবার (২৫ মে) সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে এ পুশ-ইনের ঘটনা ঘটে। সীমান্ত অতিক্রম করার সঙ্গে সঙ্গেই বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সংশ্লিষ্টদের আটক করে।
বিজিবি সূত্রে জানা গেছে, ১৫৩ জনের মধ্যে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর সীমান্ত দিয়ে ৭৯ জন, পাল্লাথল সীমান্ত দিয়ে ৪২ জন এবং সিলেটের বিয়ানীবাজার উপজেলার নয়াগ্রাম সীমান্ত দিয়ে ৩২ জনকে বাংলাদেশে পুশ-ইন করা হয়েছে।
বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান আজ রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার রাত আড়াইটার দিকে সীমান্ত এলাকায় অতিরিক্ত নজরদারি চালানোর সময় দেখা যায়, ভারতীয় সীমান্ত থেকে দলবদ্ধভাবে লোকজনকে জঙ্গল ও বিলপথ ব্যবহার করে বাংলাদেশে পুশ-ইন করা হচ্ছে। এ সময় বিজিবি তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে তাদের হেফাজতে নেয়।
তিনি জানান, আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর সবার বাংলাদেশি পরিচয় নিশ্চিত হয়ে স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এসব ব্যক্তি অবৈধভাবে বিভিন্ন সময়ে ভারতে প্রবেশ করেছিলেন। বিএসএফ এখন তাদের বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে বলেও জানান কর্নেল মেহেদী হাসান।
আরও পড়ুন: বিয়ানীবাজার সীমান্তে ৩২ জনকে পুশ-ইন করেছে বিএসএফ
এবিষয়ে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জান জানান, বিজিবি থেকে নারী, পুরুষ এবং শিশুসহ ৩২জনকে হস্তান্তর করা হয়েছে। নয়গ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের পর তাদের আটক করা হয়েছে। তবে এখনও সবার পরিচয় সনাক্ত হয়নি, সনাক্ত প্রক্রিয়া চলমান রয়েছে।
এর আগে ২৩ মে সিলেটের কানাইঘাট সীমান্তের লোভাছড়া এলাকা দিয়ে নারী শিশুসহ ২১ জন এবং ১৪ একই উপজেলার আটগ্রাম সীমান্ত দিয়ে ১৬ জনকে পুশ-ইন করেছিল বিএসএফ। পরে তাদের বাংলাদেশি পরিচয় নিশ্চিত হয়ে আত্মীয়স্বজনের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
১৯৩ দিন আগে
ব্রাহ্মণবাড়িয়ায় বিএসএফের গুলিতে আহত ২, মেহেরপুরে ১৯ জনকে পুশ-ইন
ভারতের সীমান্তবর্তী বাংলাদেশের জেলাগুলোর পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। সম্প্রতি এসব এলাকায় বিএসএফের গুলিবর্ষণ ও বাংলাদেশিদের পুশ-ইন করার ঘটনা বেড়েছে। শনিবার মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে দুজন আহত হন। পরে আজ (রবিবার) ভোরে মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১৯ জনকে বাংলাদেশে পুশ-ইন করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ায় গুলিবিদ্ধ ২
শনিবার (২৪ মে) দিবাগত রাত দেড়টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাদলা সীমান্তের শ্যামনগর এলাকার বিপরীত পাশে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান।
গুলিবিদ্ধ দুজন হলেন— কসবার শ্যামপুর এলাকার শের আলীর ছেলে মো. রবিউল ইসলাম (২৮) এবং মো. আজাদ হোসেন (২৬)। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তারা শঙ্কামুক্ত বলে জানা গেছে।
স্থানীয় ও বিজিবি সূত্র জানায়, রাত দেড়টার দিকে অন্তত ছয়জন ব্যক্তি সীমান্ত পেরিয়ে ভারতের ভেতরে প্রায় দেড়শ গজ পর্যন্ত ঢুকে পড়েন। এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে। এতে রবিউল ও আজাদ আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
