এসএসসি পরীক্ষার্থী
ঠাকুরগাঁওয়ে এক বিষয়ে পরীক্ষা দিলেও তিন বিষয়ে ফেল!
ঠাকুরগাঁও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে গত বছর এসএসসিতে গণিত বিষয়ে ফেল করেছিলেন এক পরীক্ষার্থীর। এবার শুধু সেই গণিত পরীক্ষা দিলেও তিন বিষয়ে ফেল এসেছে তার। একই ধরনের সমস্যায় পড়েছে ওই প্রতিষ্ঠানের আরও ২০-২৫ শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১০ জুলাই) ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।
নাজমুল ইসলাম নামের ভুক্তভোগী ওই পরীক্ষার্থী জানান, গত বছর এসএসসিতে গণিত বিষয়ে ফেল করেছিলেন তিনি। এবার আবারও গণিত বিষয়ে পরীক্ষা দেন। কিন্তু ফলাফলে গণিত, কৃষি ও ট্রেড-২—তিন বিষয়ে ফেল এসেছে তার। তাই নাজমুলের ভবিষ্যৎ নিয়ে তার পরিবার দুশ্চিন্তায় পড়েছে।
একই ধরনের জটিলতায় পড়েছে একই প্রতিষ্ঠানের আরও ২০-২৫ জন শিক্ষার্থী। ভুক্তভোগী পরীক্ষার্থীরা বলছেন, সমস্যার কথা প্রতিষ্ঠান প্রধানকে জানালেও তিনি কোনো সমাধান দিতে পারছেন না।
টুটুল নামে আরেক শিক্ষার্থী জানায়, গণিত বিষয়ে পরীক্ষায় অংশ নিয়ে তার গণিত ও কৃষি বিষয়ে ফেল এসেছে।
আরও পড়ুন: ছয় বন্ধুর পাঁচজন পেল জিপিএ ৫, আরেকজনের আত্মহত্যা
একই সমস্যা নিয়ে পলিটেকনিক অফিসে যোগাযোগ করে ফিরে যাচ্ছিলেন রহিদুল ইসলাম নামে এক অভিভাবক। তিনি জানান, অফিস থেকে পরে যোগাযোগ করতে বলা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ঠাকুরগাঁও সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি। তবে, অন্য কয়েকজন শিক্ষক জানান, বিষয়টি নিয়ে তারা বোর্ডের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারাজানা জানান, বিষয়টি কলেজের অধ্যক্ষকে বলা হয়েছে। তিনি সমাধান করবেন। এজন্য শিক্ষার্থী ও অভিভাবকদের ধৈর্য ধারণ করতে বলেন তিনি।
১৪৪ দিন আগে
এসএসসি পরীক্ষার্থীর মোবাইলে নকল, শিক্ষকের জেল-জরিমানা
এসএসসি পরীক্ষায় দিনাজপুরের চিরিরবন্দরের সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ছাত্রকে হোয়াটসঅ্যাপে নকল সরবরাহের ঘটনায় আটক আমেনা বাকী স্কুলের শিক্ষক আনোয়ার হোসেনকে ভ্রাম্যমাণ আদাল ৭ দিনের কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করেছে।।
আটক শিক্ষক আনোয়ার হোসেন সাইতাড়ার আব্দুল হামিদের ছেলে। তিনি চিরিরবন্দরের আমেনা বাকী রেসিডেন্সি মডেল স্কুল অ্যান্ড কলেজের গণিতের শিক্ষক।
কেন্দ্র সচিব সুভাষ চন্দ্র রায় বলেন, আজকে উচ্চতর গণিত পরীক্ষা শুরুর ৫ মিনিটের মাথায় দিনাজপুর শিক্ষাবোর্ডের পরিদর্শক দল একটি কক্ষে ৯৫২৭৫৭ রোল নম্বরধারী লাবিব হাসনাত সর্দার নামে এক ছাত্রের কাছে মোবাইল দেখতে পেলে তাকে বহিষ্কার করে। এরপর ওই মোবাইলের সূত্র ধরে আমেনা বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আনোয়ার হোসেনকে আমেনা বাকি স্কুল থেকে আটক করে থানায় হস্তান্তর করা হয়। এছাড়াও একই পরীক্ষায় অন্য একটি কক্ষ থেকে নকল করার অভিযোগে ২৪৫৫৭০ রোল নম্বরধারী হাফিজুল ইসলাম নামে আরেক ছাত্রকে বহিষ্কার করা হয়।
আরও পড়ুন: নারী সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনায় কমিটি চেয়ে রিট
