নৌকা
বর্ষাকালেও হাওরে পানি নেই, ঋণের টাকায় নৌকা বানিয়ে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা
সুনামগঞ্জের হাওরের মানুষ এখনো বলে, ‘বর্ষায় নাও, শুকনায় পাও’, অর্থাৎ বর্ষাকালে নৌকা, শুকনোর সময় পা-ই ভরসা। কিন্তু এই বর্ষায় প্রবাদটির অর্থ খুঁজে পাচ্ছেন না স্থানীয়রা। কারণ, হাওরে এখনো বর্ষা-বর্ষা ভাবটাই যে আসেনি!
বর্ষা মৌসুম শুরু হলেও পর্যাপ্ত বৃষ্টির অভাবে হাওরে এখনও আশানুরূপ পানি আসেনি। ফলে শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের আক্তাপাড়া নৌকার হাটে বর্ষাকালেও চলছে ক্রেতা-খরা।
প্রায় তিন যুগ পুরোনো এই ঐতিহ্যবাহী নৌকার হাট বসে প্রতি শুক্রবার। হাওরাঞ্চলের যোগাযোগ, জীবিকা ও কৃষিকাজে গুরুত্বপূর্ণ বাহন হিসেবে বজরা, হিল্লা, পাতামী ও বারকীসহ নানা ধরনের নৌকা কেনাবেচা হয় এখানে। অথচ এ বছর এখনও পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় শীত-গ্রীষ্মে শুকিয়ে যাওয়া নদী, খাল-বিল এখনও পানিশূন্যতায় ধুঁকছে। ফলে হাওর এলাকায় নৌকার প্রয়োজন এখনও সেভাবে না দেখা দেওয়ায় বাজারেও রয়েছে ক্রেতার অভাব।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বাজারজুড়ে ৩-৪ শ’ নৌকা সাজানো রয়েছে, কিন্তু সেই তুলনায় ক্রেতা প্রায় নেই বললেই চলে। তাই প্রতিবারের মতো নেই বেচাকেনার ধুম। ব্যবসায়ীরা দাঁড়িয়ে আছেন, কিন্তু দাম ও পানির অভাবে তেমন সাড়া মিলছে না।
জানা যায়, এ বছর নৌকা তৈরির উপকরণের দামও বেড়েছে। কাঠের দাম বেড়ে গেছে আগের চেয়ে প্রায় ৩০ শতাংশ। একেকটি লম্বা নৌকা বানাতে যেখানে আগে খরচ হতো ৯ হাজার টাকা, এখন তা বেড়ে ১৫ হাজার টাকায় দাঁড়িয়েছে।ি
আরও পড়ুন: গড়াই-তীর দখল করে চলছে অবৈধ নির্মাণ, নীরব প্রশাসন
বর্তমানে বারকী নৌকা বিক্রি হচ্ছে ২০ থেকে ২২ হাজার টাকায়, পাতামী নৌকার দাম সেখানে ১৩ থেকে ১৫ হাজার, আর খিল্লা নৌকা পাওয়া যাচ্ছে ৫ থেকে ৭ হাজার টাকায়। তবুও ব্যবসায়ীরা বলছেন, দাম বাড়িয়ে বিক্রি করলেও লাভ খুব বেশি হচ্ছে না। কারণ, উচ্চমূল্যে মানুষ নৌকা কিনছে না।
তাদের দাবি, ভরা মৌসুমে এই হাটে যেখানে গড়ে ১২০০ নৌকা বিক্রি হতো, এখন তা নেমে এসেছে মাত্র ৪০০টিতে। প্রতি সপ্তাহে গড়ে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০টি নৌকা, যা আগের তুলনায় অনেক কম। নৌকার পাশাপাশি বৈঠার বাজারেও লেগেছে ধাক্কা।
