পুলিশ সদর দপ্তর
সংখ্যালঘু নির্যাতনের অধিকাংশ ঘটনায় সাম্প্রদায়িকতার প্রমাণ মেলেনি: পুলিশ সদর দপ্তর
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও সংখ্যালঘু ঐক্য মোর্চার ব্যানারে সম্প্রতি অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সংখ্যালঘুদের ওপর সহিংসতা ও হত্যার তথ্য উপস্থাপন করা হয়। এ বিষয়ে মঙ্গলবার (১৫ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সদর দপ্তর জানিয়েছে, এসব ঘটনার অধিকাংশই সাম্প্রদায়িক নয়, বরং ব্যক্তিগত, পারিবারিক, আর্থিক বিরোধ ও অন্যান্য সাধারণ অপরাধসংক্রান্ত।
ঐক্য পরিষদের সাংবাদিক সম্মেলনে জানানো হয়, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে ২৭ জন নিহত হয়েছেন এবং গত ১১ মাসে ২ হাজার ৪৪২টি সাম্প্রদায়িক হামলা ও সহিংসতার ঘটনা ঘটেছে।
এ প্রসঙ্গে পুলিশ জানায়, নিহত ২৭ জনের ঘটনায় ২২টি হত্যা মামলা এবং ৫টি অপমৃত্যুর মামলা হয়েছে। খুনের পেছনে জমি সংক্রান্ত বিরোধ, আর্থিক লেনদেন, ডাকাতি, সন্ত্রাসী আক্রমণ এবং পারিবারিক কলহের মতো কারণ ছিল।
এছাড়া ৩ জন আত্মহত্যা করেছেন এবং ১১ জনের লাশ উদ্ধার করা হলেও এখনো তদন্ত চলছে। ইতোমধ্যে এসব ঘটনায় ৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে, ১৫ জন আদালতে আত্মসমর্পণ করেছে এবং ১৮ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, এসব হত্যাকাণ্ডের পেছনে সাম্প্রদায়িক কোনো উদ্দেশ্য পাওয়া যায়নি।
এদিকে, সংবাদ সম্মেলনে ধর্ষণ ও যৌন নিপীড়নের ২০টি ঘটনার কথা বলা হলেও পুলিশ জানায়, এর মধ্যে ১৬টি ঘটনায় মামলা হয়েছে এবং ২৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনটি ঘটনায় কোনো অভিযোগ হয়নি। রাজশাহীর তানোর ও মাগুরার দুটি ঘটনায় অভিযোগের সত্যতা মেলেনি বলেও জানায় পুলিশ।
গত বছরের ৪ থেকে ২০ আগস্ট পর্যন্ত ২০১০টি সহিংসতার কথা বলা হলেও পুলিশ ৫৬টি জেলায় যাচাই করে ১৪৫৭টি ঘটনার সত্যতা পেয়েছে। এসব ঘটনায় ৬২টি মামলা এবং ৯৫১টি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: প্রাথমিকে প্রধান শিক্ষকের শূন্য পদগুলো দ্রুত পূরণের নির্দেশ প্রধান উপদেষ্টার
পুলিশ জানায়, ১৭৬৯টি সহিংসতার মধ্যে ১৪৫২টি ঘটনার সময়কাল ছিল ২০২৪ সালের ৫ আগস্ট। এদের ১২৩৪টি ছিল রাজনৈতিক বিরোধজনিত। এছাড়া পূজা মণ্ডপ ও উপাসনালয় সংক্রান্ত ১২৭টি সহিংসতার মধ্যে ৬৬টি মামলায় ৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মন্দির ও পারিবারিক মন্দিরে চুরি, প্রতিমা ভাঙচুর, অগ্নিসংযোগ ও জমি দখলসংক্রান্ত ৬০টি অভিযোগ নিয়ে পুলিশ জানায়, ২০টি চুরির ঘটনায় ১৪টি মামলা ও ৫টি জিডি হয়েছে। ২৪টি প্রতিমা ও মন্দির ভাঙচুরের ঘটনায় ১৮টি মামলা হয়েছে এবং ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অগ্নিসংযোগের ৪টি ঘটনায় কোনো নাশকতার প্রমাণ মেলেনি। জমি সংক্রান্ত ছয়টি অভিযোগের কোনোটিই দখলের ঘটনা হিসেবে প্রমাণিত হয়নি। খিলক্ষেতে রেলওয়ের জায়গায় উচ্ছেদ, বগুড়ায় শ্মশানঘাটে ভাঙচুরসহ অন্যান্য ঘটনাগুলো প্রশাসনের হস্তক্ষেপে মীমাংসা করা হয়েছে।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত পদক্ষেপ নিচ্ছে এবং প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
১৪৩ দিন আগে
