টয়লেট
হাসপাতালের টয়লেট থেকে নবজাতকের লাশ উদ্ধার
যশোর শহরের ইবনে সিনা হসপাতালের টয়লেট থেকে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে।
ইবনে সিনা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালের ১০১ নম্বর কক্ষটি মহিলা স্যাম্পল কালেকশন রুম। এই রুম সংলগ্ন টয়লেটটি নারীরা ব্যবহার করে থাকেন। রাতের শিফটের ক্লিনার আল-আমিন হোসেন নিয়মিত ডিউটির সময় টয়লেটের একটি ঝুড়িতে পলিথিনে মোড়ানো অবস্থায় লাশটি দেখতে পান। তাৎক্ষণিকভাবে তিনি বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান।
হাসপাতালের জ্যেষ্ঠ সহকারী ব্যবস্থাপক আসিফ নেওয়াজ বলেন, খবর পেয়ে তিনি ও অন্যান্য কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং নবজাতককে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে যান।
আরও পড়ুন: বিএসএমএমইউতে একসঙ্গে চার অপরিণত নবজাতকের জন্ম
সেখানে চিকিৎসক নবজাতককে মৃত ঘোষণা করেন। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশটি হেফাজতে নেয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, ‘হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে পুলিশ।’ ময়নাতদন্তের প্রতিবেদনের পর পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান তিনি।
২২৪ দিন আগে
নড়াইলে টয়লেটের ট্যাংকি মিলল নারীর লাশ
নড়াইলের লোহাগড়া উপজেলায় টয়লেটের পেছনের ট্যাংকি থেকে আম্বিয়া (৫৮) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৫ জানুয়ারি) সাড়ে ১২টার দিকে উপজেলার মঙ্গলহাটা মধ্যপাড়া থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন: নাটোরের সিংড়া থেকে কৃষকের লাশ উদ্ধার
আম্বিয়া উপজেলার মঙ্গলহাটা মধ্যপাড়া গ্রামের হবিবার মোল্যার মেয়ে। এ ঘটনায় জড়িত সন্দেহে রজ্জেক মোল্যার ছেলে সাব্বির মোল্যাকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
লোহাগড়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সৈয়দ আলী লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: চট্টগ্রামে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার
স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুর ১২টার দিকে লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা মধ্যপাড়া গ্রামের রজ্জেক মোল্যার বাড়িতে থাকা টয়েলেটের ট্যাংকিতে ওই নারীর লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে লোহাগড়া থানা পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্যে সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় সাব্বির মোল্যা নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে পাহাড় থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
৭০০ দিন আগে
নিজ বাড়ির টয়লেটে মিলল দলিল লেখকের বিবস্ত্র লাশ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিজ বাড়ির টয়লেট থেকে মোশারফ হোসেন নামে এক দলিল লেখকের বিবস্ত্র লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে উপজেলার কাঁচপুর চেঙ্গাইন এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের স্ত্রী শাহিনুর বেগমকে আটক করেছে পুলিশ।
জিজ্ঞাসাবাদে শাহিনুর বেগম পুলিশকে জানান, তার স্বামী প্রতিদিনের মতো শনিবার রাতে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। রাত তিনটার দিকে একদল ডাকাত তার বাড়িতে হানা দেয়। এসময় ডাকাতরা তার পরিবারের সবাইকে জিম্মি করে মোশারফকে বাথরুমে আটকে পিটিয়ে আহত করে। পরে ডাকাতরা চলে গেলে বাড়ির সবাইকে ডেকে তার ঘরে নিয়ে যায়। আশপাশের লোকজন মোশারফকে বাথরুম থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সকালে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় তালাবদ্ধ ঘর থেকে দম্পতির লাশ উদ্ধার
তবে দলিল লেখক মোশারফ হোসেনের মৃত্যুর বিষয়টি রহস্যজনক বলে দাবি পুলিশের।
এ ব্যাপারে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ডাকাতির অভিযোগ উঠলেও ওই বাড়ি থেকে কোন কিছুই খোয়া যায়নি। এমন কি বাড়িটির কোন অংশ ভাঙাও নেই।
