প্রতিবন্ধী কিশোরী
ফরিদপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে চাচার মৃত্যুদণ্ড
ফরিদপুরে ১৩ বছর বয়সী এক মানসিক ও শারিরীক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে তার চাচা নুরুদ্দিন মোল্যাকে (৫৭) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ অর্থ ভুক্তভোগী কিশোরীর পরিবারকে দেওয়ার জন্য আদেশ দিয়েছেন বিচারক।
সোমবার (২১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ আদেশ দেন।
দণ্ডিত নুরুদ্দিন ফরিদপুর সদরের ঈশানগোপালপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি ওই প্রতিবন্ধি কিশোরীর চাচা। রায় ঘোষণার সময় নুরুদ্দিন আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশের পাহারায় কারাগারে নেওয়া হয়।
আদালত সুত্রে জানা যায়, ২০২৩ সালের ৯ সেপ্টেম্বর ওই কিশোরীর বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করেন নুরুদ্দিন। ওই সময়ে স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করেন।
আরও পড়ুন: রাজধানীতে মা-মেয়ে হত্যা: দুই আসামির মৃত্যুদণ্ড
পরে মেয়েটিকে অসুস্থ অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করানো হয়। পরদিন তার বাবা কোতয়ালি থানায় মামলা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী গোলাম রব্বানী ভূইয়া রতন বলেন, ‘একটি প্রতিবন্ধী কিশোরীর সঙ্গে তার বয়স্ক চাচা যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, তা সমাজের জন্য হুমকিস্বরুপ, যার সর্বোচ্চ শাস্তিই আমরা কামনা করেছিলাম। এ রায়ে আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট প্রকাশ করছি।’
১৩৬ দিন আগে
মাগুরায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২
মাগুরায় ১৬ বছর বয়সী এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযুক্ত শাওন শেখ (২৫) ও টিপু শেখ (৩০) কে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুব আলী।
এর আগে, শুক্রবার (১৬ মে) দুপুরে মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা ইউনিয়নের নল-নগর গ্রামের পাটখেতে ওই কিশোরীকে দুই যুবক ধর্ষণ করেছেন বলে অভিযোগে বলা হয়।
পরে শনিবার (১৭ মে) মাগুরা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওই শাওন ও টিপুকে আসামি করে ধর্ষণ মামলা করে ভুক্তভোগীর পরিবার।
ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানান, শুক্রবার দুপুরে ওই কিশোরী রাস্তায় হাঁটাহাঁটি করছিলো। এ সময় একা পেয়ে পাটক্ষেতে নিয়ে শাওন ও টিপু ধর্ষণ তাকে করেন। এ ঘটনার পর মেয়েটিকে অসুস্থ অবস্থায় দেখতে পায় বাড়ির লোকজন। পরে বিষয়টি জানাজানি হলে মাগুরা সদর থানায় মামলা করে ভুক্তভোগীর পরিবার।
আরও পড়ুন: সিলেটে ট্রাকচাপায় যুবকের মৃত্যু
মামলার পরে স্থানীয় শত্রুজিৎপুর পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিয়ার উদ্দিনের তৎপরতায় উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান, উপপরিদর্শক (এসআই) আলমগীর ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহানুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স আসামিকে গ্রেপ্তারে করতে সক্ষম হয় বলে জানান ওসি আয়ুব আলী।
তিনি বলেন, প্রতিবন্ধী ওই কিশোরী রাস্তায় একা ঘুরতে গেলে দুই যুবক তাকে পাটখেতে নিয়ে ধর্ষণ করেন।
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় অভিযুক্ত শাওন ও টিপু নামের দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে। আদালতে তারা ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমুলক জবানবন্দী দিয়েছেন।’
১৯৯ দিন আগে
বিয়ের আশ্বাসে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণে অন্তঃসত্ত্বা, অভিযুক্ত কারাগারে
চাঁদপুরের শাহরাস্তিতে বিয়ের আশ্বাসে এক বাক প্রতিবন্ধী কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মো. মিজান মিয়া (৪৪) উপজেলার সূচিপাড়া উত্তর ইউনিয়নের শোরসাক গ্রামের মিয়াসাব বাড়ির মৃত নূর মোহাম্মদের ছেলে।
অভিযুক্ত আটক মিজানকে শাহরাস্তি থানা থেকে চাঁদপুরের কোর্টে পাঠানো করা হলে আদালত তাকে বৃহস্পতিবার বিকালে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
আরও পড়ুন: হিন্দু প্রেমিকের বাড়িতে অন্তঃসত্ত্বা মুসলিম তরুণীর অনশন
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান জানান, গত ১১ জুন দুপুরে মো. মিজান মিয়া একই বাড়ির বাক প্রতিবন্ধী কিশোরীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ করে। পররবর্তীতে মিজান বিয়ের কথা বলে ও ভয় দেখিয়ে তার সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপনের ফলে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তার শারীরিক পরিবর্তন হলে বিষয়টি জানাজানি হয়। ফলে ওই কিশোরীর মা তাকে জিজ্ঞাসাবাদ করলে সে মিজানের সাথে সম্পর্কের বিষয়টি খুলে বলে।
এ ঘটনায় স্থানীয়ভাবে শালিশ হলে অভিযুক্ত মিজান ঘটনা স্বীকার করে এবং বিষয়টি নিষ্পত্তি করতে ভুক্তভোগীর পরিবারকে চাপ দিতে থাকে।
আরও পড়ুন: মাগুরায় অন্তঃসত্ত্বাকে ধর্ষণের অভিযোগে আটক ১
পরে ওই কিশোরীর বাবা বাদী হয়ে বুধবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে শাহরাস্তি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করলে থানা উপ পরিদর্শক (এস আই) মো. রোকন উদ্দিন রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে।
ওসি জানান, আসামিকে আটক করে জেল হাজতে ও ভুক্তভোগী কিশোরীকে মেডিকেল পরীক্ষার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
১৫১২ দিন আগে
ফরিদগঞ্জে প্রতিবন্ধী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৪
চাঁদপুরের ফরিদগঞ্জে শ্রবণপ্রতিবন্ধী এক কিশোরীকে (১৫) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।
১৭৮০ দিন আগে
যশোরে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত আটক
যশোরে ভিক্ষুক প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত এক যুবককে আটক করেছে পুলিশ।
২০৭০ দিন আগে