চরফ্যাশন
চরফ্যাশনে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
ভোলার চরফ্যাশনে নিজের জমির আলুখেতে মটর দিয়ে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) উপজেলার মিয়াজানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মো. ইউসুফ খলিফা (৪০) ভোলার চরফ্যাশন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মিয়াজানপুর গ্রামের মোজাফল খলিয়ার ছেলে।
আরও পড়ুন: মতলবে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ ব্যাংক কর্মকর্তা নিহত
চর মাদ্রাজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, র্দীঘ দিন ধরে ইউসুফ খলিফা চর মাদ্রাজ ইউনিয়নের মিয়াজানপুরে কৃষি কাজ করে আসছিলেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে ইউসুফ তার আলুখেতে মটর দিয়ে পানি দিচ্ছিলেন। ওই সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত তিনি।
পরে স্থানীয় কৃষক ও তার পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো. মুরাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আরও পড়ুন: রাজাপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মতলবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
১০০৮ দিন আগে
চট্টগ্রামে গলায় ফাঁস দিয়ে কলেজছাত্রীর ‘আত্মহত্যা’
চট্টগ্রামের ইপিজেড এলাকায় এক কলেজছাত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে বন্দরটিলা বাজারে একটি ভবনে এ ঘটনা ঘটে।
নিহত তাজনাহার আক্তার নূপুর (১৯) নূপুর ভোলার চরফ্যাশন থানার দক্ষিণ রাইছা গ্রামের মো.তাজুল ইসলামের মেয়ে এবং নগরীর পোস্তারপাড় মহিলা কলেজে উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।
নিহত নূপুরের চাচা মো. ইউছুফ বলেন, বাসায় কোনো পারিবারিক ঝামেলা ছিল না। কি কারণে আত্মহত্যা করেছে বুঝতে পারছি না। সেহরি খেয়ে ঘুমানোর পর সকালে পরিবারের সদস্যরা অনেকক্ষণ ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা ভাঙে। এসময় তাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখা যায়। পরে ইপিজেড থানার পুলিশ এসে লাশ উদ্ধার করে।
ইপিজেড থানার সেকেন্ড অফিসার নুরুজ্জামান বলেন, নিহত কলেজছাত্রীর লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ফরেনসিক মর্গে রয়েছে।
আরও পড়ুন: পিরোজপুরে বিষপানে প্রেমিক যুগলের আত্মহত্যা
প্রেমের সম্পর্কে জটিলতা: হাতিরঝিল লেকে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা
১৩১৭ দিন আগে
দুর্যোগ সহনীয় দেশ গড়তে কাজ করছে সরকার: ত্রাণ প্রতিমন্ত্রী
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, দুর্যোগে জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি কমিয়ে দুর্যোগ সহনীয় টেকসই দেশ গড়ার লক্ষ্যে পরিকল্পিতভাবে কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে কাজ করছে সরকার। বঙ্গবন্ধুর নির্দেশনায় ঘূর্ণিঝড় ও বন্যা থেকে মানুষের জানমাল রক্ষার্থে মাটির কিল্লা নির্মাণ করা হয়, যা সর্ব সাধারণের কাছে মুজিব কিল্লা নামে পরিচিত। তারই আধুনিক রূপে উপকূলীয় ও বন্যা উপদ্রুত ১৪৮টি উপজেলায় ৫৫০টি মুজিব কিল্লা নির্মাণ, সংস্কার ও উন্নয়ন কার্যক্রম চলমান। উপকূলীয় দুর্গত জনগণ যেমন সেখানে আশ্রয় নিতে পারবেন তেমনি তাদের প্রাণিসম্পদকে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষয়ক্ষতি থেকেও রক্ষা করতে পারবেন।প্রতিমন্ত্রী শনিবার ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় মুজিবনগর প্রধান সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় এসব কথা বলেন।
আরও পড়ুন: তিস্তায় মেগা প্রকল্প বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: ত্রাণ প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী বলেন, ভোলাসহ উপকূলীয় সকল জেলায় পর্যাপ্ত ও প্রয়োজনীয় সংখ্যক ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। ভোলার চরফ্যাশনের অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে সরকার চাহিদা অনুযায়ী পর্যাপ্ত ব্রিজ, কালভার্ট কাঁচা রাস্তা নির্মাণ ও এইচবিবি করণের ব্যবস্থা করে দিবে। এছাড়া নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের গৃহ নির্মাণের লক্ষ্যে প্রয়োজনীয় ঢেউটিন বরাদ্দের ব্যবস্থা নেয়া হচ্ছে।এ সময় স্থানীয় সংসদ সদস্য এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: আড়াই হাজার কোটি টাকার উদ্ধার সামগ্রী ক্রয় করা হবে: ত্রাণ প্রতিমন্ত্রী