অভ্যুত্থানে হত্যার ঘটনায় ১৬৯৫ মামলা দায়ের, অক্টোবরে গ্রেপ্তার ৩১৯৫: পুলিশ সদর দপ্তর
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতাকে হত্যার উদ্দেশ্যে হামলাকারী, হত্যার ইন্ধনদাতা ও নির্দেশ দাতাদের বিরুদ্ধে এখন পর্যন্ত দেশের বিভিন্ন থানায় ১ হাজার ৬৯৫টি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগরের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে অক্টোবর মাসেই ৩ হাজার ১৯৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে তৎকালীন সরকারি দলের নেতৃস্থানীয় ৭৪ জন রয়েছেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ চলমান।
আরও পড়ুন: লুণ্ঠিত ১০৯৭ অস্ত্র উদ্ধার: পুলিশ সদর দপ্তর
এতে আরও বলা হয়, বিগত সরকারের আমলে রাজনৈতিক দলের ছত্রছায়ায় যারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত ছিল তাদের বিরুদ্ধেও মামলা, গ্রেপ্তারসহ আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।
বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছাত্র-জনতা ও আপামর জনসাধারণের এক্ষেত্রে শঙ্কিত হবার কোনো কারণ নেই। পুলিশের সেবা হবে হয়রানি মুক্ত, জনবান্ধব। কেউ যেন অযথা হয়রানির শিকার না হয় তা বাংলাদেশ পুলিশ নিশ্চিত করবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বৈষম্যহীন সমাজ গঠন এবং মানুষের সব অধিকার নিশ্চিতে বৈষম্যবিরোধী আন্দোলনকে যুগান্তকারী মাইলফলক বলে উল্লেখ করা হয়েছে এতে। এ আন্দোলন সবার জন্য অমিত সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে উল্লেখ করে, এ অগ্রযাত্রায় ছাত্র-জনতা ও আপামর জনসাধারণের সঙ্গে কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনে পুলিশ নিত্য সারথী হয়ে কাজ করতে বদ্ধপরিকর বলেও জানানো হয়।
আরও পড়ুন: লুট হওয়া ৮২৬টি অস্ত্র উদ্ধার হয়েছে: পুলিশ সদর দপ্তর
৪১৭ দিন আগে
লুণ্ঠিত ১০৯৭ অস্ত্র উদ্ধার: পুলিশ সদর দপ্তর
সাম্প্রতিক সময়ে থানা, পুলিশ লাইন, পুলিশ ফাঁড়ি ও বিভিন্ন স্থান থেকে মঙ্গলবার পর্যন্ত লুণ্ঠিত ১ হাজার ৯৭টি অস্ত্র উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশ সদর দপ্তর আজ বিকালে এ তথ্য জানিয়েছে।
আরও পড়ুন: লুট হওয়া ৩০৯টি অস্ত্র উদ্ধার হয়েছে: পুলিশ সদর দপ্তর
এ পর্যন্ত ২০ হাজার ৭৭৮ রাউন্ড গুলি, এক হাজার ৪৮২টি কাঁদানে গ্যাসের শেল, ৭১টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে।
৫ আগস্টের আগে ও পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা চালিয়ে থানা ও অন্যান্য সংরক্ষিত এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ লুট করা হয়।
সারাদেশে লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরাও কাজ করে যাচ্ছেন।
আরও পড়ুন: লুট হওয়া ৮২৬টি অস্ত্র উদ্ধার হয়েছে: পুলিশ সদর দপ্তর
৪৭১ দিন আগে
আরও ১৭৭ থানার কার্যক্রম শুরু: পুলিশ সদর দপ্তর
শনিবার বিকেল ৩টা পর্যন্ত দেশের আরও ১৭৭টি থানায় কার্যক্রম চালু হয়েছে।
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, দেশব্যাপী ৬৩৯টি থানার মধ্যে মোট সক্রিয় থানার সংখ্যা দাঁড়িয়েছে ৫৩৮টিতে।
আরও পড়ুন: বিক্ষোভের মুখে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা স্থগিত
