প্রতিবাদ সমাবেশ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে একমাত্র বিদ্যালয় ও খেলার মাঠ রক্ষায় সাঁওতালদের বিক্ষোভ সমাবেশ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার জয়পুরপাড়ায় আদিবাসী সাঁওতাল পল্লীর একমাত্র প্রাথমিক বিদ্যালয় ও খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে স্থানীয় সাঁওতালরা।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জয়পুর, মাদারীপাড়া ও বাগদাফার্মসহ আশপাশের কয়েকটি সাঁওতাল পল্লী থেকে নারী-পুরুষেরা মিছিল নিয়ে পায়ে হেঁটে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে আসেন। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, স্থানীয় ভূমিদস্যু সাবু-বাবু বাহিনীর লোকজন শহীদ স্যামল মঙ্গল রমেশ স্মৃতি প্রাথমিক বিদ্যালয় ও খেলার মাঠ দখল করার চেষ্টা করছে। শুধু তাই নয়, তারা বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের হুমকি প্রদর্শন করছে।
বক্তারা আরও বলেন, পূর্বে ফ্যাসিস্ট সরকারের সময়ে জমি উদ্ধারের নামে পুলিশ ও তৎকালীন আওয়ামী লীগ নেতা আবুল কালামের নেতৃত্বে সাহেবগঞ্জ বাগদাফার্ম এলাকায় সাঁওতালদের সঙ্গে সংঘর্ষ ও অগ্নিসংযোগ করা হয়েছিল। এসময় পুলিশের গুলিতে তিন সাঁওতাল—স্যামল, মঙ্গল ও রমেশ নিহত হন। পরবর্তীতে তাদের স্মৃতিতে জয়পুরপাড়ায় প্রতিষ্ঠিত হয় শহীদ স্যামল মঙ্গল রমেশ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়।
তাদের অভিযোগ, এখন আবারও বিদ্যালয় ও খেলার মাঠ দখলের জন্য নানা কৌশল নেওয়া হচ্ছে এবং শিক্ষক-শিক্ষার্থীদের ভয়ভীতি দেখানো হচ্ছে।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাঁওতাল নেতা ফিলিমন বাস্কে, আন্দ্রিভাস মুর্মু, অলিভিয়া হেমব্রম, শারমিন মার্ডি, গৌড় পাহাড়ী, আনিসুর রহমান, সাহেব মুর্মু, অঞ্চলী মুর্মু, বিটিশ সরেন, রিপন বেসরা জয়, মেকায়েল মুর্মু, জয়ন্ত মুর্মু, রনি মুর্মু, উর্মি মুর্মু, মারফিলি টুডু, প্রিয়ংকা মার্ডি প্রমুখ।
তারা বলেন, কোমলমতি সাঁওতাল শিশুদের স্বাধীনভাবে পড়াশোনা ও খেলাধুলার সুযোগ নিশ্চিত করতে প্রশাসনকে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে।
পরে তারা গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন।
৭১ দিন আগে
ন্যায্য মূল্যের দাবিতে সড়কে আলু ফেলে কৃষকদের মানববন্ধন
ধান-গমের মতো আলুর মূল্যও সরকারকে নির্ধারণ করে দেওয়ার দাবিতে সড়কে আলু ফেলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন নওগাঁর আলু চাষিরা।
বুধবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁ সদর উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তারা। নওগাঁ, বগুড়া ও জয়পুরহাট জেলার কৃষক পরিবার ও আলু ব্যবসায়ী পরিবারের ব্যানারে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কৃষকরা জানান, বাজারে আলুর দাম উৎপাদন খরচের অর্ধেকেরও নিচে। প্রতি কেজিতে ১৭-১৮ টাকা লোকসান হচ্ছে। বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে আলু চাষ করায় বাজারে দাম না পেয়ে সেই টাকা পরিশোধও করতে পারছেন না তারা। এ পরিস্থিতিতে সরকারের হস্তক্ষেপ চাইছেন চাষিরা।
নওগাঁ সদর উপজেলার কিত্তিপুর গ্রামের কৃষক আব্দুল জলিল বলেন, ‘সার-ফসফেটের দাম অনেক বেশি। সেই হিসেবে শুরু থেকেই এবার আলুর দাম নেই। খরচের টাকাও উঠছে না।’
তিনি প্রশ্ন তোলেন, ধান-চালের সরকারি মূল্য নির্ধারণ করা হলে আলুর কেন নয়? সরকারের কাছে দ্রুত আলুর মূল্য নির্ধারণ করে দেওয়ার দাবি জানান তিনি।
আরও পড়ুন: ওএমএসের মাধ্যমে আলু বিক্রির চিন্তা করছে সরকার: কৃষি উপদেষ্টা
