ছাড়পত্র
মাইলস্টোন ট্র্যাজেডি: হাসপাতাল থেকে বাসায় ফিরলেন শিক্ষিকা ফারজানা
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহত শিক্ষিকা ফারজানা ইয়াসমিনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা এখনো আশঙ্কাজনক।
বুধবার (৩০ জুলাই) এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন।
তিনি বলেন, ‘ফারজানা ইয়াসমিনের শারীরিক অবস্থা উন্নতির দিকে হওয়ায় তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে এখনো দুজন রোগী আইসিইউতে রয়েছেন।’
তিনি জানান, বার্ন ইনস্টিটিউটে বিমান দুর্ঘটনায় আহত ৩২ জন রোগী এখনো ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ২৭ জনই শিশু। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক এবং সাতজনকে গুরুতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। বাকিরা সাধারণ ওয়ার্ড ও কেবিনে চিকিৎসাধীন।
আরও পড়ুন: মাইলস্টোন ট্র্যাজেডি: ঝরে গেল আরও এক শিক্ষার্থীর প্রাণ
ডা. নাসির বলেন, মঙ্গলবার পর্যন্ত আইসিইউতে তিনজন রোগী ছিলেন। তাদের মধ্যে একজনের অবস্থার উন্নতি হওয়ায় তাকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) স্থানান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত ১৫৮টি ছোট-বড় অস্ত্রোপচার করা হয়েছে ও অনেকের একাধিকবার অস্ত্রোপচার করার প্রয়োজন হয়েছে। তাছাড়া গত তিন দিন ধরে কোনো নতুন মৃত্যুর খবর পাওয়া যায়নি।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বুধবারের পর থেকে আনুষ্ঠানিক ব্রিফ করা হবে না। প্রতিদিনের চিকিৎসা সংক্রান্ত হালনাগাদ তথ্য প্রেস রিলিজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
১৭৩ দিন আগে
আনকাট ছাড়পত্র পেল শাকিব খানের 'প্রিয়তমা'
ঈদে সিনেমা মুক্তির সংখ্যা বেড়েছে। এই প্রতিযোগিতায় বরাবরই আলোচনার শীর্ষে থাকেন শাকিব খান। আর ধারাবাহিকতা থাকছে আসন্ন কুরবানির ঈদেও।
এরইমধ্যে সবার জানা, ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের সিনেমা 'প্রিয়তমা'।
আরও পড়ুন: মাইকেল জ্যাকসনের স্মৃতিমাখা ওয়েস্টলেক স্টুডিওতে চিরকুট
এরইমধ্যে ঢালিউড কিং এর ফার্স্টলুক প্রকাশের পর ব্যাপক সাড়া ফেলেছে।
তবে এতদিন পর্যন্ত সেন্সরবোর্ডের কাছে জমা ছিল 'প্রিয়তমা'। অবশেষে আনকাট ছাড়পত্র পেল সিনেমাটি।
বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক হিমেল আশরাফ।
'প্রিয়তমা'র ফার্স্টলুক প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ভাইরাল হয়ে যায়। সিনেমা সংশ্লিষ্ট অনেকেই শাকিবের প্রশংসায় মেতে উঠে।
সেই সাড়িতে ছিলেন তার সাবেক স্ত্রী ও চিত্রনায়িকা অপু বিশ্বাস।
হিমেল আশরাফের পরিচালনায় আরশাদ আদনানের প্রযোজনায় নির্মিত ‘প্রিয়তমা’ রোমান্টিক অ্যাকশন ধাঁচের কাহিনি লিখেছেন প্রয়াত ফারুক হোসেন।
ঈদুল আজহায় মুক্তি পেতে যাওয়া ‘প্রিয়তমা’ সিনেমায় আরও অভিনয় করছেন ইধিকা পাল, কাজী হায়াত, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।
আরও পড়ুন: চলচ্চিত্রে এবার যারা সরকারি অনুদান পেলেন
তারকাদের স্মৃতিচারণে ‘বাবা’
৯৪৩ দিন আগে
ছাড়পত্র পেল ‘আদিম’, এখন মুক্তির অপেক্ষা
বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার অর্জনের পর এবার দেশে মুক্তির ছাড়পত্র পেল যুবরাজ শামীম পরিচালিত সিনেমা 'আদিম'। সোমবার খবরটি নির্মাতা নিজেই ফেসবুকে জানান।
ছাড়পত্রের ছবিসহ পোস্টে তিনি লেখেন, 'আদিম। আনকাট সেন্সর। নানা জায়গায় ভোগান্তির পর এই ভেবে ভালো লাগছে যে, অন্তত সেন্সর বোর্ড ভোগায়নি।
খুনের দায় এড়াতে এক স্টেশন থেকে অন্য স্টেশনে ঘুরে বেড়ানো ভাসমান একজন পঙ্গু মানুষকে ঘিরে নির্মিত ‘আদিম’ সিনেমা।
আরও পড়ুন: অনম বিশ্বাসের সিনেমায় শুভর বিপরীতে ফারিয়া
সেন্সর নিয়ে যুবরাজ শামীম ইউএনবিকে বলেন, 'সিনেমাটি অবশেষে মুক্তির জন্য প্রস্তুত, এই ভেবেই ভালো লাগছে। ৬ তারিখে ছাড়পত্র পেয়েছে। সবচেয়ে বড় বিষয় কোনো ধরনের ভোগান্তিতে আমাকে পড়তে হয়নি। সেন্সর বোর্ডের প্রতি কৃতজ্ঞতা।'
ছাড়পত্র পেলেও কবে নাগাদ 'আদিম' মুক্তি পাবে সেটা এখনও নিশ্চিত নয়। তবে জানা যায়, শিগগিরই সেটি চূড়ান্ত হতে যাচ্ছে।
উল্লেখ্য, সিনেমাটি নিউইয়র্কে কুইন্স ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে সেরা সিনেমার পুরস্কার, মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নেটপ্যাক জুরি অ্যাওয়ার্ডসহ আন্তর্জাতিক অঙ্গনে বেশ খ্যাতি অর্জন করেছে।
আরও পড়ুন: নতুন সিনেমায় আরিফিন শুভ, পরিচালক অনম বিশ্বাস
২০২২ সালে ১০০ কোটির ক্লাবের ভারতীয় সিনেমা কোনগুলো
১১৩৪ দিন আগে
ছাড়পত্র দিল ঔষধ প্রশাসন, বুধবার থেকে টিকাদান শুরু
ভারত থেকে বেক্সিমকোর আনা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৫০ লাখ ডোজ করোনা ভ্যাকসিন প্রয়োগে ছাড়পত্র দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।
১৮১৯ দিন আগে
শেরপুরে করোনামুক্ত হয়ে বাড়ি ফিরলেন আরও ২ জন
শেরপুরে করোনামুক্ত হয়ে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশন থেকে আরও দুজন বাড়ি ফিরেছেন।
২১০১ দিন আগে