এর মধ্যে মেট্রোপলিটন থানা ৮৪টি এবং জেলা থানা ৪৫৪টি।
টানা তিন দিন বন্ধ থাকার পর শুক্রবার দেশের ৩৬১টি থানা ফের চালু হয়েছে।
পুলিশ সদর দপ্তর জানায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এলাকার প্রায় সব থানায় হামলা ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
যেসব স্টেশনে ন্যূনতম ক্ষয়ক্ষতি হয়েছে সেসব স্টেশনে এখন আবার কার্যক্রম শুরু হয়েছে। গুরুতর ক্ষতিগ্রস্তদের জন্য, নাম প্রকাশে অনিচ্ছুক একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা বলেছেন, বিকল্প ব্যবস্থার মাধ্যমে কয়েক দিনের মধ্যে কার্যক্রম পুনরায় চালু করা হবে।
আরও পড়ুন: হিন্দু সম্প্রদায়ের সুরক্ষার দাবিতে শাহবাগে বিক্ষোভ চলছে
নতুন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধান উপদেষ্টা ড. ইউনূস
৪৮১ দিন আগে
সিরাজগঞ্জ ও কুমিল্লায় ১৪ পুলিশ নিহত
সিরাজগঞ্জের এনায়েতপুর থানা ও কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানায় দুর্বৃত্তদের হামলায় ১৪ পুলিশ সদস্য নিহত হয়েছেন।
আরও পড়ুন: সিলেটে গুলিতে ২ জন নিহত
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, অসহযোগ আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী সহিংসতায় এসব পুলিশ সদস্য নিহত হন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে দেশজুড়ে বিক্ষোভকারী, পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৫৫ জন নিহত এবং ৬০০ জনেরও বেশি আহত হয়েছেন।
আরও পড়ুন: সোমবার থেকে ৩ দিনের সাধারণ ছুটি ঘোষণা
৪৮৭ দিন আগে
নাশকতাকারীদের শনাক্ত করতে জনসাধারণের সহযোগিতা চেয়েছে পুলিশ সদর দপ্তর
আন্দোলনরত শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে অগ্নিসংযোগ, ধ্বংসযজ্ঞ চালানো, নাশকতাকারী ও দুর্বৃত্তদের তথ্য বা ছবি বা ভিডিও ফুটেজ সরবরাহ করে জনগণের সহযোগিতা চেয়েছে পুলিশ সদর দপ্তর।
বুধবার (২৪ জুলাই) সংক্ষিপ্ত বার্তায় পুলিশ সদর দপ্তর জনসাধারণকে সহযোগিতার আহ্বান জানিয়েছে।
আরও পড়ুন: বগুড়ায় ভুয়া এএসপি গ্রেপ্তার, পুলিশ সদর দপ্তরের জাল চিঠি উদ্ধার
পাশাপাশি নাশকতার ছবি বা ভিডিও ফুটেজ সংগ্রহের ক্ষেত্রেও সহায়তা চেয়েছে পুলিশ।
পুলিশ সদর দপ্তর তথ্যদাতাদের পরিচয় গোপন রাখার বিষয়টিও নিশ্চিত করেছে।
পুলিশ সদর দপ্তরে ০১৩২০০০১২২২ অথবা ০১৩২০০০১২২৩ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।
আরও পড়ুন: মামলাগুলো সতর্কতার সঙ্গে তদন্ত করুন: পুলিশ সদর দপ্তর
অপরাধীদের আইনের আওতায় আনতে হত্যার রহস্য উদঘাটন করুন: পুলিশ সদর দপ্তর
৪৯৮ দিন আগে
অপরাধীদের আইনের আওতায় আনতে হত্যার রহস্য উদঘাটন করুন: পুলিশ সদর দপ্তর
মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নিবিড় তদন্তের মাধ্যমে হত্যা মামলার প্রকৃত ঘটনা উদঘাটন করে অপরাধীদের আইনের আওতায় আনার নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর।
রবিবার পুলিশ সদর দপ্তরের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. আতিকুল ইসলাম।
আরও পড়ুন: হেলমেট পড়া মোটরসাইকেল চালকদের পুলিশের ফুল-চকোলেট উপহার
সকল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং জেলা পর্যায়ের পুলিশ সুপাররা (এসপি) ভার্চুয়ালি সভায় অংশ নেন।
