চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মহানন্দা নদীতে ডুবে ইয়াসিন আল ইসলাম নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রবিবার (১ জুন) দুপুর ২টার দিকে উপজেলার বোয়ালিয়া কাঞ্চনতলা মহানন্দা নদীর মসজিদ ঘাটে এই ঘটনা ঘটে।
নিহত ইয়াসিন আল (২০) ইসলাম উপজেলার আলিনগর ইউনিয়নের আলিনগর গ্রামের মৃত বাইরুল ইসলামের ছেলে।
এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন জানান, ইয়াসিন রবিবার দুপুরে মহানন্দা নদীর কাঞ্চনতলা মসজিদ ঘাটে গোসল করতে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। বিকাল পর্যন্ত বাড়িতে না ফেরায় তার পরিবার খোঁজাখুঁজি শুরু করে। সন্ধ্যায় এক ব্যক্তি ইয়াসিনের মোবাইল নদীর পাড়ে পড়ে থাকতে দেখে তা রিসিভ করে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন।
আরও পড়ুন: মেজর সিনহা হত্যা: হাইকোর্টে ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল
ওসি আরও জানান, খবর পেয়ে প্রথমে গোমস্তাপুর ফায়ার সার্ভিস এবং পরে রাজশাহীর ডুবুরি দল ঘটনাস্থলে এসে সোমবার (২ জুন) সকাল ৯টার দিকে মহানন্দা নদী থেকে তার লাশ উদ্ধার করে। পরে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে বলে নিশ্চিত করেন ওসি