ওয়ালটন
গত অর্থবছরে নতুন ৭ দেশে ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ করেছে ওয়ালটন
বিশ্বের অন্যতম শীর্ষ গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড হয়ে উঠার লক্ষ্য নিয়ে আন্তর্জাতিক বাজারে এগিয়ে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত টেক জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। সেই লক্ষ্য অর্জনে বৈশ্বিক বাজার সম্প্রসারণে ব্যাপক সাফল্য দেখাচ্ছে প্রতিষ্ঠানটি।
প্রতিনিয়ত ইউরোপ, আমেরিকা, এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার নতুন নতুন দেশে নিজস্ব ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ করে চলেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত অন্যতম শীর্ষ এই প্রতিষ্ঠান। এরই ধারাবাহিকতায় ২০২৪-২৫ অর্থবছরে নতুন ৭টি দেশে সম্প্রসারিত হয়েছে ওয়ালটনের ব্র্যান্ড বিজনেস।
ওয়ালটন গ্লোবাল বিজনেস শাখার সূত্রমতে, গত অর্থবছরে ওয়ালটনের ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণকৃত দেশের তালিকায় রয়েছে উত্তর ও মধ্য আমেরিকায় অবস্থিত ক্যারিবিয়ান দ্বীপ বার্বাডোস, ওশেনিয়া অঞ্চলের দ্বীপরাষ্ট্র ফিজি ও ভানুয়াতু, আফ্রিকা মহাদেশের ক্যামেরুন ও ক্যাপভার্ড এবং এশিয়ার শ্রীলঙ্কা ও সিঙ্গাপুর।
আন্তর্জাতিক বাজার কার্যক্রম সম্প্রসারণ প্রসঙ্গে ওয়ালটনের গ্লোবাল বিজনেস ডিভিশনের প্রধান আব্দুর রউফ বলেন, পণ্যের সর্বাধুনিক উদ্ভাবনী প্রযুক্তি, টেকসই ও উচ্চ গুণগতমান, বিদ্যুৎ সাশ্রয়, পরিবেশবান্ধব এবং মূল্য প্রতিযোগিতা সক্ষমতায় আন্তর্জাতিক বাজারে অন্যান্য ব্র্যান্ডের চেয়ে এগিয়ে রয়েছে ওয়ালটন। ফলে বৈশ্বিক বাজারে ওয়ালটন ব্র্যান্ড অতি অল্প সময়ের মধ্যে ক্রেতাদের আস্থা অর্জন করে নিতে সক্ষম হচ্ছে। এরই প্রেক্ষিতে নতুন নতুন দেশে প্রতিনিয়ত ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ করে চলেছে ওয়ালটন। গত এক বছরে (২০২৪-২৫) নতুন ৭টি দেশের বাজারে ওয়ালটন ব্র্যান্ড বিজনেস কার্যক্রম শুরু করা হয়েছে। আব্দুর রউফ জানান, চলতি দশকের শুরু থেকে বিশ্বের শীর্ষস্থানীয় গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ডের তালিকায় স্থান করে নেয়ার লক্ষ্য নিয়ে আন্তর্জাতিক বাজারে সফলতার সঙ্গে এগিয়ে যাচ্ছে ওয়ালটন। সেই লক্ষ্য অর্জনে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়াসহ উন্নত বিশ্বের বাজারে নিজস্ব ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণে কাজ করছে ওয়ালটন। সেজন্য সুদক্ষ এবং চৌকস গ্লোবাল বিজনেস টিম গঠন করা হয়েছে। পাশাপাশি কয়েকটি দেশে সাবসিডিয়ারি এবং শাখা অফিস স্থাপন করা হয়েছে। এছাড়াও দক্ষিণ কোরিয়ায় স্থাপন করা হয়েছে ওয়ালটনের গ্লোবাল রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার। সেখানে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচারের উদ্ভাবনী পণ্যের পাশাপাশি ইউরোপ ও আমেরিকার স্ট্যান্ডার্ড, আবহাওয়া এবং ক্রেতাদের চাহিদা ইত্যাদি বিষয়ে প্রতিনিয়ত গবেষণার প্রেক্ষিতে পণ্য উৎপাদন করা হচ্ছে। যার ফলে একের পর এক নতুন দেশে ওয়ালটন পণ্যের বাজার সম্প্রসারণ করা সম্ভব হচ্ছে।
উল্লেখ্য, ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন, কম্প্রেসর, ফ্যানসসহ অন্যান্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স পণ্যসামগ্রী রপ্তানিকারক শীর্ষ প্রতিষ্ঠান ওয়ালটন। বিশ্বের ৫০টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে ‘মেড ইন বাংলাদেশ' ট্যাগযুক্ত ওয়ালটন পণ্য। বাংলাদেশে ওয়ালটন পণ্য ক্রেতাচাহিদার শীর্ষে রয়েছে। যারফলে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের কাছে ওয়ালটন আস্থার প্রতীক হয়ে উঠেছে। #
১১৪ দিন আগে
ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ফুটবল টুর্নামেন্ট বুধবার থেকে শুরু
রাজধানীর শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বুধবার থেকে শুরু হচ্ছে ওয়ালটন-ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সিক্স-এ-সাইড মিডিয়া ফুটবল টুর্নামেন্ট।
এদিন সকাল সাড়ে ৮টায় প্রতিযোগিতা শুরু হলেও সকাল ১১টায় মেলার উদ্বোধন করবেন সাবেক ফুটবল তারকা ও সংসদ সদস্য আবদুস সালাম মুর্শেদী।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চ্যানেল আই এবং রানার্স আপ জাগোনিউজ২৪ডটকম সহ ৫০টি দল, বিভিন্ন সংবাদপত্র, সংবাদ সংস্থা এবং ইলেকট্রনিক্স মিডিয়া শুধুমাত্র সাংবাদিকরা আটটি গ্রুপে বিভক্ত হয়ে নক আউট ভিত্তিতে প্রতিযোগিতায় অংশ নেবে।
আরও পড়ুন: এশিয়ান নারী ফুটবল: বৃহস্পতিবার নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ
সমস্ত ম্যাচ ২০মিনিট দীর্ঘ হবে। মাঝখানে পাঁচ মিনিটের বিরতিসহ প্রতিটি অর্ধে ১০ মিনিট থাকবে।
পরবর্তীতে আটটি গ্রুপ চ্যাম্পিয়ন দল খেলবে কোয়ার্টার ফাইনালে।
মঙ্গলবার (১০ অক্টোবর) ডিআরইউ’র নসরুল হামিদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ডিআরইউ সভাপতি মোরসালিন নোমানি বৈঠকে খেলার বিস্তারিত তুলে ধরেন।
আরও পড়ুন: এশিয়ান গেমস ফুটবল: চীনের সঙ্গে গোলশূন্য ড্র করল বাংলাদেশ
ডিআরইউ ক্রীড়া সম্পাদক এম মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডিআরইউ সাধারণ সম্পাদক মইনুল হাসান সোহেল এবং মিটের উদ্যোক্তা ওয়ালটনের সিনিয়র নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)।
উদ্বোধনী দিনে (বুধবার) সকাল সাড়ে ৮টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ১১টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: বিকেএসপিতে প্রতিবন্ধী ফুটবলারদের প্রশিক্ষণ ক্যাম্প শেষ হলো
৭৮৭ দিন আগে
গাজীপুরে ওয়ালটন কারখানায় তিন শ্রমিকের মৃত্যু
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রবিবার সন্ধ্যায় ইফতার করতে গিয়ে ওয়ালটন হাইটেক কারখানার তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।
তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
এ ঘটনার খবর পেয়ে বিক্ষুব্ধ শ্রমিকরা চন্দ্র-নবীনগর মহাসড়ক টায়ার জ্বালিয়ে অবরোধ করে।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজওয়ার আকরাম সাকাপি জানান, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় অবস্থিত ওয়ালটন হাইটেক কারখানার তিন শ্রমিক ইফতার করার পর অসুস্থ হয়ে পড়লে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
তবে তাদের মৃত্যুর সঠিক কারণ জানাতে পারেননি চিকিৎসকরা।
আরও পড়ুন: গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্টে ৩ নির্মাণ শ্রমিকের মৃত্যু
সীতাকুণ্ডে জাহাজ ভাঙা কারখানায় অগ্নিদগ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু
৯৬৪ দিন আগে
ওয়ালটনের সেরা রুম হিটারগুলোর দাম
দেশের বিভিন্ন জেলায় ইতোমধ্যে শীতের প্রকোপ বেড়েছে। এ মৌসুমে সর্দি-কাশিসহ ঠাণ্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন অনেক মানুষ। এছাড়া শীতল আবহাওয়ায় প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বেশি বলে মত অনেক বিশেষজ্ঞের। তাই শীতের এ সময়ে আমাদের বাড়ি ও থাকার জায়গাগুলো উষ্ণ রাখা প্রয়োজন।
১৮০৫ দিন আগে
করোনার ভ্যাকসিন আনতে তৎপর রয়েছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক সোমবার বলেছেন, করোনার ভ্যাকসিন আনতে সরকার তৎপর রয়েছে।
১৯২৯ দিন আগে
ই-প্লাজায় ওয়ালটন স্মার্টফোনে মূল্যছাড়সহ হোম ডেলিভারির সুবিধা
মহামারি করোনাভাইরাস থেকে সুরক্ষায় ঘরে বসে আকর্ষণীয় মূল্যছাড়ে মোবাইল ফোন কেনার সুযোগ করে দিচ্ছে দেশীয় প্রতিষ্ঠা ওয়ালটন।
২০০৮ দিন আগে