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা জানান, কেন্দ্রের ভিতর থেকে মোবাইল ফোনে প্রাইভেট শিক্ষক আনোয়ার হোসেনের কাছে প্রশ্ন জানিয়ে হোয়াটসঅ্যাপে উত্তর সংগ্রহ করছিল তার ছাত্র। তথ্য প্রযুক্তির সহায়তায় শিক্ষককে চিহ্নিত করে আটক করেন তারা। স্বীকারোক্তির ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত ওই শিক্ষককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি ২ ছাত্রকে বহিষ্কার করা হয়েছে।
দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মীর সাজ্জাদ আলী জানান, অভিযুক্ত শিক্ষক পরীক্ষা হলের কোনো দায়িত্বে ছিলেন না। তিনি বহিরাগত হিসেবে নকল সরবরাহে জড়িত ছিলেন। পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে গাইবান্ধায় ৬ জন পঞ্চগড়ে ১ জন এবং দিনাজপুরে ২ জনসহ ৯ জনকে বহিষ্কার করা হয়েছে। এছাড়াও পরীক্ষায় অনুপস্থিত ছিলে ৯৯৮ জন পরীক্ষার্থী।
২১৪ দিন আগে
উত্তরায় ট্রাকের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী নিহত
রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় নাঈম (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী নাঈম চলমান এসএসসি পরীক্ষা দিচ্ছিল। তার পরীক্ষা কেন্দ্র ছিল উত্তরা রাজউক স্কুলে।
রবিবার (২৭ এপ্রিল) দুপুরে পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হয়ে উত্তরা আজমপুর বিএনএস সেন্টারের সামনের সড়কে রাস্তা পার হওয়ার সময় বিআরটিসির একটি ট্রাকের ধাক্কায় সে গুরুতর আহত হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী তার সহপাঠী পল্লব কুমার শীলসহ আরও কয়েকজন শিক্ষার্থী বলে, আমরা তাকে প্রথমে স্থানীয় ওমেন্স হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে বিকাল সোয়া ৩টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তারা আরও বলেন, নাঈমের নিকট আত্মীয়দের সংবাদ দেওয়া হয়েছে। স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে আটক করেন।
আরও পড়ুন: মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
উত্তরার পাকুরিয়া এলাকায় পরিবারের সঙ্গে থাকত নাঈম। সে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার বাসিন্দা নজরুল ইসলামের ছেলে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, নিহত নাঈমের লাশ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
২২১ দিন আগে
সিরাজগঞ্জে সহপাঠীদের মারধরে আহত এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
সিরাজগঞ্জের এনায়েতপুরে সহপাঠীদের মারধরে আহত হওয়ার আট দিন পর ইমন হোসেন নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে হাসপাতাল নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিল ইমন।
ইমন হোসেন (১৬) ওই গ্রামের এমদাদুল মোল্লার ছেলে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, পরীক্ষা চলাকালে সহপাঠীদের কয়েকজন ইমনের খাতা দেখতে চায়। তবে এতে রাজি হয়নি সে। এ ঘটনার জেরে ১৮ এপ্রিল বিকালে তাকে সহপাঠীরা পার্শ্ববর্তী বেলকুচি উপজেলার দৌলতপুর এলাকায় ডেকে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর তাকে মারধর করে গুরুতর আহত করা হয়।
পরে তাকে উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে বুধবার তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে গতকাল (শুক্রবার) তার মাথায় প্রচণ্ড ব্যাথা শুরু হলে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
আরও পড়ুন: গোয়াইনঘাটে বজ্রপাতে প্রবাসীর মৃত্যু