আরও পড়ুন: সিলেট সীমান্তে ২২ জনকে পুশ ইন করল বিএসএফ
স্থানীয়রা জানান, ঈদকে সামনে রেখে সীমান্ত দিয়ে গরু, মসলা, প্রসাধনী ও পটকা বাজি পাচারে সক্রিয় হয়ে উঠেছে চোরাকারবারিরা। সীমান্ত চোরাচালান এখন নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে।
বিজিবি কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, সীমান্তে গুলিবিদ্ধ হওয়ার ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।
মেহেরপুরে ১৯ জনকে পুশ-ইন
রবিবার (২৫ মে) ভোরে মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর মাঝপাড়া সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১৯ জনকে বাংলাদেশে পুশ-ইন করে বিএসএফ। সীমান্ত পার হয়ে তারা কেদারগঞ্জ বাজারের বিআরটিসি কাউন্টারের সামনে অবস্থান করছিলেন।
খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। পরে মুজিবনগর বিজিবি ক্যাম্পের সদস্যরা সেখানে যান।
মুজিবনগর থানা পুলিশ জানায়, আটক হওয়া ১৯ জনের মধ্যে ৯ জন শিশু, ৫ জন নারী ও ৫ জন পুরুষ রয়েছেন। তারা সবাই বাংলাদেশের নাগরিক এবং জীবিকার সন্ধানে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন।
আটকদের মধ্যে রয়েছেন— কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার কাঠগিরি গ্রামের আব্দুল জলিলের মেয়ে মোমেনা খাতুন ও তার তিন ছেলে মোজাম্মেল হক (২৩), মোস্তাক আহমেদ (১৯) ও কাবিল (১১); কুড়িগ্রামের নাগেশ্বরীর জয়মঙ্গল গ্রামের জালালউদ্দিনের ছেলে মইনুল ইসলাম, তার স্ত্রী কাঞ্চন বেগম, ছেলে কারণ (১৪), রবিউল (৭) ও মেয়ে মরিয়ম (৪); লালমনিরহাট সদর উপজেলার চুঙ্গগাড়া গ্রামের মৃত গণেশ চন্দ্র পালের ছেলে নিতাই চন্দ্র পাল, তার স্ত্রী গীতা রানী পাল, মেয়ে পার্বতী পাল (১৫), পূজা রানী পাল (৭) ও আরতী পাল (৩) এবং কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কুঠিচন্দ্রখানা গ্রামের খলিলের ছেলে আমিনুল ইসলাম, তার স্ত্রী পারুল এবং তাদের দুই মেয়ে আমেনা (৪) ও আরফিনা (১১ মাস)।
আরও পড়ুন: সীমান্তে ভারতের ‘পুশ ইন‘ সুপরিকল্পিত ও ন্যাক্কারজনক: বিজিবি ডিজি
আটকদের বরাতে পুলিশ জানায়, তারা ভারতের হরিয়ানা রাজ্যে কাজ করতেন। সেখান থেকে ৬–৭ দিন আগে ভারতের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর জেলে পাঠানো হয়। পরে রবিবার ভোরে বিএসএফ তাদের বাংলাদেশে পুশ-ইন করে।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, তারা সীমান্ত পার হয়ে কেদারগঞ্জ বাজারে বিআরটিসি কাউন্টারে অবস্থান করেছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে তাদের আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ইউএনবির ব্রাহ্মণবাড়িয়া ও মেহেরপুর প্রতিনিধির পাঠানো তথ্য থেকে প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে।
১৯৪ দিন আগে
সীমান্তে উত্তেজনা: বাংলদেশের প্রতিবাদ সত্ত্বেও পুশ-ইন অব্যাহত
‘বাংলাদেশি’ ট্যাগ দিয়ে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে শিশু, নারী-পুরুষদের ঠেলে দিচ্ছে (পুশ-ইন) ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। এ নিয়ে প্রতিবেশী এই দুই দেশের অভিন্ন সীমান্তে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে।
