কর্মবিরতি প্রত্যাহার
বরিশালে চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) চিকিৎসক ও কর্মচারীদের উপর হামলার ঘটনায় স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের নেতা হোসাইন আল সুহানকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার(১৯ আগস্ট) সাড়ে ১২টার দিকে নগর ভবনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করে বলেন, সুহান ছাত্রলীগ নেতা। শেবাচিম হাসপাতালে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে গ্রেপ্তারের পর দুপুর ৩টার দিকে শেবাচিম হাসপাতালের চিকিৎসকসহ অন্যান্যরা রবিবার দুপুর থেকে ডাকা কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরেছে।
অন্যদিকে সুহানকে গ্রেপ্তারের প্রতিবাদে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করে আন্দোলনকারীরা। এর আগে স্বাস্থ্যখাতের সংস্কার চেয়ে জেলা প্রশাসক বরাবর দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করা হয়। ছাত্র জনতার ব্যানারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতারা এই আন্দোলন করছে।
স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের সদস্য তাহমিদ ইসলাম দাইয়ান বলেন, ‘আজ (মঙ্গলবার) জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ছিল আমাদের। তাই তারা নগরীর ফজলুল হক এভিনিউ সড়কে নগর ভবনের সামনে অবস্থান নেন। সেখান থেকে পুলিশ আমাদের সমন্বয়ক সুহানকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তার সাথে আরও ৫ থেকে ৬ জনকে পুলিশ নিয়ে গেছে। কোথায় নিয়েছে আমরা তা জানি না।’
পড়ুন: স্বাস্থ্যখাতের সংস্কার দাবিতে বরিশালে ফের ছাত্রজনতার বিক্ষোভ, চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
ওসি মিজান বলেন, স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনে অংশ নেওয়া ছাত্রলীগ ক্যাডার সুহান বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও পলাতক শেখ হাসিনার মামাতো ভাই খোকন সেরনিয়াবাতের অনুসারী।
তাকে গ্রেপ্তারের সময় স্বাস্থ্যখাত আন্দোলনের কয়েকজন সদস্য জোর করে টহল পিকআপে উঠেছিল। তাদের ছেড়ে দেওয়া হয়েছে। সুহানকে হাসপাতালে চিকিৎসক ও কর্মচারীদের উপর হামলা মামলার আসামি হিসেবে আদালতে পাঠানো হবে।
এর আগে সোমবার বরিশাল শেবাচিম হাসপাতালে হামলা চালিয়ে কর্মকর্তা কর্মচারীদের আহত করার অভিযোগে চতুর্থ শ্রেণির কর্মচারী বাহাদুর শিকদার বাদী হয়ে থানায় একটি মামলা করেন। মামলায় স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক মহিউদ্দিন রনিকে একমাত্র নামধারী ও অজ্ঞাত আরও ৮০ জনকে আসামি করা হয়। মামলায় আসামিদের বিরুদ্ধে আইন অমান্য করে জনতার উপর হামলা, হত্যা করতে আঘাত-মারধর-জখম করাসহ হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
ইন্টার্ন চিকিৎসকদের পক্ষে ডা. মো. নাজমুল হুদা বলেন, পরিচালক স্যারের আশ্বাসের প্রেক্ষিতে আমরা কর্মস্থলে ফিরেছি। গত রবিবার স্বাস্থ্য সংস্কার আন্দোলনের নামে কিছু দুষ্কৃতকারী আমাদের মেডিসিন বিভাগের ইনডোর মেডিকেল অফিসার ডা. দিলীপ রায় স্যারের উপর অতর্কিত হামলা চালায়। পুলিশ হামলাকারী একজনকে গ্রেপ্তার করছে বলে আমাদের নিশ্চিত করা হয়েছে। আমাদের অন্যান্য দাবির বিষয়ে পরিচালক স্যার গুরুত্ব দিয়েছেন। তাই আমরা কর্মবিরতি প্রত্যাহার করে পুনরায় কাজে ফিরেছি।
২৩ দিন ধরে চলা আন্দোলনের মধ্যে গত সোমবার (১১ আগস্ট) শেবাচিম হাসপাতালের জরুরী গেটে আমরণ অনশনে বসেন কয়েক শিক্ষার্থী। বৃহস্পতিবার শিক্ষার্থীদের উপর হামলা চালিয়ে অনশন থেকে তুলে দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় দুই পক্ষের একাধিক ব্যক্তি আহত হয়েছে বলে দাবি করা হয়। এরপর শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাস্টার কোতোয়ালি মডেল থানায় বৃহস্পতিবার রাতে ৪২ জনের বিরুদ্ধে অভিযোগ দেয়। গত রবিবার শেবাচিম হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা নিরাপদ কর্মস্থলের দাবিতে আন্দোলনে নামে। একই সময় ছাত্রজনতা শেবাচিমের প্রধান গেটে অবস্থানকালে দুইপক্ষের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। তখন ছাত্রজনতার ছোড়া ইটে চিকিৎসক আহত হয় বলে অভিযোগ তোলা হয়। এরপর রবিবার দুপুর থেকে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়ে জড়িতদের গ্রেপ্তার দাবিতে হুঁশিয়ারি দেয়।