আজমিরীগঞ্জ থেকে আসা বাছির মিয়া নামের এক ব্যবসায়ী বলেন, আগে একেক হাটে ১ হাজার থেকে ১২০০ বৈঠা বিক্রি করতাম, এখন তা কমে এসেছে ২ থেকে ৩ শ’তে।
৬ হাতের বৈঠা আগে যেখানে ৪০০ থেকে ৪৫০ টাকা ছিল, এখন তা ৬০০ থেকে ৬৫০ টাকায় বিক্রি হচ্ছে বলে জানান তিনি।
নৌকা বাজার ঘিরে এই অঞ্চলের পাঁচ শতাধিক পরিবারের জীবিকা নির্বাহ হয়। কারিগর, কাঠ ব্যবসায়ী, বৈঠা বিক্রেতা, পরিবহন শ্রমিক ও ইজারাদারসহ অনেকে এই কর্মযজ্ঞের সঙ্গে জড়িত। কিন্তু আষাঢ় মাস শেষ হতে চললেও এখনো বৃষ্টির পানিতে সুনামগঞ্জের নদী, খাল-বিল ভরে ওঠেনি। এদিকে, কেউ কেউ এনজিও বা ব্যাংক থেকে ঋণ নিয়ে নৌকা বানিয়ে থাকেন, নৌকার বাজারে জোয়ার না আসায় তারা এখন পড়েছেন আর্থিক চাপে।
শান্তিগঞ্জের রনশি গ্রামের নৌকা ব্যবসায়ী জুয়েল মিয়া বলেন, ‘এ বছর পানি নেই, তাই ৭০টা নৌকা বানিয়েছি। অথচ, আগে বানাতাম দেড়শ-দুইশটা। এই মৌসুমে এখন পর্যন্ত মাত্র ৪০টা নৌকা বিক্রি হয়েছে। সারা দিন বসে থেকেও আশানুরূপ বিক্রি হয় না। ব্যাংক থেকে ঋণ করে নৌকা বানিয়েছি, অথচ লাভ তো দূরে থাক, ঋণ পরিশোধ করাই এখন বড় দুশ্চিন্তার কারণ হয়ে পড়েছে।’
আরও পড়ুন: সাঁকো ভেঙেছে এক মাস, সাঁতরে নদী পার হচ্ছে ৮ গ্রামের মানুষ
অন্যদিকে, ক্রেতাদের মনেও একই রকমের হতাশা বিরাজ করছে। হাটে আসা বরকাপন গ্রামের আজমান আলী ও রনশী গ্রামের আখলিস আলী বলেন, মাটি কাটা, মাছ মারা, ঘাস কাটা—সব কাজে নৌকা লাগে। কিন্তু পানি না থাকায় কাজও হচ্ছে না, তাই নৌকা কেনা হচ্ছে না। তার ওপর দাম বেশি, তাই হাত গুটিয়ে আছি।
বাজারের ইজারাদার মুরাদ চৌধুরী ও সামছুদ্দিন সুনু বলেন, সাধারণত এক মৌসুমে যদি অন্তত ৫টি শুক্রবার ভালো বেচাকেনা হয়, তাহলে আমাদের লাভ চলে আসে। সেখানে এ বছর মাত্র এক সপ্তাহে কিছুটা বেচাবিক্রি হয়েছে, বাকি প্রতিটি হাটেই আমাদের নিরাশ হয়ে বাড়ি ফিরতে হচ্ছে। তবে সামনে পানি বাড়লে নৌকাও বিক্রি বাড়বে বলে আশা প্রকাশ করেন তারা।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহা বলেন, ‘আক্তাপাড়া নৌকার হাট এই উপজেলার ঐতিহ্য। এর রক্ষণাবেক্ষণ বা সম্প্রসারণে কোনো সমস্যা হলে আমরা গুরুত্ব দিয়ে দেখব। বাজারে সোলার লাইটের ব্যবস্থা করা হচ্ছে; পাশাপাশি সিসি ক্যামেরার আওতায় আনার পরিকল্পনাও আছে। কিন্তু বৃষ্টির ওপর তো আমাদের হাত নেই!’