বিএসএফের পুশ-ইন করা মানুষের মধ্যে বাংলাদেশি নাগরিক, রোহিঙ্গা শরণার্থী ও পরিচয় না জানাও অনেকে রয়েছেন। বিষয়টি মানবাধিকার লঙ্ঘনের আশঙ্কার পাশাপাশি দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক, বাণিজ্য ও জনসম্পৃক্ততায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে উদ্বেগ প্রকাশ করছেন বিশ্লেষকরা।
এ বিষয়ে ঢাকার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক প্রতিবাদ জানানো হলেও সীমান্তের বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: রামগড় সীমান্ত দিয়ে এক পরিবারকে পুশ-ইন করল বিএসএফ
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সূত্র জানায়, শুধু বৃহস্পতিবারই (২২ মে) একশর বেশি মানুষ বিভিন্ন সীমান্ত দিয়ে পাঠানো হয়েছে। পঞ্চগড়, লালমনিরহাট, ঠাকুরগাঁও, দিনাজপুর, মৌলভীবাজার, ফেনী, কুমিল্লা ও খাগড়াছড়ির সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে বিজিবি।
সরকারি ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৪ থেকে ১৫ মের মধ্যে ভারতে থেকে অন্তত তিন শতাধিক মানুষকে বাংলাদেশে পুশ-ইন করা হয়েছে।
বিজিবি ও সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মতে, ভারতের দিক থেকে ‘পুশ-ইন’ কিংবা ‘পুশ-ইনের চেষ্টা’ ক্রমেই বাড়ছে। এ ছাড়া সীমান্তে চলাচলের ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছে বিএসএফ, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক বাড়াচ্ছে বলে জানা যায়।
অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর জন্য ভারত ও বাংলাদেশ আইনি কাঠামোর পাশাপাশি চুক্তি করলেও সেসব উপেক্ষা করেই পুশ-ইন কার্যক্রম অব্যাহত রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন এবং দুই দেশের বিদ্যমান দ্বিপাক্ষিক চুক্তির পরিপন্থী।
বিএসএফের পুশ-ইনের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, কিছু বাংলা ভাষাভাষী ব্যক্তিকে ভারত থেকে বাংলাদেশে পাঠানোর পর আটক করেছে বিজিবি। তারা কোনো পরিচয়পত্র বা পাসপোর্ট দেখাতে পারেননি। তাদের মধ্যে কেউ কেউ দাবি করছেন যে তারা এর আগে বাংলাদেশ থেকে ভারতে গিয়েছিলেন।
আইজিপি জানান, সংশ্লিষ্ট সরকারি সংস্থা তাদের পরিচয় যাচাইয়ের পর পুলিশ ও বিজিবির সমন্বয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আটকদের মধ্যে অনেকে অভিযোগ করেছেন, তাদের চোখ বেঁধে দূরবর্তী অঞ্চল থেকে এনে নির্জন সীমান্ত এলাকায় ফেলে যাওয়া হয়েছে।
বিজিবি তাদের আটক করে পরিচয় জানতে ও যথাযথ নিরাপত্তা নিশ্চিতের উদ্দেশ্যে জিজ্ঞাসাবাদ করছে।
গত বুধবার (২১ মে) পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, নয়াদিল্লির সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে এবং নির্ধারিত পদ্ধতির বাইরে যাতে কিছু না ঘটে, তার জন্য ঢাকার পক্ষ থেকে চেষ্টা চলছে।
নির্ধারিত কার্যপ্রক্রিয়ার কথা তুলে ধরে তিনি বলেন, ‘তারা (ভারত) তাদের অবস্থান কিছুটা জানিয়েছে, আমরাও আমাদের অবস্থান ব্যাখ্যা করেছি। আমরা বোঝানোর চেষ্টা করছি যে এটা সঠিক নয়।’
আরও পড়ুন: কুলাউড়ায় পুশ-ইন: শিশুসহ আটক ৭
উপদেষ্টা জানান, ভারত একটি তালিকা দিয়েছে, যা বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যাচাই করছে। এ বিষয়ে বাংলাদেশের অবস্থান হলো, প্রত্যেকটি ঘটনা পৃথকভাবে খতিয়ে দেখা হবে এবং প্রকৃত বাংলাদেশি হিসেবে প্রমাণ থাকলেই কেবল তাদের গ্রহণ করা হবে।
