যান চলাচল বন্ধ
ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ, ৬ জেলায় যান চলাচল বন্ধ
স্বাস্থ্যখাতের সিন্ডিকেট ভেঙে দেওয়া ও বরিশাল শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের (শেবাচিম) চিকিৎসাসেবা আধুনিকায়নসহ তিন দফা দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ চলছে।
বরিশাল নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনালে রবিবার (১০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে এই অবরোধ শুরু হয়। অবরোধরে ফলে রাজধানী ঢাকার সঙ্গে বরিশালসহ দক্ষিণাঞ্চলের ৬ জেলার যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
অবরোধ শুরুর সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আন্দোলনকারীদের বাধা দিলে দুপক্ষের মধ্যে হাতাহাতি, ধাক্কাধাক্কি হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরে গেলে শুরু হয় সড়ক অবরোধ।
ছাত্র-জনতার ব্যানারে অনুষ্ঠিত এই বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। টানা ১৫ দিন ধরে চলা এই আন্দোলন কর্মসূচির আওতায় আজ চতুর্থ দিনের মতো ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করা হলো।
আরও পড়ুন: ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ, ৬ জেলার যান চলাচল বন্ধ
এর আগে, আরও তিন দিন বেলা সাড়ে ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রায় সাড়ে ৭ ঘণ্টা মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেন তারা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়ক অবরোধ করে বিভিন্ন শ্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ ও সেনা সদস্য থাকলেও তারা চুপচাপ দাঁড়িয়ে আছেন। সড়ক বন্ধ থাকায় অবরোধস্থলের দুদিকে যাত্রীবাহী বাসসহ শত শত যানবাহন আটকা পড়েছে। এতে করে হাজার হাজার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
রাজধানী ঢাকার সঙ্গে বরিশালের কিছু অংশসহ পিরোজপুর, বরগুনা, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী ও পর্যটনকেন্দ্র কুয়াকাটায় সবরকম যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
আরও পড়ুন: স্বাস্থ্যখাতের উন্নয়নের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ, জনভোগান্তি
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সমস্যা নিরসনে আলোচনা চলছে। আশা করি, দ্রুত অবরোধ উঠে যাবে।
এদিকে, আন্দোলনকারীদের দাবি, স্বাস্থ্য উপদেষ্টার প্রতিশ্রুতি ছাড়া আন্দোলন প্রত্যাহার হবে না।
১১৭ দিন আগে
ইশরাক সমর্থকদের বিক্ষোভ অব্যাহত, বঙ্গবাজার-গুলিস্তান সড়কে যান চলাচল বন্ধ
ষষ্ঠদিনের মতো নগরভবন অবরোধ করে রেখেছেন বিএনপি নেতা ইশারক হোসেনের সমর্থকরা। তাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে এই লাগাতার কর্মসূচি চলছে। সড়কে অবস্থানের কারণে বঙ্গবাজার থেকে গুলিস্তান গোলাপশাহ মাজার পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার (২০ মে) সকাল ১০টা থেকে ঢাকা বিভিন্ন এলাকা থেকে নগরভবনের সামনে জড়ো হতে থাকেন বিএনপি নেতাকর্মীরা। ভবনের প্রধান ফটকের সামনে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। সেখানে জাতীয় সঙ্গীত, দেশাত্মবোধক গান বাজানো হচ্ছে।
গত বুধবার থেকে শুরু হওয়া অবস্থান কর্মসূচির কারণে নগরভবন কার্যত অচল। সেখানে কোনো ধরনের দাপ্তরিক কাজ হচ্ছে না। দুর্ভোগে পড়েছেন সেবা নিতে আসা লোকজন। স্থানীয় সরকার বিভাগের অফিস নগর ভবনে থাকায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কার্যালয়ে আসতে পারছেন না।
বিএনপি নেতাকর্মীরা বলছেন, ‘ইশরাক হোসেন মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া নিয়ে সরকার বিশেষ করে স্থানীয় সরকার মন্ত্রণালয় অন্যায় করছে। বিশেষ করে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সব নাটের গুরু। আমরা ইশরাক ভাইকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি চালিয়ে যাব।’
আরও পড়ুন: নার্সিং ডিপ্লোমাকে ডিগ্রির সমমানের দাবিতে শাহবাগ অবরোধ
শিহাব হোসেন নামের গেন্ডারিয়ার এক ব্যবসায়ী বলেন, ‘ষড়যন্ত্র করে নির্বাচনে হারানো হয়েছিল ইশরাককে। এতদিন পরে হলেও কোর্ট তাকে মেয়র ঘোষণা করেছে। যে কয়দিন মেয়াদ আছে, ওই কয়দিন আমরা ইশরাককে মেয়রের চেয়ারে দেখতে চাই।’
ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে ধারাবাহিক কর্মসূচির মধ্যে সোমবার নগর ভবনে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করেন সাবেক সচিব মশিউর রহমান। সে সময় তিনি বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।
ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ নেওয়ার পথ করে দিতে কয়েকটি জটিলতায় পড়েছে সরকার বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়।
সোমবার ঢাকায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি বলেন, ‘এসব জটিলতা দূর না হলে সরকারও কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। সব ধরনের জটিলতা নিরসন না করে সিদ্ধান্তে যেতে পারছি না।’
২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির সবশেষ নির্বাচন হয়। তাতে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে মেয়র হন আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস।
ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর গেল ২৭ মার্চ ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল সেই ফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করেন।
আরও পড়ুন: রাজধানীতে অহেতুক সড়ক অবরোধ না করতে ডিএমপির অনুরোধ
এরপর ২৭ এপ্রিল ইশরাককে ডিএসসিসি মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। তবে ইশরাকের শপথ অনুষ্ঠান এখনও হয়নি।
১৯৯ দিন আগে
পুলিশ ও পোশাক শ্রমিকদের সংঘর্ষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ
মূল বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের নাওজোড় এলাকায় পুলিশ ও পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষের পর আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে চান্দনা চৌরাস্তায় লিবাস নিটওয়্যার, হাসান তানভীর ফ্যাশনসহ বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা রাস্তায় নেমে যান চলাচল বন্ধ করে দেয়।
এক পর্যায়ে তারা গাছের গুঁড়ি ফেলে মহাসড়কে ব্যারিকেড বসানোর চেষ্টা করেন।
আরও পড়ুন: গাজীপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে নারী পোশাক শ্রমিক নিহত
পরে র্যাবসহ পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ার শেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে।
বিক্ষোভ চলাকালে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।
এদিকে অস্থিরতা ও বুধবার এক নারী পোশাক কর্মীর মৃত্যুর পর আজ বেশ কয়েকটি পোশাক কারখানা বন্ধ রয়েছে।
পোশাক কারখানার শ্রমিকরা তাদের মূল বেতন ২৩ হাজার টাকা করার দাবিতে ২৩ অক্টোবর থেকে আন্দোলন করছেন।
তাদের ন্যূনতম বেতন ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করেছে সরকার।
আরও পড়ুন: পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ
৭৫৭ দিন আগে
কুমিল্লায় আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১ ঘন্টা যান চলাচল বন্ধ
কুমিল্লার চৌদ্দগ্রামে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম উপজেলায় সংঘর্ষের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিকে কেন্দ্র করে সোমবার সকালে একই সময়ে বিক্ষোভ মিছিল ও সভা করতে গেলে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক ও সাবেক পৌর মেয়র মিজানুর রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত ৩০ জন।
আরও পড়ুন: ভারতে দুই ট্রেনের সংঘর্ষে ২৩৩ জন নিহত, ৯ শতাধিক মানুষ আহত
ওসি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে রয়েছে পুলিশ।
এ সময় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: নওগাঁয় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ১
চবিতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা তদন্তে ৩ কমিটি
৯১৩ দিন আগে
বিশ্ব ইজতেমা: রবিবার সকালে আবদুল্লাহপুর-ভোগড়া-কামারপাড়ায় যান চলাচল বন্ধ থাকবে
বিশ্ব ইজতেমার প্রথম পর্বের মতো এবারও মুসল্লিদের জামাতে আসা-যাওয়া সহজ করতে কিছু ট্রাফিক নির্দেশনা জারি করেছে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি)।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে ভোগড়া বাইপাস, কামারপাড়া রোড, আব্দুল্লাহপুর থেকে আশুলিয়া সড়কের বাইপাইল পর্যন্ত যানবাহন চলাচল রবিবার সকাল ৬টা থেকে আখেরি মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