তিনি বলেন, আমরা ডাকাতির কোন আলামত পাইনি। তাই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নিহতের স্ত্রী শাহিনুর বেগমকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি বিষয়টি তদন্ত করছি।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসাপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: চট্টগ্রামে সড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার
ফরিদপুরে পৃথক স্থান থেকে ২জনের লাশ উদ্ধার
১১৬৬ দিন আগে
ট্রেনের টয়লেট থেকে মুক্তিযোদ্ধার লাশ উদ্ধার
পঞ্চগড়গামী ট্রেনের টয়লেট থেকে এক মুক্তিযোদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে একটি ট্রেনের বগির টয়লেট থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
মৃত আব্দুল আজিজ শেখ (৭৪) ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার লক্ষ্মণদিয়া গ্রামের মৃত আমীর উদ্দিন শেখের ছেলে এবং বিজিবির অবসরপ্রাপ্ত সদস্য ও বীর মুক্তিযোদ্ধা।
আরও পড়ুন: যমুনায় নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার
পুলিশ ও পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মাসুদ পারভেজ জানান, দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে আসার পর ওয়াস রুমের কর্মচারীরা টয়লেটে এক ব্যক্তির লাশ দেখতে পান। বিষয়টি রেলপুলিশকে অবহিত করেন। রেল পুলিশ পঞ্চগড় থানা পুলিশকে খবর দেন। বিজিবির সহযোগিতায় পঞ্চগড় থানা পুলিশ ওই মুক্তিযোদ্ধার লাশ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ সময় তার সঙ্গে থাকা দুটি ব্যাগ, মোবাইল ফোন, সাড়ে আট হাজার টাকা, প্রয়োজনীয় কাগজপত্র ও একটি চেক বই উদ্ধার করা হয়।
হৃদরোগে আক্রান্ত হয়ে ওই মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন রেল পুলিশ।
দিনাজপুর রেল পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদুল হক ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করছেন।
আরও পড়ুন: ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে শিশু নিখোঁজ
পঞ্চগড় সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া বলেন, এটা রেল পুলিশের তদন্তের বিষয়। তার সঙ্গে থাকা কাগজপত্র দেখে তিনি মুক্তিযোদ্ধা এবং তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
১২৯৭ দিন আগে
হাসপাতালের টয়লেটের পাইপ ভেঙে নবজাতক উদ্ধার!
বরিশালে হাসপাতালের টয়লেটের পাইপ কেটে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। শনিবার বিকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
নবজাতকের পিতা নেয়ামত উল্লাহ পেশায় জেলে এবং মা শিল্পী বেগম গৃহবধূ। তারা পিরোজপুর জেলার স্বরূপকাঠির গণমান শেখপাড়া বাজার এলাকার বাসিন্দা।
নবজাতকের পিতা নেয়ামত উল্লাহ জানান, আমার স্ত্রী গুরুতর অসুস্থ হওয়ায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শেষে ডাক্তার সিজারিয়ানের সিদ্ধান্ত নেয়। বিকালে অপারেশনের ওষুধ কিনে আনতে বললে আমি সেগুলো কিনে আনতে যাই। ওষুধ নিয়ে ফিরে এসে দেখি টয়লেটে অনেক লোকজন ভিড় করে আছেন। আমার স্বজনেরা কান্নাকাটি করছেন।
আরও পড়ুন: নাটোরে গমখেত থেকে নবজাতক উদ্ধার
অন্য লোকজন আমাকে জানায় আমার স্ত্রী টয়লেটেই সন্তান প্রসব করে দিয়েছেন। হাসপাতালের একজন আমাকে টয়লেটের মধ্যে হাত দিতে বলেন। আমি পুরো হাত ঢুকিয়ে দিয়েও কিছু পাইনি। কান দিয়ে শুনি টয়লেটের পাইপের মধ্য থেকে কান্নার আওয়াজ আসছে।
হাসপাতালের লোকজন জানায়, ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়েছে। আমি কারও অপেক্ষা না করে দ্রুত দোতলায় গিয়ে টয়লেটের পাইপ ভেঙে আমার মেয়ে সন্তানকে বের করে নিয়ে আসি।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধার করা শিশুকে নবজাতক শিশুর বিশেষ সেবা ইউনিটে (স্ক্যানু) ও তার মা প্রসূতি ওয়ার্ডে বর্তমানে চিকিৎসাধীন। এদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
আরও পড়ুন: পলিথিনে মোড়ানো অপরিপক্ক নবজাতকের লাশ উদ্ধার
৯৯৯’এ কল: রাস্তায় ফেলে যাওয়া নবজাতক উদ্ধার
১৩০৭ দিন আগে
টয়লেটে পড়ে যাওয়া মোবাইল তুলতে গিয়ে মা-ছেলের মৃত্যু
রাজশাহীর দুর্গাপুর উপজেলার কয়ামাজমপুর গ্রামে মোবাইল ফোন তুলতে গিয়ে টয়লেটের হাউজে পড়ে মা-ছেলের মৃত্যু হয়েছে।
২০১৬ দিন আগে