ঈদুল আযহা
শাকিব-সাবিলার ‘লিচুর বাগানে’কে ছাড়িয়ে জোভানের ‘আশিকি’
ঈদুল আযহার আগে থেকেই জনপ্রিয়তার তুঙ্গে ছিলো শাকিব-সাবিলা জুটির ‘তাণ্ডব’ সিনেমার গান ‘লিচুর বাগানে’। বিনোদন জগতের সবগুলো মাধ্যমে জুড়ে ছিলো মিউজিক ভিডিওটির জয় জয়কার। কিন্তু ঈদ শুরু হতেই পুরো চিত্রপট পাল্টে দিয়েছে ফারহান আহমেদ জোভান অভিনীত নাটক ‘আশিকি’। ইউটিউবে দর্শকপ্রিয়তার নিরিখে ‘লিচুর বাগানে’কে ছাড়িয়ে অনেক এগিয়ে আছে নাটকটি। চলুন, বহুল আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়া এই ঈদ নাটকটির ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।
ইউটিউব ট্রেন্ডিং-এ জোভানের ‘আশিকি’
ঈদের দ্বিতীয় দিন ৮ জুন রবিবার রাতে সিএমভি’র ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হয় নাটক ‘আশিকি’। তারপর থেকে মাত্র দুই দিনের মধ্যে ভিডিও কন্টেন্টটি অর্জন করেছে ৫০ লাখ ভিউ। সদ্য মুক্তি পাওয়া ‘তাণ্ডব’ সিনেমার হিট গান ‘লিচুর বাগানে’কে অনেক পেছনে ফেলে বর্তমানে নাটকটি ইউটিউব ট্রেন্ডিং-এ শীর্ষস্থানে অবস্থান করছে। বিগ বাজেটে নির্মিত মিউজিক ভিডিওটি এতদিন একচ্ছত্র ভাবে আধিপত্য করে এসেছে ইউটিউব প্লাটফর্মে। এখন ‘আশিকি’ শুধু জায়গাটি দখলই করেনি, বরং কন্টেন্ট দুটোর মধ্যকার ভিউয়ের ব্যবধান চোখে পড়ার মত। এখন পর্যন্ত জোভানের নাটকটি ৬৬ লক্ষ ভিউ অতিক্রম করেছে। সেখানে ‘লিচুর বাগানে’ এখনও ১৭ লক্ষতেই পৌঁছতে পারেনি।
আরো পড়ুন: ঈদুল আযহা ২০২৫ এ চরকিতে মুক্তি পাচ্ছে যে চলচ্চিত্রগুলো
আশিকি নাটকের গল্প
নাটকে জোভানের চরিত্রের নাম আশিক, যে একটি মধ্যবিত্ত পরিবারের ছেলে। বাবার স্বপ্নকে সত্যি করার লক্ষ্য নিয়ে সে শহরে এসে ভর্তি হয় কলেজে। সঙ্গীতের প্রতি তার অদম্য ভালবাসা। স্বপ্ন দেখে একদিন সে অনেক বড় গায়ক হবে।
অপরদিকে ধর্নাঢ্য পরিবারের আদুরে মেয়ে জেস, পড়ে একই কলেজে। সারা কলেজ জুড়ে তার প্রভাবের অন্ত নেই। এই চরিত্রটিতে দেখা গেছে এ প্রজন্মের অভিনেত্রী নাজনীন নিহাকে।
আশিক-জেসের পরিচয়, প্রেম এবং অতঃপর ঘরপালিয়ে বিয়ে। আপাতদৃষ্টে ট্রেইলার এবং গল্পের শুরুটা এমন মনে হলেও এই গল্পে রয়েছে অপ্রত্যাশিত সব বাঁক। কাহিনী সামনে এগোনোর সাথে সাথে বিষাদ আর আনন্দের এক অসাধারণ মেলবন্ধন রচিত হয়েছে প্রতিটি পরতে পরতে।
আরো পড়ুন: ঈদুল আযহা ২০২৫ এ দর্শক মাতাতে আসছে যে নাটকগুলো
পর্দার সামনে ও অন্তরালের কলাকুশলী
পারভেজ ইমামের চিত্রনাট্যে ‘আশিকি’র নির্দেশনা দিয়েছেন ইমরোজ শাওন। সিনেমাটোগ্রাফির কাজ করেছেন খায়ের খন্দকার। প্রযোজনা ও পরিবেশনায় ছিলেন সিএমভি’র এসকে সাহেদ আলী পাপ্পু।
জোভান-নেহার সহশিল্পীরা ছিলেন মাহমুদুল ইসলাম মিঠু, মিলি বাশার, ও অদিতি জামান স্নেহা সহ আরও অনেকে। জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনার একটি চমকপ্রদ ক্যামিও রয়েছে।
গল্পের পাশাপাশি নাটকের বিশেষত্ব হচ্ছে এর গান দুটি। তন্মধ্যে নাটক মুক্তির আগেই ‘ওরে মন’ গানটির জোভান অভিনীত একটি ক্লিপ ভাইরাল হয়। গানটির শিরোনাম ‘দহন’, যার গীতিকার এম এ আলম শুভ, সুর ও কন্ঠ দিয়েছেন সজীব দাস।
আরেকটি গানের শিরোনাম ‘যদি মনটা চুরি করি’, যেটি দ্বৈত ভাবে গেছেন কনা ও সজিব দাস। গানটির কথা লিখেছেন সালাহউদ্দিন সাগর এবং সুর করেছেন সজীব দাস।
আরো পড়ুন: ঈদুল আজহা ২০২৫ এ মুক্তির অপেক্ষায় যে বাংলাদেশি চলচ্চিত্রগুলো
নাটক দেখার পর ট্রেইলার প্রতিক্রিয়া নিয়ে দর্শকদের অবস্থান
