স্থানীয় সরকার বিভাগ
ইশরাকের শপথ প্রশ্নে আদালতের রায়ের অপেক্ষায় স্থানীয় সরকার বিভাগ
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ পাঠ আদালতের রায়ের ওপর নির্ভর করছে বলে জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
মঙ্গলবার (২৭ মে) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের আইন অধিশাখা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ২২ মে হাইকোর্টে করা একটি রিট খারিজ হওয়ার পর ইশরাকের শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছিল। তবে ২৫ মে ইশরাক নিজেই হাইকোর্টে তার আইনজীবীর মাধ্যমে একটি রিট পিটিশন দাখিল করেন।
এর পরদিন (২৬ মে) এক নাগরিকের পক্ষে ২২ মের খারিজ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে ‘লিভ টু আপিল’ (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করা হয়। এতে বিষয়টি দেশের সর্বোচ্চ আদালতে বিচারাধীন হয়ে পড়ে।
আরও পড়ুন: ইশরাককে মেয়র ঘোষণার গেজেট স্থগিতের আপিল শুনানি মঙ্গলবার
এ অবস্থায়, আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত ইশরাক হোসেনের শপথ অনুষ্ঠান নিয়ে স্থানীয় সরকার বিভাগ অপেক্ষমাণ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে সই করেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সালাউদ্দিন।
১৯২ দিন আগে
দেশব্যাপী ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা’ শুরু বৃহস্পতিবার
আগামীকাল বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) থেকে চারদিন মেয়াদে দেশব্যাপী ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা’ শুরু হচ্ছে। মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায়, স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় ও জেলা প্রশাসনের বাস্তবায়নে এ বইমেলার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শাহবাগস্থ গণগ্রন্থাগার অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এসব তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, ঢাকা জেলায় গণগ্রন্থাগার অধিদপ্তর চত্বরে এবং দেশব্যাপী বিভাগীয়/জেলা সরকারি গণগ্রন্থাগার চত্বর অথবা শহরের গুরুত্বপূর্ণ স্থানে ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা’ অনুষ্ঠিত হবে। ঢাকা জেলায় প্রায় ৭০টি, বিভাগীয় পর্যায়ে প্রায় ৫০টি এবং জেলা পর্যায়ে প্রায় ৩০টি প্রকাশনা প্রতিষ্ঠান বইমেলায় অংশগ্রহণ করবে।
আরও পড়ুন: কসমস আতেলিয়ার৭১ এর আয়োজনে 'আর্টিস্ট রেসিডেন্সি প্রোগ্রাম'
তিনি দেশব্যাপী ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা’ সুন্দর ও সফলভাবে বাস্তবায়নে স্থানীয় জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন।
সংস্কৃতি প্রতিমন্ত্রী এ মেলা আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মকে জাতির সঠিক ইতিহাস জানান দেয়াসহ আলোকিত, জ্ঞাননির্ভর, সংস্কৃতিমনস্ক মানবিক বাংলাদেশ বিনির্মাণে এটি সহায়ক ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সংবাদ সম্মেলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, সৃজনশীলতার একটি বড় উৎস বঙ্গবন্ধু, তাঁর জীবনকর্ম ও ত্যাগের মহিমা। যে কারণে মুজিববর্ষে বঙ্গবন্ধুকে নিয়ে হাজার হাজার বই প্রকাশিত হয়েছে।
তিনি বঙ্গবন্ধুর সৃজনশীলতাকে জাতির মাঝে বিশেষ করে নতুন প্রজন্মের নিকট ছড়িয়ে দিতে 'বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান।
পড়ুন: বঙ্গমাতার ৯১তম জন্মবার্ষিকীতে প্রবন্ধ প্রতিযোগিতার পুরস্কার প্রদান
বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার ও ফেলোশিপ প্রদান
১৪৩৭ দিন আগে
করোনা প্রতিরোধে স্থানীয় সরকার বিভাগের সমন্বয় সেল গঠন
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সমন্বয় সেল গঠন করেছে স্থানীয় সরকার বিভাগ।
১৯৮৯ দিন আগে
ত্রাণ বিতরণে অনিয়ম: আরও ২ ইউপি চেয়ারম্যান ও ৩ সদস্য বরখাস্ত হচ্ছেন
চাল ও ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগে আরও দুই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও তিন সদস্যের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। রবিবার তাদের বরখাস্তের প্রজ্ঞাপন জারি করবে স্থানীয় সরকার বিভাগ।
২০৫৬ দিন আগে