ময়মনসিংহের ভালুকায় দুই শিশু সন্তান ও মাকে গলা কেটে হত্যার খবর পাওয়া গেছে।
সোমবার (১৪ জুলাই) সকাল ৯টার দিকে ভালুকা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পনাশাইল রোড এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন— ময়না আক্তার (২৫), শিশু কন্যা রাইসা (৭) ও নিরব (২)।
স্থানীয়রা জানান, নেত্রকোনার কেন্দুয়া উপজেলার জেনের বাজার এলাকার রফিকুল ইসলাম স্ত্রী ও দুই সন্তানসহ ছোট ভাই নজরুল ইসলামকে নিয়ে ভালুকা পৌরসভার পনাশাইল এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। রফিকুল ইসলাম স্থানীয় রাসেল স্পিনিং মিলে কাজ করতেন।
আরও পড়ুন: খুলনায় ব্যবসায়ীকে গলা কেটে হত্যা
সোমবার সকাল ৯টার দিকে কর্মস্থল থেকে বাসায় ফিরে রফিকুল দেখেন মূল ফটকে তালা ঝুলছে। এ সময় ডাকাডাকি করা হলেও ঘরের ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে তালা ভেঙে ঘরে ঢুকে তিনি স্ত্রী ও দুই সন্তানের গলাকাটা লাশ দেখতে পান। পরে তিনি পুলিশে খবর দেন।
খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির বলেন, ‘মা ও দুই সন্তানের গলাকাটা লাশ তিনটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। খুনের রহস্য উদঘাটনে তদন্ত চলছে।’