লাশ উদ্ধার
নবাবগঞ্জে সেই অটোরিকশাচালক হত্যার রহস্য উদঘাটন
ঢাকার নবাবগঞ্জে অটোরিকশাচালক রাকিবকে গুমের পর হত্যাকাণ্ডের ঘটনায় লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আশরাফুল ও ইয়াসিন নামে দুই যুবককে আটক হয়েছেন। পুলিশ হত্যাকারীদের তথ্য অনুযায়ী লাশটি উদ্ধার করে।
শনিবার (১৮ জানুয়ারি) নবাবগঞ্জ থানার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আলম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
তারা জানান, ১৫ জানুয়ারি সকালে অটোরিকশা নিয়ে বের হন রাকিব। পরে বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি করেন তার স্বজনরা। একপর্যায় না পেয়ে রাকিবের বড় ভাই রবিউল নবাবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় রাকিবের ফোনের কল লিস্টের সর্বশেষ নম্বরটি বের করে সন্দেহভাজন হিসেবে আশরাফুল ও ইয়াসিনকে আটক করে পুলিশ।
আরও পড়ুন: রাতে মাছ ধরতে গিয়ে যুবকের রহস্যজনক মৃত্যু
তাদের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা রাকিবকে হত্যার কথা স্বীকার করে জানান, ইয়াসিন ও তার মামাতো ভাই মিলে অটোরিকশাটি নেওয়া জন্য রাকিবকে হত্যা করে লাশ মাটিতে পুঁতে গুম করে ফেলে।
তাদের দেওয়া তথ্য অনুযায়ী সেখানে গিয়ে রাকিবের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
৪ দিন আগে
ফরিদপুরে চিকিৎসকের বাড়ি থেকে কেয়ারটেকারের লাশ উদ্ধার
ফরিদপুরের ভাঙ্গায় এক চিকিৎসকের বাড়ি থেকে ওহাব মাতব্বর (৭০) নামে এক কেয়ারটেকারের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৮ জানুয়ারি) রাত ১০ টার দিকে উপজেলায় নাসিরাবাদ ইউনিয়নের আলেখার কান্দা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ওহাব মাতব্বরের বাড়ি পাশ্ববর্তী তুজারপুর গ্রামে। তিনি দীর্ঘদিন যাবৎ এই বাড়িতে কেয়ারটেকারের দ্বায়িত্বে ছিলেন।
সহকারী পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. আসিফ ইকবাল জানান, বুধবার রাত ১০টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পাই ওহাব মাতব্বরের লাশ দ্বিতীয় তলার বাড়ির ছাদে ওঠার দরজার পাশে পড়ে রয়েছে।
তিনি আরও জানান, সংবাদ পেয়ে আমিসহ থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছি। সিআইডির একটি দলও ঘটনাস্থলে রয়েছে। হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে।
১ সপ্তাহ আগে
ভারতে হোটেল থেকে একই পরিবারের ৫ জনের লাশ উদ্ধার
ভারতের উত্তরাঞ্চলীয় প্রদেশ উত্তর প্রদেশের একটি হোটেল থেকে চার শিশু ও তাদের মাসহ একই পরিবারের পাঁচজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩০ ডিসেম্বর) রাজ্যের রাজধানী লখনউতে ঘটনাটি ঘটেছে। নিহতদের মধ্যে ৯ ও ১৬ বছর বয়সী দুই নাবালকও রয়েছে।
পুলিশ সূত্রে খবর, মৃত শিশুদের এক ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। পারিবারিক কলহের জেরে খুনের দায়ে নিহতের হাতের কব্জি কেটে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
লখনউ থেকে ৩৫০ কিলোমিটার দূরে আগ্রা শহরের বাসিন্দা ওই পরিবার।
৩ সপ্তাহ আগে
মাদারীপুরে এক দিনে ৩টি লাশ উদ্ধার
মাদারীপুর সদর ও রাজৈর উপজেলার পৃথক স্থান থেকে তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার (২৮ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে মাদারীপুর শহরের স্বর্ণকারপট্টির যাদব ঘৃত ভাণ্ডারের কর্মচারী গৌতম ঘোষের কাছে তার বন্ধু সদর উপজেলার রঘুরামপুর গ্রামের তপন (২২) ধার দেওয়া ৫০০ টাকা চাইতে গিয়ে তর্কাতর্কি হয়। একপর্যায়ে তপন ছ্যান দা দিয়ে গৌতমের গলায় কুপিয়ে মারাত্মক জখম করে। এরপর হাসপাতালে নেওয়ার হলে তার মৃত্যু হয়।
নিহত গৌতম (২৩) সদর উপজেলার পূর্ব রাস্তি গ্রামের হারান ঘোষের ছেলে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় নারী পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, পুলিশ অভিযুক্ত তপনকে গ্রেপ্তার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
এদিকে, সদর উপজেলার চিড়াইপাড়া গ্রামের একটি আম গাছ থেকে শনিবার সকালে শিকলে বাঁধা অবস্থায় মিজান সরদার নামে এক কৃষকের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত মিজান সরদার (৫০) সদর উপজেলার বণিকপাড়া গ্রামের মৃত্যু আবু আলি সরদারের ছেলে।
নিহতের বোন জানান, মিজান সরদার শুক্রবার রাতে পাশের গ্রামে ওয়াজ শোনার জন্য ঘর থেকে বেরিয়ে নিখোঁজ হন। তারপর সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ।
