সিলেট ও মৌলভীবাজারের সীমান্ত দিয়ে একরাতে ১৫৩ জন বাংলাদেশিকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শনিবার (২৪ মে) দিবাগত রাত থেকে আজ রবিবার (২৫ মে) সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে এ পুশ-ইনের ঘটনা ঘটে। সীমান্ত অতিক্রম করার সঙ্গে সঙ্গেই বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সংশ্লিষ্টদের আটক করে।
বিজিবি সূত্রে জানা গেছে, ১৫৩ জনের মধ্যে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর সীমান্ত দিয়ে ৭৯ জন, পাল্লাথল সীমান্ত দিয়ে ৪২ জন এবং সিলেটের বিয়ানীবাজার উপজেলার নয়াগ্রাম সীমান্ত দিয়ে ৩২ জনকে বাংলাদেশে পুশ-ইন করা হয়েছে।
বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান আজ রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার রাত আড়াইটার দিকে সীমান্ত এলাকায় অতিরিক্ত নজরদারি চালানোর সময় দেখা যায়, ভারতীয় সীমান্ত থেকে দলবদ্ধভাবে লোকজনকে জঙ্গল ও বিলপথ ব্যবহার করে বাংলাদেশে পুশ-ইন করা হচ্ছে। এ সময় বিজিবি তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে তাদের হেফাজতে নেয়।
তিনি জানান, আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর সবার বাংলাদেশি পরিচয় নিশ্চিত হয়ে স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এসব ব্যক্তি অবৈধভাবে বিভিন্ন সময়ে ভারতে প্রবেশ করেছিলেন। বিএসএফ এখন তাদের বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে বলেও জানান কর্নেল মেহেদী হাসান।
আরও পড়ুন: বিয়ানীবাজার সীমান্তে ৩২ জনকে পুশ-ইন করেছে বিএসএফ
এবিষয়ে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জান জানান, বিজিবি থেকে নারী, পুরুষ এবং শিশুসহ ৩২জনকে হস্তান্তর করা হয়েছে। নয়গ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের পর তাদের আটক করা হয়েছে। তবে এখনও সবার পরিচয় সনাক্ত হয়নি, সনাক্ত প্রক্রিয়া চলমান রয়েছে।
এর আগে ২৩ মে সিলেটের কানাইঘাট সীমান্তের লোভাছড়া এলাকা দিয়ে নারী শিশুসহ ২১ জন এবং ১৪ একই উপজেলার আটগ্রাম সীমান্ত দিয়ে ১৬ জনকে পুশ-ইন করেছিল বিএসএফ। পরে তাদের বাংলাদেশি পরিচয় নিশ্চিত হয়ে আত্মীয়স্বজনের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।