মাগুরায় ১৬ বছর বয়সী এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযুক্ত শাওন শেখ (২৫) ও টিপু শেখ (৩০) কে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুব আলী।
এর আগে, শুক্রবার (১৬ মে) দুপুরে মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা ইউনিয়নের নল-নগর গ্রামের পাটখেতে ওই কিশোরীকে দুই যুবক ধর্ষণ করেছেন বলে অভিযোগে বলা হয়।
পরে শনিবার (১৭ মে) মাগুরা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওই শাওন ও টিপুকে আসামি করে ধর্ষণ মামলা করে ভুক্তভোগীর পরিবার।
ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানান, শুক্রবার দুপুরে ওই কিশোরী রাস্তায় হাঁটাহাঁটি করছিলো। এ সময় একা পেয়ে পাটক্ষেতে নিয়ে শাওন ও টিপু ধর্ষণ তাকে করেন। এ ঘটনার পর মেয়েটিকে অসুস্থ অবস্থায় দেখতে পায় বাড়ির লোকজন। পরে বিষয়টি জানাজানি হলে মাগুরা সদর থানায় মামলা করে ভুক্তভোগীর পরিবার।
আরও পড়ুন: সিলেটে ট্রাকচাপায় যুবকের মৃত্যু
মামলার পরে স্থানীয় শত্রুজিৎপুর পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিয়ার উদ্দিনের তৎপরতায় উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান, উপপরিদর্শক (এসআই) আলমগীর ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহানুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স আসামিকে গ্রেপ্তারে করতে সক্ষম হয় বলে জানান ওসি আয়ুব আলী।
তিনি বলেন, প্রতিবন্ধী ওই কিশোরী রাস্তায় একা ঘুরতে গেলে দুই যুবক তাকে পাটখেতে নিয়ে ধর্ষণ করেন।
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় অভিযুক্ত শাওন ও টিপু নামের দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে। আদালতে তারা ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমুলক জবানবন্দী দিয়েছেন।’