ককটেল উদ্ধার
শরীয়তপুরে ডগ স্কোয়াডের তল্লাশি: বাঁশঝাড়ে মিলল ৪৫ ককটেল
শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ হাতবোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে যৌথবাহিনী।
সোমবার (১২ জানুয়ারি) ভোর থেকে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ‘ডগ স্কোয়াড’-এর সহায়তায় বিলাসপুর ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়।
শরীয়তপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. তানভীর হোসেন জানান, অভিযানে ওই এলাকার বিভিন্ন বাড়ির আশপাশ ও বাঁশঝাড় থেকে ৪৫টি ককটেল উদ্ধার করা হয়েছে। এছাড়া বিপুল পরিমাণ ককটেল তৈরির সরঞ্জাম ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। অভিযানে তিন নারী ও একজন পুরুষকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
এর আগে, গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) একই ইউনিয়নের মুলাই বেপারি কান্দি গ্রামে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে সোহান বেপারী নামের এক যুবক ঘটনাস্থলে নিহত হন। একই ঘটনায় আহত নবিন সর্দার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ওই ঘটনায় জাজিরা থানায় পুলিশের উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বাদী হয়ে ৫৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করে একটি মামলা করেন। মামলার পর ২ জনকে আটক করেছে পুলিশ।
৭ দিন আগে
খুলনায় ভোট কেন্দ্রের সামনে থেকে ককটেল উদ্ধার
খুলনা-৫ আসনের ডুমুরিয়ায় একটি ভোটকেন্দ্রের সামনে থেকে একটি ককটেল উদ্ধার করা হয়েছে। রবিবার (৭ জানুয়ারি) সাড়ে ১১টায় ডুমুরিয়া উপজেলার চুগনগর ডিগ্রি কলেজের সামনে থেকে ককটেলটি উদ্ধার করে পুলিশ। এ সময় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার পাইলট কুমার গাইন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আনসার সদস্য জীবন সরকার বলেন, বেলা সাড়ে ১১ টার দিকে হঠাৎ করে লোকজন একটি বস্তু দেখতে পায়। পরে সেটিকে বালতি দিয়ে ঢেকে রাখা হয়। এ সময় ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কেন্দ্রে দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন বলেন, ককটেলটি জব্দ করে পানিতে ভিজিয়ে রাখা হয়েছে।
তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে কে বা কারা ককটেলটি কেন্দ্রের সামনে রেখেছে সেটি জানা যায়নি বলেও জানান এসআই।
৭৪৩ দিন আগে
বেনাপোলে জামায়াত-শিবিরের ২৩ নেতাকর্মী আটক, ককটেল উদ্ধার
যশোরের বেনাপোল সীমান্তে নাশকতা সৃষ্টির অভিযোগে জামায়াত-শিবিরের ২৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় আটকদের কাছ থেকে পাঁচটি ককটেল উদ্ধারের দাবি করেছে পুলিশ।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে বেনাপোল সীমান্তের বারোপোতা নামক এলাকা থেকে পোর্ট থানা পুলিশ তাদের আটক করে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে গোপন বৈঠকে বিএনপির ১৫ নেতাকর্মী আটক, ককটেল উদ্ধারের দাবি
আটকদের বাড়ি বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নের বিভিন্ন গ্রামে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, তাদের কাছে খবর আসে বেনাপোল সীমান্তে নাশকতার উদ্দেশ্যে জামায়াত-বিএনপির নেতাকর্মীরা বৈঠক করছে। পরে অভিযান চালালে তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে ককটেল ছুঁড়ে হামলা চালায়। তবে কেউ হতাহত হয়নি।
এ সময় ঘটনাস্থল থেকে জামায়াত-শিবিরের ২৩ নেতাকর্মীকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় পাঁচটি তাজা ককটেল।
এছাড়া আটকদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দিয়ে রবিবার দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জ-৩ উপনির্বাচনে ২ প্রার্থীর সমর্থকদের পাল্টাপাল্টি ধাওয়া, ককটেল উদ্ধার
নওগাঁর মান্দায় আমবাগান থেকে ১৮টি ককটেল উদ্ধার
১০৬৫ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জ-৩ উপনির্বাচনে ২ প্রার্থীর সমর্থকদের পাল্টাপাল্টি ধাওয়া, ককটেল উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের উপনির্বাচনে একটি কেন্দ্রে দুই পক্ষের ধাওয়া, পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় কেন্দ্রের মাঠ থেকে একটি ককটেল উদ্ধার করা হয়।
আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে ৯টার দিকে আপেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটন ও নৌকার প্রার্থী আব্দুল ওদুদের কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া, পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে।
দুই প্রার্থীর কর্মী-সমর্থকরা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনায় কেউ আহত হয়েছে এমন খবর পাওয়া যায়নি।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আবুল কালাম শাহিদ জানান, দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের মাঝে ধাওয়া, পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
ঘটনাস্থল থেকে একটি ককটেল উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: বাবুগঞ্জে স্কুলমাঠে ককটেল বিস্ফোরণ!
নওগাঁর মান্দায় আমবাগান থেকে ১৮টি ককটেল উদ্ধার
১০৮৩ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জে গোপন বৈঠকে বিএনপির ১৫ নেতাকর্মী আটক, ককটেল উদ্ধারের দাবি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গোপন বৈঠককালে বিএনপির ১৫ নেতাকর্মীকে আটক করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে সাতটি তাজা ককটেল জব্দ করার দাবি করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার রাণীহাটি এলাকা থেকে বিএনপি নেতাকর্মীদের আটক করা হয়।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু
পুলিশের দাবি, নাশকতা চালানোর উদ্দেশ্যে এই গোপন বৈঠকের আয়োজন করা হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ জানান, শিবগঞ্জ উপজেলার রাণীহাটি এলাকায় বিএনপি নেতা আশরাফ চেয়ারম্যানের বাড়ির পাশে তার একটি গোডাউনে বিএনপি নেতাকর্মীরা গোপন বৈঠক করছে।
তিনি আরও বলেন, তথ্য পেয়ে পুলিশ সেখানে অভিযান চালালে সাতটি ককটেল বোমা উদ্ধার করে এবং বিএনপির ১৫ নেতাকর্মীকে আটক করে।
পুলিশ এই বৈঠকের আলোচ্যসূচি হিসেবে নাশকতা কর্মকাণ্ডকেই দেখছে।
আটকদের মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৫ দিন পর বৃদ্ধের লাশ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি জব্দ, এনজিও পরিচালক আটক
১১৫৩ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত ককটেল উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের আলিনগর এলজিইডি অফিসের গলি থেকে শুক্রবার দুপুরে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
২১১০ দিন আগে