এ ছাড়াও, রাজৈর থানা পুলিশ শনিবার সকালে নয়াকান্দি গ্রামের একটি রান্নাঘর থেকে মুখ বাঁধা অবস্থায় তিশা (১২) নামে এক মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার করেছে।
নিহত শিক্ষার্থীর পরিবারের সদস্যদের অভিযোগ, তিশাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
রাজৈর থানা পুলিশ জানায়, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় মাদারীপুর ও রাজৈর থানায় পৃথক মামলা হয়েছে।
আরও পড়ুন: গাজীপুরের কারখানায় অগ্নিকাণ্ডে তিনজনের লাশ উদ্ধার
৩ সপ্তাহ আগে
কুষ্টিয়ায় নারী পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার
কুষ্টিয়া শহরের কমলাপুর এলাকায় ভাড়া বাসা থেকে রুবিনা খাতুন নামে এক নারী পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ সদস্যে রুবিনা খাতুন(২৮) কুষ্টিয়া আদালতে জিআরও অফিসে কর্মরত ছিলেন।
বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পুলিশ লাশটি উদ্ধার করে।
নিহত রুবিনা খাতুন মেহেরপুরের মুজিবনগর থানার রামনগর গ্রামের আব্দুল শেখের মেয়ে। একই থানার রতনপুর গ্রামের ফজলু শেখের ছেলে আলাল শেখ (৩০) তার স্বামী বলে জানা গেছে।
আরও পড়ুন: ভালুকায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
পুলিশ জানায়, শহরের কমলাপুর এলাকার একটি বহুতল ভবনের তৃতীয় তলায় স্বামী ও দুই সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন পুলিশ সদস্য রুবিনা। ছেলে-মেয়েরা নানা বাড়িতে বেড়াতে যাওয়ায় বুধবার ছুটির দিনে স্বামী-স্ত্রী দুইজনেই বাড়িতে ছিলেন। সারাদিন সহকর্মীরা রুবিনাকে ফোন দিয়ে না পেয়ে পাশের ফ্লাটের পরিচিত এক প্রতিবেশীকে ব্যাপারটি জানায়।
এরপর ওই প্রতিবেশীর স্ত্রী এসে রুবিনার স্বামীকে জানায় সহকর্মীদের ফোন ধরছে না রুবিনা। তখন রুবিনার স্বামী আলাল জানায় শারিরীকভাবে অসুস্থ থাকায় সকাল থেকে সে রাগ করে ঘরের দরজা বন্ধ করে আছে। সন্ধ্যায় এ ঘটনা জানার পর সহকর্মীরা এসে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে রুবিনাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। বাকিটা ময়নাতদন্ত রির্পোট পাওয়ার পর নিশ্চিত হয়ে বলা যাবে। তারপরও সবকিছু মাথায় রেখে তদন্ত চলছে।’
আরও পড়ুন: মেহেরপুরে অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার
৩ সপ্তাহ আগে
গাজীপুরের কারখানায় অগ্নিকাণ্ডে তিনজনের লাশ উদ্ধার
গাজীপুরের শ্রীপুরে বোতাম তৈরির কারখানায় আগুনের ঘটনায় তিনজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
সোমবার (২৩ ডিসেম্বর) সকালে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার সকালে কারখানা থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে শ্রীপুর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
পুলিশ জানায়, নিহত তিনজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি লালমনিরহাটের বাবলু মিয়ার ছেলে মজলুম মিয়া।
আরও পড়ুন: গাজীপুরের বোতাম কারখানার আগুন নিয়ন্ত্রণে, নিহত ১
এর আগে রবিবার রাতে গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, রবিবার রাত পর্যন্ত দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। দুটো লাশ আগুনে পুড়ে বিকৃত হয়ে গিয়েছে। তাই লাশ দুটোর পরিচয় নিশ্চিত করা যাচ্ছে না। ধারণা করছি, প্রথম দিকে যে বিস্ফোরণ হয়েছে তখনই তাদের মৃত্যু হয়েছে।
রবিবার (২২ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামের এম অ্যান্ড ইউ ট্রিমস্ লিমিটেড নামে ওই কারখানায় আগুন লাগে।
স্থানীয়রা জানান, রবিবার দুপুরে হঠাৎ করে কারখানার কেমিক্যাল গুদামে আগুন লাগে। মুহূর্তেই বেশ কয়েকটি বিস্ফোরণ হয়। কারখানার লোকজন আতঙ্কিত হয়ে ছুটাছুটি শুরু করেন। কারখানার আশপাশের বসতবাড়ির লোকজন তাদের আসবাবপত্রসহ ঘরের বিভিন্ন জিনিসপত্র বাইরে নিরাপ; নিয়ে আসতে থাকে। পরপর বিস্ফোরণে আশপাশে প্রকম্পিত হয়ে উঠে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, দুপুর ১টার ৪০ মিনিটে শ্রীপুর ফায়ার স্টেশনে প্রথমে আগুন লাগার খবর দেওয়া হয়। ১টা ৫৬ মিনিটে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। যেহেতু কেমিক্যাল ড্রামে বিস্ফোরণের খবর ছিল তাই গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি, রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার স্টেশনের দুটিসহ পাঁচটি ইউনিট ডাকা হয়। সবমিলিয়ে মোট সাতটি ইউনিট আগুন য়িন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে তাদের সম্মিলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এখানে প্রচুর কেমিক্যালের ড্রাম ছিল, আগুনের তাপে ড্রামগুলো ফুলে যাচ্ছিল। সেখান থেকে বিস্ফোরণ হয়।
