ভারতে
ঈশান-হার্দিকের পার্টনারশিপে ভর করে ভারতের সংগ্রহ ২৬৬ রান
এশিয়া কাপে শনিবার (২ সেপ্টেম্বর) পাল্লেকেলেতে পাকিস্তানের বিরুদ্ধে টস জিতে ব্যাট করতে নেমে হার্দিক পাণ্ডিয়া ও ঈশান কিষাণের জোড়া ফিফটিতে ভর করে ভারত ৪৮ দশমিক ৫ ওভারে ২৬৬ রান সংগ্রহ করেছে।
ভারতের হেভিওয়েট ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলির উইকেটসহ ৪টি উইকেট নিয়েছেন পাকিস্তানের দুর্দান্ত পারফর্মার শাহেন শাহ আফ্রিদি।
অন্যদিকে, নাসিম শাহ ৩টি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন।
আরও পড়ুন: এশিয়া কাপ: রোহিত ও বিরাটকে সাজঘরে ফেরালেন শাহিন আফ্রিদি
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়ার পরে ভারত একটি শক্ত জুটি তৈরির লড়াই করছিল।
উত্তেজনাপূর্ণ এই ম্যাচের ওপেনিংয়ে ২৮ রানে রোহিত ও বিরাটকে আউট করে শাহিন।
ইতোমধ্যেই ঘরের মাটিতে নেপালের বিরুদ্ধে এশিয়া কাপের প্রথম ম্যাচে জয় নিশ্চিত করার পর পাকিস্তান এখন তাদের জয়ের ধারা অব্যাহত রাখতে চাইছে।
ভারত একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, ঈশান কিশাণ, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।
পাকিস্তান একাদশ:
ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, শাহীন আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফ।
আরও পড়ুন: এশিয়া কাপ স্কোয়াডে লিটনের পরিবর্তে এনামুল
এশিয়া কাপ: শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে ব্যাট করছে বাংলাদেশ
৮৭০ দিন আগে
চাঁদে ভারতের চন্দ্রযানের সফল অবতরণ উপলক্ষে নরেন্দ্র মোদিকে শেখ হাসিনার অভিনন্দন
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (২৩ আগস্ট) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ভারতের জনগণকে চাঁদে দেশটির প্রথম চন্দ্রযান-৩-এর সফল অবতরণ উপলক্ষে অভিনন্দন জানিয়ে একটি বার্তা পাঠিয়েছেন।
ভারতকে বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চাঁদের মাটিতে মহাকাশযান অবতরণ করানোর সাফল্যের জন্য তিনি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো) ও এর বিজ্ঞানীদের অভিনন্দন জানান।
শেখ হাসিনা তার বার্তায় আরও জানান, এই গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক অর্জনে বাংলাদেশ ভারতের সঙ্গে আনন্দ করছে। যা বিজ্ঞান ও মহাকাশ প্রযুক্তি খাতে অগ্রসর হওয়ার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার সব দেশের জন্য অত্যন্ত গর্বের ও অনুপ্রেরণার বিষয়।
আরও পড়ুন: চাঁদে ভারতীয় মহাকাশযানের সফল অবতরণ
ভারতের মতো পরিপক্ক সরকার আঞ্চলিক স্বার্থে কিছু বলতেই পারে: মোমেন
বঙ্গবন্ধুর আদর্শ ভারত-বাংলাদেশের বিশেষ সম্পর্ককে এগিয়ে নিয়ে যাচ্ছে: হাইকমিশনার
৮৭৯ দিন আগে
ভারতে সেতু নির্মাণে ব্যবহৃত ক্রেন ধসে ১৬ শ্রমিক নিহত
পশ্চিম ভারতে একটি হাইওয়ে নির্মাণের জায়গায় একটি বিশাল ক্রেন ধসে কমপক্ষে ১৬ জন শ্রমিক নিহত হয়েছে। মঙ্গলবার (১ আগস্ট) দেশটির জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী এ তথ্য জানিয়েছে।
টেলিভিশনের ফুটেজে মাটিতে ধসে পড়া ক্রেন দেখানো হয়েছে। উদ্ধারকর্মীরা মুম্বাইয়ের ঠিক বাইরের শহর থানে শহরের কাছে দুর্ঘটনাকবলিতদের খোঁজে অনুসন্ধান করছেন। আহত অন্তত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানিয়েছে, ক্রেনটি হাইওয়ে এবং হাই-স্পিড রেলব্রিজ নির্মাণের সময় প্রিকাস্ট বক্স গার্ডার ইনস্টল করতে ব্যবহৃত হয়।
আরও পড়ুন: চীনে বন্যায় ১১ জন নিহত, ২৭ জন নিখোঁজ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স-এ একটি বার্তায় শোক প্রকাশ করেছেন, যা আগে টুইটার নামে পরিচিত ছিল।