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াজদানি বলেন, ‘পুলিশ তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ শহিদ এম মনসুর আলী হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে শনিবার দুপুরে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ঘটনাটি পাশ্ববর্তী থানা সিরাজগঞ্জের বেলকুচি এলাকায় ঘটেছে। এজন্য বেলকুচি থানায় মামলার প্রস্তুতি চলছে।’
২২২ দিন আগে
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এসএসসি পরীক্ষার্থী, ধর্ষণ মামলা
চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুকগড়গড়ি মাদরাসাপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছে এক এসএসসি পরীক্ষার্থী।
সোমবার (২১ এপ্রিল) বিকালে ওই শিক্ষার্থী প্রেমিক মো. নাঈমের বাড়িতে গিয়ে অবস্থান নেয়। সন্ধ্যার পর ঘটনাটি এলাকায় জানাজানি হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
রাত সাড়ে ৯টায় দিকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে কথিত প্রেমিকের নামে চুয়াডাঙ্গা সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে।
এদিকে ঘটনা প্রকাশের পর থেকেই প্রেমিক নাঈম পলাতক রয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
স্থানীয়রা জানায়, সন্ধ্যার দিকে নাঈমের বাড়িতে হঠাৎ হইচই শুরু হলে তারা ছুটে আসে। পরে জানতে পারে, এসএসসি পরীক্ষার্থী প্রেমিকা বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন। একপর্যায়ে উৎসুক জনতা ওই ছাত্রীকে ঘরের ভেতরে তুলে দেয়। পরে উত্তেজনা ছড়িয়ে পড়লে রাত সাড়ে ৯টার দিকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ শিক্ষার্থীকে বুঝিয়ে বাড়িতে পাঠাতে চেষ্টা করলে সে বাড়ি যেতে অস্বীকৃতি জানায়। পরে শিক্ষার্থীর অভিভাবকদের উপস্থিতিতে আলাপ-আলোচনা শেষে রাত ১২টা ১০ মিনিটের দিকে ভিকটিম নিজে বাদী হয়ে কথিত প্রেমিকের নামে ধর্ষণ মামলা করে।
আরও পড়ুন: গৃহবধূকে ধর্ষণের পর চুল কেটে দেওয়া মামলার প্রধান আসামি গ্রেপ্তার
ওই শিক্ষার্থী জানায়, তার বাড়ি চুয়াডাঙ্গার দর্শনা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামে। সে দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। গত তিন বছর ধরে তার সঙ্গে নাঈমের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি নাঈম যোগাযোগ বন্ধ করে দেয় এবং অন্যত্র বিয়ের প্রস্তুতি নিচ্ছে—এ খবর পেয়ে সে সোমবার গণিত পরীক্ষার পর চুয়াডাঙ্গায় আসে এবং নাঈমের বাড়ির সামনে অনশন শুরু করে।
তিনি বলেন, ‘আমি শুধু আমার ন্যায্য অধিকার চাই। ওর সঙ্গে আমার তিন বছরের সম্পর্ক। এখন সে অন্য মেয়েকে বিয়ে করছে, এটা মানা যায় না।’
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, ভিকটিম নিজেই বাদী হয়ে মামলা দায়ের করেছে। আমরা অভিযুক্তকে আটকে অভিযান চালাচ্ছি।
২২৭ দিন আগে
এসএসসি পরীক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে কারাদণ্ড
শরীয়তপুরের নড়িয়ায় এক এসএসসি পরীক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে এক শিক্ষককে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (২১ এপ্রিল) উপজেলার ডগ্রী ইসমাইল হোসেন ডিগ্রি কলেজ কেন্দ্রে ঘটনাটি ঘটে।
