গাংনী
গাংনীতে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত, আহত ২
মেহেরপুরের গাংনীতে চলন্ত আলগামন (ইঞ্জিনচালিত ভ্যান) উল্টে নাহিদ হোসেন (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও দুইজন।
বুধবার (১৮ জুন) বেলা সাড়ে ৩টার দিকে গাংনী-কাথুলী সড়কের চৌগাছা মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাহিদ গাংনী উপজেলার এলাঙ্গী গ্রামের বাবুল হোসেনের ছেলে। চলতি বছর সে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, আলগামনটিতে চালকসহ মোট তিনজন ছিলেন। তারা কাথুলী থেকে গাংনীর দিকে ফিরছিলেন। পথে চৌগাছা মাঠ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে আলগামনটি উল্টে যায়। এতে গুরুতর আহত হয় নাহিদসহ তিনজন।
পড়ুন: দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাহিদকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুইজন হলেন—আলগামন চালক সামিউল ইসলাম ও নিহত নাহিদের বন্ধু আজমান হোসেন। তারা বর্তমানে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
১৭০ দিন আগে
গাংনীর সাবেক এমপি ও সাবেক মেয়রসহ ২০০ আ.লীগ নেতার নামে মামলা
মেহেরপুর-২ গাংনী আসনের সাবেক এমপি ও গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকনকে প্রধান আসামি করে দ্রুত বিচার আদালতে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে মেহেরপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি রেজানুল হক ইমন এ মামলা করেন। ইমন গাংনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড চৌগাছা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
মামলায় সাবেক মো. সাহিদুজ্জামান খোকন এমপিকে প্রধান আসামি করে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও গাংনী পৌরসভার সাবেক মেয়র আহমেদ আলীকে দ্বিতীয় আসামি করে এজাহারনামীয় ৫০ জনসহ অজ্ঞাতনামা আরও ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, ১ ও ২ নম্বর আসামিরা গাংনী থানা এলাকার অনলাইন জুয়াড়ীদের আশ্রয়-প্রশ্রয়দাতা। এছাড়া স্থানীয় সন্ত্রাসী কর্মকাণ্ডের মদদদাতা ও অর্থায়নকারী হিসেবে পরিচিত।
তাদের নির্দেশনায় ও অর্থায়নে অন্য আসামিরা খুন, চাঁদাবাজি, লুটপাট, জমি, বিল দখল ও জুয়াসহ নানা অপরাধের সঙ্গে জড়িত। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে এই অবস্থায় বসবাস করছিলেন।
আরও পড়ুন: হবিগঞ্জে হত্যা মামলায় ১৬ বছর পর ৪ জনের মৃত্যুদণ্ড
এছাড়া ২০১৮ সালের ২০ ডিসেম্বর ১ থেকে ৩ নম্বর আসামির নির্দেশে ৩৬ থেকে ৪০ নম্বর আসামিরা বিএনপির গাংনী উপজেলা কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেন।
এতে কার্যালয়ের গুরুত্বপূর্ণ কাগজপত্র, আসবাবপত্র ও বৈদ্যুতিক মিটার পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় সাড়ে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে এজাহারে দাবি করা হয়েছে।
মামলার বিষয়ে অ্যাডভোকেট (আইনজীবী) সেলিম রেজা গাজী বলেন, ‘দ্রুত বিচার আদালত মামলাটি গ্রহণ করে গাংনী থানাকে নথিভুক্তের (এফআইআর) নির্দেশ দিয়েছেন।’
২৩৮ দিন আগে
গাংনীতে ওয়ার্ড যুবদল সভাপতির গলাকাটা লাশ উদ্ধার
মেহেরপুরের গাংনীতে ওয়ার্ড যুবদলের সভাপতি আলমগীর হোসেনের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে উপজেলার সহড়াবাড়িয়া বাদিয়াপাড়া কামারখালি মাঠের রাইমনতলা নামক স্থানে তার মরদেহ পাওয়া যায়।
নিহত আলমগীর হোসেন (৪৫) উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের উত্তরপাড়া এলাকার মইন উদ্দিনের ছেলে ও গাংনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি। প্রায় তিন মাস আগে দুবাই থেকে বাড়ি ফিরেছেন তিনি।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার
গাংনী পৌর যুবদলের সভাপতি সাইদুল ইসলাম বলেন, ‘বুধবার (১ জানুয়ারি) গাংনী বাজারে ছিলেন আলমগীর হোসেন। সেখান থেকেই নিখোঁজ হন তিনি। বৃহস্পতিবার সকালে তার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে আমাদের খবর দেন। তবে, কি কারণে এ ঘটনা ঘটেছে কিছুই বলতে পারছি না।’
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, ‘রাতের কোনো একসময় আলমগীর হোসেনকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। লাশ উদ্ধার প্রক্রিয়া চলছে।’
তবে কী কারণে এমন হত্যাকাণ্ড ঘটেছে, সেই রহস্য এখনো উদঘাটন করা যায়নি বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
আরও পড়ুন: গাজীপুরে দুই যুবকের গলাকাটা লাশ উদ্ধার
৩৩৭ দিন আগে
গাংনীতে ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে আ. লীগ নেতা গ্রেপ্তার
গাংনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে আওয়ামী লীগের স্থানীয় নেতা ফিরাজুল ইসলামকে গ্রেপ্তার করেছে গাংনী থানা পুলিশ।
মঙ্গলবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
ফিরাজুল ইসলাম (৪৫) উপজেলার বাহাগুন্দা গ্রামের গোয়ালপাড়া এলাকার গোলাম শাহ’র ছেলে ও ধানখোলা ইউনিয়ন আওয়ামীলীগের ২ নম্বর ওয়ার্ড বাহাগুন্দা গ্রাম আওয়ামীলীগের সাধারণ সম্পাদক।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে গাংনী পৌরসভার চৌগাছা গ্রামের রেজানুল হক বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনের ধারায় বিজ্ঞ সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালে ৩৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
আরও পড়ুন: মায়া চৌধুরীর বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৬
এই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে ফিরাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শশক (এসআই) নিখীল চক্রবর্তী।
বুধবার (২০ নভেম্বর) বেলা ১১ টার দিকে গ্রেপ্তার ফিরাজুল ইসলামকে আদালতে নেওয়া হবে।
এর আগে এই মামলায় মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ খালেক ও প্রাক্তন উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল আলমকে গ্রেপ্তার করে র্যাব-১২। মামলার আসামি অ্যাডভোকেট শফিকুল আলম জামিনে মুক্তি পেলেও সেই থেকে কারাগারে রয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক।
স্থানীয় বিএনপি নেতা জাহাঙ্গীর আলম জানান, বিগত ১৭ বছর ফিরাজুল ইসলামের অত্যাচার নির্যাতনে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা তটস্থ থাকতেন। বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতাকর্মীদের পুলিশ দিয়ে হয়রানিসহ বাড়ি ঘরে হামলা ভাঙচুর করে আসছিল।
২০১৯ সালে বিএনপি নেতা নুর ইসলামের বাড়িতে তার নেতৃত্বে আগুন দিয়ে চারটি গরু মেরে ফেলা হয়। এছাড়া নুর ইসলামের ওপর হামলা চালিয়ে রক্তাক্ত করেছিনে তিনি। ফিরাজুল ইসলামের ভয়ে বিএনপি জামায়াতের অনেক নেতা-কর্মী এলাকা ছাড়া হয়েছিলেন।
আরও পড়ুন: আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির সাবেক প্রক্টর গ্রেপ্তার
৩৮০ দিন আগে
গাংনীতে জোড়া হত্যা: তিন জনকে আসামি করে মামলা
গাংনীর সানঘাটায় বোন ও ভাইয়ের স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
রবিবার দিবাগত রাতে নিহত জাকিয়ার স্বামী জাহিদ হোসেন বাদী হয়ে গাংনী থানায় মামলা করেন।
আরও পড়ুন: রুপ হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কারাগারে
মামলায় প্রধান আসামি করা হয়েছে মহিবুল ইসলাম ওহিদকে। অপর আসামিরা হলেন- ওহিদের স্ত্রী স্কুল শিক্ষক মালা খাতুন ও একই গ্রামের বিছার উদ্দীনের ছেলে শরিফুল ইসলাম।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাজুল ইসলাম ও মামলার বাদী জাহিদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
