পাটগ্রাম
লালমনিরহাটে ভাসমান ড্রাম সেতুতে হাজারো মানুষের কষ্ট লাঘব
লালমনিরহাটের পাটগ্রামে নির্মাণ করা হয়েছে এক অভিনব ভাসমান ড্রাম সেতু। উপজেলার সানিয়াজান নদীর ওপর নির্মিত ২০০ ফুট দীর্ঘ ভাসমান এ সেতুটি এলাকার প্রায় ২০ হাজার মানুষের দীর্ঘদিনের কষ্টের কিছুটা লাঘব করেছে, তাদের জন্য আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে সেতুটি।
স্থানীয় জনগণের সহায়তায় প্লাস্টিকের ড্রামের ওপর বাঁশের চাটাই জোড়া লাগিয়ে সেতুটি নির্মাণ করা হয়েছে। সেতুটি দেখতে প্রতিদিন শত শত মানুষ ভিড় করছেন। এমন ভাসমান ড্রাম সেতু সবার নজর কেড়েছে। সেতুটি নির্মাণে খরচ হয়েছে প্রায় তিন লাখ টাকা।
গত ৩ মার্চ সেতুটি উদ্বোধন করেন পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের বিএনপির সভাপতি ডা. শামসুল আলম।
আরও পড়ুন: বাঁধ নির্মাণে উচ্ছ্বসিত মধুমতি পাড়ের বাসিন্দারা
ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে সানিয়াজান নদীর ওপর নির্মিত সেতুটি উদ্বোধনের পর থেকে ওই এলাকার সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের যাতায়াত শুরু হয়েছে। এতে তিন গ্রামের মানুষের মধ্যে ঈদের খুশি বিরাজ করছে।
এ বিষয়ে বাউড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. শামসুল আলম বলেন, ‘এখানে ব্রিজ না থাকায় প্রতি বছর কয়েক হাজার মানুষ ভোগান্তিতে পড়েন। তাই আমরা সবার সহযোগিতায় বিএনপি নেতা কর্মীদের নিয়ে এ ভাসমান সেতুটি করেছি।’
স্থানীয় সূত্রে জানা যায়, ‘সেতুটি নির্মাণে কাজ করেছেন ওই গ্রামের প্রায় ৩০ জন সাধারণ মানুষ। সেতু নির্মাণের ব্যবহার হয়েছে প্লাস্টিকের ড্রাম, বাঁশ, লোহার অ্যাঙ্গেল ও দড়ি।’
২৪৫ দিন আগে
পাটগ্রামে ট্রাক্টর উল্টে চালক নিহত
লালমনিরহাটের পাটগ্রামে জমি চাষ শেষে রাস্তায় উঠতে গিয়ে ট্রাক্টর উল্টে চালক নিহত হয়েছেন। সোমবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পানবাড়ি ইউনিয়নের পাবনাপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম আজাদ নাজু (২৩) উপজেলার লক্ষ্যনাথের কামাত এলাকার হামিদুল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে পাবনাপাড়া এলাকায় জমি চাষ করতে যান আবুল কালাম আজাদ। চাষ শেষে ট্রাক্টর নিয়ে রাস্তায় উঠতে গিয়ে উল্টে নিচে পড়ে যায় তিনি।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
গাইবান্ধায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
৬৫৫ দিন আগে
পাটগ্রাম সীমান্তে ৪ রোহিঙ্গা আটক
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত থেকে চার রোহিঙ্গাকে ধরে নিয়ে গেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
আটকরা হলেন- আব্দুল্লাহ, তার স্ত্রী শরিফা বেগম, তাদের মেয়ে রিনুস বিবি ও আমেনা বেগম।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, শুক্রবার বিকালে পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের সীমান্তের করিডোর পোস্ট এলাকায় রোহিঙ্গারা ঘোরাফেরা করছিল।
আরও পড়ুন: জৈন্তাপুরে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদরাসাশিক্ষক আটক
তাদের সন্দেহ হওয়ায় ৫১টি বিজিবির টহল দল তাদের আটক করে। পরে বিজিবি তাদের পাটগ্রাম থানায় সোপর্দ করে।
জিজ্ঞাসাবাদে আটকরা মিয়ানমারের নাগরিক ও কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে স্বীকার করেছেন।
এর আগে সোমবার বিকালে পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের পানবাড়ি সীমান্ত এলাকায় ঘোরাঘুরির সময় রমিদা বেগম নামে এক রোহিঙ্গা নারীকে আটক করে আধা সামরিক বাহিনী।
ওসি ফেরদৌস ওয়াহিদ আরও জানান, পুলিশ হেফাজতে থাকা রোহিঙ্গাদের স্ব স্ব ক্যাম্পে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আরও পড়ুন: গাইবান্ধায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, চালক আটক
যশোরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক
৬৬৩ দিন আগে
পাটগ্রামে ট্রাকের চাপায় পথচারীর মৃত্যু
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কলেজ মোড় এলাকায় ট্রাকের ধাক্কায় গোলাম মোস্তফা (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত মোস্তফা পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ী শমসেরপুর এলাকার আব্দুর রহমানের ছেলে।
আরও পড়ুন: চট্টগ্রামে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
