শরীয়তপুর
শরীয়তপুর সড়ক দুর্ঘটনা নিহত ১, আহত ৩
শরীয়তপুরের ডামুড্যায় ভ্যান ও পিকআপ গাড়ির মুখোমুখি সংঘর্ষে আশরাফ আলী দর্জি (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন মারাক্তক ভাবে আহত হয়েছেন।
শনিবার (২৮ জুন) বেলা ১২টায় পূর্ব-তামুড্যা উপজেলার দুই নম্বর ব্রিজ এলাকায় এই ঘটনাটি ঘটে।
নিহত আশরাফ আলী দর্জি গোসাইরহাট উপজেলার গরিবের চর এলাকার মৃত মাহিম আলীর ছেলে। তিনি কুকুরের কামড়ের ভ্যাকসিন দিতে এসে দুর্ঘটনার শিকার হন।
আহতরা হলেন- আশরাফ আলী স্ত্রী রেণুজা বেগম (৫৫), মেয়ে স্বপ্না (৩৫)ও ভ্যানচালক মাসুদ (৪০)।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, নিহত আশরাফ আলী দর্জিকে বাড়ির পাশেই সকালে কুকুর কামড় দেয়। সেই ভ্যাকসিন দেওয়ার জন্য ডামুড্যা উপজেলা হাসপাতালে নিয়ে আসা হচ্ছিল। পথে দুই নাম্বার ব্রিজের উপর উল্টো দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানে তাদের ভ্যানের উপর উঠিয়ে দেয়। এসময় স্থানীয়রা সবাইকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এনে ভর্তি করেন। আহতদের আনার পথেই আহত আশরাফ আলীর মৃত্যু হয়।
আশরাফ আলী মেয়ে স্বপ্না বলেন, বাবাকে সকালে কুকুরে কামড় দেওয়ার কারণে আমরা ভ্যাকসিন দেওয়ার জন্য হাসপাতালে আসছিলাম। উল্টো দিক থেকে আসা পিকআপ আমাদের ভ্যানের উপরে উঠিয়ে দেয়। এ সময় আমার বাবা গুরুতর আহত হয়।
তাৎক্ষণিক সবাইকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। হাসপাতালে নিয়ে আসার পর আমার বাবার মৃত্যু হয়। তবে ঘটনায় ঘাতক পিকআপভ্যান ও ঘাতক চালককে আটক করা যায়নি।
পড়ুন: ময়মনসিংহে তিন যানের সংঘর্ষে ২ জন নিহত
ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরের মেডিক্যাল অফিসার ডা. অভিজিৎ নাগ (অভি) বলেন, সড়ক দুর্ঘটনায় আহত আশরাফ আলীকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়। আমরা তার স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পাঠিয়েছি। বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়।
ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান মানিক বলেন, এই ঘটনার মামলায় প্রক্রিয়াধীন রয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
১৫৯ দিন আগে
শরীয়তপুর ঘুমন্ত ভগ্নিপতিকে হত্যার অভিযোগ শ্যালকের বিরুদ্ধে
শরীয়তপুরে ঘুমন্ত ভগ্নিপতে শীলপাটার টুকরো দিয়ে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে শ্যালক শাওন আহমেদ স্বপনের বিরুদ্ধে।
শুক্রবার (৩১ জানুয়ারি) গভীর রাতে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার ডিএমখালী ইউনিয়নের সরদার কান্দি গ্রামে এঘটনা ঘটে।
জানা যায়, রাতে একই রুমে ভগ্নিপতি জাফর আহমেদের সঙ্গে ঘুমিয়েছিলেন শ্যালক শাওন আহমেদ স্বপন। তবে শাওন মাদকাসক্ত বলে অভিযোগ রয়েছে।
নিহত জাফর আহমেদ সরদার কান্দি গ্রামের মৃত শাহ আলম সরদারের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জাফর আহমেদের সঙ্গে গোসাইরহাট উপজেলার আলাওলপুর ইউনিয়নের গরীবেরচর গ্রামের মোখলেছুর রহমানের মেয়ে ফাতেমা বেগমের সঙ্গে বিয়ে হয়। বেশ ভালোই চলছিল তাদের দাম্পত্য জীবন।
কিছুদিন আগে ফাতেমা বেগমের ভাই মাদকাসক্ত শাওন আহমেদ স্বপন তার নিজের ঔরসজাত ২৬ দিন বয়সী এক শিশু বাচ্চাকে গলাটিপে হত্যাচেষ্টা করেছিল। এঘটনার পরে (গতকাল ৩১ জানুয়ারি) শুক্রবার রাতে শাওন আহমেদ স্বপনের বোন ফাতেমা বেগমের উপস্থিতিতে গরীবেরচর গ্রামে শালিস বৈঠক হয়।
আরও পড়ুন: সুইডেনে কোরআন পোড়ানোয় যুবককে গুলি করে হত্যা
