নদীতে ডুবে
খাগড়াছড়িতে নদীতে ডুবে শিশুর মৃত্যু
খাগড়াছড়ির দীঘিনালায় মাইনী নদীতে পড়ে মো. সাইমন নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে দীঘিনালা উপজেলা আল-কোরআন একাডেমির ছাত্র এবং কবাখালী ইউনিয়নের দক্ষিণ মিলনপুর এলাকার মো. খোরশেদ আলম ছেলে।
বুধবার (১৬ জুলাই) দুপুরে স্কুল ছুটি হওয়ার পর সাইমন তার ছোট ভাইসহ নদীর পাশে তাদের চাচার সাথে দেখা করতে যাচ্ছিল। হাঁটার সময় ছোট ভাই সাইমের একটি জুতা নদীতে পড়ে গেলে বড় ভাই সেটি তুলতে পানিতে পড়ে স্রোতে ভারসাম্য হারিয়ে সে পানিতে তলিয়ে যায়। ছোট ভাই সাইম তখন আতঙ্কে আশেপাশের লোকজনকে ডাকাডাকি করে।
পড়ুন: দিনাজপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু, রাবার ড্যামে কিশোর নিখোঁজ
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দীঘিনালা ফায়ার সার্ভিস। স্থানীয় লোকজনের সহায়তায় প্রায় আধা ঘণ্টার চেষ্টায় মাইনী ব্রিজ সংলগ্ন নদীর আংটির পাশে শিশুটিকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।
দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা পংকজ বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। স্থানীয়দের সহায়তায় আমরা শেষ পর্যন্ত শিশুটিকে উদ্ধার করি। তবে তখন সে আর বেঁচে ছিল না।’
১৪১ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মহানন্দা নদীতে ডুবে ইয়াসিন আল ইসলাম নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রবিবার (১ জুন) দুপুর ২টার দিকে উপজেলার বোয়ালিয়া কাঞ্চনতলা মহানন্দা নদীর মসজিদ ঘাটে এই ঘটনা ঘটে।
নিহত ইয়াসিন আল (২০) ইসলাম উপজেলার আলিনগর ইউনিয়নের আলিনগর গ্রামের মৃত বাইরুল ইসলামের ছেলে।
এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন জানান, ইয়াসিন রবিবার দুপুরে মহানন্দা নদীর কাঞ্চনতলা মসজিদ ঘাটে গোসল করতে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। বিকাল পর্যন্ত বাড়িতে না ফেরায় তার পরিবার খোঁজাখুঁজি শুরু করে। সন্ধ্যায় এক ব্যক্তি ইয়াসিনের মোবাইল নদীর পাড়ে পড়ে থাকতে দেখে তা রিসিভ করে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন।
আরও পড়ুন: মেজর সিনহা হত্যা: হাইকোর্টে ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল
ওসি আরও জানান, খবর পেয়ে প্রথমে গোমস্তাপুর ফায়ার সার্ভিস এবং পরে রাজশাহীর ডুবুরি দল ঘটনাস্থলে এসে সোমবার (২ জুন) সকাল ৯টার দিকে মহানন্দা নদী থেকে তার লাশ উদ্ধার করে। পরে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে বলে নিশ্চিত করেন ওসি
১৮৬ দিন আগে
রংপুরে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু
রংপুরে নদীতে গোসল করতে নেমে ২ শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২৬ জুন) দুপুরে নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের ভুরারঘাটে ঘাঘট নদীতে গোসল করতে নেমে তাদের মৃত্যু হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে খালে ডুবে দুই শিশু নিখোঁজ
নিহতরা হলো- আজমাইন (১১) ভুরারঘাট এলাকার আনিসুল ইসলামের মেয়ে এবং জিম (৭) রতন মিয়ার ছেলে। নিহতরা সম্পর্কে জ্যাঠাত-চাচাতো ভাই-বোন।
আজমাইন স্থানীয় নর্থ বেঙ্গল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণি ও জিম ওই প্রতিষ্ঠানের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের টিম লিডার আতাউর রহমান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে ২ শিশুর লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: দিনাজপুরে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
শরীয়তপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