ঈদ সপ্তাহ শুরুর আগে ‘ওরে মন’ গানের সেই ভাইরাল দৃশ্যটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার শিকার হন জোভান। নেটিজেনদের অনেকেই তার পারফরমেন্সকে অতিরঞ্জিত বলে কটুক্তি করেন।
কিন্তু নাটকটি পুরো দেখার পর সেই মন্তব্য বদলে যায়। দর্শক ও নাট্য বিশ্লেষক সকলেই ভূয়ষী প্রশংসা করেন নাটকটির। ৮ হাজারেরও বেশি মন্তব্য যুক্ত হয়েছে এই ইউটিউব কন্টেন্টটিতে।
এখন পর্যন্ত ঈদুল আযহা ২০২৫-এর সর্বাধিক আলোচিত নাটকটি হচ্ছে ‘আশিকি’। বিশেষ করে নাটকের নির্মাণশৈলী, গল্প, এবং অভিনয় উঠে আসছে আলোচনায় কেন্দ্রবিন্দুতে।
আরো পড়ুন: পরিবহন পরিষেবায় অনলাইন টিকেট বুকিং ২০২৫: ঘরে বসে বাস, ট্রেন, ও বিমানের টিকেট কাটার উপায়
শেষাংশ
জোভানের ‘আশিকি’ ইউটিউব ভিউ প্রতিদ্বন্দ্বিতায় শাকিব-সাবিলার ‘লিচুর বাগানে’কে ছাড়িয়ে দারুণ চমক সৃষ্টি করেছে। একদিকে ‘আশিকি’র নাটকীয়তা, অন্যদিকে ‘তাণ্ডব’ সিনেমার গানটির অপরিমেয় আবেদন। সব মিলিয়ে চমকটি এবারের ঈদ বিনোদনকে দ্বিগুণ বাড়িয়ে তুলেছে। বিশেষ করে- বাংলাদেশেরই দুটো ধারার কন্টেন্ট একে অপরের সাথে প্রতিযোগিতা করার বিষয়টি যথেষ্ট আশাব্যঞ্জক। উপর্যুপরি, এটি ছোট ও বড় উভয় পর্দার জন্য ইতিবাচক।
১৭৭ দিন আগে
ঈদুল আযহা ২০২৫ এ চরকিতে মুক্তি পাচ্ছে যে চলচ্চিত্রগুলো
এবারের ঈদুল আযহায় চরকি তার গ্রাহকদের জন্য নিয়ে আসছে স্বয়ংসম্পূর্ণ এক প্যাকেজ। এই এক ওটিটিতেই সিনেপ্রেমিরা পেয়ে যাবেন ভরপুর বিনোদন। সেই মহা আয়োজনের নাম ‘বিরাট গরুর হাট’। গ্রামীণফোন নিবেদিত এই আয়োজনে থাকছে দর্শকনন্দিত সেরা ৪টি চলচ্চিত্র। এগুলোর সব কটিই ইতোমধ্যে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে চলতি বছরের রোজার ঈদে। চলুন, দেখে নেয়া যাক- ঈদ আনন্দকে আরও বাড়িয়ে তুলতে কোন সিনেমাগুলো আসছে চরকির পর্দায়।
এই কুরবানী ঈদে চরকিতে দেখা যাবে যে সিনেমাগুলো
.
বরবাদ
এ পর্যন্ত দেশে মুক্তি পাওয়া চলচ্চিত্রগুলোর মধ্যে দর্শক আগ্রহের শীর্ষে রয়েছে সুপারস্টার শাকিব খানের ‘বরবাদ’। এটি রচনা ও পরিচালনার মধ্য দিয়ে চলচ্চিত্র নির্দেশনায় অভিষেক ঘটে মেহেদী হাসান হৃদয়ের। ছবিতে শাকিব খানের নায়িকা হিসেবে নজর কেড়েছিলেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। ২০২৩-এর ব্যবসা সফল মুভি ‘প্রিয়তমা’র পর শাকিবের সাথে এটি ইধিকার দ্বিতীয় কাজ।
অ্যাকশন ছবিটির আরও এক বিশেষ আকর্ষণ ছিলেন ভারতীয় অভিনেতা যীশু সেনগুপ্ত। কলকাতার নায়িকা নুসরাত জাহান এবং মানব সচদেবের আইটেম গান দর্শকমহলে বেশ আলোচিত হয়।
আরো পড়ুন: ঈদুল আযহা ২০২৫ এ দর্শক মাতাতে আসছে যে নাটকগুলো
এছাড়া নানা চরিত্রে দেখা গেছে মিশা সওদাগর, দিলারা জামান, সাম ভট্টাচার্য, শহীদুজ্জামান সেলিম, মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার, রিয়া গাঙ্গুলী চক্রবর্তী, নরেশ ভূঁইয়া, নাদের চৌধুরী, এবং কাজী হায়াৎকে।
দাগি
২০২৩ সালে ব্যাপক প্রতিযোগিতা করেছিলো ‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’ ছবি দুটি। তারপর চলতি বছর দ্বিতীয়বারের মত শাকিবের সাথে চলচ্চিত্র যুদ্ধে অবতীর্ণ হন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। ঈদুল ফিতর ২০২৫-এর সেরা ছবির কাতারে অনায়াসে দ্বিতীয় স্থানটি দখল করে নেয় ‘দাগি’।