শালিস বৈঠক শেষে বোনের সঙ্গে ভগ্নিপতির বাড়িতে আসে শাওন আহমেদ স্বপন। রাতে শাওন আহমেদ স্বপন ভগ্নিপতি জাফর আহমেদ সরদারের সঙ্গে একই রুমে ঘুমোয়। শেষ রাতের দিকে শাওন তার ভগ্নিপতি জাফরের মাথায় ভাঙা শীল পাটার টুকরো দিয়ে আঘাত করে পালিয়ে যায়। আঘাতের শব্দ শুনে পরিবারের লোকজন জানলা দিয়ে এসে দেখতে পায় জাফরের মাথার মগজ বের হয়ে গেছে।
এ ঘটনায় জাফর আহমেদ ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। পরিবারের লোকজন রুমে আসার আগেই শ্যালক শাওন আহমেদ স্বপন পালিয়ে গেলেও পরবর্তীতে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক বলেন, ভোরে আমরা সংবাদ পাই সরদার কান্দি গ্রামে খুনের ঘটনা ঘটেছে। এরপর আমরা ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল প্রতিবেদন করেছি। আঘাতের কারণে নিহত জাফরের মগজ বের হয়ে গেছে।
তিনি বলেন, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি, জাফর আহমেদের শ্যালক তাকে আঘাত করেছে। এঘটনায় এখনও মামলা হয়নি। নিহতের বড় ভাই আসলে এঘটনায় মামলা দায়ের করবেন বলে জেনেছি।
আরও পড়ুন: নাটোরে ব্যাবসায়ীকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগ
৩০৭ দিন আগে
শরীয়তপুরে বিএনপির অফিসে অগ্নিকাণ্ড
শরীয়তপুর পৌরসভার স্বর্ণঘোষ এলাকায় বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে পৌরসভার ৮ নাম্বার ওয়ার্ড বিএনপি কার্যালয়ে ঘটনাটি ঘটে।
এদিকে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, দুর্বৃত্তদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। এ সময় তারা বিক্ষোভ মিছিলও বের করেন।
তারা আরও জানান, দিবাগত রাতে একদল দুর্বৃত্ত কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে কার্যালয়ে থাকা ল্যাপটপ, টিভি, চেয়ার-টেবিলসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে ককটেল ফাটিয়ে আগুন লাগিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে ভোর ৫টার দিকে স্থানীয়রা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আরও পড়ুন: সচিবালয়ে অগ্নিকাণ্ড: প্রাথমিক তদন্তে নাশকতার প্রমাণ পাওয়া যায়নি
৩১৮ দিন আগে
শরীয়তপুরে মুরগিকাণ্ডে ঝড়ল প্রাণ
শরীয়তপুরের জাজিরা উপজেলায় মুরগি নিয়ে বিরোধের জেরে নজরুল মাদবর নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়াও এই ঘটনায় আহত হয়েছেন নিহতের বাবা লতিফ মাদবর এবং ছোট ভাই সুমন মাদবর।
শনিবার (১৬ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নজরুল মাদবর মারা যান।
এর আগে শুক্রবার (১৫ নভেম্বর) বেলা ৩টার দিকে জাজিরা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম আড়াচন্ডি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন বলেন, এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: দিনাজপুরে ট্রাকচাপায় প্রাণ গেল দুই বন্ধুর
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নজরুলের বাড়ির মুরগির বাচ্চা প্রতিবেশী বোরহানের বাড়িতে ঢুকে পড়ায় সংঘর্ষ বেধে যায়। এসময় বোরহানের সঙ্গে স্থানীয় আবু সালাম, জলিল, রাজন ও মনু ধারালো অস্ত্র নিয়ে নজরুলের ওপর হামলা চালায়। এসময় তার বাবা লতিফ ও ভাই সুমন ছাড়াতে গেলে নজরুলসহ তার বাবা ও ভাই গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে নজরুল ও সুমনের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের দুই ভাইকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়। লতিফকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়।