বরিশাল শেবাচিম হাসপাতালে হামলা চালিয়ে কর্মকর্তা কর্মচারীদের আহত করার অভিযোগে সোমবার চতুর্থ শ্রেণির কর্মচারী বাহাদুর শিকদার বাদী হয়ে থানায় মামলা করেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রবিবার দুপুর তিনটা থেকে শেবাচিম হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের ডাকা কর্মবিরতি মঙ্গলবার দুপুর তিনটার দিকে প্রত্যাহার করেছে।
এর আগে সোমবার দুপুর ১২টার দিকে সংবাদ সম্মেলন করে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার না করা হলে হাসপাতাল শাটডাউনের হুঁশিয়ারি দিয়েছিল শেবাচিমের চিকিৎসকরা।
১০৭ দিন আগে
সিলেট ওসমানী হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন (শিক্ষানবিশ) চিকিৎসকদের তিন দফা দাবিতে ডাকা কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে তারা কাজে যোগ দেবেন বলে জানিয়েছেন ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী।
এর আগে সোমবার (১৬ জুন) সকাল থেকে আবাসিক হল থেকে উচ্ছেদের প্রতিবাদ, নিরাপদ-স্বাস্থ্যসম্মত ও বসবাসযোগ্য আবাসিক কক্ষ নিশ্চিতকরণসহ তিন দফা দাবিতে কর্মবিরতি শুরু করেন শিক্ষানবিশ চিকিৎসকরা। এতে সংকটে পড়ে চিকিৎসা সেবা। পরে বিকাল ৪টার দিকে কলেজ প্রশাসনের আশ্বাসে তারা কর্মবিরতি প্রত্যাহার করেন।
পড়ুন: সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের মানবপ্রাচীর
ইন্টার্ন চিকিৎসকরা জানান, রবিবার একাধিক নারী ইন্টার্ন চিকিৎসকের রুমে তাদের অনুপস্থিতিতে তালা ভেঙে জোরপূর্বক প্রবেশ করে ব্যক্তিগত জিনিসপত্র বের করে দেওয়া হয়। এদের মধ্যে একজন ইন্টার্ন চিকিৎসক অন্তঃসত্ত্বা ছিলেন, তার অবস্থা সংকটাপন্ন।
এমন ঘটনাকে অমানবিক ও আইনবহির্ভূত উল্লেখ করে এর প্রতিবাদে সোমবার সকাল থেকে ধর্মঘটে নামেন ইন্টার্নরা।
এদিকে, এ ঘটনায় ওসমানী মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগের অধ্যাপক ডা. শামীম আক্তার মিমিকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন, বায়োকেমিস্ট্রি বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. রওশন আরা বেগম ও শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. তানজীনা চৌধুরী।
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী বলেন, ছোট একটি বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। শিক্ষানবিশ চিকিৎসকদের নিয়ে বৈঠক হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
১৭১ দিন আগে
বকেয়া বেতন পরিশোধের আশ্বাসে রেলের অস্থায়ী শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার
আগামী রবিবারের মধ্যে বকেয়া বেতন পরিশোধের আশ্বাসে বাংলাদেশ রেলওয়ের অস্থায়ী (টিএলআর) শ্রমিকরা তাদের কর্মবিরতি প্রত্যাহার করেছেন।
সোমবার (১৭ মার্চ) রাজধানীর রেলভবনে বাংলাদেশ রেলওয়ের অস্থায়ী (টিএলআর) কর্মচারীদের পক্ষ থেকে কর্মবিরতি প্রত্যাহারের এ ঘোষণা দেওয়া হয়েছে।
এর আগে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম আন্দোলনরত টিএলআর শ্রমিকদের বকেয়া বেতন আগামী রবিবারের (২৩ মার্চ) মধ্যে পরিশোধের আশ্বাস দেন।
সাংবাদিকদের ব্রিফকালে তিনি বলেন, ইন্টিগ্রেটিড বাজেট এন্ড একাউন্টিং সিস্টেম (আইবাস) সংক্রান্ত জটিলতার কারণে রেলওয়ের টিএলআর শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে সমস্যা ছিলো। সে সমস্যা সমাধানে অর্থবিভাগ ও মন্ত্রণালয় পর্যায়ে অভ্যন্তরীণ কার্যক্রম চলমান রয়েছে।