স্থানীয়রা জানান, নিহত গোলাম মোস্তফা সকালে হোটেলে নাস্তা খাওয়ার পরে সড়কের এক পাশ থেকে অপর পাশে যাওয়ার পথে রাস্তায় দাঁড়িয়ে থাকা বুড়িমারী গামী ট্রাকটি হঠাৎ পেছনে সরে আসে। এতে ধাক্কা লেগে পড়ে গিয়ে পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পাটগ্রাম থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে ট্রাকের চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
বরিশালে বালুবাহী ট্রাকের চাপায় দুই শ্রমিকের মৃত্যু
৭১২ দিন আগে
লালমনিরহাটে পানিতে ডুবে প্রাণ গেলো ৩ জনের
লালমনিরহাটের পাটগ্রামে মঙ্গলবার (২৫ জুলাই) ধরলা নদীতে গোসল নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
একই দিনে জেলার আদিতমারীর মহিষখোচায় পুকুরের পানিতে ডুবে ঝুমকি রানি নামের ২ বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: কিশোরগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
নিহত দুই শিক্ষার্থী হলো- উপজেলার বসুলগঞ্জ এলাকার রাসেল মিয়ার ছেলে নাহিদ আহামেদ রাফসান (১৩) এবং একই এলাকার নুরুল আমিনের ছেলে মিসকাত (১২)।
নাহিদ আহমেদ পাটগ্রাম ইসলামী আদর্শ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ও মিশকাত ওই একই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, নাহিদ আহামেদ রাফসান ও মিসকাত ধরলা নদীতে গোসল করতে যায়। এ সময় তারা মাঝ নদীতে ডুবে যায়।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পাটগ্রাম হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
একই দিনে জেলার আদিতমারীর মহিষখোচায় বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে ঝুমকি রানি নামের শিশুটির মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বাড়ির পাশে খেলতে গিয়ে ঝুমকি রানি পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মাছভর্তি বালতির পানিতে ডুবে প্রাণ গেল শিশুর
জামালপুরে পানিতে ডুবে ২ শিশুকন্যার মৃত্যু
৮৬৪ দিন আগে
লালমনিরহাটের পাটগ্রামে মুক্তিযোদ্ধাকে হত্যা
লালমনিরহাটের পাটগ্রামে বীর মুক্তিযোদ্ধা ও পাটগ্রাম মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষকে গলা কেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (২০ জানুয়ারী) রাত সাড়ে ৯টার দিকে পাটগ্রাম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাহেবডাঙা এলাকায় নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
নিহত বীর মুক্তিযোদ্ধা এম ওয়াজেদ আলী (৭২) পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের টংটিংডাঙা এলাকার মৃত বছির উদ্দিনের ছেলে।
তিনি মহান মুক্তিযুদ্ধের ৬নং সেক্টরের প্রধান সংগঠক ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহচর সাবেক সংসদ সদস্য আবেদ আলীর ছোট ভাই। তিনি মুজিববাহিনীর সদস্য ছিলেন।
আরও পড়ুন: বরিশালে নার্সিং কলেজ ছাত্রীর ‘আত্মহত্যা’
নিহতের পরিবার, হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, পাটগ্রাম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাহেবডাঙা এলাকায় নিজ বাড়ির সামনে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা ওয়াজেদ আলীকে গলা কেটে পালিয়ে যায়। ওই সড়ক দিয়ে এক রিকশাচালক যাওয়ার সময় তাকে পড়ে থাকতে দেখে চিৎকার করেন। এরপর স্থানীয় লোকজন এবং পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ভাগ্নে পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন বাবুল কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘রাত সাড়ে ৯টার দিকে খবর পেয়ে আমরা গলা কাটা অবস্থায় তাকে বাসার সামনে থেকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করলে তাকে বাসায় নিয়ে আসা হয়।’
তিনি আরও বলেন, ‘তার কোনো শত্রু ছিল না। কে বা কারা তাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছে তা আমরা অনুমান করে কিছু বলতে পারছি না। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।’
লালমনিরহাট জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন আহমেদ এ হত্যার ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়ে বলেন, ‘বর্তমানে লালমনিরহাট জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়। মুক্তিযোদ্ধা এম ওয়াজেদ আলী হত্যার ঘটনায় যদি অবিলম্বে অপরাধীদের আইনের আওতায় না আনা হয় তাহলে কঠিন ও কঠোর আন্দোলন কর্মসূচি দেবেন মুক্তিযোদ্ধারা।’
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ‘আমরা অপরাধীদের আইনের আওতায় আনার জন্য তদন্ত কার্যক্রম শুরু করেছি। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’
আরও পড়ুন: নড়াইলে দুই সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা!