এ সময় পুলিশ সদর দপ্তরের ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) ওয়াই এম বেলালুর রহমান, ডিআইজি (অপারেশনস) মো. হায়দার আলী খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে এআইজি (ক্রাইম অ্যানালাইসিস) সুনন্দা রায় চলতি বছরের অক্টোবর মাসে দেশের সার্বিক অপরাধ পরিস্থিতি যেমন ছিনতাই, ডাকাতি, চুরি, ডাকাতি, খুন, অস্বাভাবিক মৃত্যু, সড়ক দুর্ঘটনা, নারী নির্যাতনের তথ্য এবং শিশু, ধর্ষণ, মাদক ও অস্ত্র উদ্ধার ইত্যাদি তুলে ধরেন।
বিভিন্ন মামলার পরিসংখ্যান পর্যালোচনা করে সভায় জানানো হয়, গত সেপ্টেম্বর মাসের তুলনায় অক্টোবরে এ ধরনের অপরাধে মোট নথিভুক্ত মামলার সংখ্যা কমেছে।
আরও পড়ুন: পুলিশের সার্জেন্ট পদে চাকরি: জনবল নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ
শেরপুরে বিএনপি’র সঙ্গে সংঘর্ষে ৬ পুলিশসহ আহত ২১, আটক ১৬
১১০৩ দিন আগে
পরীমণি-সাকলাইন ঘটনা তদন্তে কমিটি
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমণির সাথে ডিবি কর্মকর্তা গোলাম সাকলায়েন শিথিলের সম্পর্ক তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
রবিবার রাতে পুলিশ সদর দপ্তর ইউএনবিকে বিষয়টি নিশ্চিত করেছে।
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (ট্রেনিং) মিয়া মাসুদ করিমকে কমিটির প্রধান করা হয়েছে। অন্য দুই সদস্য হলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন সেন্টারের উপ-কমিশনার (ডিসি) হামিদা পারভীন এবং সিআইডির ফরেনসিক বিভাগের বিশেষ পুলিশ সুপার (এসএস) রুমানা আক্তার।
কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
জানা গেছে, গত ১৩ জুন ঢাকা বোট ক্লাবে গিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ করেন চলচ্চিত্র নায়িকা পরীমণি। এরপর পরীমণির মামলায় আসামি হিসেবে ক্লাব নেতা ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়। পরে এই ঘটনায় গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ পরীমণিকে গোয়েন্দা কার্যালয়ে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। তখন থেকেই গোলাম সাকলায়েনের সাথে পরিচয় হয় পরীমণির। এরপর থেকেই তাদের মধ্যে যোগাযোগ শুরু হয়।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, মামলা তদন্তের সূত্রে পরিচয় থেকে ওই গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে প্রেমে জড়ান পরীমণি। তবে বুধবার রাতে বনানীর ফ্ল্যাট থেকে পরীমণিকে আটকের পর জিজ্ঞাসাবাদে গোয়েন্দা কর্মকর্তা গোলাম সাকলায়েনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ফাঁস হয়।
সম্প্রতি ফাঁস হওয়া একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত ১ আগস্ট সকাল ৮টার দিকে পরীমণি নিজের গাড়ি নিয়ে গোলাম সাকলায়েনের বাসায় যান। প্রায় ১৮ ঘণ্টা পর রাত ২টার দিকে পরীমণি ওই বাসা থেকে বের হয়ে যান।
প্রতিবেদনের পর গুলশান বিভাগের এডিসি গোলাম সাকলায়েনকে ডিবির সব ধরনের কার্যক্রম থেকে অপসারণ করা হয় এবং শনিবার তাকে পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট-পিওএম (পশ্চিম) বিভাগে বদলি করা হয়।
এ সম্পর্কিত আরও খবর: পরীমণিকাণ্ডে ডিবির এডিসি সাকলায়েনকে বদলি
পরীমণিকে কি মিডিয়া অ্যাওয়ার্ড দেয়া হবে?
