মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুটি মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।
শনিবার (২৬ এপ্রিল) সকালে সিরাজদিখান উপজেলার নিমতলিতে এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে এই দুর্ঘটনা ঘটে।
গাড়ির ধাক্কায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগলে এসব হতাহত হয়।
নিহত ইউসুফ খান(৫২) ফরিদপুর জেলার সালথা থানার বাউশখালী গ্রামের বেদন খানের ছেলে।
আরও পড়ুন: পাবনায় ইজিবাইক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ শিক্ষার্থী নিহত
এর আগে গভীর রাতে এক্সপ্রেসওয়েটির শ্রীনগরের হাসাড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রংপুরের আলিমুল (২৭) এবং রাজধানীর মুগদাপাড়ার আব্দুর রহমান (২৫) আহত হন। ফায়ার সার্ভিস তাৎক্ষণিক তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, বেপরোয়া গতি ও ট্রাফিক আইন না মানার কারণেই দুর্ঘটনা দুটি ঘটে। ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া যানবাহন দুটি শনাক্তের কাজ চলছে।
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।