মদ
বিষাক্ত মদ খেয়ে তামিলনাড়ুতে অন্তত ২৯ জন নিহত
বিষাক্ত মদ খেয়ে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে অন্তত ২৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় চিকিৎসাধীন রয়েছে আরও অন্তত ৬০ জন। তবে নিহতের সংখ্যা আরও বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তামিলনাড়ুর কাল্লাকুরিচি জেলায় বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। হঠাৎ একসঙ্গে বহু মানুষ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পর ২৫ জনের মৃত্যু হয়। এর পর থেকে নিহতের সংখ্যা বেড়ে চলেছে।
বৃহস্পতিবার (২০ জুন) কাল্লাকুরিচি জেলা কালেক্টর এমএস প্রশান্ত ২৯ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া ৬০ জনের বেশি ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলেও জানিয়েছেন তিনি।
বুধবার রাতে কাল্লাকুরিচি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে মোট ১০৭ জনকে ভর্তি করা হয়। পরে তাদের মধ্যে ৫৯ জনকে সালেম, ভিলুপুরম ও পুদুচেরির হাসপাতালে পাঠানো হয়। এছাড়া জওহরলাল ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েশন মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ সেন্টারে আরও ১৫ জনতে ভর্তি করা হয়।
আরও পড়ুন: ভারতে বিনোদন পার্কে আগুন, ২৭ জন নিহত
নিহত ২৯ জনের মধ্যে ১৮ জনের মৃত্যু হয় কাল্লাকুরিচি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে। বাকি ১১ জন অন্যান্য হাসপাতালগুলোতে মারা যান।
এ ঘটনার পর বুধবার রাতেই জেলা কালেক্টর শ্রাবণ কুমার জাটাবথকে বদলি এবং পুলিশ সুপার সময় সিং মীনাকে বরখাস্ত করেছে তামিলনাড়ু সরকার। এরপর এমএস প্রশান্তকে নতুন জেলা কালেক্টর এবং রজত চতুর্বেদীকে নতুন পুলিশ সুপার হিসেবে নিযুক্ত করা হয়।
এই ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের পদত্যাগও দাবি করেছেন রাজ্যের প্রধান বিরোধী দল এআইএডিএমকের সাধারণ সম্পাদক এডাপ্পাদি কে পালানিস্বামী।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি রাজ্য সরকারকে এই ঘটনার জন্য দায়ী করেছেন।
তবে এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দোষীদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী স্ট্যালিন। পাশাপাশি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।
আরও পড়ুন: ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ১২
সেখানে তিনি লিখেছেন, ‘এই ঘটনায় আমি স্তম্ভিত। কাল্লাকুরিচিতে বিষাক্ত মদ খেয়ে যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। যারা এই ঘটনার জন্য দায়ী তাদের প্রত্যেককে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি যে কর্মকর্তারা এই কাণ্ড রুখতে ব্যর্থ হয়েছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।’
তিনি আরও বলেছেন, ‘এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিষয়ে তথ্য দিলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। সমাজকে ধ্বংস করে- এমন অপরাধগুলোকে শক্ত হাতে দমন করা হবে।’
লালমনিরহাটে মদ নিয়ে দ্বন্দ্ব, বন্ধুর হাতে বন্ধু খুন
লালমনিরহাটের পাটগ্রামে মদ খাওয়াকে কেন্দ্র করে এক বন্ধু তার অন্য বন্ধুকে হত্যা করে তিস্তা নদীর বালু চরে লাশ পুতে রাখে।
শুক্রবার বিকালে ওই উপজেলার দহগ্রাম ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকায় তিস্তা নদীর চরে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আইউব আলী (২৬) নামে এক ব্যক্তি তার বন্ধু রফিকুল ইসলামকে (২২) হত্যা করে। এদের দুই জনের বাড়ি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায়।
খবর পেয়ে পুলিশ রফিকুলের লাশ উদ্ধারসহ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আইউব আলীকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন: মুক্তিযোদ্ধা শফিউদ্দিন হত্যার ২০ বছর পর খুনি গ্রেপ্তার