ওসি বলেন, মামলার প্রধান আসামি মহিবুল ইসলামকে ঘটনার দিন মেহেরপুরের আমঝুপি এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়েছে।
উল্লেখ্য, মেহেরপুরের গাংনীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আপন বড় বোন ও ভাইয়ের স্ত্রীকে হত্যার অভিযোগ ওঠে মহিবুল ইসলাম ওহিদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
শনিবার সকাল ১১টায় উপজেলার সানঘাট গ্রামের দাড়িপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সানঘাট গ্রামের জাহিদ হোসেনের স্ত্রী জাকিয়া আক্তার (৪৫) ও চুয়াডাঙ্গার বোয়ালিয়া গ্রামের হাফিজুল ইসলামের স্ত্রী জোছনা খাতুন (৫৫)। নিহত জাকিয়া অভিযুক্ত মহিবুল ইসলাম ওহিদের ছোট ভাইয়ের স্ত্রী ও জোছনা খাতুন তার বড় বোন।
এ ঘটনায় আহত হন ওহিদের ভাই জাহিদ হোসেন ও বোন শামীমা আক্তার।
আরও পড়ুন: কুড়িগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে আশিকের মৃত্যু: আওয়ামী লীগের ১০৪ জনের নামে মামলা
৪১৭ দিন আগে
গাংনীতে ৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ, যুবক গ্রেপ্তার
মেহেরপুরের গাংনীতে গাঁজা বহনের অভিযোগে সবুজ মিয়া নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৫ কেজি ভারতীয় গাঁজা জব্দের দাবি করেছে র্যাব।
মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যায় সাহারবাটী বাজার থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-১২ এর গাংনী ক্যাম্পের সদস্যরা।
গ্রেপ্তার সবুজ মিয়া (২৫) উপজেলার নওয়াপাড়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে।
র্যাব—১২ এর সিপিসি—৩ গাংনী ক্যাম্প কমান্ডার, সহকারী পুলিশ সুপার (এএসপি) এনামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাংনী উপজেলার সাহারবাটী চারচারা বাজারে অভিযান চালিয়ে সবুজ মিয়াকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, জব্দ করা গাঁজার আনুমানিক মূল্য দেড় লাখ টাকা হবে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে রাতেই গ্রেপ্তারকে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।
৪২২ দিন আগে
গাংনীতে র্যাবের অভিযানে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ নেতা আটক
মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে পৌর আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু ও গাংনী পৌর যুবলীগের সহসভাপতি ও পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নবীর উদ্দিন কমিশনারকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব—১২)।
মঙ্গলবার (১ অক্টোবর) দিবাগত রাত ১০টার দিকে সানোয়ার হোসেন বাবলুকে (৫৫) তার বাড়ি মহিলা কলেজপাড়া এলাকা থেকে এবং নবীর উদ্দিনকে কাঁচাবাজারে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকেআটক করেন র্যাবের পৃথক দুটি টিম।
র্যাব—১২ সিপিসি—৩ গাংনী ক্যাম্পের কমান্ডার সিনিয়র এএসপি এনামুল হক জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গোপন সংবাদের ভিত্তিতে বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এই দুজন নেতাকে আটক করা হয়।
আরও পড়ুন: ভারতে পালিয়ে যাওয়ার সময় মাদারীপুরে আ.লীগ নেতা আটক
এসময় তাদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
র্যাব কমান্ডার জানান, আটকদের ক্যাম্পে এনে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হবে।
বুধবার (২ অক্টোবর) সকালে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
আরও পড়ুন: ভারতে পালাতে গিয়ে জৈন্তাপুর সীমান্তে আ. লীগ নেতা আটক
৪২৯ দিন আগে
মেহেরপুরে পানিতে ডুবে কিশোর নিহত
