মাইক্রোবাস
চট্টগ্রামে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরও অন্তত দুই জন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৩১ মে) সকালে আনোয়ারা-বাঁশখালী পিএবি সড়কের মাজার গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মো. ইয়াসিন (৪৩) মৃত হাফেজ গোলাম শফির ছেলে। অপর নিহতের পরিচয় পাওয়া যায়নি।
আর আহতরা হলেন— আলমগীর (২৮) ও বৃষ্ণ দাশ (২৯), তাদের বাড়ি বাঁশখালী উপজেলায় বলে জানা গেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী মো. আব্দুল করিম বলেন, ‘বাঁশখালীর চাম্বল থেকে শহরমুখী একটি সিএনজি অটোরিকশা মাজার গেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাঁশখালীমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন।
আরও পড়ুন: হত্যার চেষ্টা মামলায় জবির সাবেক শিক্ষিকা গ্রেপ্তার
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘গুরুতর আহত দুই জনকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।’
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে। বিস্তারিত পরে জানা যাবে।
১৮৭ দিন আগে
সিরাজগঞ্জে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সিমেন্ট বোঝাই ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আরও একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে মহাসড়কের উল্লাপাড়া উপজেলার নয়নগাঁতী কবরস্থানের সমনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— পাবনা জেলার আমিনপুর উপজেলার হরিনাথপুর গ্রামের মাইক্রোবাসচালক মো. মুনছুরুল আলম বাবুল (৪০) ও যাত্রী মানিক চন্দ্র শীল (৪২)।
আরও পড়ুন: দর্শনায় পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার
স্থানীয়রা জানান, দিবাগত রাত ১টার দিকে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় মাইক্রোবাসের। এ সময় মাইক্রোবাসচালক ও এক যাত্রী নিহত হন। আহত হন আরও একজন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রউফ বলেন, ‘ট্রাকচালক ও হেলপার পালিয়ে যান। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।’
২৩১ দিন আগে
লোহাগাড়ায় বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত বেড়ে ১০
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় উপজেলার চুনতি এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও চারজন।
বুধবার (২ এপ্রিল) সকাল ৭টার দিকে উপজেলার চুনতি বন রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বেপরোয়া গতির রিল্যাক্স পরিবহনের সঙ্গে দুটি হায়েস গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটেছে। এরমধ্যে ঘটনাস্থলে ৭ জন নিহত হন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দুজন এবং লোহাগাড়া স্বাস্থ্যকেন্দ্র একজনের মৃত্যু হয়।
তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।
দুর্ঘটনার কারণে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ ছিল। পরে লোহাগাড়া ফায়ার সার্ভিস ও লোহাগাড়া থানা পুলিশ টিম এসে যান চলাচল স্বাভাবিক করে।
আরও পড়ুন: ঈদমেলায় ফুচকা খেয়ে সহস্রাধিক নারী-পুরুষ ও শিশু হাসপাতালে
লোহাগাড়া ফায়ার সার্ভিসের লিডার রাখাল চন্দ্র রুদ্র জানান, ভোরে কক্সবাজারগামী রিল্যাক্স পরিবহনের সঙ্গে চট্টগ্রাম অভিমুখী দুটি হায়েস গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থল থেকে সাতজনের লাশ উদ্ধার করা হয়েছে।
‘হতাহতদের মধ্যে অন্তত ছয়জনকে উদ্ধার করে লোহাগাড়া স্বাস্থ্য কেন্দ্রে ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’
তিনি বলেন, নিহতরা সবাই হায়েস গাড়ির যাত্রী ছিলেন। গাড়িটি দুমড়ে-মুচড়ে গিয়েছে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।
২৪৭ দিন আগে
সীতাকুণ্ডে ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কা নিহত ২, আহত ২
সীতাকুণ্ডের ফৌজদারহাট সড়কের ওপর দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে ফৌজদারহাট ক্যাডেট কলেজ এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আনোয়ার মিয়া ও রহিমা বেগম। এরা দুজনই ঢাকার নারায়ণগঞ্জের বাসিন্দা।
আরও পড়ুন: দিনাজপুরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রাকচালক ও সহকারীর
হাইওয়ে পুলিশ জানায়, নারায়ণগঞ্জ থেকে তিনটি মাইক্রোবাস কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। উপজেলার বাংলা বাজারস্থ ক্যাডেট কলেজের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় মাইক্রোবাসটি। এ সময় মাইক্রোবাসের এক যাত্রী ঘটনাস্থলে নিহত হন। এ সময় মাইক্রোবাসে থাকা ৮-৯ জনের মধ্যে তিনজন আহত হন। দুর্ঘটনার পর কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা হতাহত ব্যক্তিদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে এক নারী মারা যান।
বারআউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নুরুল আফছার বলেন, ‘লাশ ও গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। আইনি প্রক্রিয়া শেষে নিহতেদের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’
৩০৪ দিন আগে
কিশোরগঞ্জে সিএনজি-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২
কিশোরগঞ্জের কুলিয়ারচরে সিএনজি-মাইক্রোবাসের সংঘর্ষে ঘটনাস্থলেই চালক ও যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কুলিয়ারচর বাজরা পেট্রোল পাম্পের কাছে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- কুলিয়ারচরের দাড়িয়াকান্দি গ্রামের বাসিন্দা সিএনজিচালক কালাম ওরফে কালাচাঁন এবং একই উপজেলার আবু হেলাল ভূঁইয়া।
আরও পড়ুন: ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাসে ‘ককটেল বিস্ফোরণ’
স্থানীয়রা জানান, কিশোরগঞ্জগামী একটি সিএনজির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজির চালকসহ দুজন ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া আহত হন আরও তিনজন।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজু মিয়া বলেন, লাশগুলো থানায় আনা হয়েছে এবং আহতদের বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেলে পাঠানো হয়েছে। এছাড়া অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
৩৫৯ দিন আগে
কুড়িগ্রামে মাইক্রোবাস চাপায় মেয়ে নিহত, বাবা আহত
কুড়িগ্রামে মাইক্রোবাস চাপায় আয়শা আক্তার (১৯) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছে তার বাবা আনিছুর রহমান।
কোচিংয়ে ভর্তি হওয়ার জন্য বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে বাবার সঙ্গে রংপুরে যাওয়ার সময় ঘটনাটি ঘটে।
আয়শা কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী শিমুলতলা এলাকার পল্লি চিকিৎসক আনিছুরের মেয়ে।
আরও পড়ুন: বাগেরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
আয়শা নাগেশ্বরী ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
আয়শার চাচা নজরুল ইসলাম বলেন, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বাবা আনিছুর মেয়ে আয়শাকে নিয়ে মোটরসাইকেল করে রংপুরের দিকে যাচ্ছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে রংপুর-কুড়িগ্রাম সড়কের নব্দীগঞ্জ এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আয়শার মৃত্যু হয়। আহত হন আনিছুর। স্থানীয়রা আনিছুরকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজিব বলেন, রংপুর যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ফুলবাড়ী উপজেলার এক শিক্ষার্থীর মৃত্যুর খবর শুনেছি। এ বিষয়ে সংশ্লিষ্ট থানা থেকে বার্তা এখনও আসেনি।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ে নিহত
৪৪৯ দিন আগে
সিরাজগঞ্জের মাইক্রোবাস-সিএনজির সংঘর্ষে নিহত ৬
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন।
রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কের কুটিরচর এসিআই ফুড কারখানার সামনে ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: নরসিংদীতে মাইক্রোবাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ৫, আহত ৩
নিহতরা হলেন- রায়গঞ্জের ব্রাহ্মণ বয়রা গ্রামের আমজাদ হোসেনের ছেলে সিএনজি চালক রাশেদুল ইসলাম (২২), তাড়াশের ভাটড়া গ্রামের রমজান আলীর দুই ছেলে নুরুজ্জামান (৫২) ও তারেক রহমান (৫৫), একই গ্রামের মৃত নূর বক্সের দুই ছেলে রজাউল করিম (৬০) ও আব্দুল মজিদ (৫০) এবং একই গ্রামের মৃত মহিউদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (৫৬)।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, নলকা থেকে মাইক্রোবাসটি সিরাজগঞ্জ যাওয়ার পথে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট কুঠিরচর এসিআই মিলের সামনে পৌঁছলে বিপরীতমুখী একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
আরও পড়ুন: ঝালকাঠিতে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
তিনি বলেন, এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হন আরও তিনজন। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে তিনজনের মৃত্যু হয়।
এছাড়া চালকসহ তিনজনের লাশ থানায় ও অপর তিনজনের লাশ ওই হাসপাতালে রয়েছে বলে জানিয়েছেন ওসি।
আরও পড়ুন: নড়াইলে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
৪৫২ দিন আগে
কুমিল্লায় বাসের ধাক্কায় মাইক্রোবাসের সব যাত্রীর মৃত্যু
কুমিল্লার চৌদ্দগ্রামে মাইক্রোবাসে যাত্রীবাহী বাসের ধাক্কায় নারী ও শিশুসহ চারজন নিহত হয়েছে।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নানকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান নাজমুল হুদা জানান, সকাল ৬টার দিকে মহাসড়কের নানকরা এলাকায় ঢাকাগামী স্টার লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়।