নিশোর প্রথম ছবি ‘সুড়ঙ্গ’-এর মত এখানেও তার বিপরীতে নায়িকা হিসেবে ছিলেন তমা মির্জা। একটি বিশেষ চরিত্রে ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরষ্কার জয়ী অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল।
নির্দেশনার পাশাপাশি সিনেমার কাহিনী, চিত্রনাট্য, ও সংলাপ লিখেছেন শিহাব শাহীন। ২০১৫ সালের ‘ছুঁয়ে দিলে মন’-এর পর এটি নির্মাতার দ্বিতীয় মুভি।
আরো পড়ুন: ঈদুল আজহা ২০২৫ এ মুক্তির অপেক্ষায় যে বাংলাদেশি চলচ্চিত্রগুলো
ছবির অন্যান্য অভিনয়শিল্পীরা হলেন শহীদুজ্জামান সেলিম, মনোজ কুমার প্রামানিক, গাজী রাকায়েত, মনিরা আক্তার মিঠু, মিলি বাশার, এবং রাশেদ মামুন অপু।
জংলি
রোজার ঈদে মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্যে আরও একটি সুপরিচিত শিরোনাম ‘জংলি’। এম রাহিমের পরিচালনায় মুভিটির শ্রেষ্ঠাংশে ছিলেন এ সময়কার জননন্দিত তারকা সিয়াম আহমেদ। ছবিতে তার প্রধান সহশিল্পী হিসেবে মুগ্ধতা ছড়িয়েছেন শবনম বুবলী ও প্রার্থনা ফারদিন দীঘি।
এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, এরফান মৃধা শিবলু, এবং সোহেল খানকে।
চক্কর ৩০২
ঈদুল ফিতরে মোশাররফ করিমের ভক্তদের ঈদ আনন্দটা আরও একধাপ বাড়িয়ে দিয়েছিলো ‘চক্কর ৩০২’। সিনেমাটির গল্প লেখা থেকে শুরু করে, পরিচালনা, ও সহ-প্রযোজনা করেছেন এ সময়ের উদীয়মান অভিনেতা শরাফ আহমেদ জীবন।
আরো পড়ুন: পরিবহন পরিষেবায় অনলাইন টিকেট বুকিং ২০২৫: ঘরে বসে বাস, ট্রেন, ও বিমানের টিকেট কাটার উপায়
ছবিতে মোশাররফ করিমের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু।
অন্যান্য কুশিলবদের মধ্যে ছিলেন ইন্তেখাব দিনার, তারিন জাহান, রওনক হাসান, মৌসুমী নাগ, শাশ্বত দত্ত্ব, সারা আলম, সুমন আনোয়ার, আহমেদ গোলাম দস্তগীর শান, ডিকন নূর, ও ফারজানা বুশরা।
শেষাংশ
ঈদুল আযহা ২০২৫-এ চরকির ‘বিরাট গরুর হাট’ হতে যাচ্ছে মহা আড়ম্বড়পূর্ণ। তা বলা বাহুল্য যে, ৪টি ছবির মধ্যে শাকিবের ‘বরবাদ’ দর্শক আগ্রহে অন্যগুলো থেকে অনেকটা এগিয়ে থাকবে। তারপরেই সিনেপ্রেমিদের দৃষ্টি নিবদ্ধ থাকবে নিশোর ‘দাগি’র উপর। একটি উল্লেখযোগ্য সংখ্যক গ্রাহকদের আকষর্ণের কেন্দ্রবিন্দুতে রয়েছে সিয়াম-বুবলির ‘জংলি’। আর ‘চক্কর ৩০২’-এর জন্য মোশাররফ করিম ভক্তদের সরব উপস্থিতি থাকবে ওটিটি দর্শকমহলে। সব মিলিয়ে, এ বছরের সেরা চলচ্চিত্রগুলো আরও একবার নতুন উদ্যমে হৈচৈ তুলতে যাচ্ছে বিনোদন জগতে।
আরো পড়ুন: ২০২৫ সালে ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা
১৮১ দিন আগে
ঈদুল আযহা ২০২৫ এ দর্শক মাতাতে আসছে যে নাটকগুলো
বাংলাদেশে বিনোদন জগতের সবচেয়ে বড় মৌসুম হলো ঈদ। নির্মাতা থেকে শুরু করে অভিনয়শিল্পীরা তাদের সেরা কাজ দেখানোর জন্য রীতিমত মুখিয়ে থাকেন এই সময়টির জন্য। ছোট পর্দার শিল্পীদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটে না। বরং পুরো ঈদ সপ্তাহ জুড়ে মহা সমারোহে সাজানো হয় নাট্যসূচী। টিভির পাশাপাশি ইউটিউব প্ল্যাটফর্মকে উদ্দেশ্য করেও নির্ধারিত হতে থাকে মুক্তির দিনক্ষণ। ২০২৫-এর ঈদুল আযহাতেও মুক্তি পাচ্ছে চমকপ্রদ সব নাটক। পারিবারিক আবেগে মোড়া কাহিনীর সাথে এগুলোতে সমন্বয় ঘটছে চিরাচরিত রোমান্টিক হাস্যরসের। তবে সবকিছুকে ছাপিয়ে দর্শকদের আগ্রহের কেন্দ্রে রয়েছে পুরনো ও উদীয়মান তারকাদের উপস্থিতি। চলুন, সেগুলোর মধ্য থেকে সেরা কয়েকটি নাটকের ব্যাপারে জেনে নেয়া যাক।
আসন্ন কুরবানী ঈদ ২০২৫ এ মুক্তির অপেক্ষায় যে নাটকগুলো
.