তিনি আরও বলেন, ‘তবে কিছুদিনের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। বৃষ্টি হলে নৌকা বিক্রি বাড়বে। আর ব্যবসায়ীদের মাঝেও স্বস্তি ফিরবে।’
১৫০ দিন আগে
নৌকায় কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
গাইবান্ধার ফুলছড়িতে বেড়াতে নিয়ে গিয়ে নৌকায় এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো. সাদিকুল ইসলাম কনক (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ এপ্রিল) অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে সোমবার (৭ এপ্রিল) বিকালে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসি ঘাট এলাকায় যমুনা নদীতে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে মঙ্গলবার থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ কলেজছাত্রীকে শারীরিক পরীক্ষার জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয় ও ধর্ষককে আদালতে পাঠানো হয়।
মো. সাদিকুল ইসলাম কনক বোয়ালী খেয়াঘাট এলাকার বাসিন্দা মো. ইউনুস আলী ছেলে।
ফুলছড়ি থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, কিছুদিন আগে ফেসবুকে সাদিকুল ইসলাম কনকের সঙ্গে কলেজছাত্রীর পরিচয় হয়। ধর্ষিতার অভিযোগ, কনক তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বালাসি ঘাটে ডেকে নিয়ে যান। পরে সুযোগ বুঝে তাকে নৌকায় ঘুরতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে সে তাকে ফেলে পালিয়ে যেতে থাকলে ঘটনাটি বুঝতে পারে ও তাকে জাপটে ধরে চিৎকার করলে লোকজন এসে গণপিটুনির পর পুলিশের কাছে হস্তান্তর করেন।
আরও পড়ুন: নেত্রকোণায় ধর্ষণচেষ্টায় প্রেমিকের বন্ধুকে ব্লেড দিয়ে আঘাত তরুণীর
এদিকে স্থানীয়রা জানান, নৌকা তীরে ভিরলে ধর্ষক সাদিকুল পালিয়ে যেতে থাকে। এ সময় কলেজছাত্রী ধর্ষকের কলার চেপে ধরে চিৎকার করলে স্থানীয়রা সাদিকুল ইসলাম কনক (২৫) নামে এক যুবককে ধরে ফেলে। মেয়েটির মুখে ধর্ষণের কথা জানতে পেরে বালাসীঘাটে অবস্থানরত জনগণ ধর্ষককে গণপিটুনি দেয়। তারা ধর্ষক সাদিকুলের দুই পা পিটিয়ে ভেঙ্গে দেয়।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে ফুলছড়ি থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, ‘ধর্ষিতার মা মিরা বেগম বাদী হয়ে মামলা করেছেন। ধর্ষক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।’
২৩৯ দিন আগে
কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নৌকার মাঝি নিহত
কিশোরগঞ্জের ইটনা হাওরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোখলেছ মিয়া (৪৮) নামে এক নৌকার মাঝি নিহত হয়েছে।
রবিবার (৭ জুলাই) সকাল সাড়ে ১০টায় ইটনা উপজেলার মৃগার ইউনিয়নের উজান-রাজিবপুর হাওরে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে ২ বোনসহ ৩ জনের মৃত্যু
নিহত মোখলেছ মিয়া মৃগা ইউনিয়নের রামকৃষ্ণ পুর গ্রামের মৃত গোলজার মিয়ার ছেলে।
থানা পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, মোখলেছ মিয়া স্টিলের বড় নৌকা নিয়ে ধান কিনতে রাজিবপুর গ্রামে যাওয়ার পথে বিদ্যুৎ সরবরাহ লাইনে জড়িয়ে যান। এতে, তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সায়েম তাকে মৃত ঘোষণা করেন।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আরও পড়ুন: বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ জনের মৃত্যু, আহত ৩০
মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
৫১৫ দিন আগে
কর্ণফুলীতে নৌকায় ফেরির ধাক্কা, পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতিসহ ২ যাত্রী নিখোঁজ
চট্টগ্রামের কালুরঘাটে কর্ণফুলী নদীতে ফেরির সঙ্গে নৌকার ধাক্কায় পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতিসহ দুই যাত্রী নিখোঁজ হয়েছেন।
শনিবার (২২ জুন) সন্ধ্যা ৬টার দিকে কালুরঘাটের পশ্চিম পাড় থেকে পূর্ব পাড়ে আসার সময় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: নৌকাডুবিতে নিখোঁজ অভিবাসীর খোঁজে তল্লাশি চালাচ্ছে ইতালির কোস্টগার্ড
কালুরঘাট ফায়ার সার্ভিসের কর্মকর্তা বাহার উদ্দিন বলেন, বোয়ালখালী থেকে চট্টগ্রামে আসার সময় ফেরির সঙ্গে একটি নৌকার ধাক্কা লাগে। এ সময় নৌকার দুইজন ফেরির নিচে পড়ে যায়।
বোয়ালখালী পৌরসভার মেয়র জহুরুল ইসলাম জহুর বলেন, নিখোঁজ ব্যক্তির মধ্যে একজন পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি। তাদের উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।
আরও পড়ুন: তিস্তায় নৌকাডুবি: নিখোঁজের ৩ দিন পর শিশুর লাশ উদ্ধার
তিস্তায় নৌকাডুবি: শিশুর লাশ উদ্ধার, নিখোঁজ ৭
৫৩০ দিন আগে
বরিশালে ব্যতিক্রমী নৌকা শোভাযাত্রা মান্তা জনগোষ্ঠীর
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ ও নবায়নযোগ্য বিনিয়োগের দাবিতে বরিশালে ব্যতিক্রমী নৌকা শোভাযাত্রা করেছেন মান্তা জনগোষ্ঠীর মানুষরা।
ন্যায্য রূপান্তরে সবুজ পৃথিবী ও টেকসই ভবিষ্যতের আহ্বানে পরিবেশবাদী সংগঠন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস কর্মসূচির আয়োজন করে।
নবায়নযোগ্য জ্বালানি সপ্তাহের অংশ হিসেবে (২৬ মে থেকে ১ জুন) ‘চেঞ্জ ইনিশিয়েটিভ’র সহযোগিতায় ১২টি প্রতিষ্ঠান ও তরুণ সংগঠন সারা দেশে নানামুখী কার্যক্রম হাতে নিয়েছে।
এরই ধারাবাহিকতায় শুক্রবার (৩১ মে) বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের বুখাইনগর নদে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: প্রান্তিক জনগোষ্ঠীকে চিকিৎসা সেবা পৌঁছে দেব: স্বাস্থ্যমন্ত্রী
মান্তা ও তরুণ জলবায়ুকর্মীদের হাতে ও আয়োজনে অংশ নেওয়া নৌকাগুলোর ছাউনিতে থাকা ব্যানার-ফেস্টুনে জ্বালানি খাতের রূপান্তর, জ্বালানি মহাপরিকল্পনা সংশোধন, নবায়নযোগ্য বিদ্যুতের প্রয়োজনীয়তা ও বিভিন্ন জ্বালানি নীতির সমন্বয়, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের বিপদ, জলবায়ু অর্থায়ন ও নবায়নযোগ্য বিদ্যুতের প্রয়োজনীয়তা নিয়ে নানা স্লোগান দেখা যায়।
এ আয়োজন দেখতে উৎসুক জনতা ভিড় করে।