আরও পড়ুন: গাজীপুরে বোতাম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট
৪ সপ্তাহ আগে
নাটোরে শ্মশান মন্দিরে চুরি, হাত-পা বাঁধা ধোপার লাশ উদ্ধার
নাটোর শহরের কাশিমপুর কেন্দ্রীয় শশ্মানের মন্দিরের তালা ভেঙে চুরি করেছে দুর্বৃত্তরা।
এ সময় ঘটনাস্থল থেকে কুমার দাস নামে এক প্রতিবন্ধী ধোপার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে।
মন্দির কমিটির সভাপতি সুবল দাস বলেন, ‘শনিবার সকালে শশ্মানের গার্ড দুলাল চন্দ্র প্রামাণিক সেখানে গিয়ে মন্দিরের চুরি ও ধোপার লাশের বিষয়টি দেখে এসে আমাকে জানায়। পরে আমি ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে আসে।’ প্রায় ৪ বছর ধরে কুমার দাস মন্দিরে থাকতো বলে জানান সভাপতি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান, মন্দিরের গ্রিল কেটে বেশ কিছু কাঁসার বাসনপত্র চুরি করে নিয়ে গেছে। দেখে ফেলায় ধোপাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা যাচ্ছে। ঘটনাটি তদন্ত করে অপরাধীদের আটক করা হবে বলে জানান ওসি।
১ মাস আগে
শার্শা সীমান্তের ইছামতি নদীর পাড় থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
যশোরের শার্শা সীমান্তের ইছামতি নদীর পাড় থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ৭টার দিকে পাচভুলট সীমান্তে বাংলাদেশ-ভারত শূন্যরেখার ইছামতি নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।
তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন: কোম্পানীগঞ্জে হাওর থেকে যুবকের লাশ উদ্ধার
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির আব্বাস জানান, বিজিবির কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে লাশটি নদীর পাড়ে ফেলে গেছে।
খুলনা-২১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশীদ আনোয়ার জানান, সীমান্তের শূন্যরেখা ইছামতি নদীর পাড়ে উলঙ্গ অবস্থায় এক ব্যক্তির লাশ পড়ে ছিল। লাশটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত ব্যক্তি স্থানীয় নয় বলে জানা গেছে।
আরও পড়ুন: চাঁদপুরে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার
১ মাস আগে
নাটোরের রেল ব্রিজের নিচ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
নাটোরের বাগাতিপাড়ায় রেল ব্রিজের নিচ থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৬০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলার টেটনপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হতে পারে বলে ধারণা পুলিশের।
এলাকাবাসী জানায়, সোমবার সকালে বাগাতিপাড়া উপজেলার টেটনপাড়া এলাকায় রেল ব্রিজের নিচে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় কৃষকরা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল হক জানান, লাশটির পরিচয় নিশ্চিত হতে পিবিআই কাজ করছে।
আরও পড়ুন: কীর্তনখোলায় স্পিডবোট ডুবে নিখোঁজ আরও ৩ জনের লাশ উদ্ধার
১ মাস আগে
ময়মনসিংহে নির্মাণাধীন ভবন থেকে ফোরম্যানের লাশ উদ্ধার
ময়মনসিংহ নগরীর নওমহল এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে রমজান আলী (২৪) নামে এক ফোরম্যানের লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
নিহত রমজান আলী নীলফামারী জেলার জলঢাকা উপজেলার পূর্ববালাক কাশীনাথপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
আরও পড়ুন: গোপালগঞ্জে ইজিবাইকচাপায় শিশুর মৃত্যু
এছাড়া রমজান দীর্ঘ ৫ বছর ধরে ময়মনসিংহ নগরীর নওমহল এলাকায় ভবন নির্মাণের কাজ করে আসছিলেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম খান বলেন, ধারণা করা হচ্ছে- পূর্ব শত্রুতার জেরে তাকে খুন করা হয়েছে।
তিনি বলেন, নির্মাণাধীন ভবনটিতে মোট ২৫ জন নির্মাণশ্রমিক কাজ করেন। এদের অভ্যন্তরীণ জেরে ঘটনাটি ঘটতে পারে। এছাড়া ঘটনার রহস্য উদঘাটনে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। পরে বিস্তারিত জানা যাবে।
আরও পড়ুন: সিলেটে পানিতে ডুবে শিশুর মৃত্যু
১ মাস আগে