দণ্ডপ্রাপ্ত জুলহাস উদ্দিন পঞ্চপল্লী গুরুরাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুলের ওই ছাত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ ওঠে শিক্ষক জুলহাস উদ্দিনের বিরুদ্ধে।
এদিকে পরীক্ষাকেন্দ্রে অশালীন আচরণের অভিযোগে ভুক্তভোগী ছাত্রী ও তার পরিবারের পক্ষ থেকে উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ জানানো হয়।
অভিযোগ পাওয়ার পর উপজেলা প্রশাসন ও স্থানীয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুল অভিযুক্ত শিক্ষককে দোষী সাব্যস্ত করে ১০ দিনের কারাদণ্ড দেন।
আরও পড়ুন: চট্টগ্রামের ডিসি হিলে বর্ষবরণের মঞ্চ ভাঙচুর, বাতিল অনুষ্ঠান
পঞ্চপল্লী গুরুরাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম চন্দ্র দাস বলেন, ‘শিক্ষার্থীর অভিযোগের প্রেক্ষিতে বিদ্যালয়ের সহকারী শিক্ষক জুলহাস উদ্দিনকে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।'
নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, ‘নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কোনো ধরনের অনৈতিক আচরণ বা হয়রানিকে বরদাশত করা হবে না।’
২২৭ দিন আগে
নাটোরে ইজিবাইক উল্টে এসএসসি পরীক্ষার্থী নিহত
নাটোরের নলডাঙ্গায় ইজবাইক উল্টে রাকিবুল হোসেন নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৪ পরীক্ষার্থী।
সোমবার (২১ এপ্রিল) দুপুরে মহিষমাড়ি সেতুতে তাদের বহনকারী ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে রাকিবের মৃত্যু হয়।
পরিবার ও এলাকাবাসী জানায়, উপজেলার বাসিলা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা শেষে ইজিবাইক নিয়ে নাটোর-নওগাঁ সড়কে ঘুরতে গিয়ে দুর্ঘটনার শিকার হন।
আরও পড়ুন: দিনাজপুরে পিকআপের চাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত
পরিবার জানায়, চালকসহ ইজিবাইকের ৫ জনই এসএসসি পরীক্ষার্থী ছিল। এক পর্যায়ে মহিষমাড়ি সেতুতে উল্টে যায়। এতে সবাই রাস্তায় ছিটকে পড়ে। এসময় ইজিবাইকটি গিয়ে রাকিবুলের গায়ের ওপর আছরে পড়ে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদরের একটি ক্লিনিকে নিলে সেখানে তার মৃত্যু হয়।
রাকিবুল উপজেলার বাসিলা পূর্বপাড়া গ্রামের আলী হোসেনের ছেলে। আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, এ ধরনের খবর তিনি এখনো পাননি।
২২৭ দিন আগে
বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন এসএসসি পরীক্ষার্থী
দিনাজপুরের বিরামপুরে বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে পিকআপের ধাক্কায় মো. হাসান আলী নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রবিবার (২০ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুরের দোয়েল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে হাসানের বন্ধু নাঈম হোসেনও আহত হয়েছে। এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক।
নিহত হাসান হোসেন (১৬) পৌর শহরের থানা পাড়া এলাকার মিলন হোসেনের ছেলে। আহত নাঈম একই এলাকার নিয়ামত হক ভোলার ছেলে। নিহত হাসান এবার বিরামপুরের আমানুল্লাহ স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছেন।
আরও পড়ুন: চোরাই মোটরসাইকেল-দেশীয় অস্ত্রসহ রাজধানীতে ছিনতাইকারী গ্রেপ্তার