৫২৬ দিন আগে
জয়পুরহাটে প্রতিমা বির্সজনের সময় নদীতে ডুবে ২ এসএসসি ফলপ্রার্থী নিখোঁজ
জয়পুরহাটের সদর উপজেলায় ছোট যমুনা নদীতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে এসএসসি ফলপ্রার্থী দুই কিশোর বন্ধু পানি ডুবে নিখোঁজ হয়েছে।
বুধবার দুপুর আড়াইটার দিকে চকশ্যাম এলাকায় নদীর চকশ্যাম ব্রিজের নিকটবর্তী স্থানে এ নিখোঁজের ঘটনাটি ঘটে।
নিখোঁজ তন্ময় (১৬) ও সঞ্জিতের (১৭) বাড়ি জয়পুরহাট শহরের পৌর এলাকার শান্তিনগর মহল্লায়।
নিখোঁজ তন্ময় ও সঞ্জিত এবার এসএসসি (মাধ্যমিক) পরীক্ষা দিয়েছে।
এ দিকে এ নিখোঁজের খবর জানতে পেয়ে জয়পুরহাটের সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রæত ঘটনাস্থলে গিয়ে ছোট যমুনা নদীতে নেমে উদ্ধার অভিযান শুরু করেছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
তাদের পাশাপাশি পুলিশ ও স্থানীয়রাও নিখোঁজ কিশোরদের উদ্ধারে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের একজনকেও উদ্ধার করা সম্ভব হয় নি ।
স্থানীয়রা জানান, বুধবার দুপুর আড়াইটা থেকে ৩টার মধ্যে এ ঘটনা ঘটে। ওই সময় ছোট যমুনা নদীতে কালি প্রতিমা বিসর্জন দিতে অন্যান্যদের সঙ্গে দুই বন্ধু তন্ময় ও সঞ্জিতও সেখানে যায়। তারা ঢোল বাজাতে বাজাতে হঠাৎ নদীতে পড়ে নিখোঁজ হয়।
জয়পুরহাট সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মহীউদ্দীন এ তথ্য নিশ্চিত করে জানান, নিখোঁজ দুই কিশোরদের উদ্ধারে রাজশাহী থেকে ডুবুরির দল জয়পুরহাটের পথে রওনা হয়েছে।
খবর পেয়ে জয়পুরহাট সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রæত ঘটনাস্থলে গিয়ে ছোট যমুনা নদীতে নেমে নিখোঁজ কিশোরদের খুঁজতে শুরু করে। তাদের সঙ্গে যোগ দেয় পুলিশ ও স্থানীয় এলাবাসীরাও।
সন্ধ্যা ৭টায় জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, সন্ধ্যা ৭টায় শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ কিশোরদের কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।
তবে এ ব্যাপারে সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের রাজশাহী বিভাগীয় অফিসকে খবর দেয়া হলে এ উদ্ধার অভিযানে অংশ নিতে রাজশাহী থেকে ডুবুরির দল জয়পুরহাটে রওনা হয়েছে।
রাতের যে কোন সময় তারা জয়পুরহাটের চকশ্যামের ঘটনাস্থলে এসে পৌঁছাবে।
আরও পড়ুন: সিলেটে নিখোঁজের ৭দিন পর মাদরাসাছাত্র উদ্ধার
সিলেটে একদিনের ব্যবধানে দুই মাদরাসার ছাত্র নিখোঁজ
১১৪২ দিন আগে
দিনাজপুরে নদীতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
দিনাজপুরের ফুলবাড়ীতে স্থানীয় ছোট যমুনা নদীতে ডুবে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার বিকাল ৪ টার দিকে উপজেলার চাঁদাপাড়া এলাকায় এই মৃত্যুর ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম রিজভি আহম্মেদ রাহাত (১৬)। সে ফুলবাড়ী পৌর শহরের কাঁটাবাড়ী গ্রামের রজব আলীর ছেলে এবং স্থানীয় সুজাপুর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
আরও পড়ুন: করতোয়া নদীতে ডুবে শিশুর মৃত্যু
স্থানীয়রা জানান, সহপাঠী নিরব, সৌমিক, শেখ সাদী সিজান, মাহাতাবের সঙ্গে ছোট যমুনা শাখা নদীর চাঁদপাড়া এলাকায় গোসল করতে নামে তারা। অন্যান্যরা তীরে উঠতে পারলেও পানিতে তলিয়ে যায় রাহাত। স্থানীয়দের সঙ্গে উদ্ধার অভিযানে অংশ নেন ফুলবাড়ীর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা। দুই ঘণ্টা চেষ্টায় বিকাল ৪টার দিকে রাহাতের লাশ উদ্ধার করেন তারা।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম জানান, সুরতহাল রিপোর্ট করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