সম্প্রতি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান বলেছেন, যেকোনো প্রত্যাবাসনই কূটনৈতিক চ্যানেলের মাধ্যমেই হওয়া উচিত।
১৯৫ দিন আগে
রামগড় সীমান্ত দিয়ে এক পরিবারকে পুশ-ইন করল বিএসএফ
খাগড়াছড়ির রামগড় সীমান্ত দিয়ে এক পরিবারের পাঁচ সদস্যকে বাংলাদেশে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার (২২ মে) ভোরে ফেনীরকুল চর এলাকার সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন মো. উম্মেদ আলী (৪২), তার স্ত্রী সেলিনা বেগম (৩৫) এবং তাদের তিন মেয়ে রুমি খাতুন (১৫), রুম্পা খাতুন (১২) ও সুমাইয়া খাতুন (৮)।
স্থানীয়রা জানান, সীমান্ত পেরিয়ে ওই পরিবারটি রামগড়ের সোনাইপুল বাজার এলাকায় পৌঁছালে তাদের দেখে স্থানীয়রা মহামুনি বিজিবি ক্যাম্পে খবর দেন। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেন।
বিষয়টি নিশ্চিত করেন খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।
আরও পড়ুন: কুলাউড়ায় পুশ-ইন: শিশুসহ আটক ৭
এদিকে, সাম্প্রতিক সময়ে সীমান্তে ভারতের পুশ-ইনের ঘটনা সুপরিকল্পিত ও ন্যাক্কারজনক বলেও মন্তব্য করেছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। গত ১২ মে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এসব বলেন তিনি।
পুশ-ইন করা ব্যক্তিদের নিয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে— জানতে চাইলে ডিজি বলেন, ‘আমরা পুলিশ ভেরিফিকেশনে যাদের বাংলাদেশি পেয়েছি, তারা গত ২ থেকে ৩ বছর মধ্যে এমনকি অনেকে ২০ থেকে ২৫ বছর আগে নানা কাজে ভারতে গিয়েছিল। তাদের মধ্যে অনেকেরই সন্তানাদি আছে। তাদের মধ্যে অনেকেরই ভারতের আধারকার্ডসহ অন্যান্য ডকুমেন্টস ছিল।’ ভারতের পুলিশ বা বিএসএফ সেগুলো রেখে দিয়ে তাদের বাংলাদেশে পুশ-ইন করেছে বলে জানান বিজিবি মহাপরিচালক।
পুশ-ইনের পর বাংলাদেশি নাগরিকদের নিজ নিজ এলাকায় ফেরত পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
১৯৬ দিন আগে
ফেনী সীমান্তে ৩৯ জনকে পুশ-ইন করল বিএসএফ
ফেনীর সীমান্ত দিয়ে ভারতীয় বাহনী বিএসএফ ৩৯ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে(পুশ-ইন)। জেলার ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত দিয়ে ৬টি পরিবারের বাংলাদেশি ২৪ নাগরিককে ঠেলে দেওয়া হয়।
বুধবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ৪টার মধ্যে ছাগলনাইয়া পৌরসভার মটুয়া সীমান্ত দিয়ে ১২ জন ও ফুলগাজী উপজেলার খেজুরিয়া সীমান্ত দিয়ে ১২ জন ও কুমিল্লা-ফুলগাজী সীমান্তে ১৫ জনসহ মোট ৩৯ জনকে পুশ-ইন করা হয়।
বিজিবি ৪ ব্যাটালিয়ন তাদের আটক করে ছাগলনাইয়া ও ফুলগাজী থানায় হস্তান্তর করে। আটকদের মধ্যে ছয়জন পুরুষ, পাঁচজন নারী ও ১৩ জন শিশু রয়েছে। ছয়টি পরিবারের মধ্যে পাঁচটি মুসলিম ও একটি হিন্দু পরিবার রয়েছে।
আরও পড়ুন: কুমিল্লা সীমান্তে ১৩ নারী-শিশুকে পুশ-ইন বিএসএফের
১৯৬ দিন আগে
কুমিল্লা সীমান্তে ১৩ নারী-শিশুকে পুশ-ইন বিএসএফের
কুমিল্লা সীমান্তে নারী-পুরুষ ও শিশুসহ ১৩ বাংলাদেশিকে অবৈধভাবে ভারত থেকে ঠেলে দিয়েছে(পুশ-ইন) ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার (২২ মে) কুমিল্লা সদর উপজেলার গোলাবাড়ি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: বিএসএফের পুশইন করার চেষ্টা অনাকাঙ্ক্ষিত: পররাষ্ট্রমন্ত্রী
