কচুরিপানা
কাপ্তাই হ্রদে কচুরিপানায় নৌ চলাচল ব্যাহত: সীমাহীন দুর্ভোগে এইচএসসি পরীক্ষার্থীরা
দক্ষিণ এশিয়ার বৃহত্তম কৃত্রিম হ্রদ কাপ্তাই হ্রদে কচুরিপানার জন্য যানজটের কারণে রবিবার থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষার্থী এবং চলমান এসএসসি টেস্ট পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সময়মতো যেতে পারছে না পরীক্ষা কেন্দ্রে।
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের কাপ্তাই উপজেলার জেটিঘাট, শহীদ শামসুদ্দিন ঘাঁট, বিলাইছড়ি উপজেলার কেংড়াছড়ি, বিলাইছড়িসহ হ্রদের অনেক স্থানে তীব্র কচুরিপানার যানজটে পণ্য পরিবহন ও নৌ চলাচল ব্যাহত হচ্ছে।
এছাড়া সীমাহীন দুর্ভোগে পড়েছে কাপ্তাই হ্রদের আশেপাশে বসবাসকারী শিক্ষার্থী ও পরীক্ষার্থীরা।
পরীক্ষার্থী আনন্দ তনচংগ্যা, সুবির চাকমা, মিনতি চাকমা জানান, প্রতি বছরের মতো এবারও কাপ্তাই হ্রদে ধেয়ে এসেছে কচুরিপানার জঞ্জাল। মাত্র তিন মিনিটের গন্তব্যে পৌঁছাতে সময় লাগছে তিন ঘন্টা। আবার মাঝপথে ইঞ্জিন চালিত বোট বা লঞ্চের তেল ফুরিয়ে বিপাকে পড়ছি আমরা।
নৌযান চালক শাহ আলম ও দুলাল জানান, কচুরিপানা যানজট পাড়ি দিতে গিয়ে ইঞ্জিনের পাখা ভেঙ্গে সীমাহীন দুর্ভোগে ভুগতে হচ্ছে আমাদের। গত এক সপ্তাহ যাবৎ কাপ্তাই হ্রদের বিভিন্ন এলাকা থেকে কচুরিপানা আপস্টিম জেটিগেটে এসে জড়ো হচ্ছে। যার ফলে আইল্যান্ড এলাকা থেকে জেটিঘাট ২ থেকে ৩ মিনিটের জায়গায় পৌঁছাতে নৌযানের সময় লাগছে ২ থেকে ৩ ঘন্টা।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে ধরা পড়েছে ঝাঁকে ঝাঁকে ইলিশ, কক্সবাজারের জেলেদের মুখে হাসি
জলাশয়ের ময়লা অপসারণে অত্যাধুনিক মেশিন আনা হচ্ছে: স্থানীয় সরকারমন্ত্রী
এডিস মশা ছাড়াও অন্যান্য প্রজাতির মশা নিধনে খাল এবং জলাশয়ে থাকা কচুরিপানা এবং ভাসমান ময়লা-আবর্জনা অপসারণ করতে জার্মানি থেকে অত্যাধুনিক মেশিন আনা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।
তিনি বলেন, ‘ঢাকাসহ সকল সিটি করপোরেশনের খাল ও জলাশয় থেকে কচুরিপানা এবং অন্যান্য ভাসমান পদার্থ পরিষ্কার করে মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস ও পানির প্রবাহ ঠিক রাখার লক্ষ্যে এই মেশিন আমদানি করা হচ্ছে।’
বৃহস্পতিবার অনলাইনে আয়োজিত এডিস মশা নিধন এবং ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতির বক্তব্যে এ কথা জানান তিনি।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী আগামীকাল ১৪০টি ঘূর্ণিঝড় ও বন্যা আশ্রয়কেন্দ্র উদ্বোধন করবেন: প্রতিমন্ত্রী
তাজুল ইসলাম বলেন, চীন, জাপান, কোরিয়া এবং ব্রিটেনসহ বিশ্বের অনেক দেশেই এই মেশিনগুলো চালু রয়েছে। সবগুলো দেশের মেশিন যাচাই-বাছাই করে জার্মানি থেকে ক্রয় করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই মেশিন কচুরিপানাসহ ভাসমান পদার্থ এমনকি পানির এক মিটার নিচের ময়লা-আবর্জনা অপসারণ করতেও সক্ষম।
