জেএমবি সদস্য
কারাভোগ শেষে জেএমবি সদস্যসহ ৭ বাংলাদেশিকে হস্তান্তর করল ভারত
ভারতে চার বছর কারাভোগ শেষে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এর রহমতউল্লাহসহ সাত বাংলাদেশিকে ফেরত দিলো ভারত।
বেনাপোল চেকপোস্ট দিয়ে শনিবার (২৮ ডিসেম্বর) রাতে তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।
রহমতউল্লাহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য। নারায়ণগঞ্জ শহরের বাসিন্দা তিনি।
ফেরত আসা ছয় জনের মধ্যে একজন নারী ও পাঁচজন পুরুষ। তাদের মধ্যে পাঁচজনের বাড়ি পটুয়াখালী ও নারীর বাড়ি দিনাজপুর জেলায়।
পুলিশ জানিয়েছে, রহমতউল্লাহ জঙ্গি ছিনতাইয়ের ঘটনা ও পুলিশ সদস্য হত্যার ঘটনার পর পালিয়ে ভারতে অবস্থান নেন। অবৈধ পথে ভারতে যাওয়ায় কোলকাতা পুলিশের হাতে আটক হন তারা। চার বছর কারাভোগ শেষ হওয়ার পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে আনা হয়। এছাড়া ২০১২ সালের ২ এপ্রিল ঢাকার দারুসসালাম থানা ও ২০১৪ সালের ২৩ ফেব্রুয়ারি ময়মনসিংহের ত্রিশাল থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামিদের একজন রহমতউল্লাহ।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, ২০১২ সালে ঢাকা-ময়মনসিংহ সড়কে ত্রিশালের সাইনবোর্ড এলাকায় প্রকাশ্যে প্রিজন ভ্যানে গুলি চালিয়ে ও বোমা মেরে তিন জেএমবি সদস্যকে ছিনিয়ে নেন রহমতউল্লাহ ও তাদের সহযোগীরা। এ সময় রহমতউল্লাহ ও তাদের সহযোগীদের গুলিতে পুলিশের এক সদস্য নিহত ও একজন উপপরিদর্শকসহ (এসআই) আহত হন।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে জেএমবির ২ সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড
বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বলেন, ভারতে গিয়ে পুলিশের হাতে তারা আটক হন। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরত আনা হয়েছে।
এছাড়া সাধারণ ডায়েরির মাধ্যমে তাদের একটি এনজিওর কর্মকর্তাদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান ওসি রাসেল মিয়া।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহসানুল কাদের ভূঞা বলেন, রহমতউল্লাহর বিরুদ্ধে নারায়ণগঞ্জ থানায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় নারায়ণগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুসন্ধানে বাংলাদেশ সরকার রহমতউল্লাহর ভারতে আটকের বিষয়টি নিশ্চিত হয়। পরে দুই দেশের সরকারের বিশেষ ট্রাভেল পারমিটে তাকে ফেরত আনা হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে জেএমবি কমান্ডার এরশাদের ২০ বছর কারাদণ্ড
৩৪০ দিন আগে
১৭ বছর ধরে পলাতক জেএমবি সদস্য ফেনীতে গ্রেপ্তার
নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) একজন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০১৭ সালে বরিশালে নাশকতার পরিকল্পনাকারী হিসেবে পলাতক ছিলেন তিনি।
বৃহস্পতিবার (৯ মার্চ) পুলিশের সন্ত্রাসবিরোধী ইউনিট তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে বিএনপির ৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে দুই মামলা, গ্রেপ্তার ১০
নজরদারি ব্যবস্থা ব্যবহার করে পুলিশের একটি দল ফেনীর সোনাগাজী উপজেলা থেকে মো. এমদাদুল হককে (৪৫) গ্রেপ্তার করেছে।
পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান (এটিইউ-এর মিডিয়া ও সচেতনতা বিভাগ) জানান, বরিশাল কোতোয়ালি থানায় নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে দায়ের করা মামলায় ১৭ বছর পর সন্ধ্যায় ফেনী সদর উপজেলার সার্কিট হাউস এলাকা থেকে এমদাদুলকে গ্রেপ্তার করা হয়।
মামলাটি এখন আদালতে বিচারাধীন।
মামলা দায়েরের পর থেকে আসামি পলাতক ছিলেন এবং ২০১০ সালে ওমরাহ পালনের জন্য সৌদি আরবে গিয়ে অবৈধভাবে চার বছর অবস্থান করেন।
২০১৪ সালে দেশে ফিরতে বাধ্য হওয়ার পরও আত্মগোপনে ছিলেন এমদাদুল।
আসলাম জানান, তিনি মাদ্রাসায় শিক্ষাদান এবং মসজিদে দৈনিক নামাজের নেতৃত্ব দেয়ার ছদ্মবেশে জঙ্গিবাদসহ বেশ কয়েকটি রাষ্ট্রবিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত ছিলেন।
তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: রাজধানীতে ব্যাংকের টাকা লুটের ঘটনায় ৭ জন গ্রেপ্তার: ডিএমপি
সিদ্দিক বাজারে বিস্ফোরণ: তিন দিনের রিমান্ডে গ্রেপ্তার ৩ ভবন মালিক
১০০০ দিন আগে
চট্টগ্রামে গ্রেনেড উদ্ধার মামলায় জেএমবি সদস্যের সাড়ে ৫ বছর কারাদণ্ড
চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানার একটি বাড়ী থেকে ১০টি তাজা গ্রেনেড উদ্ধার মামলায় জেএমবি সদস্য রকিবুল হাসান জনি (২২) কে পাঁচ বছর ৬ মাস কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।মঙ্গলবার দুপুরে সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক আব্দুল হালিমের আদালত এ রায় দেন।
আসামি রাকিবুল হাসান কুমিল্লার মুরাদনগর উপজেলার কোদালা কাটা এলাকার মো. জসিম উদ্দিনের ছেলে। তার ছদ্মনাম সালাহ উদ্দিন আয়ুবী, আবু তাছিব আল বাঙালী ও হাসান।
রায় ঘোষণাকালে আসামি রকিবুল হাসান আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর তাকে কারাগারে পাঠানো হয়।
আরও পড়ুন: নীলফামারীতে ‘জেএমবি সদস্য’ সন্দেহে গ্রেপ্তার ২
সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের পিপি মনোরঞ্জন দাশ বলেন, সদরঘাটের একটি বাড়ি থেকে ১০টি তাজা গ্রেনেড উদ্ধারের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে তার বিরুদ্ধে মামলা হয়। মামলায় ছয় পুলিশ সদস্য ও ভবন মালিকসহ সাত জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। এ মামলার একটি ধারায় আদালত পাঁচ বছর, অন্য আরেকটি ধারায় ছয় মাস কারাদণ্ড দিয়েছেন আসামি রাকিবুল হাসানকে।আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১ জানুয়ারি সদরঘাটের শুভপুর বাস স্ট্যান্ডের মিনু ভবন থেকে ১০টি তাজা গ্রেনেড উদ্ধারসহ রকিবুল হাসানকে গ্রেপ্তার করে কাউন্টার টেরোরিজম ইউনিট। পাশাপাশি তার কাছ থেকে দুটি সুইসাইড ভেস্ট, দুটি মোবাইল ফোনসেট, দুটি হাতে আঁকা মানচিত্র উদ্ধার করা হয়। একটিতে সদরঘাট থানা এবং অন্যটিতে সদরঘাট থানার আশপাশের এলাকাসহ সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার ছক আঁকা ছিল।
আরও পড়ুন: জেএমবির খুলনা বিভাগীয় প্রধানের ২০ বছরের কারাদণ্ড
চুয়াডাঙ্গায় সিরিজ বোমা হামলায় জেএমবি সদস্যের যাবজ্জীবন
১৩৩৩ দিন আগে
নীলফামারীতে ‘জেএমবি সদস্য’ সন্দেহে গ্রেপ্তার ২
নীলফামারী থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াত-উল-মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সন্দেহভাজন দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার জেলার সদর থানাধীন দক্ষিণ সুটিপাড়া গ্রামে অভিযান এন্টি টেররিজম ইউনিটের(এটিইউ) একটি দল তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-নীলফামারী জেলার মো.আনোয়ার হোসেন ওরফে আপেল (২৬) ও মো. হাফিজুল ইসলাম (৩০)।
আরও পড়ুন: জেএমবির খুলনা বিভাগীয় প্রধানের ২০ বছরের কারাদণ্ড
মঙ্গলবার বাংলাদেশ পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে একটি টিম সোমবার ভোরে জেলার সুতিপাড়া গ্রাম ও উত্তরা ইপিজেড এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
অভিযানের সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল সেট, তিনটি সিম কার্ড, উগ্রবাদী বই এবং বেশ কয়েকটি লিফলেট পাওয়া গেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নীলফামারী সদর থানায় একটি মামলা করা হয়েছে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় সিরিজ বোমা হামলায় জেএমবি সদস্যের যাবজ্জীবন
১৩৪৬ দিন আগে
জয়পুরহাটে ‘জেএমবি সদস্য’ গ্রেপ্তার
জঙ্গি ও সন্ত্রাসবাদ মোকাবিলাসহ জননিরাপত্তা নিশ্চিতে গঠিত বাংলাদেশ পুলিশের বিশেষায়িত শাখা অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) শনিবার ভোরে জয়পুরহাট জেলা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে।
১৭৯৭ দিন আগে
রাজশাহীতে ‘জেএমবি’র ৩ সদস্য আটক
রাজশাহী বিভাগে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সক্রিয় তিন সদস্যকে আটকের কথা জানিয়েছে র্যাব-৫।
১৮০৩ দিন আগে
র্যাবের হাতে ২ জেএমবি সদস্য গ্রেপ্তার
গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে চালিয়ে দুই জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৮।
১৯২৩ দিন আগে
মাদারীপুরে জেএমবি সদস্য গ্রেপ্তার
মাদারীপুর থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৮।
২০২১ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জে জেএমবি সদস্যের ১০ বছরের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলার রায়ে মঙ্গলবার এক জেএমবি সদস্যকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একইসাথে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
২১৩৭ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জে জেএমবি সদস্যের ১০ বছরের কারাদণ্ড
অস্ত্র আইনের মামলায় চাঁপাইনবাবগঞ্জে জঙ্গি সংগঠন জেএমবির এক সদস্যকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
২১৯৫ দিন আগে