তার অফিস একটি পোস্টে বলেছে, ‘যারা মারা গেছে তাদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রয়েছে। যারা আহত হয়েছেন তাদের জন্য প্রার্থনা রইলো।’
আরও পড়ুন: পাকিস্তানে সমাবেশে বোমা হামলায় ৪৪ জন নিহত, আহত প্রায় ২০০
৯০২ দিন আগে
দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে এল আরও ১২টি চিতা
দক্ষিণ আফ্রিকা থেকে আরও ১২টি চিতা ভারতে এসেছে। শনিবার ভারতীয় বিমান বাহিনীর একটি বিমানে করে চিতাগুলোকে জোহানেসবার্গ থেকে ভারতে মধ্যপ্রদেশের গোয়ালিয়রের এয়ার ফোর্স স্টেশনে আনা হয়। এরপরে চিতাগুলোকে কুনো জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।
এর মধ্যে রয়েছে- পাঁচটি মহিলা ও সাতটি পুরুষ চিতা।
আরও পড়ুন:৭০ বছর পর ভারতে ফিরে এসেছে চিতাবাঘ
এর আগে গত বছর নামিবিয়া থেকে আটটি চিতা আনা হয়েছিল। নতুন আসা ১২টি চিতাকে আটটি নামিবিয়ান চিতার সঙ্গে একই অভয়ারণ্যে রাখা হবে।
এর মধ্যদিয়ে ভারতে চিতার সংখ্যা বেড়ে ২০টিতে পৌঁছেছে।
এদিকে ১৯৫২ সালে ভারত থেকে চিতাকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল।
তবে ভারত সরকারের একটি উচ্চাভিলাষী স্থানান্তর প্রকল্প ‘প্রজেক্ট চিতা’-র অধীনে ভারতে চিতা আনা হচ্ছে।
আরও পড়ুন: চাঁদপুরে ধরা পড়ল বিরল প্রজাতির চিতা বিড়াল
সুন্দরবন থেকে গরু আনতে গিয়ে বাঘের মুখে কৃষক
১০৬৬ দিন আগে
বর্ডারহাট বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের নতুন দিক খুলে দিয়েছে: বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বর্ডারহাট বাংলাদেশ ও ভারতের মানুষের মধ্যে সম্পর্কের নতুন দিক খুলে দিয়েছে। এ হাট উভয় দেশের মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। ভারত বাংলাদেশের শুধু প্রতিবেশি দেশই নয়, বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ। উভয় দেশের ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহাসিক নিদর্শন একই।
বৃহস্পতিবার বাণিজ্যমন্ত্রী ভারতের ত্রিপুরা রাজ্য সরকারের শিল্প ও বাণিজ্য বিভাগ আয়োজিত মৌলভীবাজার জেলার কুরমাঘাট এবং ভারতের ত্রিপুরা রাজ্যের ঢালাই জেলার কামালপুর সীমান্তে বর্ডারহাট এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন।
এসময় মন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতা এবং ভারতের শহীদ যোদ্ধাদের বাংলাদেশ কৃতজ্ঞতা ভরে সবসময় স্মরণ করে। মহান মুক্তিযুদ্ধের সময়ে ত্রিপুরাতে বাংলাদেশের ৮০ ভাগ শরণার্থী আশ্রয় নিয়েছিলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ইতোমধ্যে বাংলাদেশ ভারতের সীমান্ত এলাকার কুড়িগ্রাম, ফেনি, ব্রাহ্মণবাড়িয়া এবং সুনামগঞ্জে চারটি বর্ডারহাট চালু রয়েছে। উভয় দেশের সীমান্ত এলাকার মানুষ এর সুফল ভোগ করছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবাষির্কী এবং দেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে বাংলাদেশের মৌলভীবাজারের কুরমাহাট এবং ভারতের ত্রিপুরা রাজ্যের কামালপুর সীমান্তে বর্ডারহাট এর ভিত্তিপ্রস্তর স্থাপন একটি ঐতিহাসিক কাজ। ২০০৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় বর্ডারহাট স্থাপনের বিষয়ে উভয় দেশ একমত হয়।বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের উত্তরাঞ্চলে রপ্তানি বাণিজ্যের প্রচুর সম্ভাবনা রয়েছে। বাণিজ্য সুবিধা বৃদ্ধি করলে উভয় দেশ উপকৃত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার ভারতসহ প্রতিবেশি দেশগুলোর সঙ্গে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির জন্য সবধরনের সুযোগ-সুবিধা প্রদান করছে। ভারতের উত্তরাঞ্চলের রাজ্যের সঙ্গে কম খরচে বাণিজ্যের জন্য বাংলাদেশের চট্রগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর ব্যবহার করা হচ্ছে। এতে উভয় দেশ উপকৃত হচ্ছে।