সদর উপজেলার বক্তারপুর গ্রামের আরেক কৃষক বুলবুল ইসলাম বলেন, ‘বাজারে ধানের দাম বেশি, চালের দামও বেশি। কিন্তু আলুর কোনো দাম নেই। হিমাগারেও অতিরিক্ত খরচ নেওয়া হচ্ছে। এক মণ আলু চাষ করতেই ১২০০-১৩০০ টাকা খরচ হয়েছে। বাজারে এখন আলু বিক্রি করতে হচ্ছে ৫০০-৬০০ টাকা মণ। তাহলে আমরা যাব কোথায়? সরকার যদি কোনো উদ্যোগ না নেয়, তাহলে আমরা শেষ হয়ে যাব।’
হাপানিয়া এলাকার আলু চাষি সাইফুল আলম বলেন, ‘গরু বিক্রি করে, এনজিও থেকে ঋণ নিয়ে লাভের আশায় আলু চাষ করেছিলাম। কিন্তু বাজারে এখন আলু বিক্রি হচ্ছে না। হিমাগারে প্রতি কেজি আলুতে আগের তুলনায় ৪ টাকা করে বেশি খরচ পড়ছে। এক কেজি আলু উৎপাদন ও হিমাগারে রাখতে ২৫-২৬ টাকা খরচ হচ্ছে। অথচ বাজারে পাইকারি দরে ১১-১২ টাকার বেশি বিক্রি হচ্ছে না। ঋণের টাকা পরিশোধ করা তো দূরের কথা, খরচের টাকাই উঠছে না।’
এ বিষয়ে নওগাঁ কৃষি বিপণন অধিদপ্তরের বিপণন কর্মকর্তা সোহাগ সরকার বলেন, ‘এ বছর ফলন ভালো হওয়ায় আলুর উৎপাদন চাহিদার তুলনায় অনেক বেশি হয়েছে। বছরের এই সময়টাতে অন্যান্য সবজি বাজারে বেশি থাকায় মানুষ আলু কম কিনছে। সরকারের পক্ষ থেকে ওএমএস অথবা টিসিবির মাধ্যমে আলু বিক্রির সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।’
১২৭ দিন আগে
ধানমন্ডিতে গণহত্যা-নিপীড়নবিরোধী শিল্পীদের প্রতিবাদ সমাবেশ, সায়েন্সল্যাব মোড় অবরোধ
সাম্প্রতিক সময়ে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশে হত্যাকাণ্ড, গ্রেপ্তার ও নিপীড়নের প্রতিবাদে 'আর্টিস্টস এগেইনস্ট জেনোসাইড অ্যান্ড অপ্রেশন' প্লাটফর্মের শিল্পীরা সমাবেশ করেছেন।
শুক্রবার (২ আগস্ট) সকালে রাজধানীর ধানমন্ডিতে এই কর্মসূচি পালন করেন তারা।
সাত মসজিদ সড়কের আবাহনী মাঠের সামনে অবস্থান নিয়ে হত্যাকাণ্ডের বিচারের দাবিতে তারা স্লোগান দিতে থাকেন বলে ঘটনাস্থল থেকে জানিয়েছেন আমাদের ফটো সাংবাদিক।
তারা বলছেন, দমনমূলক আইনের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতাকে দমন করা হয়েছে। দীর্ঘদিন ধরে যারা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন তারা নানা ধরনের সামাজিক ও রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হচ্ছেন।
দেশের এই সংকটময় মুহূর্তে শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবি ছাত্র-গণ অভ্যুত্থানে রূপ নিচ্ছে। দমনের নামে নির্বিচারে হত্যা চালানো হচ্ছে। তারা বলছেন, শিল্পী সমাজের পক্ষ থেকে প্রতিবাদে সোচ্চার হওয়ার সময় এসেছে।
র্যালিতে শিল্পী মুস্তাফা জামান, আলোকচিত্রী ইমতিয়াজ আলম বেগ, সংগীতজ্ঞ অরূপ রাহী, সংগীতশিল্পী বিথী ঘোষ, সংগীতশিল্পী আমিরুল রাজীব, কিউরেটর ও লেখক শেহজাদ চৌধুরী, শিল্পী ও কবি শাওন চিশতি, চিত্রশিল্পী কাজী তাহসিন আগাজ অপূর্ব, শিল্পী ও কিউরেটর এ. এহসান, শিল্পী রাইয়ান ইসলাম, আলোকচিত্রী মেহবুবা মাহজাবিন হাসান, চিত্রশিল্পী নুজহাত তাবাসসুম আনান, শিল্পী সাজন, শিল্পী তানজিম ইনিয়াত, শিল্পী নঈম উল হাসান, কিউরেটর ও আর্কাইভিস্ট রিশাম শাহাব তীর্থ, স্থপতি ও চিত্রশিল্পী অজিত রায়, শিল্পী সুবর্ণা মোর্শেদা, চিত্রশিল্পী তপোসি এবং শিল্পী আফসানা শারমিন ঝুম্পা ছিলেন।
আরও পড়ুন: ডিবি আমাদের জোর করে আটকে রেখেছিল, আন্দোলন চলবে: মুক্তির পর কোটা আন্দোলনের ছয় সমন্বয়ক
৪৮৯ দিন আগে
শিক্ষার্থীদের মোদিবিরোধী আন্দোলন: আন্দোলনকারীদের নিঃশর্ত মুক্তি দাবি বিশিষ্টজনদের
‘উদ্বিগ্ন অভিবাবক ও নাগরিক’ শিরোনামের ব্যানারে দেশে মোদিবিরোধী আন্দোলনে আটক শিক্ষার্থী ও নেতাদের নিঃশর্ত ও দ্রুত মুক্তি দাবি করেছেন দেশের বিশিষ্টজন, মানবাধিকার কর্মী, শিক্ষক এবং অভিভাবকেরা।
সোমবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত এই প্রতিবাদ সমাবেশে ৫০ জনেরও বেশি অভিভাবক এবং পরিবারের সদস্য উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: সহযোগিতা বাড়াতে ঢাকা-দিল্লির ৫ সমঝোতা স্মারক সই
আরও উপস্থিত ছিলেন- গণসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, আলোকচিত্রী শহিদুল ইসলাম এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরু।
আরও পড়ুন: দ্বিপক্ষীয় বৈঠকে হাসিনা-মোদি
ছাত্র নেতাদের দ্রুত মুক্তি চেয়ে নুরু বলেন, ‘সরকার নেতাদের ভয় দেখানোর জন্য বেআইনিভাবে গ্রেপ্তার করেছে। ছাত্র, সুশীল সমাজ, বাম সংগঠন এবং বুদ্ধিজীবী প্রত্যেকেই মোদির সফর বিরোধী আন্দোলন শান্তিপূর্ণভাবে করেছে কিন্তু পুলিশ আক্রমণ এবং অনেককেই আটক করে।’
তিনি আরও বলেন, আপনারা যদি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করেন তবে দ্রুত আটককৃত ছাত্রনেতাদের মুক্ত করে দিন, আমরা আমাদের দাবি মেটাতে জীবন দিতে প্রস্তুত।
মান্না বলেন, আমরা মোদিবিরোধী আন্দলনকারীদের দ্রুত এবং নিঃশর্ত মুক্তি চাই।
আরও পড়ুন: সহযোগিতা বাড়াতে ঢাকা-দিল্লির ৫ সমঝোতা স্মারক সই
জাফরুল্লাহ চৌধুরী ছাত্রনেতাদের দ্রুত এবং নিঃশর্ত মুক্তি চেয়ে সরকারের প্রতি রাজনৈতিক কর্মী এবং ছাত্রনেতাদের হয়রানি বন্ধের আহ্বান জানান।
১৬৭৬ দিন আগে
ফরিদপুরে বিএনপির প্রতিবাদ সমাবেশ
গত ২৬ মার্চ রাজধানীসহ সারা দেশে হেফাজতে ইসলামের কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদে মঙ্গলবার বিক্ষোভ সমাবেশ করেছে ফরিদপুর জেলা বিএনপি।
ফরিদপুর প্রেস ক্লাব চত্বরের মোদাররেছ আলী ইছার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ ইসলাম রিংকু, যুবদলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট মাহাবুবুল হাসান ভূইয়া পিংকু, অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু, যুবনেতা আবজাল হোসেন খান পলাশ, এ বি সিদ্দিক মিতুল, জাহাঙ্গী হোসেন প্রমুখ।
এ সময় বক্তরা অবিলম্বে এই সরকারের পদত্যাগ ও হেফাজতের কর্মসূচিতে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান।
এর আগে সকাল ১১টার সময় একই দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন বিএনপির আরেকটি অংশ। সেখানে বক্তব্য দেন মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নায়াব ইউসুফসহ অন্যান্য নেতারা।
১৭১০ দিন আগে
দেশে ‘দমনমূলক শাসন’ চালাচ্ছে সরকার: ফখরুল
সরকার দেশে ‘দমনমূলক শাসন’ চালাচ্ছে এবং সাধারণ মানুষের অধিকার ‘ছিনিয়ে’ নিচ্ছে বলে শনিবার অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২১০৫ দিন আগে
দিল্লিতে মুসলিমদের ওপর হামলা-হত্যার প্রতিবাদে নেত্রকোণায় বিক্ষোভ
ভারতের দিল্লিতে মুসলিম সম্প্রদায়ের ওপর হামলা, হত্যা ও ভাঙচুরের প্রতিবাদে নেত্রকোণায় শুক্রবার বিক্ষোভ সমাবেশ করেছে খেলাফত যুব আন্দোলন।
২১০৬ দিন আগে
খালেদার কারাবর্ষিকী উপলক্ষে ৮ ফেব্রুয়ারি ঐক্যফ্রন্টের প্রতিবাদ সমাবেশ
বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার দ্বিতীয় কারাবার্ষিকী উপলক্ষে আগামী ৮ ফেব্রুয়ারি রাজধানীতে একটি প্রতিবাদ সমাবেশ করার ঘোষণা দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।
২১৩০ দিন আগে
সাংবাদিক বহিষ্কারের ঘটনায় শাবি প্রেসক্লাবের প্রতিবাদ সমাবেশ
শাবি, ১৯ সেপ্টেম্বর (ইউএনবি)- গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) কর্মরত সাংবাদিক ফাতেমা তুজ জিনিয়াকে সাময়িক বহিষ্কারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।
২২৬৮ দিন আগে