নিহতের স্ত্রী কল্পনা আক্তার বলেন, ‘আমাদের বাচ্চা মুরগি বোরহানের বাড়িতে গেলে তারা আমার স্বামীর ওপর হামলা করে। তখন আমি আমার স্বামীকে বাঁচাতে গেলে ওরা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর আমার দেবর ও শশুর আমার স্বামীকে বাঁচাতে গেলে তাদেরকেও কুপিয়ে জখম করে।’
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন বলেন, মুরগি নিয়ে বিবাদের জেরে মারামারির ঘটনাটি ঘটে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মামা-ভাগ্নের, আহত ৪
৩৮৩ দিন আগে
শরীয়তপুরে দুর্বৃত্তের হামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত
শরীয়তপুরের ভেদরগঞ্জে দুর্বৃত্তের হামলায় ফারুক মোল্লা নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত হয়েছেন।
বুধবার (৭ আগস্ট) দিবাগত রাতে উপজেলার চরকুমারীয়া ইউনিয়নের গনি মোল্লার কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফারুক মোল্লা ওই এলাকার আবদুল হাই মোল্লার ছেলে। তিনি চরকুমারীয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ছিলেন।
স্থানীয়রা জানায়, দুর্বৃত্তদের হামলায় ফারুক মারাত্মকভাবে আহত হন। হামলাকারীরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন: পাবনায় প্রতিপক্ষের গুলিতে যুবক নিহত
৪৮৪ দিন আগে
নিখোঁজের ২ দিন পর শরীয়তপুর হাসপাতালের বাথরুম থেকে রোগীর লাশ উদ্ধার
দুই দিন নিখোঁজ থাকার পর শনিবার সকালে শরীয়তপুর সদর হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের বাথরুম থেকে বাবুল বেপারী (৪০) নামে এক রোগীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৩ জুলাই) সকালে সদর হাসপাতালের তৃতীয় তলার মেডিসিন বিভাগের বাথরুম থেকে লাশটি উদ্ধার করা হয়।
বাবুল বেপারী বরিশালের মুলাদী উপজেলার পূর্ব তয়কা এলাকার আলী বেপারীর ছেলে।
আরও পড়ুন: যশোরে ফল ব্যবসায়ীর লাশ উদ্ধার
হাসপাতাল সূত্রে জানা যায়, শ্বাসকষ্টের সমস্যা নিয়ে বৃহস্পতিবার দুপুরে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি হন বাবুল। এসময় তার সঙ্গে ছিলেন মা রোকেয়া বেগম। ওই রাতে মা রোকেয়া বেগম ঘুম থেকে উঠে বিছানায় দেখতে পান ছেলে নেই। এরপর তিনি তার ছেলেকে হাসপাতালে খোঁজাখুঁজি করেন এবং একপর্যায়ে বিষয়টি নার্সদের জানান। এরপরেও তার কোনো খোঁজ পাননি। শুক্রবার সকালে গ্রামের বাড়ি চলে যান মা রোকেয়া বেগম। পরে বিকালে আবার হাসপাতালে এসে ছেলের খোঁজ করেন। এরপর শনিবার সকালে অন্য রোগীরা বাথরুমে গেলে বাবুলকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
বাবুলের ভাতিজি হেনা আক্তার বলেন, আমার চাচু গত বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ ছিলেন। তিনি বাথরুমে গিয়ে যদি মারাও যান, তাহলে এই দুই দিন বাথরুম পরিষ্কার করা হয়নি। বাথরুম পরিষ্কার করলে ঠিক আমার চাচুকে আগে খুঁজে পাওয়া যেত। তারা চাচুকে না খুঁজে উল্টো রোগীকে পাওয়া যায়নি বলে, আমার দাদিকে বাড়ি পাঠিয়ে দেন। আমরা এই ঘটনার বিচার চাই।
আরও পড়ুন: যাত্রাবাড়ী থেকে অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার
৫০৯ দিন আগে
শরীয়তপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
শরীয়তপুরে পুকুরের পানিতে ডুবে ২ বছর বয়সী মুনতাহা নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৪ জুন) দুপুরের দিকে গোসাইরহাট উপজেলায় ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: সিলেটে বন্যার পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