থানায় অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: টাঙ্গন নদীতে ডুবে নিহত ১
শিবগঞ্জে পাগলা নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
১১৮৬ দিন আগে
করতোয়া নদীতে ডুবে শিশুর মৃত্যু
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শনিবার করতোয়া নদীতে ডুবে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
মৃত সামিউল ইসলাম উপজেলার বড়হর গ্রামের পিলু মিয়ার ছেলে।
আরও পড়ুন: কালীগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু
উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার সাইফুল ইসলাম জানান, শনিবার দুপুর ১টার দিকে শিশু সামিউলকে সঙ্গে নিয়ে তার নানী বাড়ির পাশে করতোয়া নদীর বাঁশহাটা ঘাটে গোসল করতে যান। সামিউলকে নদীর ঘাটের বসিয়ে রেখে নানী নদীতে গোসল করতে নামেন। এই সময় নানীর অলক্ষ্যে সামিউল নদীতে নেমে ডুবে গেলে তার নানীর চিৎকারে স্থানীরা এগিয়ে এসে তাকে অনেক খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়।
পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে ফায়ার সার্ভিস সদস্যরা সামিউলকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয় এবং রাজশাহী ডুবুরিদলকে খবর দেয়া হয়। পরে তারা সন্ধ্যা ৬টার দিকে শিশু সামিউলের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
আরও পড়ুন: নড়াইলে মধুমতি নদীতে ডুবে শিশুর মৃত্যু
এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন করিব জানান, কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
১২৯৩ দিন আগে
সাঙ্গু নদীতে ডুবে পর্যটকের মৃত্যু, ভাইবোন নিখোঁজ
বান্দরবানে ঝর্ণার পানিতে গোসল করতে গিয়ে সাঙ্গু নদীতে ডুবে মারিয়া ইসলাম (১৯) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আহনাফ আকিব (২২) ও মারিয়া আদনীন (১৯) নামে দুই সহোদর নিখোঁজ রয়েছেন।
আরও পড়ুন: তুরাগ নদীতে ডুবে ৩ ছাত্রীর মৃত্যু, নিখোঁজ ১
জানা গেছে, গত বুধবার (২২ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জ থেকে ১০ জনের একটি পর্যটকের দল বান্দরবান ভ্রমণে যান। শুক্রবার দুপুরে তারা নৌকা নিয়ে সাঙ্গু নদীর উজানে জেলা শহর থেকে ১২ কিলোমিটার দূরে রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের বাদুড়া ঝর্ণায় যায়। সেখানে বিকাল ৩টার দিকে সবাই ঝর্ণার পানিতে গোসল করতে নামে। এক পর্যায়ে ঝর্ণার প্রবল স্রোতে আকিব ও মারিয়া আদনীন তলিয়ে নিখোঁজ হন। তাদের উদ্ধার করতে অন্যরাও চেষ্টা চালায়। এই সময় আহানাফ আকিবও পানিতে তলিয়ে যান।
পরে স্থানীয়রা অচেতন অবস্থায় মারিয়াকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: চাকরিতে যোগদানের ৩ দিন আগে নদীতে ডুবে যুবকের মৃত্যু
বান্দরবান টুরিস্ট পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ এরহাদ হোসেন জানান, এখন পর্যন্ত একজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ অপর দু’জনের সন্ধানে শুক্রবার থেকে সেনাবাহিনী, পুলিশ ও দমকল বাহিনী কাজ করে যাচ্ছে।
১৪৪১ দিন আগে
কালীগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে শনিবার সকালে নদীতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে।
১৮৩৩ দিন আগে
চাকরিতে যোগদানের ৩ দিন আগে নদীতে ডুবে যুবকের মৃত্যু
চাকরিতে যোগদানের মাত্র তিন দিন আগে নড়াইলের কালিয়ায় চিত্রা নদীতে গোসল করার সময় ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে।
১৮৯৪ দিন আগে
খালার বাড়িতে এসে নদীতে ডুবে ৩ শিশুর মৃত্যু
কুড়িগ্রামের রৌমারীতে কলেজপাড়া গ্রামে খালার বাড়িতে বেড়াতে এসে বৃহস্পতিবার দুপুরে সোনাভরি নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।
১৯১৯ দিন আগে