ক্ষতিপূরণ
সর্বাধিক আলোচিত শিরোনামটি হলো মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ক্ষতিপূরণ। এর মাধ্যমে দ্বিতীয়বারের মত দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর বোন মালাইকা চৌধুরী। এবার তাকে দেখা যাবে ইয়াশ রোহানের বিপরীতে।
সিদ্দিক আহমেদ রচিত নাটকটির গল্পের বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি। তবে নির্মাতারা জানিয়েছেন যে, এতে সন্তানের প্রতি মায়ের নিঃস্বার্থ ভালবাসার দিকটি প্রতিফলিত হয়েছে। সন্তানের জন্য একজন মায়ের ভালবাসা সকল পরিমাপের উর্ধ্বে। কোনও কিছু দিয়েই এই ঋণের শোধ হয় না। কেননা পৃথিবীর সবচেয়ে অমূল্য এই উপহারের যোগ্য কোনও প্রতিদান নেই।
আরো পড়ুন: ঈদুল আজহা ২০২৫ এ মুক্তির অপেক্ষায় যে বাংলাদেশি চলচ্চিত্রগুলো
এমনি আবেগঘন গল্পকে আরও গভীরতা এনে দিয়েছে আরফিন রুমির একটি গান। গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি সুর ও সঙ্গীতায়োজন করেছেন রুমি নিজেই। গানটির গীতিকার রবিউল ইসলাম জীবন।
নাটকটির অন্যান্য অভিনয়শিল্পীরা হলেন নাদের চৌধুরী, মনিরা আক্তার মিঠু, রাশেদ মামুন অপু, সুষমা সরকার, এমএনইউ রাজু, সমু চৌধুরী, শরীফ ফারজানা বুশরা, এবং আয়মান শিমলা।
‘ক্ষতিপূরণ’ দেখতে চোখ রাখতে হবে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে।
ক্যাফে’তে ভালবাসা
সমসাময়িক লেখক শফিক রিয়ানের এক হৃদয়গ্রাহী গল্পকে নাট্যরূপ দিয়েছেন আনিসুর রহমান রাজীব। নাটকের শিরোনাম- ক্যাফে’তে ভালবাসা, যার শ্রেষ্ঠাংশে রয়েছেন পার্থ শেখ এবং তানিয়া বৃষ্টি। রোমান্টিক ঘরানার নাটকটি তারুণ্যদ্বীপ্ত আবেগের উন্মুক্ত পরিস্ফূটনের দাবি রাখছে।
আরো পড়ুন: পুরুষদের ফরমাল পোশাক ও স্যুট বানানোর জনপ্রিয় কিছু দেশি ব্র্যান্ড
নাটকের বিভিন্ন ভূমিকায় অভিনয় করেছেন শামীম মোল্লা, আনোয়ার শাহ, মৌশিকা, মারিয়া তাবাসসুম এবং অপর্ণা অর্ন্না।
বোহেমিয়ান ঘোড়া
‘মহানগর’ ও ‘মোবারকনামা’র দর্শকরা খুব ভালভাবেই টের পেয়েছেন যে মোশাররফ করিম কেবল রম্য চরিত্রে সেরা নন। প্রতিনিয়ত নিজেকে ছাপিয়ে যাওয়া এই অভিনেতা এবার আসছেন এক অপ্রত্যাশিত রূপে। ঈদ নাটক ‘বোহেমিয়ান ঘোড়া’তে তার ‘আব্বাস’ চরিত্রটি একদম হাস্যরসে ভরপুর। কিন্তু নির্দেশক যেখানে অমিতাভ রেজা চৌধুরী, তখন তো সেখানে ব্যতিক্রম কিছু থাকবেই।
নাটকের আব্বাস একজন ট্রাক চালক, যার জীবন সমূহ বিড়ম্বনায় পর্যুদস্ত। হাজার চেষ্টাতেও তার মুক্তি মেলে না আপদ থেকে। বরং আরও জড়িয়ে যেতে থাকে অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনার আবর্তে।
আরো পড়ুন: ঈদের কেনাকাটায় জনপ্রিয় ১০টি বাংলাদেশি পোশাক ব্র্যান্ড
এমনি পটভূমিতে মোশাররফ করিমের বিপরীতে দেখা যাবে এক ঝাঁক তারকা অভিনেত্রীকে।
তারা হচ্ছেন তানজিকা আমিন, রুনা খান, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, জুঁই করিম, ফারহানা হামিদ, অদিতি এবং বৃষ্টি।
এ সিক্রেট অফ শিউলি
নারী-কেন্দ্রিক এই নাটকটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিঙ্কু। নাম ভূমিকায় রয়েছেন এ সময়ের দর্শকনন্দিত অভিনেত্রী তানজিন তিশা। নাট্য নির্মাণটির মধ্য দিয়ে প্রথমবারের মত তিশার সাথে একত্রে ফ্রেমবন্দি হয়েছেন মীর রাব্বি।
গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শহীদুজ্জামান সেলিম এবং রোজি সিদ্দিকীর মতো অভিজ্ঞ অভিনয়শিল্পীরা।
আরো পড়ুন: অনলাইন ঈদ শপিং ২০২৫: ঘরে বসে কেনাকাটার জন্য তৈরি পোশাকের শীর্ষ ১০ ব্র্যান্ড
নাটকটি আসন্ন ঈদে বাংলাভিশন ড্রামার ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সংসার বিষের বড়ি
