বিমানের ফ্লাইট
লাগাতার কারিগরি ত্রুটি নিয়ন্ত্রণে বিমানের একাধিক পদক্ষেপ
সম্প্রতি বিমানের কিছু ফ্লাইটে একের পর এক কারিগরি ত্রুটি দেখা দেওয়ার পরিপ্রেক্ষিতে একাধিক তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
গৃহীত পদক্ষেপের আওতায় দুজন কর্মকর্তাকে এরই মধ্যে বদলি করা হয়েছে এবং আরও কয়েকজনের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ ছাড়া, একজন প্রকৌশলী কর্মকর্তাকে শাস্তিমূলক বদলি করা হয়েছে এবং চট্টগ্রামে অন্য একজন প্রকৌশলী কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এবিএম রওশন কবীরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে।
আরও পড়ুন: ২০২৪-২৫ অর্থবছরে বিমানে রেকর্ড ৯৩৭ কোটি টাকা মুনাফা
বিজ্ঞপ্তিতে বিমান জানিয়েছে, ইতোমধ্যে ঢাকা-আবুধাবি ফ্লাইটে টয়লেটের ফ্ল্যাশ সম্পর্কিত ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। চলতি বছরের ১ জুলাই থেকে ১৩ আগস্ট পর্যন্ত ঘটে যাওয়া কারিগরি সমস্যাগুলোর বিস্তারিত পর্যালোচনার জন্য চার সদস্যের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে প্রতিটি ফ্লাইটভিত্তিক ঘটনার রক্ষণাবেক্ষণ রেকর্ড ও অপারেশনাল প্রসেস পর্যালোচনা করে ঘটনার মূল কারণ নির্ধারণ করতে বলা হয়েছে। সেই সঙ্গে কারিগরি সমস্যাগুলোর বিপরীতে কোনো কর্মকর্তা-কর্মচারীর অবহেলা বা গাফিলতি পরিলক্ষিত হলে তার দায়দায়িত্বও চিহ্নিত করতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের সমস্যার পুনরাবৃত্তি রোধে করণীয় বিষয়ে সুপারিশ করবে কমিটি। ১০ কার্যদিবসের মধ্যে কমিটি তার প্রতিবেদন দাখিল করবে। দায়বদ্ধতা নিশ্চিতের অংশ হিসেবে ইতোমধ্যে জনবল ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হয়েছে। দুজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে এবং আরও কয়েকজনকে পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। একজন প্রকৌশলী কর্মকর্তাকে শাস্তিমূলকভাবে বদলি করা হয়েছে এবং চট্টগ্রামে অন্য একজন প্রকৌশলী কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
বিমান আরও জানিয়েছে, কারিগরি সক্ষমতা বাড়াতে বিমান বিভিন্ন আউট স্টেশনে (যেমন: জেদ্দা, দুবাই, মদিনা, দাম্মাম, আবুধাবি ও শারজাহ) অতিরিক্ত চাকা মজুত রাখার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যাতে আপদকালীন প্রয়োজনে দ্রুত চাকা প্রতিস্থাপন করা যায়। এ লক্ষ্যে ইতোমধ্যে প্রয়োজনীয় চাকা সংগ্রহের জন্য ক্রয়াদেশ দেওয়া হয়েছে। এ ছাড়াও, জেদ্দায় বিমানের চাকা ফেটে যাওয়ার ঘটনা তদন্তে পরিচালককে (ফ্লাইট অপারেশনস) নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে পরিচালক (প্রকৌশল ও ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট) ও প্রধান প্রকৌশলীদের সরাসরি তত্ত্বাবধানে তদারকি জোরদার করা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) থেকে রাত্রিকালীন বিশেষ রক্ষণাবেক্ষণ শিফট চালু হয়েছে, সার্বক্ষণিক তত্ত্বাবধানে যা সহায়তা করবে। একইসঙ্গে বিমানের ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেমের পূর্ণাঙ্গ পর্যালোচনা চলছে। এ প্রক্রিয়ায় বোয়িংয়ের সঙ্গে আলোচনা করে কম্পোনেন্ট সার্ভিসেস প্রোগ্রাম (সিএসপি) তালিকা পুনর্বিবেচনা করা হচ্ছে।
আরও পড়ুন: বিমানের ফ্লাইটে একের পর এক যান্ত্রিক ত্রুটি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