মান্তা সম্প্রদায়ের সর্দার মো. জসিম বলেন, আমরা ঝড়, বন্যা মোকাবিলা করে নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করি। নদীতে আগের মতো মাছ পাই না আর দিন দিন যে হারে ঝড়-বন্যা বাড়ছে সেক্ষেত্রে সংসার পরিচালনা নিয়ে আরও বেশি চিন্তিত। রাতের আঁধারে বাচ্চাদের জন্য চিন্তিত থাকি যে নদীর মধ্যে পড়ে না যায়। আমরা তো আর বিদুৎ সুবিধা পেয়ে থাকি না। বিদ্যুতের বিকল্প কোনো ব্যবস্থা থাকলে আবহাওয়া ও ঘূর্ণিঝড়ের খবরা খবর নিয়ে নদীতে চলাচল করতে পারতাম। এছাড়া আমাদের কিছু পরিবার সোলার প্যানেল ব্যবহার করে। আমরা জীবাশ্ম জ্বালানি ব্যবহার না করেও এর নির্দোষ ভুক্তভোগী।
ইয়ুথনেটের কেন্দ্রীয় প্রতিনিধি আরিফুর রহমান শুভ বলেন, জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে প্রতিনিয়ত পৃথিবীর উষ্ণায়ন বেড়েই চলছে। যার ফলে ঋতুর অস্বাভাবিক পরিবর্তনসহ ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাসের মাত্রা দিন দিন বাড়ছে এবং মান্তা সম্প্রদায়ের মতো সমাজে যারা পিছিয়ে রয়েছে তারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই সবার উচিত নবায়নযোগ্য শক্তির ব্যবহারে উৎসাহিত হওয়া।
সারা বিশ্বে বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আরও সোচ্চার হতে বিশ্বনেতাদের প্রতিও আহ্বান জানান জলবায়ু কর্মীরা।
এছাড়া প্যারিস চুক্তি অনুযায়ী বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখতে বহুজাতিক প্রতিষ্ঠানগুলো যেন জীবাশ্ম জ্বালানিতে আর বিনিয়োগ না করে তা নিশ্চিত করতে উন্নত দেশগুলোর কার্যকর পদক্ষেপ নেওয়ার ব্যাপারে জোর দেওয়া উচিত বলে মনে করেন তরুণ জলবায়ুকর্মীরা।
আরও পড়ুন: তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়: প্রতিমন্ত্রী
৫৫২ দিন আগে
নৌকার ইঞ্জিনে বোরকা আটকে নারীর মৃত্যু
সিলেটের গোয়াইনঘাটে নৌকার ইঞ্জিনে বোরকা আটকে গলাকেটে শামসুন্নাহার নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার কুরিখলা গ্রামের পাশে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
শামসুন্নাহার উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের নন্দিরগাঁও গ্রামের আরিফ উল্লাহর স্ত্রী।
জানা গেছে, গোয়াইনঘাট উপজেলায় বন্যায় সব সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার উপজেলার ইটাচকি গ্রাম থেকে নৌকায় করে বাড়ি ফিরছিলেন। পথে ইঞ্জিনের সঙ্গে তার বোরকা আটকে অল্প সময়ের মধ্যেই গলাকেটে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম বলেন, ওই নারীর মৃত্যুর খবর পেয়ে তারা তাৎক্ষণিক খোঁজ নিয়েছেন। এটা অপমৃত্যুর ঘটনা, বন্যাজনিত দুর্ঘটনা নয়।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে শিশুসহ ২ জনের মৃত্যু
ভোট গ্রহণের সময় অসুস্থ হয়ে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু
৫৫২ দিন আগে
ব্রহ্মপুত্রে নৌকা থেকে পড়ে যুবক নিখোঁজ
গাইবান্ধার ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদের কাউয়াবাধা এলাকায় ইঞ্জিনচালিত নৌকা থেকে পড়ে কামরুল ইসলাম নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।
শুক্রবার (২৪ মে) ডাক্তার দেখানোর জন্য নৌকা করে বাড়ি থেকে বালাসীঘাটে যাওয়ার পথে সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
এদিকে নিখোঁজ হওয়ার সাড়ে ৬ ঘণ্টা পরেও কামরুল ইসলাম নামের যুবককে উদ্ধার করা যায়নি।
আরও পড়ুন: চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ-৪ আসনের এমপি