সন্তুষ্টি যখন সর্বদা নাগালের বাইরে, তখন সেখানে সুখী হওয়াটা কষ্টসাধ্য ব্যাপার। সংসারের আনাচে-কানাচে বিচ্ছিন্ন ভাবে আনন্দ লুকিয়ে থাকলেও তা প্রায়ই দৃষ্টি এড়িয়ে যায়। কখনও কখনও তা উদাত্ত ভাবে উপেক্ষা করা হয়। এমনি পটভূমিতে এগিয়ে যাবে ‘সংসার বিষের বড়ি’ নাটকের গল্প।
সুজিত বিশ্বাসের রচনায় এর পরিচালনা করেছেন তাইফুর জাহান আশিক।
পারিবারিক নাট্যকেন্দ্রিক এই গল্পের মূল চরিত্রগুলোতে অভিনয় করেছেন মোশাররফ করিম এবং তাসনুভা তিশা।
আরো পড়ুন: কক্সবাজার ইনানী সমুদ্রসৈকত ভ্রমণ: ঘুরে আসুন প্রবাল পাথুরে সৈকতে
নাটকটির প্রযোজনায় রয়েছে হাউস লাবনী ৪।
মায়াডোর
পরিবারের আবেগঘন বিষয়গুলো নিয়ে নির্মিত আরও একটি নির্মাণ ‘মায়াডোর’, যার নির্দেশনা দিয়েছেন ইমরাউল রাফাত। তারকা নির্ভর নাটকটি ইতোমধ্যে বেশ আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এর গল্প এগিয়ে যাবে জীবনের সামাজিক বন্ধন, সম্পর্ক এবং এগুলোর চারপাশে আবর্তিত প্রতিদিনে যাপিত জীবনকে উপজীব্য করে।
এর শ্রেষ্ঠাংশে রয়েছেন শ্যামল মাওলা, তানজিন তিশা, পার্থ শেখ, আয়েশা খান, সমু চৌধুরী এবং চিত্রলেখা গুহ।
‘মায়োডোর’-এর প্রিমিয়ার হবে ক্লাব ইলেভেনের ইউটিউব চ্যানেলে।
আরো পড়ুন: ২০২৫ সালে ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা
পূর্ণতায় তুমি
প্রখ্যাত নাট্যকার চয়নিকা চৌধুরীর ‘পূর্ণতায় তুমি’ এবারের প্রথম সারির রোমান্টিক নাটকগুলোর প্রতিনিধিত্ব করছে। নাটকের প্রধান চরিত্রে দেখা যাবে এ সময়ে সবচেয়ে পরিচিত মুখ নিলয় আলমগীর এবং জান্নাতুল সুমাইয়া হিমি। জনপ্রিয় এই জুটির সাথে চয়নিকা চৌধুরীর এটাই প্রথম কাজ।
চিত্রনাট্যে কাজ করেছেন ইফফাত আরেফিন মাহমুদ এবং প্রযোজনা প্রতিষ্ঠান টেলিহোম।
সহ-অভিনয়শিল্পীদের মধ্যে রয়েছেন অভিষেক সোহাগ এবং টুনটুনি।
আরো পড়ুন: পরিবহন পরিষেবায় অনলাইন টিকেট বুকিং ২০২৫: ঘরে বসে বাস, ট্রেন, ও বিমানের টিকেট কাটার উপায়
শেষাংশ
ঈদুল আযহা ২০২৫-এর এই নাটকগুলোর মুক্তির দিন কাছাকাছি আসার সাথে সাথে এগুলোকে ঘিরে বাড়ছে উৎসবমুখরতা। তন্মধ্যে সর্বাধিক প্রত্যাশিত শিরোনামগুলোর মধ্যে রয়েছে ‘ক্ষতিপূরণ’। এছাড়া মোশাররফ করিমের ‘বোহেমিয়ান ঘোড়া’ এবং ‘সংসার বিষের বড়ি’ আলাদাভাবে আকর্ষণের খোরাক যোগাচ্ছে। ‘মায়াডোর’ এবং ‘পূর্ণতায় তুমি’তে পাওয়া যাবে পারিবারিক বন্ধনের সাথে প্রণয়াশ্রিত আবেগের পরিমিত সন্নিবেশ। রোমান্টিক গল্পপ্রেমিদের জন্য নতুন মুগ্ধতার দাবি রাখছে ‘ক্যাফে-তে ভালবাসা’ এবং ‘এ সিক্রেট অফ শিউলি’।
সব মিলিয়ে ছোট পর্দার এই আয়োজন বাংলাদেশি নাট্যপ্রেমিদের ঈদ বিনোদনে আকর্ষণীয় সংযোজন হতে চলেছে।
১৮৭ দিন আগে
ঈদুল আজহার তারিখ নিয়ে যা জানা গেল
চলতি বছরের পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযু্ক্ত আরব আমিরাত।
দেশটির এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির জ্যোতির্বিদ্যা সংক্রান্ত পূর্বাভাস অনুসারে আগামী ৬ জুন শুক্রবার দেশটি পবিত্র ঈদুল আজহা পালন করা হবে বলে আশা করা হচ্ছে।
গত ৪ এপ্রিল এমন পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।
তবে পূর্বাভাসের ওই তারিখ ঠিক থাকে, তাহলে বাংলাদেশে ৭ জুন ঈদুল আজহার নামাজ আদায় করা হতে পারে।
আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান উল্লেখ করেছেন, আরব আমিরাতে ২৭ মে সকাল ৭টা ২ মিনিটে চাঁদ উঠবে। ওই দিন সূর্যাস্তের ৩৮ মিনিট পর পর্যন্ত চাঁদটি আকাশে দৃশ্যমান থাকবে। এতে অর্ধচন্দ্রটি সহজে দেখা যাবে।
আরও পড়ুন: জাতীয় মসজিদে ঈদুল আযহার জামাত হবে ৫টি
চন্দ্র মাসের হিসাবে বাংলাদেশ সময় অনুযায়ী ২৮ মে জিলহজ্জ মাসের প্রথম দিন পড়বে। আর জুন মাসের ৭ তারিখ হবে জিলহজ্জ মাসের ১০ তারিখ। এদিনই(১০ জিলহজ্জ) পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করা হয়।