আহসান উল্লাহ মাস্টার হত্যার বিচার শেষ হওয়ার প্রত্যাশা ক্রীড়া প্রতিমন্ত্রীর
১০৪৯ দিন আগে
পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
লালমনিরহাটের পাটগ্রামে ভারত সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রবিবার (১ জানুয়ারি) ভোরে উপজেলার বুড়িমারী স্থল বন্দর জিরো পয়েন্ট বাঁধেরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বিপুল হোসেন (২২) পাটগ্রাম উপজেলার গাটিয়ার ভিটা গ্রামের রশিদুল ইসলামের ছেলে।
আরও পড়ুন: লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
স্থানীয়রা জানান, ওই সীমান্তের ৮৪২ নং পিলার দিয়ে ভারতীয় গরু আনার চেষ্টা করে বিপুল হোসেনসহ একদল গরু ব্যবসায়ী। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি করেন।
এতে গুলিবিদ্ধ হয় বিপুল হোসেনসহ কয়েকজন। পরে তার সঙ্গীরা উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বিপুল হোসেনের মৃত্যু হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক।
তিনি বলেন, বুড়িমারী সীমান্তে বিএসএফের গুলিতে বিপুল হোসেন নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: লালমনিরহাটে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত
শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহতের অভিযোগ
১০৬৯ দিন আগে
লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শাহাদাত হোসেন (২৮) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ভোর সকালে পাটগ্রাম উপজেলার জগতবেড় সীমান্তের ৮৬৩ নম্বর মেইন পিলারের ৭ ও ৮ নম্বর সাব পিলারের মধ্যবর্তী স্থানে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
মৃত শাহাদাত হোসেন উপজলার শ্রীরামপুর ইউনিয়নের আউলিয়ারহাট গ্রামের গাইবান্ধাপাড়া এলাকার ইদ্রিস আলীর ছেলে এবং পেশায় গরুর রাখাল।
আরও পড়ুন: পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
স্থানীয়রা জানান, ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় শাহাদাত হোসেনসহ বাংলাদেশি রাখালের দল পাটগ্রাম উপজেলার জগতবেড় সীমান্তের ৮৬৩ নম্বর মেইন পিলারের ৭ ও ৮ নম্বর সাব পিলারর মধ্যবর্তী স্থান দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। তারা ভারতের কুচবিহার জেলার মাথাভাঙা থানার আশাকবাড়ি গ্রামের মডিকলবাড়ী সেতু এলাকা দিয়ে গরু আনছিলেন। এসময় বিএসএফ ১৬৯ রাণীনগর ব্যাটালিয়নের চুয়াঙ্গারখাতা ক্যাম্পের টহল দলের সদস্যরা গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই শাহাদাত হোসেনের মৃত্যু হয়। এসময় বাকি রাখালরা পালিয়ে এলেও বিএসএফ শাহাদাতের লাশ নিয়ে যায়।
শাহাদাত হোসেনের বাবা ইদ্রিস আলী বলেন, বিএসএফের গুলিতে আমার ছেলে শাহাদাত মারা গেছে। ছবিতে দেখেছি, তার বুকে গুলি লেগেছে। ছেলের লাশ ফেরত চাই।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল তৌহিদুল ইসলাম বলেন, সীমান্ত পিলার থেকে ১২০ গজ ভারতের অভ্যন্তরে একটি লাশ পড়েছিল। এ বিষয়ে বিএসএফের কাছে জানতে চাওয়া হয়েছে।
আরও পড়ুন: লালমনিরহাট সীমান্তে বিএসএফের নির্যাতনে যুবকের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের হাতে নির্যাতিত বাংলাদেশি কৃষক
১০৮৫ দিন আগে
লালমনিরহাটে যুবককে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা: ৩৮ আসামি কারাগারে
লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারীতে গুজব ছড়িয়ে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক গ্রন্থাগারিক সাহিদুন্নবী জুয়েলকে (৫০) পিটিয়ে আগুনে পুড়িয়ে হত্যা মামলার ৩৮ পলাতক আসামি আত্মসমর্পণ করেছেন।
বুধবার (১১ মে) বিকালে জ্যেষ্ঠ বিচারিক আমলি আদালত-৩ এর বিচারক জয়নাল আবেদীন তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
লালমনিরহাটের কোর্ট পুলিশ পরিদর্শক মো. মুসা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জুয়েল হত্যা মামলায় পলাতক ৩৮ আসামি আত্মসমর্পণ করতে আদালতে আসেন। তাদের জামিন আবেদন করেন আইনজীবীরা। তবে শুনানি শেষে তা নাকচ করেন বিচারক। পরে তাদের কারাগারে পাঠানো হয়।
পড়ুন: যুবককে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় আরও গ্রেপ্তার ৬
পুলিশ জানায়, জুয়েল হত্যা, পুলিশের ওপর হামলা ও বুড়িমারী ইউনিয়ন পরিষদ ভবনে হামলা মামলায় এজাহারভুক্ত ৩৮ আসামি দীর্ঘ দিন ধরে পলাতক ছিলেন। তারা বেশ কিছু দিন হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। বুধবার সকালে তারা স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করতে এলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
আসামিপক্ষের আইনজীবী ফিরোজ হায়দার লাভলু বলেন, এজাহারভুক্ত আসামি মো. রুমেল মিয়াকে আটকের পর ৩৭ জন আদালতে আত্মসমর্পণ করেন। পরে তাদের জেলহাজতে পাঠানো হয়। জামিন পেতে জেলা জজ আদালতে আমরা আপিল করব।
প্রসঙ্গত, গত ২৯ অক্টোবর রাত ৮টার দিকে পাটগ্রাম উপজেলার বুড়িমারী বাজারের বাসকল এলাকায় শহীদুন্নবী জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়।
পড়ুন: লালমনিরহাটে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা: খাদেমের পর মুয়াজ্জিনও গ্রেপ্তার
১৩০৩ দিন আগে
লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
লালমনিরহাটের পাটগ্রামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহতের খবর পাওয়া গেছে।
রবিবার (২৯ আগস্ট) সকালে পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তের ৮৪২ নম্বর মেইন পিলারের ৫ নম্বর সাব পিলার এলাকার ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ডাঙ্গারপাড় গ্রামের বুলবুল হোসেনের ছেলে ইউনুস আলী (২৯) ও নীলফামারী জেলার জলঢাকা এলাকার সাগর (২৬)।
৬১ বুড়িমারী বিজিবি ক্যাম্প সূত্রে জানা গেছে, কয়েকজনের একটি দল সীমান্তের ৮৪২ নম্বর মেইন পিলারের ৫ নম্বর সাব পিলারের কাছ দিয়ে ভারতে গরু আনতে যান। সেখান থেকে গরু নিয়ে ফেরার সময় ভারতের কোচবিহার জেলার মেখলীগঞ্জ থানার চ্যাংড়াবান্ধা এলাকার ১৪৮ বিএসএফ ব্যাটালিয়নের টহল দলের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে সাগর ও ইউনুস গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে ভারতীয় সীমান্তবাসী মরদেহ পড়ে থাকতে দেখে ছবি তুলে বাংলাদেশি সীমান্তবাসীদের পাঠালে নিহতদের পরিচয় জানা যায়।
এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ভারতের দুইশ’ গজ অভ্যন্তরে দুই বাংলাদেশির গুলিবিদ্ধ মরদেহ পড়ে আছে বলে সীমান্তবাসীর মাধ্যমে জেনেছি।’
আরও পড়ুন: লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
লালমনিরহাটে বাংলাদেশি ২ যুবককে বিএসএফ’র মারধর
বিএসএফের হয়রানি: বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
১৫৫৯ দিন আগে