মেহেরপুরের গাংনীতে পুকুরের পানিতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আসমাউল (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের আবু বক্করের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: শেরপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
আসমাউল গাংনী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শিশিরপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে। পেশায় ইঞ্জনচালিত ট্রলির চালক ছিল সে।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় পৌর কাউন্সিলর মিজানুর রহমান বলেন, ‘বন্ধুদের সঙ্গে ওই পুকুরে গোসল করতে যায় আসমাউল। কিন্তু সাতার না জানায় পুকুরের পানিতে তলিয়ে যায় সে। খোঁজাখুঁজির এক পর্যায় আসমাউলের লাশ পানিতে ভেসে ওঠে।’
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, ‘নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
আরও পড়ুন: জামালপুরে বন্যার পানিতে ডুবে যুবকের মৃত্যু
শেরপুরে বন্যার পানিতে ডুবে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু
৪৯৩ দিন আগে
মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
মেহেরপুর গাংনীতে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহিন আলম নামে এক বালু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
শনিবার (৬ জুলাই) সন্ধ্যার দিকে নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসা ছাত্রের মৃত্যু
শাহিন বাঁশবাড়ীয়া গ্রামের বাজারপাড়া এলাকার রেজাউল হকের ছেলে।
গাংনী পৌর সভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলমগীর হোসেন বলেন, শাহিন কাজ শেষ করে নিজ বাড়িতে গোসল করার জন্য বিদ্যুৎ চালিত মটরে পানি নিতে যান। মটরের সুইচ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
পরে তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক আতিকুজ্জামান তাকে মৃত ঘোষণা করেন।
আতিকুজ্জামান বলেন, হাসপাতালে আসার আগেই শাহিনের মৃত্যু হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে ২ বোনসহ ৩ জনের মৃত্যু
চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
৫১৭ দিন আগে
গাংনীতে আগুনে পুড়ে ছাই হলো গরু-ছাগল
মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী সহড়াতলা গ্রামে কৃষকের গোয়াল ঘরে আগুনে তিনটি ছাগল ও একটি গরু পুড়ে মারা গেছে। পরিবার ও প্রতিবেশীরা আগুন নিয়ন্ত্রণে নেওয়ার আগেই সব পুড়ে ছাই হয়ে যায়।
শুক্রবার (২১ জুন) ভোর ৪টার দিকে গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়নের সহড়াতলা মাদরাসা পাড়ার দিন মজুর কৃষক আব্দুল মজিদ কারিগরের গোয়াল ঘরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আব্দুল মজিদ কারিগর একই এলাকার কৃষক আব্দুল গফুর কারিগরের ছেলে।
আরও পড়ুন: সিলেটে আগুনে পুড়ে গেছে ৯ দোকান ও ৪ অটোরিকশা
কৃষক আব্দুল মজিদ জানান, ভোরে হঠাৎ করে ছাগল ও গরুর ডাক শুনে ঘুম ভেঙে যায়। গোয়াল ঘরে গিয়ে দেখি আগুন জ্বলছে। অনেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে এনেছি। কিন্তু গোয়ালে থাকা তিনটি ছাগল ও একটি গরু বাঁচাতে পারিনি। সব পুড়ে ছাই হয়ে গেছে।
তিনি বলেন, আগুনে আমার প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। গরু ছাগলকে মশার হাত থেকে রক্ষা করতে গোয়াল ঘরে কয়েল জ্বালানো ছিল। কয়েল থেকে আগুন ধরেছে বলে সন্দেহ করা হচ্ছে।
কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ আলম হুসাইন ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন করে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: চট্টগ্রামে গার্মেন্টসের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
৫৩২ দিন আগে