আরব আমিরাতের সংস্থাটির পূর্বাভাস যদি ঠিক থাকে এবং মধ্যপ্রাচ্যে ৬ জুন ঈদ হয়, তাহলে বাংলাদেশে ঈদ হবে ৭ জুন। কারণ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পরে সাধারণত বাংলাদেশে চাঁদ দেখা যায়।
উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতে ৫ জুনকে আরাফাতের দিন ধরে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। আর ৬ থেকে ৮ জুন ঈদের ছুটি দেওয়া হয়েছে।
২১৮ দিন আগে
নিউইয়র্ক মাতাচ্ছে 'সুড়ঙ্গ'
ঈদুল আযহায় মুক্তি পাওয়া আলোচিত সিনেমা 'সুড়ঙ্গ'। রায়হান রাফির পরিচালনায় এর মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেক হয় আফরান নিশোর। সঙ্গে জুটি বাঁধেন তমা মির্জা।
বাংলাদেশে ব্যাপক সফলতার পর আমেরিকাতেও বাঙালিদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে 'সুড়ঙ্গ'।
সুখবরটি নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করে রাফি জানান, যুক্তরাষ্ট্রে সিনেমা প্রেমীদের প্রশংসার জোয়ারে ভাসছে 'সুড়ঙ্গ'।
আরও পড়ুন: সৌদি আরবের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘সুড়ঙ্গ’
নিউইয়র্ক ও ক্যালিফোর্নিয়ায় প্রিমিয়ার শো শেষে সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন দর্শকরা।
দেশের বাইরে বিভিন্ন প্রেক্ষাগৃহে একযোগে চলার পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের ৩১টি হলে মুক্তি পায় রায়হান রাফি নির্মিত সিনেমা 'সুড়ঙ্গ'। আগামী ২৮শে জুলাই যুক্তরাষ্ট্র ও কানাডার আরও মোট ১০৮টি হলে মুক্তি পাবে সিনেমাটি।২১ তারিখ জামাইকা মাল্টিপ্লক্সে মুক্তি পায় 'সুড়ঙ্গ'।সেখানে ২৫ তারিখের শো পর্যন্ত হাউজফুল যায়। রাফি তার আরেক পোস্টে এই তথ্যও তুলে ধরেন।
আরও পড়ুন: দর্শক আগ্রহে এগিয়ে ‘সুড়ঙ্গ’, ‘প্রিয়তমা’ ও ‘প্রহেলিকা’
৩০ হলে দেখা যাবে ‘সুড়ঙ্গ’
৮৬৩ দিন আগে
ঈদুল আজহায় সড়ক দুর্ঘটনায় নিহত ২৯৯, আহত ৫৪৪ : যাত্রী কল্যাণ সমিতি
পবিত্র ঈদুল আজহায় যাতায়াতে দেশের সড়ক মহাসড়কে ২৭৭ টি সড়ক দুর্ঘটনায় ২৯৯ জন নিহত ও ৫৪৪ জন আহত হয়েছে। সড়ক, রেল ও নৌ পথে সম্মিলিতভাবে ৩১২টি দুর্ঘটনায় মোট ৩৪০ জন নিহত ও ৫৬৯ জন আহত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সমিতি।
শনিবার সকালে রাজধানীর বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী ঈদুল আজহা-২০২৩ সড়ক দুর্ঘটনা পর্যবেক্ষণ প্রকাশকালে এই তথ্য তুলে ধরেন।
তিনি বলেন, সংগঠনটির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেল প্রতি বছরের ন্যায় এবারো প্রতিবেদনটি তৈরি করে।
প্রতিবেদনে বলা হয়, প্রতিবছর ঈদকেন্দ্রিক সড়ক দুর্ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় সংগঠনটি ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা, অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানির বিষয়টি দীর্ঘ এক দশক ধরে পর্যবেক্ষণ করে আসছে।
আরও পড়ুন: গণপরিবহনে ভাড়া বৃদ্ধির প্রতিবাদ যাত্রী কল্যাণ সমিতির
তিনি বলেন, এবারের ঈদে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও পরিবহন ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়াসহ নানা কারণে লক্ষ্যমাত্রার চেয়ে ৩০ থেকে ৩৫ শতাংশ মানুষের কম যাতায়াত হয়েছে। বর্তমান সরকারের বিগত ১৪ বছরে ধারাবাহিক উন্নয়নের ফলে দেশের সড়ক মহাসড়কের অবস্থা আগের তুলনায় অনেক ভাল ছিল। ঈদের ছুটি ১দিন বাড়ানোর সুফল মিলেছে।
প্রতিবেদনের তথ্যানুযায়ী দেশে ঈদযাত্রায় মোট যাতায়াতের প্রায় ০৮ শতাংশ মোটরসাইকেলে যাতায়াত হয়েছে। হাইওয়ে পুলিশ, জেলা পুলিশসহ সরকারের বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার কঠোর নজরদারির কারণে এবারের ঈদযাত্রা খানিকটা স্বস্তিদায়ক হয়েছে।
