সৌদি প্রবাসী
হোসেনপুরে সৌদি প্রবাসীর স্ত্রী ও দুই মেয়ের রহস্যজনক মৃত্যু
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বিছানায় পড়ে থাকা সৌদি প্রবাসীর স্ত্রী ও দুই মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার শাহেদল ইউনিয়নের বাসুর চর গ্রামে ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- প্রবাসী মঞ্জিল মিয়ার স্ত্রী তাসলিমা (৪২), বড় মেয়ে মোহনা (১১) ও ছোট মেয়ে বন্যা (৭) মোহনা পঞ্চম শ্রেণি এবং বন্যা প্রথম শ্রেণিতে পড়ে।
আরও পড়ুন: কিশোরগঞ্জে নৌকাডুবিতে যাত্রীদের বাঁচাতে গিয়ে প্রাণ গেল সাবিকুলের
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঞ্জিল মিয়া পাঁচ বছর আগে সৌদি আরবে যান। তাঁর স্ত্রী তাছলিমা দুই মেয়ে মোহনা ও বন্যাকে নিয়ে বাড়িতে থাকতেন। মঙ্গলবার সকালে মোহনাকে স্কুলে নিয়ে যেতে তার সহপাঠী বাড়িতে আসে। মোহনাকে ডাকাডাকি করে সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজায় ধাক্কা দিলে দরজাটি খুলে যায়।
পরে ভিতরে গিয়ে মা ও দুই মেয়েকে বিছানায় পড়ে থাকতে দেখে। এতে, তার চিৎকার শুনে প্রতিবেশীরা সেখানে ছুঁটে যান।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘরের দুটি বিছানায় মা ও দুই মেয়ের লাশ পড়ে থাকতে দেখে পুলিশ। ইতোমধ্যে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বলেন, ‘সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থলে গিয়ে, নমুনা সংগ্রহ করছেন। আমরা পিবিআইকে এখানে সম্পৃক্ত করেছি। যে সমস্ত আলামত রয়েছে তা সংগ্রহে কোনো ধরনের যেন জটিলতা সৃষ্টি না হয় সে জন্য আমরা ঘটনাস্থলকে নিরাপত্তা বেষ্টনীর ভিতরে রেখেছি।
আরও পড়ুন: কিশোরগঞ্জে কৃষক হত্যার দায়ে ৭ জনের যাবজ্জীবন
কিশোরগঞ্জে ইউএনও'র গাড়ি ভাঙচুর
৭৯৭ দিন আগে
রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় সৌদি প্রবাসী নিহত
রাজধানীতে ট্রেনের ধাক্কায় এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে মালিবাগের গুলবাগে দুর্ঘটনাটি ঘটে।
নিহত মো. শাহাবুদ্দীন (৬৫) এর দেশের বাড়ি নোয়াখালী। তবে রাজধানীর উত্তরার ১৪ নম্বর সেক্টরে তার নিজের বাসা রয়েছে। পেশায় তিনি একজন খেজুর ব্যবসায়ী।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন যে রাত সাড়ে ৯টার দিকে শাহাবুদ্দিন মোবাইল ফোনে কথা বলার সময় রেললাইন ধরে হাঁটছিলেন। রেললাইন পার হওয়ার সময় টঙ্গীগামী একটি ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।
তিনি আরও বলেন, ‘ঢামেক হাসপাতালে নিয়ে গেলে রাত ১১টার দিকে এই খেজুর ব্যবসায়ীকে মৃত ঘোষণা করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’
আরও পড়ুন: নগরকান্দায় ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু
নেত্রকোণায় ট্রেনের ধাক্কায় সংবাদকর্মীর মৃত্যু
১০৫১ দিন আগে
ঢাকা বিমানবন্দরে ইয়াবা ট্যাবলেটসহ সৌদি প্রবাসী আটক
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫ হাজার ৪০০টি ইয়াবা ট্যাবলেটসহ এক সৌদি প্রবাসীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
শনিবার (৭ জানুয়ারি) বিকালে বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের এক নম্বর হেবি লাগেজ গেট থেকে তাকে আটক করা হয়।
আরও পড়ুন: শাহ আমানত বিমানবন্দরে ২ কেজি স্বর্ণসহ প্রবাসী আটক
আটক ব্যক্তির নাম মো. রুবেল হোসেন। তিনি চাঁদপুরের বাসিন্দা।
বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিমানবন্দরে সৌদি প্রবাসী রুবেলের আচরণ সন্দেহজনক মনে হলে এপিবিএনের গোয়েন্দা সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। এরপর তাকে অফিসে এনে তার লাগেজ থেকে ১৫ হাজার ৪০০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
তার বিরুদ্ধে প্রথাগত আইনে ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।
আরও পড়ুন: চট্টগ্রাম বিমানবন্দরে ১১০ কার্টন বিদেশি সিগারেট জব্দ, প্রবাসী আটক
শাহ আমানতে প্রবাসী আটক, স্বর্ণ ও সিসা জব্দ
১১০৭ দিন আগে
মোহাম্মদপুরে ফ্ল্যাট থেকে দম্পতির লাশ উদ্ধার
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় একটি ফ্ল্যাট থেকে এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ।
তারা হলেন, সৌদি প্রবাসী নোমান (৩২) এবং তার স্ত্রী শামীমা (২৪)। তারা প্রায় এক বছর আগে বিয়ে করেছেন।
মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রব বলেন, রবিবার রাতে ফ্ল্যাটের নিরাপত্তাকর্মীরা অনেকক্ষণ ডাকাডাকির পর কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর দেয়।
পরে পুলিশ এসে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় নোমানকে এবং ফ্লোরের বিছানায় শামীমার লাশ দেখতে পায়।
আবদুর রব বলেন, পারিবারিকভাবে বিয়ে মেনে না নেয়ায় এই দম্পতি সমস্যায় ছিলেন।
পুলিশের ধারণা এটি একটি আত্মহত্যা।
তিনি আরও বলেন, লাশ দুটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পড়ুন: নিজ বাড়ির টয়লেটে মিলল দলিল লেখকের বিবস্ত্র লাশ
চুয়াডাঙ্গায় তালাবদ্ধ ঘর থেকে দম্পতির লাশ উদ্ধার
মুন্সীগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে নিহত শাওনের লাশ দাফন
১২১১ দিন আগে
সৌদি আরব গমনেচ্ছুকদের জন্য ফ্লাইটের আসন বৃদ্ধি
করোনা মহামারির কারণে বাংলাদেশে আটকেপড়া বিপুল সংখ্যক সৌদি আরব প্রবাসীদের জন্য সেদেশে যাওয়ার সুবিধার্থে ফ্লাইটের আসন সংখ্যা বাড়ানো হয়েছে।
১৯৩২ দিন আগে
চতুর্থ দিনের মতো টিকিট বিক্রি করছে সৌদি এয়ারলাইন্স
প্রবাসী বাংলাদেশিদের সৌদি আরবে তাদের নিজ নিজ কর্মস্থলে ফিরে যেতে সহায়তা করার জন্য টানা চতুর্থ দিনের মতো টিকিট বিক্রি অব্যহত রেখেছে সৌদি এয়ারলাইন্স।
১৯৪০ দিন আগে
ডকুমেন্টস না থাকলে সৌদিতে থাকা রোহিঙ্গাদের পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট দেয়ার ব্যাপারে চাপ থাকলেও পূর্বে বাংলাদেশি পাসপোর্ট না থাকা বা বাংলাদেশে কখনো ছিল, এমন কোনো প্রমাণ দেখাতে না পারলে তাদের পাসপোর্ট দেবে না বাংলাদেশ।
১৯৪৩ দিন আগে
শিগগিরই সৌদি ফিরবেন বাংলাদেশি শ্রমিকরা, উভয় দেশ ফ্লাইট পরিচালনা করবে: মন্ত্রী
ভিসা এবং আকামা সমস্যা সমাধানের পাশাপাশি বিমান এবং সৌদি এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনার অনুমতি পাওয়ায় খুব শিগগিরই আটকা পড়া বাংলাদেশি শ্রমিকরা তাদের কর্মস্থল সৌদি আরবে ফিরে যেতে পারবেন।
১৯৪৪ দিন আগে
তৃতীয়দিনের মতো সৌদি প্রবাসীদের বিক্ষোভ
সৌদি আরবে ফিরে যাওয়ার জন্য ভিসা ও আকামার মেয়াদ বাড়ানো এবং বিমানের টিকিটের ব্যবস্থা করার দাবিতে বুধবার সকালে রাজধানীর ইস্কাটন এলাকায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করেছেন প্রবাসী শ্রমিকরা।
১৯৪৪ দিন আগে
সৌদি ফিরতে ইচ্ছুক প্রবাসীদের ধৈর্য ধরার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন সৌদি আরবে ফিরে যেতে ইচ্ছুক প্রবাসী বাংলাদেশিদের বিশৃঙ্খলা করার পরিবর্তে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন।
১৯৪৪ দিন আগে