আরও পড়ুন: মেট্রোরেলের কর্মবিরতি প্রত্যাহার, টিকিট বিক্রি চলছে
‘আশা করা যাচ্ছে, আগামী রবিবারের মধ্যে টিএলআর শ্রমিকদের বকেয়া বেতন তাদের ব্যাংক একাউন্টে পৌঁছে যাবে।’
আগামী এপ্রিল মাস থেকে তাদের বেতন প্রতিমাসের দশ তারিখের মধ্যে পরিশোধ করা সম্ভব হবে বলেও তিনি জানান। তার এ আশ্বাসের পরিপ্রেক্ষিতে টিএলআর শ্রমিকরা তাদের কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন। তবে রবিবারের মধ্যে বকেয়া বেতন পরিশোধ করা না হলে তারা পুনরায় আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে বলে জানান।
ব্রিফিংকালে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেনসহ রেলপথ মন্ত্রণালয় ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও টিএলআর শ্রমকদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
২৬৩ দিন আগে
মেট্রোরেলের কর্মবিরতি প্রত্যাহার, টিকিট বিক্রি চলছে
সহকর্মীদের এমআরটি পুলিশের মারধরের অভিযোগে কর্মবিরতি ঘোষণা করেছিলেন মেট্রোরেলের কর্মীরা।
সোমবার (১৭ মার্চ) ভোরে তারা কর্মবিরতি ঘোষণা করলেও আড়াইঘণ্টা পর সকাল সাড়ে ৯টায় ফের এককযাত্রার টিকিট বিক্রি শুরু হয়েছে।
যদিও সকালে সরেজমিনে গিয়ে মিরপুর ১০ ও সচিবালয় স্টেশনে কোনো মেট্রোরেল কর্মী দেখা যায়নি, কেবল কয়েকজন আনসার সদস্য ছিলেন সেখানে।
আরও পড়ুন: তিন মাস পর খুলছে মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন
এমআরটি পুলিশ সদস্যরা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) চারজন কর্মীকে মৌখিক ও শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনার প্রতিবাদে এই কর্মবিরতি ডেকেছিলেন মেট্রোরেল কর্মীরা। পরে এমআরটি পুলিশের সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগের পর কাজে ফিরেছেন তারা।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফজলুল হক সংবাদমাধ্যমকে বলেন, ‘বিষয়টি নিয়ে মন্ত্রণালয় একটি কমিটি করেছে। যারা এ ঘটনায় জড়িত তাদের শাস্তির আওতায় আনা হবে।’
“এরইমধ্যে এমআরটি পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। কর্মবিরতি যারা করছেন, তাদের সঙ্গে আমার একটু আগেই কথা হয়েছে। তারা কাজে ফিরবেন,’ বলেন তিনি।
২৬৩ দিন আগে
কর্মবিরতি প্রত্যাহার, দেশে ট্রেন চলাচল স্বাভাবিক
রেলওয়ের রানিং স্টাফরা কর্মবিরতি প্রত্যাহার করে নিলে দেশের বিভিন্ন অঞ্চলে ট্রেন চলাচল আবার শুরু হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) ভোরে রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে।
কমলাপুরের স্টেশনমাস্টার আনোয়ার হোসেন বলেন, আজ ভোর ৪টা ৪০ মিনিট থেকে এই ট্রেন চলাচল শুরু হয়। দেশের অন্যান্য স্টেশন থেকেও ট্রেন ছেড়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো গোলযোগের খবর নেই।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিবাগত গভীর রাতে রেলওয়ে উপদেষ্টা ফাওজুল কবির খান, বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের নেতা ও রেলওয়ে রানিং স্টাফদের নেতাদের মধ্যে বৈঠকের পর এমন সিদ্ধান্ত এসেছে। রাত পৌনে ৩টায় রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা এসেছে।
আরও পড়ুন: ছেড়ে আসা ট্রেন রেখে পালালেন চালক, অবরুদ্ধ স্টেশন সুপার
বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক ইউনিয়নের মহাসচিব মজিবুর রহমান বলেন, বুধবার অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের সমস্যা সমাধানের অঙ্গীকার করেছেন রেলওয়ে উপদেষ্টা। আমরা কোনো জনদুর্ভোগ চাই না, আমরা দুঃখিত। আমরা কর্মবিরতি থেকে সরে এসেছি। রানিং স্টাফ ভাইদের কাজে ফিরে যেতে অনুরোধ করছি।
এরপর রাজশাহী রেলস্টেশন থেকে দুটি ট্রেন ছেড়ে যায়। এছাড়া আজ ভোরে আন্তনগর বলাকা (ঢাকা থেকে মোহনগঞ্জ), ধূমকেতু, সোনার বাংলাসহ কয়েকটি আন্তনগর ট্রেন এবং জয়দেবপুর কমিউটার ট্রেন কমলাপুর থেকে ছেড়ে গেছে।