তবে, পরিকল্পনার গলদে উত্তরাঞ্চলের পথে যানজটের ভোগান্তির পাশাপাশি কিছু কিছু রুটে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য হলেও কর্তৃপক্ষ বরাবরের মতো দর্শকের ভূমিকা পালন করেছে।
ঈদযাত্রা শুরুর দিন ২২ জুন থেকে ঈদ শেষে কর্মস্থলে ফেরা ০৬ এপ্রিল পর্যন্ত বিগত ১৫ দিনে ২৭৭টি সড়ক দুর্ঘটনায় ২৯৯ জন নিহত ৫৪৪ জন আহত হয়েছে। বিগত ২০২২ সালের ঈদুল আযহায় যাতায়াতের সঙ্গে তুলনা করলে এবারের ঈদে সড়ক দুর্ঘটনা ১৫ দশমিক ১৬ শতাংশ, প্রাণহানি ৩৩ দশমিক ১১ শতাংশ, আহত ৪২ দশমিক ২৭ শতাংশ কমেছে।
উল্লেখিত সময়ে রেলপথে ২৫টি ঘটনায় ২৫ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। নৌ-পথে ১০টি দুর্ঘটনায় ১৬ জন নিহত, আহত ১৫ জন ও ০৬ জন নিখোঁজ হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী বিগত বেশ কয়েক বছর যাবৎ দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেলের অবস্থান থাকলেও এবারের পর্যবেক্ষণে দেখা যায়, পশুবাহী যানবাহনের ব্যাপক চলাচল ও ঈদযাত্রায় নিষেধাজ্ঞা অমান্য করে ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যানের অবাধ চলাচলের কারণে এবারের ঈদে দুর্ঘটনার শীর্ষে রয়েছে ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান।
আরও পড়ুন: মেট্রোরেলের ভাড়া ৫০% কমানোর দাবি যাত্রী কল্যাণ সমিতির
এবারের ঈদে ৮৮টি ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান দুর্ঘটনায় ৯৩ জন নিহত, ১৯৩ জন আহত হয়েছে। যা মোট সড়ক দুর্ঘটনার ৩১ দশমিক ৭৬ শতাংশ। নিহতের ৩১ দশমিক ১০ শতাংশ এবং আহতের ৩৫ দশমিক ৪৪ শতাংশ প্রায়। এর সঙ্গে পাল্লা দিয়ে ৯১টি মোটরসাইকেল দুর্ঘটনায় ৯৪ জন নিহত ও ৭৭ জন আহত হয়েছে। যা মোট দুর্ঘটনার ৩২ দশমিক ৮৫ শতাংশ এবং মোট নিহতের ৩১ দশমিক ৪৩ শতাংশ আর মোট আহতের ১৪ দশমিক ১৫ শতাংশ।
এই সময় সড়কে দুর্ঘটনায় ৮২ জন চালক, ৯ জন পরিবহন শ্রমিক, ৩৫ জন পথচারী, ৪৭ জন নারী, ২৫ জন শিশু, ১৭ জন শিক্ষার্থী, ০৫ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ৪ জন শিক্ষক, ৫ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী নিহত হওয়ার পরিচয় মিলেছে।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের সদস্যরা বহুল প্রচারিত ও বিশ্বাসযোগ্য জাতীয় দৈনিক, আঞ্চলিক দৈনিক ও অনলাইন দৈনিক এ প্রকাশিত সংবাদ মনিটরিং করে প্রতি বছর ঈদযাত্রায় এ প্রতিবেদন তৈরি করে আসছে।
আরও পড়ুন: জানুয়ারিতে ৫৯৩টি সড়ক দুর্ঘটনায় ৫৮৫ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি
৮৮০ দিন আগে
ঈদুল আযহা উপলক্ষে ৫দিন সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর বন্ধ থাকবে
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৫দিন সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর বন্ধ থাকবে। মঙ্গলবার ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান এ তথ্য জানান।
মাকসুদ খান জানান, কোরবানির ঈদে মঙ্গলবার থেকে ৫দিন বন্ধ থাকবে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর।
তিনি আরও বলেন, আগামী রবিবার থেকে বন্দরের স্বাভাবিক কার্যক্রম চলবে।
আরও পড়ুন: ঈদের ছুটিতে হিলি স্থলবন্দরে ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ
ঈদুল আজহা উপলক্ষে ৭ দিন বন্ধ থাকবে সোনাহাট স্থলবন্দর
ঈদুল আজহা: কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দর দিয়ে ৬ দিন বাণিজ্য বন্ধ
৮৯১ দিন আগে
বেনাপোল স্থলবন্দর দিয়ে ৭ দিনে ৪৫ হাজার মানুষ ভারতে গেছেন
ঈদুল আযহার আগে বেনাপোল স্থলবন্দর ব্যবহার করে ভারতগামী যাত্রীর সংখ্যা বেড়েছে। গত সাত দিনে ৪৫ হাজার বাংলাদেশি কেনাকাটা করতে বা ছুটি কাটাতে প্রতিবেশি দেশটিতে গেছেন।