স্থানীয়রা জানায়, রবিবার সকাল ১১টার দিকে মোটরসাইকেল নিয়ে দুই বন্ধু বিরামপুর শহরে ঘুরতে যায়। এ সময় গোবিন্দগঞ্জ থেকে একটি মালবাহী পিকআপভ্যান উপজেলার দোয়েল মোড় এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এ সময় হাসান আলী ছিটকে রাস্তায় পড়ে পিকআপের চাকার চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. তাহাজুল ইসলাম জানান, হাসানকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। মাথায়, বুকে ও কোমরে গুরুতর আঘাতেই হাসানের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করেছেন তিনি।
ওসি মমতাজুল হক জানান, সড়ক দূর্ঘটনায় আহত হয়ে হাসান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সড়ক পরিবহন আইনে এ ঘটনায় মামলা করা হবে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
২২৮ দিন আগে
দিনাজপুরে পিকআপের চাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত
দিনাজপুরের বিরামপুরে পিকআপের চাপায় হাসান নামে একজন এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।
রবিবার (২০ এপ্রিল) বেলা ১১টার দিকে পল্লবী মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত হাসান আলী (১৫) বিরামপুর পৌর শহরের লিচু বাগান চকপাড়া এলাকার মিলন ইসলামের ছেলে। আমানুল্লা বিদ্যা নিকেতন থেকে চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন তিনি।
আরও পড়ুন: নাটোরে ৭ ঘণ্টার ব্যবধানে দুটি ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত
বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) আমির বলেন, ‘দুর্ঘটনার পর পিকআপসহ চালক পালিয়ে গেছে। এ ব্যপারে সড়ক আইনে মামলার প্রস্তুতি নিচ্ছেন নিহতের পরিবার।’
২২৮ দিন আগে
কুমিল্লায় এসএসসি পরীক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
কুমিল্লার চান্দিনায় এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী ওই ছাত্রী বাদী হয়ে শুক্রবার (২১ মার্চ) সকালে ২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪ জনকে আসামি করে চান্দিনা থানায় একটি মামলা দায়ের করেছেন।
গ্রেপ্তাররা হলেন- কুমিল্লার চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মো. বিল্লালের ছেলে মো. সোয়েব ও একই ইউনিয়নের নলুয়া গ্রামে প্রভাত চন্দ্র সরকার এর ছেলে রতন চন্দ্র সরকার।
ভুক্তভোগী ওই স্কুল ছাত্রী চাঁদপুর জেলার কচুয়া উপজেলার বাসিন্দা। সে কচুয়া উপজেলার একটি উচ্চ বিদ্যালয় থেকে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী। গত ১৯ মার্চ বিকালে চান্দিনা ও কচুয়া উপজেলার সীমান্তবর্তী এলাকা কৈলাইন বাজারে বন্ধুর সঙ্গে দেখা করতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয় ওই ছাত্রী।
আরও পড়ুন: রাজধানীতে নারী সাংবাদিককে ‘সংঘবদ্ধ ধর্ষণ’, গ্রেপ্তার ২
ভুক্তভোগী ওই ছাত্রী জানায়- বুধবার (১৯ মার্চ) সন্ধ্যার পর অটোরিকশায় বন্ধুর সঙ্গে দেখা করে বাড়ি ফেরার পথে ৫ থেকে ৬ জন যুবক আমার অটোরিকশাটি থামিয়ে অটোরিকশাচালক ও আমাকে চর থাপ্পর দিয়ে টেনে হেঁচরে জমির মাঝে একটি সেলু মেশিনের ঘরে নিয়ে যায়। অটোরিশাচালককের হাত-পা বেঁধে পাঁচ যুবক তাকে ধর্ষণ করে।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে অভিযুক্ত দুই যুবককে তাৎক্ষণিক আটক করা হয়। পরদিন ভুক্তভোগী ওই স্কুল ছাত্রী বাদী হয়ে মামলা দায়ের করার পর অভিযুক্তদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
২৫৮ দিন আগে