এর পাশাপাশি রিকমেন্ডেড স্পেয়ার পার্টস লিস্ট (আরএসপিএল) অনুসারে যন্ত্রাংশের মজুত নতুনভাবে নির্ধারণ করা হচ্ছে। প্রকৃত ব্যবহারিক তথ্যের ভিত্তিতে যন্ত্রাংশ সংগ্রহের জন্য টেইলরড পার্ট প্যাকেজ (টিপিপি) ব্যবস্থা পর্যালোচনায় রয়েছে। একই সঙ্গে প্রকৌশলীদের রি-কারেন্ট প্রশিক্ষণ শুরু করা হয়েছে। দীর্ঘমেয়াদি সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নতুন অ্যাপ্রেন্টিস মেকানিক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। এর মাধ্যমে প্রযুক্তিগত জনবল বাড়ানো ও নিজস্ব দক্ষতা আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রযুক্তিগত নির্ভরযোগ্যতা ও সর্বোচ্চ নিরাপত্তা মান বজায় রাখতে এসব পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
১০৮ দিন আগে
শিগগিরই নিউইয়র্কে বিমানের ফ্লাইট চালু করা হবে: বিমান প্রতিমন্ত্রী
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, খুব অল্পদিনের মধ্যেই নিউয়র্কে বিমানের ফ্লাইট চালু করা হবে।
তিনি বলেন, ফ্লাইট চালুর বিষয়ে আমাদের কাজ অনেকদূর এগিয়েছে। জাপানের নারিতা,মালে,অস্ট্রেলিয়ার সিডনি, গুয়াংজুয়ে ফ্লাইট চালু করা হবে। এছাড়াও নারিদাসহ এসব রুটে ফ্লাইট চালু বিষয়ে অনেকদূর এগিয়েছে এবং খুব শিগগিরই চালু হবে।
সোমবার রাতে কানাডার টরেন্টোর ডাউন টাউনে মেরিয়ট হোটেলে ঢাকা- টরেন্টো ফ্লাইট চালু উপলক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও কানাডায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন কর্তৃক আয়োজিত রিসিপশন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আমাদের প্রেস্টিজ ইস্যু ছিল কানাডায় বিমান নামানোর। কানাডায় বিমান নামিয়েছি। বিশ্বের অনেক বড় বড় দেশ টরেন্টোতে চলৎ (চলনশীল) পায়নি। বাংলাদেশ চলৎ পেয়েছে এটি খুবই গর্বের বিষয়।
আরও পড়ুন: অসুস্থ সেই পাইলটের চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস বিমান প্রতিমন্ত্রীর
তিনি বলেন, বঙ্গবন্ধু বিমানকে ভালোবাসতেন। উনার ইচ্ছা ছিল বিভিন্ন দেশে বিমান যাবে। প্রধানমন্ত্রীর নির্দেশে কানাডায় ফ্লাইট চালু করেছি। জুন মাসে সপ্তাহে তিনদিন চলবে। তবে সপ্তাহে যেন প্রতিদিনই ফ্লাইট চালু করতে পারি সেজন্য সবার সহযোগিতা কামনা করছি।
প্রতিমন্ত্রী বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের থার্ট টার্মিনাল ২০২৩ সালের সেপ্টেম্বর মধ্যে উদ্বোধন করতে পারবো। এটি আন্তর্জাতিক মানের হবে, হিথ্রোসহ বড় বড় দেশের মতো এই বিমানবন্দরে সেবা পাওয়া যাবে। সিলেট রানওয়ে এক্সটেনশন হয়েছে। নতুন আন্তর্জাতিক বিমান বন্দর কাজ চলমান এবং পর্যটনকে আন্তর্জাতিক বাজারে প্রসার করতে কক্সবাজার বিমান বন্দরকে আন্তর্জাতিক মানের করা জন্য কাজ হচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ বিমান জাতীয় পতাকা ধারণ করে বিভিন্ন দেশে যাবে এটি গৌরবের। কোভিডে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই সেক্টর। তবে প্রধানমন্ত্রী কারণে আমাদের তেমন ক্ষতি হয়নি।
মাহবুব আলী বলেন, বিমানে কিছু রিফর্ম এনেছি। ২০১৯ সালে দায় দেনা পরিশোধ করে কোভিড সময়ের পরই ২৭৩ কোটি লাভ করেছি। অথচ পৃথিবীর অনেক বিমান দেউলিযা হয়েছ। প্রধানমন্ত্রীর নির্দেশে এই সংকটে কোনো বিমান স্টাফের চাকরি যায়নি।
বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় স্থায়ী কমিটি সভাপতি র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী বলেন, বিমান উন্নতির দিকে যাচ্ছে। আর উন্নত হবে। টরেন্টো ফ্লাইট চালু হলে দু দেশের বন্ধুত্বের সম্পর্ক আরও বৃদ্ধি পাবে।
১৩৪৮ দিন আগে
ঢাকা-কাঠমান্ডু রুটে বিমানের ফ্লাইট শুরু
ঢাকা-কাঠমান্ডু রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা পুনরায় শুরু হয়েছে।
১৭৫০ দিন আগে
ঢাকা-টরেন্টো হয়ে যুক্তরাষ্ট্রে বিমানের সরাসরি ফ্লাইট অক্টোবরে
চলতি বছরের অক্টোবরে ঢাকা থেকে কানাডার টরেন্টো এবং সেখান থেকে নিউইয়র্কে সরাসরি ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
১৯৮১ দিন আগে