পুলিশ জানায়, পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকায় শ্বশুর বাড়ি বেড়াতে আসেন দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার চকদফর গ্রামের ইনসান আলীর ছেলে আইউব আলী (২৬)।
শুক্রবার দুপুরে বন্ধুর শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন একই উপজেলার মোহনপুর ইউনিয়নের চিলকুড়া গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (২২)।
দুই বন্ধু বিকালে তিস্তা নদীর চরে ভারতীয় সীমান্তে গিয়ে ভারতীয় মদ পান করেন। মদ খাওয়া নিয়ে দুই বন্ধুর মাঝে দ্বন্দ্ব দেখা দেয়। একপর্যায়ে আইউব আলী রশি দিয়ে তার বন্ধু রফিকুল ইসলামের গলা পেঁচিয়ে হত্যা করে লাশ বালুতে পুতে রাখে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় লাশ উদ্ধারসহ এ ঘটনায় আইউব আলী নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
হত্যাকাণ্ডের শিকার রফিকুল ইসলামের বড় ভাই আমজাদ হোসেন বাদী হয়ে স্থানীয় থানায় একটি মামলা দায়ের করেছেন বলে জানান তিনি।
আরও পড়ুন: চট্টগ্রামে জোড়া খুন: স্থানীয় শ্রমিক লীগ নেতাসহ গ্রেপ্তার ৮
চট্টগ্রামের প্রতিপক্ষের ছুরিকাঘাতে ২ যুবক খুন
বিহারে বিষাক্ত মদ খেয়ে ২০ জনের মৃত্যু, বেশ কয়েকজন অসুস্থ
ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে বিষাক্ত মদ খেয়ে শনিবার কমপক্ষে ২০জন নিহত এবং বেশ কয়েকজন অসুস্থ হয়েছে। দেশটির স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে এতথ্য জানানো হয়েছে।
বিহারের রাজধানী শহর পাটনা থেকে প্রায় ১৫১ কিলোমিটার উত্তরে পূর্ব চম্পারন (মতিহারি) জেলার বিভিন্ন এলাকা থেকে মৃত্যুর খবর পাওয়া গেছে।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে যে একটি ট্যাঙ্কে ভেজাল মদ বহন করে মতিহারিতে আনা হয়েছিল এবং স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে বিতরণ করা হয়েছিল, যার ফলে এই দুঃখজনক ঘটনা ঘটে।
আরও পড়ুন: দুই ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত, ১ পাইলট নিহত
ভারতে বাস দুর্ঘটনায় ১৫ জন নিহত
কুমিল্লায় গাঁজা-মদসহ ভারতীয় নাগরিক আটক
কুমিল্লার ১০১ কেজি গাঁজা এবং সাড়ে তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দু’জন ভারতীয় এবং একজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে র্যাব।
রবিবার(৫ ফেব্রুয়ারি) রাতে জেলার কোতোয়ালি থানার শালধর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আরও পড়ুন: গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার
র্যাব-১১ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটকরা হলো-ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার সোনামুড়া থানার কুলুবাড়ী গ্রামের ফারুক হোসেন ও মাসুম মিয়া এবং কুমিল্লা সদর উপজেলার চাঁদপুর গ্রামের গোলাম রাব্বি ইসলাম পাপ্পু।
মাদক উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের আটকের ঘটনা স্বীকার করে মেজর সাকিব হোসেন জানান, মাদক উদ্ধার এবং তিনজন আটকের ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: কুমিল্লায় বিভিন্ন ভারতীয় পণ্য জব্দ, আটক ৫
বাগেরহাটে ৪৭ লাখ টাকা মূল্যের কয়লা পরীক্ষার মেশিন উদ্ধার, আটক ৪
বেনাপোলে ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেন থেকে বিদেশি সিগারেট মদ জব্দ
যশোরের বেনাপোল রেলস্টেশনে ভারত থেকে খুলনাগামী ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেন থেকে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট, মদ, প্রসাধনী ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে কাস্টমস কর্তৃপক্ষ এসব পণ্য জব্দ করে।
তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
আরও পড়ুন: বেনাপোলে বিদেশি মদ জব্দ, গ্রেপ্তার ১
বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার আবদুর রশিদ মিয়া জানান, সকাল ১১টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও পুলিশের সহায়তায় তারা ট্রেনে অভিযান চালায়।
তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে যাত্রীদের ফেলে যাওয়া বিভিন্ন লাগেজ থেকে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট, মদ, থ্রি-পিস সেট, শাড়ি, প্রসাধনী, খাদ্য সামগ্রী এবং ৭০ লাখ টাকার অন্যান্য পণ্য জব্দ করা হয়েছে।
র্যাব-৬ এর কমান্ড্যান্ট এম নাজিউর রহমান জানান, চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
আর পড়ুন: ব্রাজিলের পতাকাবাহী অটোরিকশায় ৫৭ বোতল বিদেশি মদ জব্দ, গ্রেপ্তার ২
বেনাপোলে বিদেশি মদ জব্দ, গ্রেপ্তার ১
বেনাপোলে ২৬ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে। এসময় এক নারীকে গ্রেপ্তারের দাবি করেছে পোর্ট থানা পুলিশ।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে বড় আঁচড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার পারভিনা খাতুন (২০) একই গ্রামের হাদিস সরদারের স্ত্রী।
আরও পড়ুন: বেনাপোলে সড়ক দুর্ঘটনায় ভারতীয় ট্রাকচালক নিহত
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, বড় আঁচড়া গ্রামে বিদেশি মদের একটি চালান নিয়ে মাদক ব্যবসায়ীরা সেখানে অবস্থান করছেন, এমন ধরনের সংবাদে পোর্ট থানার পুলিশের একটি অভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে পারভিনা নামে ওই নারী মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করেন।
এসময়, অপর দু’জন মাদক ব্যবসায়ী ওবায়দুর ও হাদি কৌশলে পালিয়ে যায়।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা হয়েছে বলে ওসি জানিয়েছেন।
আরও পড়ুন: বেনাপোলে ১০টি স্বর্ণের বার জব্দ, আটক১
বেনাপোলে বিদেশি পিস্তল উদ্ধার, আটক ১
যারা নিয়ম মানবে তারাই মদের লাইসেন্স পাবে: স্বরাষ্ট্রমন্ত্রী
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ক্রাইটেরিয়া মেনে চললে মদ বিক্রির লাইসেন্স দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।
তিনি বলেছেন, মাদক বিস্তার রোধে মদের বিষয়ে সরকার নমনীয়- এ ব্যাপারে বলতে গেলে আমি বলবো এখানে একটা হলো সফট ড্রাগস আরেকটি হলো হার্ড ড্রাগস। সফট ড্রাগস সারা বিশ্বেই চলছে। আমাদের এখানেও লাইসেন্সের মাধ্যমে নির্দিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানকে, কয়েকটি হোটেল, রেস্টুরেন্ট ও ক্লাবকে লাইসেন্স দিয়েছি। তারা শর্ত মেনে চলছে, যারা শর্ত মানছে তারা তা মেনে চলছে পরীক্ষা নিরীক্ষা করে লাইসেন্স দেয়া হচ্ছে।
সোমবার সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
আরও পড়ুন: তেঁতুলতলা মাঠে থানা নির্মাণ করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
আসাদুজ্জামান খাঁন বলেন, আওতা বাড়বে কিনা এটা নির্ভর করে তারা আমাদের নিয়ম কানুন কতটা মেনে চলতে পারছে বা পারবে। এটা একটি চলমান প্রক্রিয়া। যারাই আমাদের নিয়ম মেনে চলতে পারবে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কয়েকটি ক্রাইটেরিয়া আছে যখন সেগুলো ফুলফিল করতে পারবে তখন তারা লাইসেন্স পাবে।
সুরা নিয়ন্ত্রণ আইন সংশোধন হচ্ছে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, আইন যখনই প্রয়োজন হয় তখনই সেটা ব্যবহার করা হয়। এখন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি আইন রয়েছে, সেখানে প্রয়োজনে আমরা ব্যবস্থা নেবো। কিন্তু এখনই আমরা মনে করছি না সেটার প্রয়োজন হচ্ছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার পরিকল্পিতভাবে ছাত্রদলের ওপর হামলা চালিয়েছে এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, দেখুন এগুলো হলো রাজনৈতিক কৌশল, অনেকে এ ধরনের প্রচারণা করেন। এগুলো প্রচারণার জন্যই তারা বলে থাকেন। এগুলোর অনেক কিছুর মধ্যেই সত্যতা নেই।