নিহত শিশু মুনতাহা উপজেলার ইদিলপুর ইউনিয়নের চর জুশিরগাঁও গ্রামের ভেকু চালক রাসেল ফকিরের মেয়ে।
শিশুটির দাদা ইদ্রিস ফকির বলেন, মুনতাহা ঘরের পেছনের দরজা দিয়ে বেরিয়ে কোনো এক ফাঁকে পুকুরে ডুবে যায়। যা আমরা কেউ টের পাইনি। পরে দেখি আমার নাতনি পুকুরে ডুবে আছে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক আফজাল হোসেন বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
আরও পড়ুন: চৌদ্দগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ঝালকাঠিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
৫২৮ দিন আগে
ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব: শরীয়তপুরে বিদ্যুৎহীন সাড়ে ৩ লাখ মানুষ
ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে শরীয়তপুরের বিভিন্ন স্থানে বৈদ্যুতিক তারের উপর গাছপালা ভেঙে পড়ে জেলার সাড়ে ৩ লাখের বেশি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।
এছাড়া গাছপালা ভেঙে বৈদ্যুতিক খুঁটি ও কিছু কাঁচা ঘরের ক্ষয়ক্ষতির পাশাপাশি ক্ষতি হয়েছে ফসল-ফসলি জমিরও।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বৃষ্টিতে কর্মজীবী-শিক্ষার্থীদের যাতায়াত ব্যাহত
মঙ্গলবার (২৮ মে) সকালে শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি জেলার বেশ কিছু এলাকা বিদ্যুৎবিচ্ছন্ন হয়ে থাকার বিষয়টি নিশ্চিত করে।
সখিপুর এলাকার বাসিন্দা রুহুল আমিন বলেন, রবিবার রাত থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছি। সখিপুরের হাজী শরীয়তুল্লাহ কলেজ এলাকায় বৈদ্যুতিক তারের উপর গাছ ভেঙে পড়েছে। এখনো পল্লী বিদ্যুৎ সমিতির কোনো লোক এসে গাছগুলো সরিয়ে দেয়নি।
গোসাইরহাটের কুচাইপট্টি ইউনিয়নের মাইজারি গ্রামের বাসিন্দা শামিম আহমেদ বলেন, বিভিন্ন জায়গায় বিদ্যুতের তারের উপর গাছ পড়ে আছে। এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকার কারণে আমাদের কারও মোবাইলে চার্জ নেই। যার কারণে দূরে থাকা আত্মীয়-স্বজনদের খোঁজখবরও নিতে পারছি না।
শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার (তথ্য ও প্রযুক্তি) মো. নাজমুল হাসান বলেন, সকাল থেকে মোবাইল নেটওয়ার্ক ত্রুটিপূর্ণ। যার কারণে এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ তথ্য আমরা হাতে পাইনি।
তিনি আরও বলেন, যে তথ্য পেয়েছি, তাতে সাড়ে ৩ লাখের বেশি গ্রাহক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। ৫০০ থেকে ৬০০ স্থানে বৈদ্যুতিক তার ও খুঁটির উপরে গাছ পড়ে রয়েছে। লোকবল সংকট থাকার কারণে দ্রুত এসব গাছ সরিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না। তবে আশা করছি দ্রুত লাইনগুলো ঠিক করে সংযোগ দেওয়া সম্ভব হবে।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাজধানীতে জলাবদ্ধতা
ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে উপকূলীয় জেলাগুলোতে নিহত ৭
৫৫৫ দিন আগে
ঈদের দিন শরীয়তপুরে আগুনে ৩০টি দোকান পুড়ে ছাই
ঈদের দিন শরীয়তপুরের জাজিরায় আগুন লেগে ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় সাড়ে ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের মাঝির ঘাট বাজারে আগুন লাগে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে পদ্মা নদীর তীরবর্তী মাঝিরঘাট বাজারের ইউনুস খাঁনের মুদির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পুরো বাজারে ছড়িয়ে পড়লে ইউনুস খান, হাসান মাদবর, তাজেল মাদবর, রাসেল মিয়া, মঙ্গল খাঁন, ছালাম মাতবরের মুদি দোকান ও রাসেল মাতবরের মোবাইল রিচার্জের দোকানসহ ৩০টি দোকান পুড়ে যায়। খবর পেয়ে জাজিরা উপজেলা ফায়ার সার্ভিসের দুইটি দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত দোকানদার ইউনূস খাঁন বলেন, ঈদের জন্য দোকানে অনেক টাকার মাল উঠিয়েছিলাম। মালামাল সব দোকানে ছিল। আগুনে সব পুড়ে গেল।