আরও পড়ুন:ব্যাংকিং চ্যানেলের জটিলতা দূর হলে রাশিয়ায় রপ্তানি বাড়বে: বাণিজ্যমন্ত্রী
টিপু মুনশি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক বেশ ভালো। ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ বাণিজ্যিক অংশীদার। বিগত দশ বছরে দ্বিপক্ষীয় বাণিজ্য অনেক বেড়েছে। দশবছর আগে ২০১০-২০১১ অর্থবছরে দ্বিপক্ষীয় বাণিজ্য ছিল ৫ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার, বিগত ২০২০-২০২১ অর্থ বছরে তা বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলার। ভবিষ্যতে এ সম্পর্ক আরও বাড়বে।
তিনি বলেন, আমার বিশ্বাস চলমান বর্ডারহাটগুলো থেকে উভয় দেশের সীমান্ত এলাকার মানুষ নিজেদের শাকশব্জি, ফলমূল, মসলা, গামছা-লুঙ্গির মত কাপড়, প্লাস্টিক পণ্য, মাছ, মেলামাইন পণ্য, মধু, তৈরি পোশাক, ক্রোকারি পণ্যসহ বিভিন্নপণ্য ক্রয়-বিক্রয় করাপর সুযোগ পাচ্ছেন। এতে করে উভয় দেশের মানুষের আন্তরিকতা বৃদ্ধি পাচ্ছে।অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার শ্রী বিক্রম দোরাইস্বামী, বাংলাদেশ জাতীয় সংসদে মৌলভীবাজর-৪ আসনের সংসদ সদস্য, প্রাক্কলন সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুস শহীদ এবং ত্রিপুরা ইন্ডাষ্ট্রিয়াল ডেভেলপমেন্ট কো-অপারেশন লিমিটেডের চেয়ারম্যান শ্রী টিংকু রায় বক্তব্য দেন। এছাড়া অনুষ্ঠানে ত্রিপুরা রাজ্যের চিফ মিনিস্টার শ্রী বিপ্লব কুমার দেব, ত্রিপুরা সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রী মোনজ কান্তি দেব ভারতের পক্ষে উপস্থিত থেকে বক্তব্য দেন।
আরও পড়ুন: তিন মাসের মধ্যে ই-কমার্সের নিবন্ধন না করলে আউট: বাণিজ্যমন্ত্রী
ই-কমার্সে প্রতারিত গ্রাহকদের অর্থ ফেরত দেয়া সম্ভব: বাণিজ্যমন্ত্রী
১৪৪৬ দিন আগে
ভারতেকে রুখে দিল ১০ জনের বাংলাদেশ
সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের সাথে ১-১ ড্র করেছে বাংলাদেশ। সোমবার মালদ্বীপের রাজধানী মালে জাতীয় ফুটবল স্টেডিয়ামে বিকাল ৫টায় ম্যাচটি শুরু হয়।
ম্যাচের প্রথমার্ধে সুনীল ছেত্রীর গোলে পিছিয়ে পরে জামাল ভূঁইয়ারা। এরপর ৫৪ মিনিটের সময় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বিশ্বনাথ ঘোষ। তারপরও সমানতালে লড়ে ৭৪ মিনিটে ইয়াসিন আরাফাতের হেডে ম্যাচে সমতায় ফিরে লাল সবুজ বাহিনী।
এর আগে শুক্রবার নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে দারুণ সূচনা করে বাংলাদেশ।
আরও পড়ুন: সাফ চ্যাম্পিয়নশিপ: শ্রীলঙ্কাকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের
কোয়ারেন্টাইন বিতর্কে ব্রাজিলে মাঠ ছাড়ল মেসি বাহিনী
১৫৬৮ দিন আগে
ভারতের পেট্রাপোল বন্দরে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় ৫ হাজার ট্রাক
দেশের সর্ববৃহৎ স্থল বন্দর বেনাপোল বন্দরের ওপারে ভারতের পেট্রাপোল বন্দরে আমদানি পণ্য নিয়ে ৫ হাজার ট্রাক বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে। ফলে দুই দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়ছে। ইতিমধ্যে রাজস্ব আদায়ে বড় ধরনের প্রভাব পড়েছে।
১৭৮৪ দিন আগে
ভারতের যোগাযোগ স্যাটেলাইট সিএমএস-০১ উৎক্ষেপণ
পিএসএলভি-সি৫০ রকেটে করে সিএমএস-০১ নামে একটি যোগাযোগ স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে বলে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) কর্মকতারা বৃহস্পতিবার জানিয়েছেন।
১৮৫৮ দিন আগে
করোনা: ভারতে আরও ৮৫৩৬২ শনাক্ত, মৃত্যু ১০৮৯
ভারতে গত ২৪ ঘণ্টায় ৮৫ হাজার ৩৬২ জন করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছে।
১৯৪১ দিন আগে