সীতাকুণ্ডের ফৌজদারহাট সড়কের ওপর দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে ফৌজদারহাট ক্যাডেট কলেজ এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আনোয়ার মিয়া ও রহিমা বেগম। এরা দুজনই ঢাকার নারায়ণগঞ্জের বাসিন্দা।
আরও পড়ুন: দিনাজপুরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রাকচালক ও সহকারীর
হাইওয়ে পুলিশ জানায়, নারায়ণগঞ্জ থেকে তিনটি মাইক্রোবাস কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। উপজেলার বাংলা বাজারস্থ ক্যাডেট কলেজের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় মাইক্রোবাসটি। এ সময় মাইক্রোবাসের এক যাত্রী ঘটনাস্থলে নিহত হন। এ সময় মাইক্রোবাসে থাকা ৮-৯ জনের মধ্যে তিনজন আহত হন। দুর্ঘটনার পর কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা হতাহত ব্যক্তিদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে এক নারী মারা যান।
বারআউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নুরুল আফছার বলেন, ‘লাশ ও গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। আইনি প্রক্রিয়া শেষে নিহতেদের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’