শরীয়তপুর জেলা পরিষদের সদস্য ও স্থানীয় ব্যবসায়ী নেছার উদ্দিন মাদবর বলেন, সকালে ঈদের জামাত হওয়ার কথা। আমরা কেবলই নামাজে দাঁড়িয়েছি। এর মধ্যেই শুনতে পেলাম আগুন লেগেছে। নামাজ রেখেই আমরা দ্রুত আগুন নেভাতে যাই। যেতে যেতেই ৩০টি দোকান পুড়ে গেছে। এতে ব্যবসায়ীদের প্রায় সাড়ে ৩ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে।
জাজিরা উপজেলা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর শংকর বিশ্বাস বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। দুটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। মূলত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
এ বিষয়ে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম লুনা বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হবে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আবেদন করলে সরকারিভাবে সহযোগিতা করা হবে।
৬০২ দিন আগে
শরীয়তপুরে অগ্নিকাণ্ডে পুড়েছে ৬ দোকান
শরীয়তপুরের নড়িয়া পৌর বাজারে অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়েছে। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা দাবি করেছেন।
শনিবার (২৭ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে নড়িয়া বাজার ব্রিজ রোডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে নড়িয়া ফায়ার সার্ভিসের ইউনিট।
পুলিশ ও স্থানীয়দের থেকে জানা যায়, তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা কেউ নিশ্চিত করে বলতে পারেননি।
তারা আরও জানান, ভোর ৫টার দিকে মাহিয়া ইলেক্ট্রনিক্স ও বাবুল ইলেক্ট্রনিক্সের মাঝামাঝি জায়গায় প্রথম আগুন দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পরে আশপাশের দোকানে। খবর পেয়ে নড়িয়া ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে আশপাশের ৬টি দোকান পুড়ে যায়। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন।
নড়িয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের নড়িয়া ইউনিট দল তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। এতে ৬টি দোকান পুড়ে যায়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।’
আরও পড়ুন: তদন্তে জানা যাবে কারওয়ান বাজার বস্তির অগ্নিকাণ্ড নাশকতা কি না: ডিএমপি কমিশনার
নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চৈন্দ্র বৈদ্য বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস সদস্যদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ হতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে রয়েছি।’
শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য একেএম এনামুল হক শামীম আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি তাৎক্ষণিকভাবে গভীর সমবেদনা ও ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বলে জানান নড়িয়া পৌরসভার মেয়র আইনজীবী আবুল কালাম আজাদ।
আরও পড়ুন: নরসিংদীতে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জন দগ্ধ
৬৭৮ দিন আগে