স্থানীয় লোকজন ছাড়াও রংপুর থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবরি দল তাকে উদ্ধার অভিযান চালিয়েছে।
নিখোঁজ কামরুল ইসলামের বাড়ি ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিযনের হরিচন্ডি গ্রামে। তিনি ওই গ্রামের রমজান আলীর ছেলে।
নিখোঁজ কামরুল ইসলামের মামা নুরুন্নবী মিয়া বলেন, কামরুলের সঙ্গে নৌকায় ছিলাম। কিন্তু হঠাৎ করে কামরুল নৌকা থেকে পড়ে নদীতে ডুবে নিখোঁজ হয়। কামরুল ইসলাম শারীরিকভাবে অসুস্থ। ডাক্তার দেখানোর জন্য নৌকা যোগে বাড়ি থেকে বালাসীঘাটে আসার পথেই এ দুর্ঘটনা ঘটে।
ফুলছড়ি ফায়ার সার্ভিসের টিম লিডার কাজল মিয়া বলেন, নিখোঁজ কামরুলকে উদ্ধারে ব্রম্মপুত্র নদে ফুলছড়ি ফায়ার সার্ভিস, নৌ পুলিশ, থানা পুলিশ ও রংপুর ফায়ার সার্ভিসের ডুবরি দল উদ্ধার অভিযান শুরু করে। ঘটনাস্থলে নদীর পানি ১৫ থেকে ২০ ফুট গভীরতা রয়েছে। সেইসঙ্গে নদীতে অনেক স্রোত রয়েছে।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে স্রোতের পানিতে লাশ অনেক দূরে ভেসে গেছে। এ কারণে তাকে উদ্ধারে অনেক বেগ পেতে হচ্ছে।
শেষ পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব না হওয়ায় বিকেল ৪টার দিকে উদ্ধার অভিযান শেষ করেছেন বলে জানান ফায়ার সার্ভিসের কাজল মিয়া।
আরও পড়ুন: কলকাতায় ঝিনাইদহ-৪ আসনের নিখোঁজ সংসদ সদস্যের লাশ উদ্ধার, প্রধানমন্ত্রীর শোক
ইরানের পার্বত্য অঞ্চলে হেলিকপ্টার বিধ্বস্ত, এখনো নিখোঁজ ইরানের প্রেসিডেন্ট
৫৫৯ দিন আগে
নৌকার সমর্থককে পিটিয়ে মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগ
নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে ভোট করায় কলেজ ছাত্রকে পিটিয়ে দুটি মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে স্বতন্ত্র ট্রাক প্রতীকের কর্মীদের বিরুদ্ধে।
শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়া-৪ আসনের খোকসা উপজেলা সদরের মাইক্রোস্ট্যান্ডে এ হামলার ঘটনা ঘটে।
আরও পড়ুন: দিনাজপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত, আহত ১
আহত কলেজ ছাত্র অনিক বি-মির্জাপুর গ্রামের প্রবাসী তোফাজ্জেল শেখের ছেলে। খোকসা সরকারি কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় পাশ করেছেন অনিক।
ওই ছাত্র ও তার বন্ধুরা সুবর্ণা সিনেমা হল মার্কেটের একটি গ্যারেজে মোরসাইকেল মেরামতের কাজ করাতে এসেছিল। এ সময় তাদের উপর এ হামলার ঘটনা ঘটে।
হাসপাতালে চিকিৎসাধীন আহত ছাত্র ও নৌকার সমর্থক অনিক জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে নিজ এলাকা বি-মির্জাপুরে নির্বাচন করেছেন।
আরও পড়ুন: রাজশাহীতে বাসের চাকায় পিষ্ট হয়ে ২ মোটরসাইকেল আরোহী নিহত
তিনি জানান, প্রথম থেকে পৌর এলাকার ট্রাক প্রতীকের কয়েকজন নেতা তাকে ট্রাক প্রতীকের হয়ে কাজ করার জন্য বলেন। কিন্তু তিনি নৌকা প্রতীকের কর্মী হয়ে কাজ করেন।
মোটরসাইকেল গ্যারেজের মিস্ত্রী রমজান আলী জানান, যাদের উপর হামলা হয়েছে তারা তিনটি মোটরসাইকেল নিয়ে গ্যারেজে আসেন। হামলাকারীরা একটি মোটরসাইকেল মালিকের উপর হামলা করে। এক পর্যায়ে লোকজন জড়ো হলে হামলাকারীরা দুটি মোটরসাইকেল নিয়ে যায়।
