মাদারীপুর সদর ও রাজৈর উপজেলার পৃথক স্থান থেকে তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার (২৮ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে মাদারীপুর শহরের স্বর্ণকারপট্টির যাদব ঘৃত ভাণ্ডারের কর্মচারী গৌতম ঘোষের কাছে তার বন্ধু সদর উপজেলার রঘুরামপুর গ্রামের তপন (২২) ধার দেওয়া ৫০০ টাকা চাইতে গিয়ে তর্কাতর্কি হয়। একপর্যায়ে তপন ছ্যান দা দিয়ে গৌতমের গলায় কুপিয়ে মারাত্মক জখম করে। এরপর হাসপাতালে নেওয়ার হলে তার মৃত্যু হয়।
নিহত গৌতম (২৩) সদর উপজেলার পূর্ব রাস্তি গ্রামের হারান ঘোষের ছেলে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় নারী পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, পুলিশ অভিযুক্ত তপনকে গ্রেপ্তার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
এদিকে, সদর উপজেলার চিড়াইপাড়া গ্রামের একটি আম গাছ থেকে শনিবার সকালে শিকলে বাঁধা অবস্থায় মিজান সরদার নামে এক কৃষকের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত মিজান সরদার (৫০) সদর উপজেলার বণিকপাড়া গ্রামের মৃত্যু আবু আলি সরদারের ছেলে।
নিহতের বোন জানান, মিজান সরদার শুক্রবার রাতে পাশের গ্রামে ওয়াজ শোনার জন্য ঘর থেকে বেরিয়ে নিখোঁজ হন। তারপর সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ।
এ ছাড়াও, রাজৈর থানা পুলিশ শনিবার সকালে নয়াকান্দি গ্রামের একটি রান্নাঘর থেকে মুখ বাঁধা অবস্থায় তিশা (১২) নামে এক মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার করেছে।
নিহত শিক্ষার্থীর পরিবারের সদস্যদের অভিযোগ, তিশাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
রাজৈর থানা পুলিশ জানায়, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় মাদারীপুর ও রাজৈর থানায় পৃথক মামলা হয়েছে।