এ ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য।
নিহতদের লাশ মিয়াবাজার হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি বলে জানান ওসি।
৪৫৫ দিন আগে
মেঘনা টোল প্লাজায় মাইক্রোবাসে অগ্নিকাণ্ডে ৫ যাত্রী দগ্ধ
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ যাত্রী দগ্ধ হয়েছেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ে মেঘনা টোলপ্লাজা এলাকার বুধবার (১০ জুলাই) চট্টগ্রামমুখী লেনে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: কর্ণফুলীতে মাছ ধরার নৌকায় আগুনে দগ্ধ ৫
তবে তাৎক্ষণিক দগ্ধদের নাম পরিচয় জানা যায়নি। কাঁচপুর হাইওয়ে থানার পরিদর্শক (টিআই) আবু নাইম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, সকাল ১০টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ -১৩২২১৩) নিয়ন্ত্রণ হারিয়ে মেঘনা টোল প্লাজার সামনে সড়ক বিভাজনের সঙ্গে ধাক্কা লাগে।
এতে করে সঙ্গে সঙ্গে মাইক্রোবাসটিতে আগুন ধরে যায়। পরে যাত্রীদের চিৎকারে টোল প্লাজার কর্তৃপক্ষ ও স্থানীয়রা মাইক্রোবাসটির জানালা ভেঙে তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যায়।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বলেন, ‘খবর শুনেই ঘটনাস্থলে যাই। এর মধ্যে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।’
আরও পড়ুন: রূপগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে দম্পতি দগ্ধ
ভাষানটেকে আগুনে একই পরিবারের ৬ জন দগ্ধ
৫১২ দিন আগে
বরগুনায় সেতু ভেঙে কনেযাত্রীবাহী মাইক্রোবাস নদীতে পড়ে নিহত ৯
বরগুনার আমতলী উপজেলায় সেতু ভেঙে কন্যাযাত্রীবাহী মাইক্রোবাস নদীতে পড়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এ সময় ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
শনিবার দুপুর দেড়টার দিকে চাওড়া নদীর উপর নির্মিত হলদিয়া হাট সেতু ভেঙে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রুবিয়া (৪৫), রাইতি (২২), ফাতেমা (৫৫), জাকিয়া (৩৫), রুকাইয়াত ইসলাম (৪), তাহিয়া মেহজাবিন আজাদ (৭), তাসফিয়া (১৪), ঋধি (৪) ও রুবি বেগম (৩৫)।
আরও পড়ুন: সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শ্রমিক নিহত
এদের মধ্যে রুকাইয়াত ইসলাম ও জাকিয়ার বাড়ি উপজেলার দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামে। অপর ৭ জনের বাড়ি মাদারিপুরের শিবচর উপজেলার কোকরার চর গ্রামে। লাশগুলো আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
নিহতদের স্বনজনরা জানায়, কাউনিয়া ইব্রাহিম একাডেমির সহকারী শিক্ষক ও উত্তর তক্তাবুনিয়া গ্রামের মাসুম বিল্লাহ মনিরের মেয়ে হুমায়রা আক্তারের বিয়ের অনুষ্ঠান হয় শুক্রবার। শনিবার আমতলী পৌর শহরের খোন্তাকাটা এলাকার বাসিন্দা হুমায়রার স্বামী ডা. সোহাগের বাড়ি যাচ্ছিলেন কনেযাত্রীরা। হলদিয়া সেতু পার হওয়ার সময় সেতুর মাঝের অংশ ভেঙে মাইক্রোবাস ও অটোরিকশা নদীতে পড়ে যায়। এতে অটোরিকশায় থাকা যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও মাইক্রোবাসের যাত্রীরা নদীতে তলিয়ে যায়। মাইক্রোবাসে ১৬ জন ও অটোতে ৩ জন যাত্রী ছিলেন।
খবর পেয়ে আমতলী ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ যাত্রীদের উদ্ধারের চেষ্টা চালায়। ততক্ষণে মাইক্রোবাসে থাকা কনে পক্ষের ৯ যাত্রী মারা যান।
মাইক্রোবাসে থাকা সোহেল মিয়া বলেন, ‘মাইক্রোবাসে কনে পক্ষের ১৬ জন যাত্রী বরের বাড়ি যাচ্ছিলাম। হলদিয়া হাট সেতুতে উঠামাত্রই মাঝখান দিয়ে ভেঙে মাইক্রোবাসটি নদীতে পড়ে যায়। আমিসহ ৩ জন সাঁতরে কিনারে উঠতে পেরেছি। পরে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ ৯ জনের মরদেহ উদ্ধার করেছে।
একই পরিবারের তিন নিহতের স্বজন আবুল কালাম আজাদ বলেন, ‘আমার কিছুই রইল না। আমার দুই কন্যা ও স্ত্রী মারা গেছে। সব হারিয়ে আমি এখন অসহায়।’
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রত্যক্ষদর্শী ইউপি সদস্য সাইফুল ইসলাম স্বপন ও নাসির উদ্দিন বলেন, মাইক্রোবাস ও অটোটি সেতুর মাঝখানে এলে সেতু ভেঙে নদীতে পড়ে যায়। তাৎক্ষণিক আমরা স্থানীয়দের নিয়ে উদ্ধারের চেষ্টা চালাই। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে উদ্ধার কাজে অংশ নেয়।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো. মনিরুজ্জামান বলেন, হাসপাতালে আনার আগেই ওই ৯ জন মারা গেছেন।
আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
আমতলী ফায়ার সার্ভিসের ওয়ার ইনচার্জ মো. হানিফ বলেন, চার ঘণ্টা চেষ্টা চালিয়েও মাইক্রোবাস উদ্ধার করতে পারিনি। উদ্ধার চেষ্টা অব্যাহত আছে।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তারেক হাসান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। উদ্ধার কাজের তদারকি করছি।
আরও পড়ুন: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের যুবক নিহত
৫৩০ দিন আগে