কৃষি জমি
কৃষি জমি থেকে মাটি কাটায় ২ যুবককে কারাদণ্ড, ভেকু মেশিন ও ২টি ট্রাক জব্দ
অবৈধভাবে ড্রেজার দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় কৃষি জমির মাটি কাটার অপরাধে দুই যুবককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২১ মার্চ) সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন এই দণ্ড প্রদান করেন।
আরও পড়ুন: নকল সরবরাহ করায় মাদরাসা অধ্যক্ষের দুই বছরের কারাদণ্ড
কারাদণ্ড পাওয়া দুই যুবক হলেন- জেলার বিজয়নগর উপজেলার কাশিনগর গ্রামের আলী আহমদের ছেলে শাহিন ও ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কাউতলী গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে ইমন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকটি প্রভাবশালী চক্র সদর উপজেলার বিভিন্ন জায়গায় সরকারি ও ব্যক্তি মালিকানাধীন কৃষি জমিতে ড্রেজার দিয়ে জমিতে গভীর গর্ত করে মাটি কেটে অন্যত্র বিক্রি করছে।
গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বরিশল গ্রামে অভিযান চালিয়ে ইমন ও শাহিনকে গ্রেপ্তার করে।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইজনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় একটি ভেকু মেশিন ও দুইটি ট্রাক জব্দ করা হয়।
ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইনের সঙ্গে যোগাযোগ করলে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়টি নিশ্চিত করেন।
ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে পুলিশ ও স্থানীয় ভুমি অফিসের কর্মকর্তরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: নিষেধ অমান্য করে জাটকা ধরায় ১৪ জেলের কারাদণ্ড
সাংবাদিককে কারাদণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্তে জোর তথ্য প্রতিমন্ত্রীর
৬২৩ দিন আগে
ইটভাটায় নিস্তেজ শোলমারি নদী: হুমকির মুখে ৫ হাজার একর কৃষি জমি
খুলনার ডুমুরিয়ায় শোলমারি নদীর বুকে ইটভাটার আধলা (অর্ধেক) ইট ফেলায় ক্রমন্বয়ে ভরাট হয়ে যাচ্ছে নদী। এতে প্রায় ৫ হাজার একর কৃষি জমি হুমকির মুখে পড়েছে। একদিকে মানবসৃষ্ট সমস্যা, অন্যদিকে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ২৯ কিলোমিটার দৈর্ঘ্যের এই নদী তার সাধারণ গতিপথ হারাতে বসেছে।
১৭৫৬ দিন আগে
লালমনিরহাটে অবৈধ ইটভাটাকে লাখ টাকা জরিমানা
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ফসলি জমিতে গড়ে উঠা অবৈধ ইটভাটা বন্ধ করে দিয়ে এক লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
১৮০৯ দিন আগে
চট্টগ্রামে অবৈধ ইটভাটা সাতদিনের মধ্যে বন্ধের নির্দেশ
দূষণ রোধে চট্টগ্রামে অবৈধ ইটভাটা এক সপ্তাহের মধ্যে বন্ধ করার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
১৮১৬ দিন আগে
ফরিদপুরে কৃষি জমিতে ইটভাটা স্থাপনের প্রতিবাদ
সদরপুর উপজেলার আকোটেরচর মৌজায় কৃষি জমিতে ইটভাটা স্থাপনের প্রতিবাদে মানববন্ধন করেছেন গ্রামবাসী।
১৮৮৬ দিন আগে