পরীমণি চারদিনের রিমান্ডে
১৫৭৯ দিন আগে
৪৬ ঘণ্টায় মুভমেন্ট পাসের জন্য ১৬ কোটি আবেদন
সপ্তাহব্যাপী কঠোর লকডাউনে জরুরি চলাচল নিয়ন্ত্রণ করতে ডিএমপিরচালু করা মুভমেন্ট পাস অ্যাপটিতে মাত্র ৪৬ ঘণ্টার মধ্যে প্রায় ১৬ কোটি নক/হিট পেয়েছে।
পুলিশ ইতোমধ্যে প্রায় ৩ লাখ ১৬ হাজার ৮০১টি পাস ইস্যু করেছে।
পুলিশ সদর দপ্তরের সূত্র ইউএনবির কাছে এই তথ্য নিশ্চিত করেছে।
ওয়েবসাইট থেকে প্রাপ্ত ডাটাবেজের একটি পর্যালোচনা থেকে দেখা যায় যে, মঙ্গলবার সকাল ১১টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে মুভমেন্ট পাসের জন্য প্রায় ১৫ কোটি ৯৯ লাখ ২২ হাজার ৬৫টি আবেদন জমা পড়ে।
আরও পড়ুন: লকডাউন বিধিনিষেধ কঠোরভাবে অনুসরণ করার আহ্বান আইজিপি’র
অর্থাৎ ওয়েবসাইটটি প্রতি মিনিটে প্রায় ৫৭ হাজার ৯৪২টি নক পেয়েছে।
এর আগে, মঙ্গলবার পুলিশে মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ মুভমেন্ট পাস অ্যাপটি চালু করেন।
কোনো ব্যক্তি তার নাম, ফোন নম্বর, জন্ম তারিখ, গন্তব্যের বিশদ বিবরণ, বৈধ পরিচয় (এনআইডি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স) এবং বাইরে যাওয়ার কারণ সরবরাহ করে মুভমেন্ট পাসের জন্য আবেদন করতে পারেন।
তবে, সাংবাদিক এবং জরুরি পরিষেবা সরবরাহকারীদের এই পাসের প্রয়োজন হবে না।
১৬৯৪ দিন আগে
রাজশাহীতে কোটি টাকার হেরোইনসহ ট্রাক জব্দ
রাজশাহীতে কোটি টাকা মূল্যের এক কেজি হেরোইনসহ পাথর বোঝাই একটি ট্রাক জব্দ করেছে মহারগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
সোমবার রাতে মহানগরীর সিটি হাট এলাকায় অভিযান চালিয়ে পাথর বোঝাই ট্রাকের ভেতর থেকে ৯টি প্যাকেটে এক কেজি হেরোইন পাওয়া যায়।
আরও পড়ুন: রাজধানীতে হেরোইনসহ ‘মাদক ব্যবসায়ী’ আটক
এ সময় শহিদুল ইসলাম (৩৩) নামের ট্রাক চালককে গ্রেপ্তার করা হয়। শহিদুল জেলার গোদাগাড়ি উপজেলার উজানপাড়া এলাকার মৃত নাইমুল হকের ছেলে।
আরও পড়ুন: রাজধানীতে ৬৫ লাখ টাকার হেরোইনসহ আটক ২
মঙ্গলবার দুপুরে রাজশাহী মহানগর পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে কমিশনার আবু কালাম সিদ্দিক জানান, গ্রেপ্তার ট্রাক চালক জেলার গোদাগাড়ি থেকে হেরোইনগুলো পাথর বোঝাই ট্রাকে তুলে নেয়। এরপর ট্রাকটি সেখান থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে মহানগরীর সিটি হাট এলাকায় ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে এক কেজি হেরোইনসহ ট্রাক চালক শহিদুলকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন: রাজশাহীতে হেরোইনসহ আটক ১
সংবাদ সম্মেলনে ডিবি পুলিশের উপপুলিশ কমিশনার আরেফিন জুয়েল, সহকারী পুলিশ কমিশনার রাকিবুল ইসলাম উপস্থিত ছিলেন।
১৬৯৬ দিন আগে