চলমান সময়টিকে এডিস মশার প্রজননের ঊর্বর সময় উল্লেখ করে মন্ত্রী বলেন, এডিস মশা স্বচ্ছ পানিতে জন্মে থাকে তাই বাসা বাড়িতে কোথাও পানি জমিয়ে রাখা যাবেনা। নিয়মিত পরিষ্কার রাখতে হবে। এ ব্যাপারে অনেক সচেতনতামূলক প্রচার-প্রচারণা চালানো হয়েছে। এরপরও যারা এডিস মশার প্রজননে ভূমিকা রাখবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন:বঙ্গবন্ধুই দেশের সকল উন্নয়ন চিন্তা-চেতনার ভিত্তিপ্রস্তর করেছেন: এলজিআরডি মন্ত্রী
তিনি জানান, এডিস মশা নিধনে প্রয়োজনীয় কীটনাশক ওষুধ বিশেষ করে এডাল্টিসাইড ও লার্ভিসাইড পর্যাপ্ত মজুদ রয়েছে। এছাড়া, পর্যাপ্ত ফগিংমেশিন, প্রশিক্ষিত জনবলও প্রস্তুত আছে। সরকারি নির্দেশনা অমান্য করলে অভিযান চালাতে মোবাইল কোর্ট পরিচালনার জন্য সিটি করপোরেশনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। নগরবাসীকে মশার উপদ্রপ থেকে বাঁচাতে সব ধরনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মন্ত্রী জানান, মানুষ সচেতন না হলে এবং খাল-জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন না করতে পারলে মশার প্রজনন বৃদ্ধি ঠেকানো সম্ভব হবে না। জনমানুষের অংশগ্রহণ অর্থাৎ সকল শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণে যেকোন প্রতিকূলতা মোকাবিলা করা সম্ভব।
তিনি বলেন, মন্ত্রণালয় এবং সিটি করপোরেশনের পাশাপাশি অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে স্ব স্ব দায়িত্ব পালন করতে হবে। তাদের আওতাধীন অফিস এবং অন্যান্য অবকাঠামোতে যেন এডিস মশার লার্ভা না জন্মে সেদিকে নজর রাখতে হবে এবং নির্দেশনা প্রদান করতে হবে।
আরও পড়ুন:হাতিরঝিল থেকে উত্তরা পর্যন্ত ওয়াটার ট্রান্সপোর্ট চালুর প্রকল্প নেয়া হয়েছে: এলজিআরডি মন্ত্রী
সভায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, খুলনা এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজি বিষয়ক সমন্বয়ক এবং ওয়াসার এমডি অন্যান্যের মধ্যে অংশ নেন।
কচুরিপানা দিয়ে তৈরি সৌখিন সামগ্রী যাচ্ছে বিদেশে
ফেলে দেয়া, পচনশীল কচুরিপানাকে নান্দনিক রূপ দিয়ে ফুলদানি, ফুলের টব, মাদুর, ঝুড়িসহ ঘর সাজানো অন্যান্য আকর্ষণীয় জিনিস তৈরি করছে গাইবান্ধার প্রত্যন্ত অঞ্চলের নারীরা। তাদের নিপুণ হাতের ছোয়ায় তৈরি এসব মূল্যবান সামগ্রী আমেরিকাসহ বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে।
আলমডাঙ্গায় নিখোঁজের দুই মাস পর যুবকের গলিত মরদেহ উদ্ধার
নিখোঁজের দুই মাস পর শুক্রবার চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মুরাদনগরে চাঞ্চল্যকর বিকাশ হত্যার রহস্য উদঘাটন, হত্যাকারী গ্রেপ্তার
কুমিল্লার মুরাদনগর থানার চাঞ্চল্যকর বিকাশ চন্দ্র বর্মনের ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন করেছে কুমিল্লা পুলিশ।
শিবচরে টেটা বিদ্ধ হয়ে একজনের মৃত্যু, আহত ৫
মাদারীপুরের শিবচর উপজেলার কাবিলপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।