জিএমপি কমিশনার যানজট এড়াতে যাত্রীদের বাইপাস সড়ক ব্যবহার করার অনুরোধ করেছেন।
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুক্রবার সকালে শুরু হয়ে রবিবার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।
আরও পড়ুন: দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা: ধর্মীয় ভাবগাম্ভীর্যে অতিবাহিত হচ্ছে দ্বিতীয় দিন
দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা: স্কাউটস ইভেন্ট স্থগিত করলেন প্রধানমন্ত্রী
১০৪৯ দিন আগে
নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে যান চলাচল বন্ধ
ঢাকার নয়াপল্টনে সংঘর্ষ ও পুলিশের অভিযানের পর বুধবার রাত থেকে যান চলাচল ব্যাহত হওয়ায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
বিজয়নগর ও ফকিরাপুল সংযোগ লাইটিঙ্গেল মোড়ে পুলিশ ব্যারিকেড বসিয়ে পরিচয়পত্র ছাড়া কাউকে ঢুকতে দিচ্ছে না। বিএনপি কার্যালয়ের সামনে কোনো যানবাহন দেখা যায়নি।
এলাকায় সাঁজোয়া ও পুলিশের গাড়িসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
বুধবারের সংঘর্ষের পর বৃহস্পতিবার সকাল থেকে বিএনপির কোনো নেতাকর্মীকে দলীয় কার্যালয়ে দেখা যায়নি।
আরও পড়ুন: নয়াপল্টনে পুলিশের অভিযানে নিহত ২, শতাধিক আহত, গ্রেপ্তার ৬০০: ফখরুল
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ইউএনবিকে বলেন, তবে সকালে ঢাকার আদালতে হাজির হয়ে নয়াপল্টন কার্যালয় পরিদর্শন করার কথা রয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।
আজ সকাল ১০টা পর্যন্ত ওই এলাকার অধিকাংশ অফিস, শপিংমল ও দোকানপাট বন্ধ থাকতে দেখা যায়।
স্থানীয়রা জানান, বিপুল সংখ্যক পুলিশ ওই এলাকায় অবস্থান নেয়ায় তারা আতঙ্কিত। তাদের নিজ নিজ গন্তব্যে যেতেও অসুবিধার সম্মুখীন হতে হয়েছে বলেও জানান তারা।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার দাবি করেন যে তাদের দলের নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের হামলায় ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের দুই নেতা নিহত ও শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।
এছাড়া দলের কার্যালয় থেকে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম ও উত্তর মহানগর শাখার আহ্বায়ক আমানউল্লাহ আমানসহ বিএনপির প্রায় ছয় শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।
এদিকে ডিএমপি কমিশনার বলেন, বিএনপির লোকজন তাদের দলীয় কার্যালয় থেকে ককটেল বিস্ফোরণ ঘটায় এবং তার জন্যই অভিযান চালানো হয়।
তিনি বলেন, ‘আমরা পুলিশের সংখ্যা বাড়িয়ে নিরাপত্তা জোরদার করেছি। তারা (বিএনপি) সমাবেশ করার পূর্বানুমতি নেয়নি।’
আরও পড়ুন: ১০ ডিসেম্বরের সমাবেশ বানচালে নয়াপল্টনে সংঘর্ষ করেছে সরকার: মির্জা ফখরুল
এটা পুলিশের অযৌক্তিক পদক্ষেপ: নয়াপল্টনে সংঘর্ষ নিয়ে ফখরুল
১০৯৩ দিন আগে
সাভারের আমিনবাজারে ব্রিজে ফাটল: ৩য় দিনের মতো এক পাশে যান চলাচল বন্ধ
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারে সালেহপুর ব্রিজে ফাটল দেখা দেয়ায় তৃতীয়দিনের মতো সেতুটির এক পাশ দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। যা এ মহাসড়কটিতে তীব্র যানজট তৈরি করেছে।
১৭৮৪ দিন আগে
ফরিদপুর শহরের কুমার নদের বেড়ি বাঁধে ৩০০ মিটার ধস
ফরিদপুরের পৌর এলাকা গুহলক্ষ্মীপুর ১৭ নং ওয়ার্ডের কুমার নদের বেড়ি বাঁধের তিনশ মিটার অংশ ধসে গেছে।
১৮৫৪ দিন আগে
ঢাকা-সিলেট মহাসড়কে ৩ জুলাই থেকে ৪দিন যান চলাচল বন্ধ
জরুরি মেরামত কাজের জন্য ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর ও কাগজপুর সেতু দিয়ে যান চলাচল চারদিন বন্ধ থাকবে।
১৯৮৬ দিন আগে
নড়াইলে লোহাগড়া-লাহুড়িয়া সড়কে যান চলাচল বন্ধ
নড়াইল, ১৫ সেপ্টেম্বর (ইউএনবি)- জেলার লোহাগড়া-লাহুড়িয়া সড়কের চাচই নামক স্থানে দুটি মালবাহী ট্রাক গর্তে আটকে গত দুদিন ধরে যান চলাচল বন্ধ রয়েছে বলে খবর পাওয়া গেছে। এতে চরম দুর্ভোগ পড়েছে সড়কের সাধারণ যাত্রীরা।
২২৭৩ দিন আগে