১৩৯৮ দিন আগে
ভোলায় ট্রলারডুবি: শিশুর লাশ উদ্ধার, মা-ছেলে নিখোঁজ
ঝড়ের কবলে পড়ে ভোলার দক্ষিণে চরফ্যাশনের মেঘনা নদীতে ৯ যাত্রীসহ সবজি বোঝাই ট্রলার ডুবে গেছে। রবিবার দুপুর ১ টার দিকে উপজেলার কুকরী মুকরী ইউনিয়নের চর পাতিলায় এ দুর্ঘটনায় জুনায়েদ নামে তিন বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে ট্রলার মালিক স্বপন (৩০) ও তাঁর মা বিলকিছ বেগম (৫০) ।
এ রিপোর্ট লেখার পর্যন্ত নিখোঁজদের উদ্ধারে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ কোস্টগার্ড ও পুলিশ চেষ্টা চালাচ্ছে।
ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসেন মহাজন জানান, দুপুরে চর পাতিলা থেকে স্বপন মাঝির ট্রলারটি সবজিসহ ৯ যাত্রী নিয়ে কচ্চপিয়া ঘাটের উদ্দেশ্যে রওয়ানা করে। কিছুদূর যাওয়ার পর হঠাৎ করে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি পাতিলা সংলগ্ন মেঘনা নদীতে ডুবে যায়। তাৎক্ষণিক জুনায়েদ নামের তিন বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে ট্রলার মালিক স্বপন ও তাঁর মা বিলকিছ। অন্য ট্রলারের সহায়তায় ছয় যাত্রীকে জীবিত উদ্ধার হয়েছে। নিখোঁজদের বাড়ি চর পাতিলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার পর পরই চেয়ারম্যানসহ চর মানিকা কন্টিজেন্টের কোস্টগার্ড ও দক্ষিণ আইচা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। তবে বৈরি আবহাওয়া ও নদী উত্তাল থাকায় উদ্ধার কাজে সমস্যা হচ্ছে।
উদ্ধার টিমে থাকা কোস্টগার্ড এলএস আবদুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানান, পূর্ণিমার প্রভাবে উত্তাল ঢেউয়ের কারণে স্বপন ও বিলকিস সাগরের গভীরে হারিয়ে গেছে। তাই তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে ২৪ জেলেসহ ট্রলারডুবি, নিহত ১
ভোলায় কালবৈশাখী ঝড়ে মালবাহী ভলগেট ও ট্রলার ডুবি
১৫০৯ দিন আগে
ইউপি নির্বাচন: ভোলায় গুলিতে যুবক নিহত
ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়ন পরিষদের নির্বাচনে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক যুবক নিহত হয়েছে।
সোমবার সকাল ১১ টার দিকে হাজারীগঞ্জ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চরফকিরা এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ছুড়ে।
আরও পড়ুন: চসিক নির্বাচনকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন
নিহত যুবক ওই ইউনিয়নের বশির সিকদারের ছেলে মনির মাঝি (২৫)।
স্থানীয়রা জানান, মেম্বার প্রার্থী ইয়াসিন মাঝি ও রুহুল আমিনের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংর্ঘষ হয়। এ সময় এক সমর্থক গুলি ছুড়লে মনির মাঝি গুলিবিদ্ধ হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ছুড়ে। গুরুতর অবস্থায় মনিরকে স্থানীয়রা উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিতিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে নিহতের বাবা বশির সিকদার অভিযোগ করেন, তার ছেলে নিরপরাধ। ভোট দিয়ে ফিরছিল। এ সময় সংঘর্ষের মাঝে পড়ে গুলিবিদ্ধ হয়।
আরও পড়ুন: চসিক নির্বাচন: ৫৬ এজেন্টকে গ্রেপ্তারের অভিযোগ বিএনপি প্রার্থীর
ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, টিউবওয়েল প্রতীকের প্রার্থীর ছেলে লোকজন নিয়ে কেন্দ্রে হামলা চালায়। এ সময় এক প্রার্থীর ছেলের গুলিতে এক জন নিহত হয়। পুলিশ ১২ রাউন্ড রাবার বুলেট ছুড়ে।
আরও পড়ুন: চসিক নির্বাচন: রেজাউল নাকি শাহাদাত, কে হচ্ছেন নগর পিতা?
এ ব্যাপারে অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে ও মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
১৬২৮ দিন আগে
চরফ্যাশনে ঝড়ে ঘরচাপায় দুই ছেলেসহ মায়ের মৃত্যু
ভোলার চরফ্যাশনে ঝড়ে ঘর ভেঙে নিচে চাপা পড়ে মা ও দুই ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে।
১৯৬২ দিন আগে