আহত কলেজ ছাত্র অনিকের মা লিপি খাতুন জানান, তার ছেলের উপর হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তিনি থানায় অভিযোগ করবেন।
আরও পড়ুন: বরিশালে বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ২ জন নিহত
হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি করেন তিনি।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননুর জায়েদ জানান, ইতোমধ্যেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তবে হামলাকারীদের বিরুদ্ধে থানায় কেউ এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ জমা দেয়নি।
আরও পড়ুন: কুমিল্লায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
৬৯১ দিন আগে
নাটোর-১ আসন: নৌকা ও ঈগল প্রতীকের নির্বাচনী ক্যাম্পে আগুন
নাটোরের লালপুর উপজেলার গৌরীপুরে নাটোর-১ আসনের নৌকা ও স্বতন্ত্র ঈগল প্রতীকের দু’টি নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে দুবৃত্তরা।
সোমবার দিবাগত ভোররাতে ঘটনাটি ঘটে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বলেন, ভোররাতে কে বা কারা গৌরীপুর মোড় এলাকায় অবস্থিত নৌকার প্রার্থী শহিদুল ইসলাম বকুল ও ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদের অস্থায়ী নির্বাচনী ক্যাম্পে আগুন ধড়িয়ে দেয়ে।
এত ক্যাম্প দু’টি ক্ষতিগ্রস্থ হয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।
আরও পড়ুন: চুয়াডাঙ্গা-১ আসন: সরে দাঁড়ালেন জাপা প্রার্থী
রাজশাহী-৪ আসন: নৌকার সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর ৪ নারী কর্মীর হামলার অভিযোগ
৭০৩ দিন আগে
মোড়েলগঞ্জে নৌকা প্রতীকের অফিসে অগ্নিসংযোগ
মোড়েলগঞ্জে নৌকা প্রতীকের অফিসে অগ্নিসংযোগবাগেরহাট-৪ আসনে (মোড়েলগঞ্জ-শরণখোলা) আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী এইচ এম বদিউজ্জামান সোহাগের একটি নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
রবিবার(৩১ ডিসেম্বর) গভীর রাতে মোড়েলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের এই ঘটনা ঘটে।
দুষ্কৃতকারীরা ওই আগুন দিয়েছে বলে মনে করছেন প্রার্থী ও স্থানীয় প্রশাসন। তবে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দাখিল করা হয়নি।
আরও পড়ুন: বিএনপি-জামায়াতের নাশকতা ঠেকাতে ৭ জানুয়ারি ভোট দিন: শেখ হাসিনা
নৌকার প্রার্থী এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেন, দুষ্কৃতকারীরা তার নির্বাচনী অফিসে আগুন দিয়েছে। তাদের খুঁজে বের করার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছি।
মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনে সামান্য ক্ষতি হয়েছে। দুষ্কৃতকারীরা আগুন দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বাগেরহাটের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ খালিদ হোসেন জানান, ওই এলাকায় পুলিশের নজরদারি বাড়াতে বলা হয়েছে। একই সঙ্গে আগুনের ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: আমি দৌঁড়াতে পারি বলেই নড়াইলে মেগা প্রকল্প আসছে : মাশরাফি
৭০৩ দিন আগে