আরও পড়ুন: নিউমার্কেটে সহিংসতার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ছাত্রলীগ ও ছাত্রদল সংঘর্ষের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, এটা একটি স্বাধীন দেশ। এখানে বহুদলীয় রাজনীতি সুপ্রতিষ্ঠিত। এখানে রাজনীতির অঙ্গন সবসময়ই উন্মুক্ত। কিন্তু যারা আবার নৈরাজ্য সৃষ্টি করে, ভাঙচুর করে, জনগণের বিপক্ষে দাঁড়ায় মানে যান চলাচল বন্ধ করে কিংবা মানুষের যাতায়াতের প্রতিবন্ধকতা করেন, মালপত্র বা জানমালকে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেন, তখনই আমাদের নিরাপত্তা বাহিনী সেখানে হস্তক্ষেপ করে।
কুড়িগ্রামে বিদেশি মদ ও টাকা জব্দ, গ্রেপ্তার ১
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে অভিযান চালিয়ে ৪৫ বোতল বিদেশি মদ ও নগদ দুই লাখ ৬০ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়েছে। এসময় এনাম হোসেন নামের এক ব্যক্তিকে মাদক বিক্রির অভিযোগে গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসিসি)।
বুধবার বিকেলে পাইকেরছড়া ইউনিয়নের হেলিপ্যাড এলাকায় এনাম হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে আদালতে পাঠানো হয়।
এনাম হোসেন পাইকেরছড়া ইউনিয়নের হেলিপ্যাড এলাকার আচা মামুদের ছেলে।
আরও পড়ুন: মাদক মামলায় নড়াইলে ৩ জনের যাবজ্জীবন
কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু জাফর জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভুরুঙ্গামারীর পাইকেরছড়া ইউনিয়নে অভিযান চালিয়ে ৪৫ বোতল অফিসার চয়েজ মদ ও নগদ দুই লাখ ৬০ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।এসময় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুর রহমান বাদী হয়ে ভুরুঙ্গামারী থানায় একটি মামলা করেছেন।
ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে আটক ব্যক্তির নামে মামলা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ফরিদপুরে অস্ত্র ও মাদক উদ্ধার, দম্পতি আটক
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন
সিরাজগঞ্জে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ২
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার সেনগাতি ও নওপা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সুজন শেখ (৪০) ও চন্দন তেলী (৩৬)।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে সেনগাতি গ্রামে অভিযান চালিয়ে সুজনকে গ্রেপ্তার করা হয়। সে পারিবারিক আদালতের সাজাপ্রাপ্ত আসামি এবং দীর্ঘদিন ধরে পলাতক ছিল।
আরও পড়ুন: ফেসবুকে এমপিকে কটূক্তি, সিরাজগঞ্জে আ'লীগ কর্মী কারাগারে
এদিকে একই এলাকার নওপা গ্রামে অভিযান চালিয়ে চন্দন তেলী (৩৬) নামে আরেক জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ২০ লিটার চোলাই মদ জব্দ করা হয়। সে দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে বলেও জানান ওসি।
সিরাজগঞ্জে চোলাই মদ উদ্ধার, যুবক গ্রেপ্তার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিযান চালিয়ে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে দেশীয় চোলাই মদ উদ্ধারের দাবি করেছে র্যাব-১২।
বৃহস্পতিবার রাত পৌনে ২টার দিকে উপজেলার চর মোহনপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. আলেক প্রামানিক (৩৫) ওই উপজেলার চর মোহনপুর গ্রামের মো. রহম প্রামানিকের ছেলে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি: ছাতকে যুবক গ্রেপ্তার
র্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার জন রানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত পৌনে ২টার দিকে ওই গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে সাড়ে ৯ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: বাগেরহাটে মুদি দোকানিকে পিটিয়ে হত্যা, যুবক গ্রেপ্তার
তিনি দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।