তিনি জনান, ভোর ৪টার দিকে কুমিল্লা সদর উপজেলার গোলাবাড়ি সীমান্ত এলাকার দিয়ে অবৈধভাবে বিএসএফ নারী-শিশুসহ ১৩ জন বাংলাদেশিকে পুশ-ইন করে।
অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৬০ বিজিবি টহলদল তাদের আটক করে। এদের মধ্যে পুরুষ ৩ জন, নারী ৩ জন এবং ৭জন শিশু রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, বিএসএফ তাদের বাংলাদেশে পুশ-ইন করেছে। আটক বাংলাদেশি নাগরিকদের বিজিবি’র হেফাজতে রাখা হয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের সংশ্লিষ্ট জেলা প্রশাসনের নিকট হস্তান্তর করা হবে বলে বিজিবির এই কর্মকর্তা জানিয়েছেন।
১৯৬ দিন আগে
আমরা কূটনীতিতে বিশ্বাসী, পুশ-ইন করি না: স্বরাষ্ট্র উপদেষ্টা
আমরা কূটনৈতিক সমাধানে বিশ্বাসী, ভারতের মতো কাউকে পুশ-ইন করি না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (১৭ মে) সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রায়মঙ্গল নদী ও বয়েসিং খালের সংযোগস্থলে ‘বয়েসিং ভাসমান বিওপি’ উদ্বোধন শেষে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।‘বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতের পুশ-ইন সমস্যা প্রতিরোধে বাংলাদেশ কূটনৈতিক সমাধানে বিশ্বাসী। বাংলাদেশ সবসময় আন্তর্জাতিক আইন ও প্রটোকল অনুসরণ করে আসছে। আমরা এরইমধ্যে এ সমস্যা সমাধানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতকে চিঠি লিখেছি,’ বলেন উপদেষ্টা।
তিনি বলেন, ‘আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান এ সমস্যার সমাধানে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রেখেছেন।’
‘বাংলাদেশি কেউ অবৈধভাবে ভারতে থাকলে তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পাঠানোর বিষয়ে ভারতীয় কতৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। বাংলাদেশে অবৈধ ভারতীয় নাগরিক থাকলেও তাদেরকে আমরা যথাযথ চ্যানেলের মাধ্যমে ফেরত পাঠাবো। সেজন্য ভারতীয় পক্ষকে বলা হয়েছে, তারাও যেন পুশ-ইন না করে যথাযথ চ্যানেলে ফেরত পাঠায়।’
তিনি জানান, ‘গতকাল ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ভারত পুশ-ইনের চেষ্টা করেছে, যা বিজিবি, আনসার এবং স্থানীয় জনগণের সহায়তায় প্রতিহত করা হয়েছে।’
সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, ‘সীমান্ত এলাকায় সবাই সতর্ক থাকলে ভারত পুশ-ইন করতে পারবে না। ভারত গুজরাটে অবস্থিত একটি বাঙালি বস্তি ভেঙে দিয়েছে। সেখানে আমাদের দেশেরও কিছু রোহিঙ্গা গিয়েছিলো। ওই বস্তি ভেঙে দেওয়ার পরই মূলত পুশ-ইন শুরু হয়েছে।’
‘বাংলাদেশে পুশ-ইন করা ব্যক্তিদের মধ্যে জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) কার্ডধারী কিছু রোহিঙ্গাও রয়েছেন। আবার যারা ভারতীয় রোহিঙ্গা তাদেরও পুশ-ইন করে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। সেজন্য আমরা একটা প্রতিবাদলিপি পাঠিয়েছি’, যোগ করেন তিনি।
আরও পড়ুন: টেকসই সংস্কারে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস জাতিসংঘের