বন্দর সূত্রে জানা গেছে, গত সপ্তাহে প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে প্রায় তিন হাজার থেকে ৩৫০০ বাংলাদেশি ভারতে গেছেন এবং চলতি সপ্তাহে প্রতিদিন যাত্রীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজারে।
তারা বলেছে, প্রায় ৪৫ হাজার যাত্রী বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে গিয়েছে। এই সময়ে প্রায় ২ কোটি ৩০ লাখ টাকা রাজস্ব আয় হয়েছে।
বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়া যাত্রী মোজাফফর রহমান জানান, সপরিবারে ঈদের কেনাকাটা করতে কলকাতা যাচ্ছিলেন। কাপড়ের দাম নাগালের মধ্যে থাকায় মাঝেমধ্যে কলকাতায় যান তিনি।
আরও পড়ুন: ২ দিন পর বেনাপোলে আমদানি-রপ্তানি শুরু
এছাড়া অনেকেই সেখানে ঈদের ছুটি কাটাতে যাচ্ছেন।
যাত্রীদের যাতে ভোগান্তিতে পড়তে না হয় সেজন্য দ্রুত পাসপোর্ট প্রক্রিয়া সম্পন্ন করার ব্যবস্থা করেছে বেনাপোল চেকপোস্ট কর্তৃপক্ষ।
তবে ভারতীয় চেকপোস্টগুলোতে ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বেনাপোল চেকপোস্টের ইমিগ্রেশন অফিসার ইনচার্জ আহসান হাবিব জানান, ঈদুল আজহাকে সামনে রেখে প্রতিদিন গড়ে ৭ হাজার পাসপোর্ট যাত্রী বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতে যাচ্ছেন। আগামী সপ্তাহে এই সংখ্যা ৯ হাজার ছাড়িয়ে যেতে পারে।
আরও পড়ুন: ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র আগমন উপলক্ষে বেনাপোলে ২ দিন আমদানি-রপ্তানি বন্ধ
বেনাপোল বন্দরে ৫ দিন আমদানি-রপ্তানি বন্ধ
৮৯১ দিন আগে
কোরবানির ঈদ সামনে রেখে বেড়েছে রেমিটেন্সের গতি
ঈদুল আযহার আগে বিদেশে থাকা বাংলাদেশিরা চলতি মাসের (জুন) প্রথম ২৩ দিনে ১ দশমিব ৭৯ বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠিয়েছে। এর মধ্যদিয়ে অবশেষে কয়েক মাস স্থবিরতার পরে সরকারি চ্যানেলের রেমিটেন্স প্রাপ্তিতে কিছুটা গতি এসেছে।
পরিসংখ্যানে জানা যায়, ইতোমধ্যেই রেমিটেন্স প্রাপ্তি মে মাসের মোট পরিমাণ ছাড়িয়ে গেছে। মে মাসে মোট রেমিটেন্স প্রাপ্তি ছিল ১ দশমিক ৬৯ বিলিয়ন ডলার। এই প্রবণতা অব্যাহত থাকলে, জুন মাসের শেষে রেমিট্যান্স ২ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। গত মার্চ মাসে রেমিটেন্স প্রবাহ ছিল (২ দশমিক ০২ বিলিয়ন ডলার), এপ্রিল মাসে (১ দশমিক ৬৯ বিলিয়ন ডলার) এবং মে মাসে (১ দশমিক ৬৯ বিলিয়ন ডলার)।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, ঈদ উৎসবে মানুষ বেশি খরচ করে। ঈদুল আযহা উপলক্ষে অনেক প্রবাসী তাদের আত্মীয়-স্বজনের মাধ্যমে বাড়িতে তাদের কোরবানি (সাধারণত গবাদি পশুর কোরবানি) করেন।
আরও পড়ুন: দেশে রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের হুন্ডি পরিহার করতে বলেছেন প্রধানমন্ত্রী
২০২২ সালে রেমিটেন্স প্রাপ্তি ৩.১৭% হ্রাস পেতে পারে: আরএমএমআরইউ
মোবাইল আর্থিক পরিষেবা প্রদানকারীরা সরাসরি আনতে পারবে রেমিটেন্স: বাংলাদেশ ব্যাংক
৮৯২ দিন আগে
জাতীয় মসজিদে ঈদুল আযহার জামাত হবে ৫টি
ঈদের দিন সকাল ৭টা থেকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ঈদুল আজহার পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।
ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঈদের প্রথম জামাত পরিচালনা করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক।
আরও পড়ুন: জাতীয় মসজিদে ঈদুল আজহার প্রথম জামায়াত সকাল ৭টায়
দ্বিতীয়টি সকাল ৮টায় এবং পরবর্তী তিনটি জামাত যথাক্রমে সকাল ৯টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, তবে আবহাওয়াজনিত সমস্যার ক্ষেত্রে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ৫টি ঈদের জামাত অনুষ্ঠিত
জাতীয় মসজিদে ঈদের নামাজের সময়সূচি
৮৯৩ দিন আগে