রানিং স্টাফদের কর্মবিরতির কারণে গত সোমবার মধ্যরাতের পর বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। গতকাল মঙ্গলবার সারা দেশে ট্রেন চলাচল বন্ধ থাকে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে রেলে ভ্রমণ করতে আসা যাত্রীরা চরম বিপাকে পড়েন। এ নিয়ে দেশের বিভিন্ন স্টেশনে বিক্ষোভ দেখান যাত্রীরা।
আরও পড়ুন: রানিং স্টাফদের কর্মবিরতি: সারা দেশে ট্রেন যোগাযোগ বন্ধ
৩১০ দিন আগে
বিমানবন্দরে কুরিয়ার সার্ভিস কর্মীদের কর্মবিরতি প্রত্যাহার, আমদানি-রপ্তানি স্বাভাবিক
ঢাকা বিমানবন্দরে কুরিয়ার সার্ভিস কর্মীদের কর্মবিরতির কারণে ঢাকা কাস্টমস হাউজে কুরিয়ারের মাধ্যমে আমদানি-রপ্তানি কার্গো হ্যান্ডলিং ব্যাহত হয়।
মঙ্গলবার (১৩ আগস্ট) এই সংকট তৈরি হলে বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার রফিকুল ইসলামের হস্তক্ষেপে কর্মসূচি প্রত্যাহার করায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
ইউএনবিকে বিষয়টি নিশ্চিত করেন বিজিএমইএ’র পরিচালক মহিউদ্দিন রুবেল।
আরও পড়ুন: জুলাইয়ে দেশে রেমিট্যান্স এসেছে ১৯০ কোটি ডলার
বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার রফিকুল ইসলামের নেতৃত্বে বিজিএমইএ’র পরিচালনা বোর্ডের প্রচেষ্টায় কর্মবিরতি প্রত্যাহার করে তারা।
ফলে ঢাকা কাস্টমস হাউজে কুরিয়ারের মাধ্যমে আমদানি-রপ্তানি কার্গো হ্যান্ডলিং পুনরায় স্বাভাবিক হয়েছে।
আরও পড়ুন: সাবেক দুই মন্ত্রী সাইফুজ্জামান-আরাফাতের হিসাব জব্দ
৪৭৮ দিন আগে
চমেক ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্রলীগের দুই গ্রুপের বিরোধের জেরে কর্মবিরতির চারদিন পর ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১০টায় চমেক হাসপাতাল পরিচালকের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়।
চমেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির বলেন, চমেক হাসাপাতালের ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলাকারীদের দ্রুত বিচারের দাবিতে চলমান এই কর্মবিরতি তুলে নেয়া হয়েছে। ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে তাদের সব দাবি মেনে নেয়া হয়েছে।
আরও পড়ুন: চমেকে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ: ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত
তিনি জানান, তাদের অনেকগুলো দাবির মধ্যে একটি দাবি ছিল- বহিরাগতদের গ্রেপ্তার করতে হবে। এজন্য তারা তিন দিনের সময় দিয়েছে। যেহেতু বিষয়টি নিয়ে ইতোমধ্যে মামলা হয়েছে, আশা করা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনবেন।
ইন্টার্ন ডক্টর অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ডা. তাজওয়ার রহমান বলেন, ‘আমরা আপাতত কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছি। তিন দিনের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে পুনরায় কর্মবিরতিতে যাব।’
এ সময় চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহানা আখতার, পুলিশের ৫ কর্মকর্তা, চমেক হাসপাতালের বিভিন্ন বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার (২৭ এপ্রিল) রাতে চমেক ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষের জেরে দুজন ইন্টার্ন ডাক্তারসহ পাঁচজন আহত হন। এরমধ্যে চমেকের ৫৭তম ব্যাচের ইন্টার্ন ডাক্তার ও বর্তমান সভাপতি হাবিবুর রহমানও ছিলেন। এর জের ধরে গত বুধবার থেকে কর্মবিরতি চালিয়ে যাচ্ছিলেন ইন্টার্ন চিকিৎসকরা।
১৬৭৭ দিন আগে
আসামির আত্মসমর্পণে চট্টগ্রামে প্রাইম মুভার চালকদের কর্মবিরতি প্রত্যাহার
চট্টগ্রাম, ০২ সেপ্টেম্বর (ইউএনবি)- আসামি গ্রেপ্তার হওয়ায় চট্টগ্রামের সীতাকুণ্ডে চালক শাহজাহান সাজুকে হত্যার প্রতিবাদে ডাকা কর্মবিরতি প্রত্যাহার করেছে চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়ন।
২২৮৬ দিন আগে