শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকলেও বেনাপোল কাস্টমস হাউস খোলা রয়েছে। তবে কাস্টমস হাউস খোলা থাকলেও ব্যবসায়ীদের উপস্থিতি তুলনামূলক কম।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্দেশনা অনুযায়ী, বেনাপোল কাস্টমস হাউস শুক্র ও শনিবারও খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত কমিশনার এইচ এম শরিফুল ইসলাম।
গত বৃহস্পতিবার (১০ জুলাই) এনবিআরের প্রথম সচিব (কাস্টমস নীতি) মো. রইচ উদ্দীনের সই করা এক অফিস আদেশে জানানো হয়, অ্যাসিকুডা ওয়ার্ল্ড সিস্টেমের ধীরগতির কারণে গত কয়েকদিন দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমে বিঘ্ন ঘটে এবং রাজস্ব আদায় ব্যাহত হয়। এ পরিস্থিতি মোকাবিলায় ১১ ও ১২ জুলাই (শুক্র ও শনিবার) কাস্টমস কার্যক্রম চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বেনাপোল বন্দরের উপপরিচালক মামুন কবীর তরফদার জানান, আজ শুক্রবার বন্দর খোলা রয়েছে। কেউ বন্দর থেকে আমদানিসহ মালামাল খালাস নিতে চাইলে দেওয়া হবে। এ ছাড়া আমদানি করা ভারতীয় পণ্যবাহী ট্রাক থেকে পণ্য আনলোডও করা হবে।
আরও পড়ুন: বেনাপোল কাস্টমস হাউসে চলছে কর্মকর্তাদের ৫ ঘণ্টা কলম বিরতি
অতিরিক্ত কমিশনার শরিফুল ইসলাম জানান, অ্যাসিকুডা ওয়ার্ল্ড সিস্টেমের ধীরগতির কারণে গত কয়েকদিন রাজস্ব আদায় ব্যহত হয়েছে। এ ছাড়া আমদানি-রপ্তানি পণ্য চালান ছাড় প্রক্রিয়া কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। সেই ক্ষতি পোষাতে এখন সাপ্তাহিক ছুটির দিনেও কাস্টমস হাউস রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।