উপদেষ্টা আরও বলেন, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এই ভাসমান বিওপি একটি অপারেশনাল প্লাটফর্ম, যা জলপথে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করবে। বয়েসিং ভাসমান বিওপি শুধু একটি স্থাপনা নয়, এটি একটি কৌশলগত নিরাপত্তা পদক্ষেপ। এটি সীমান্ত এলাকায় শান্তি, স্থিতিশীলতা ও জননিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে বিজিবির অঙ্গীকারের প্রতিফলন। এই উদ্যোগ সীমান্তে নতুন নিরাপত্তা সংস্কৃতি প্রতিষ্ঠার পথে অগ্রণী ভূমিকা রাখবে এবং কার্যকর সীমান্ত ব্যবস্থাপনায় সহায়ক হবে বলে মন্তব্য করেন উপদেষ্টা।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে কার্যকর জলভিত্তিক নজরদারি নিশ্চিত করতে বিজিবির অধীনে একটি বিশেষ রিভারাইন বর্ডার গার্ড ব্যাটালিয়ন গঠনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে, যা ভবিষ্যতে সীমান্ত ব্যবস্থাপনায় যুগান্তকারী ভূমিকা রাখবে।উপদেষ্টা বলেন, সুন্দরবনের বিস্তীর্ণ জলাভূমি ও নদীঘেরা সীমান্ত এলাকাগুলোতে স্থলপথে নিয়মিত টহল ও নিরাপত্তা বজায় রাখা কঠিন। এই ভাসমান বিওপি চোরাচালান, মানবপাচার, বনজসম্পদ লুণ্ঠন এবং সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবিকে তাৎক্ষণিক ও কার্যকর প্রতিক্রিয়া নিশ্চিত করতে সহায়তা করবে।
২০১ দিন আগে
সীমান্তে ফের পুশ-ইনের চেষ্টা, স্থানীয়দের নিয়ে বিএসএফকে রুখে দিল বিজিবি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত দিয়ে প্রায় ৭৫০ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে স্থানীয় জনতাকে সঙ্গে নিয়ে বিএসএফের সেই প্রচেষ্টা রুখে দিয়েছে বাংলাদেশ সীমান্ত রক্ষা বাহিনী (বিজিবি)।
বৃহস্পতিবার (১৬ মে) দিবাগত রাত ২টার দিকে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
একাধিক সূত্র থেকে জানা যায়, বিভিন্ন সময়ে ত্রিপুরা রাজ্যে আটক ৬০০ জনের বেশি ও রাজস্থানে আটক ১৪৮ জনকে পুশ-ইনের সিদ্ধান্ত নেয় ভারতীয় কর্তৃপক্ষ। আটকদের বেশিরভাগই বাংলাদেশি এবং কয়েকজন রোহিঙ্গাও রয়েছেন।
তাদের সীমান্ত দিয়ে বাংলাদশে পাঠিয়ে দিতে গতকাল (বৃহস্পতিবার) রাত ২টার দিকে বিজয়নগর সীমান্তে আসে বিএসএফ।
এ খবর জানতে পেরে সীমান্তে সতর্ক অবস্থান নেয় বিজিবি। তাদের সঙ্গে যোগ দেয় স্থানীয়রা। সে সময় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সিঙ্গারবিল, বিষ্ণুপুর, নলঘরিয়া, মেরাসানী, নোয়াবাদী সীমান্তে শত শত লোক দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে জড়ো হয়। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে সবাইকে সীমান্তে জড়ো হওয়ার আহ্বান জানান। সীমোন্তে জনতার ভিড় দেখে পিছিয়ে যায় বিএসএফ।
আরও পড়ুন: সিলেট সীমান্তে পুশ-ইন হওয়া ১৬ জনের পরিচয় মিলেছে
এ বিষয়ে সিঙ্গারবিল ইউনিয়ন পরিষদের সদস্য মামুন চৌধুরী বলেন, ‘বিএসএফ পুশ-ইনের চেষ্টা করলে এলাকায় মাইকিং করা হয়। বিজিবির সহযোগিতায় এলাকার মানুষ সীমান্তে গিয়ে জড়ো হয়। লোকজন জড়ো হলে বিএসএফ সরে যায়।’
বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধনা ত্রিপুরা বলেন, ‘সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক আছে। পুশ-ইন চেষ্টার খবরে জনগণ বিজিবির সঙ্গে থেকে প্রতিহত করেছে। এখনও সতর্ক অবস্থানে আছেন সবাই।’
বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহাম্মেদ সাংবাদিকদের বলেন, ‘বিএসএফ পুশ-ইন করবে বলে খবর আসলে বিজিবি সতর্ক অবস্থান নেয়। পাশাপাশি উৎসুক জনতাও সীমান্তে জড়ো হন। সবার যৌথ প্রচেষ্টায় এ ঘটনায় সফল হয়েছি আমরা।’
২০২ দিন আগে