স্বর্ণালংকার
আদালতের মালখানার তালা ভেঙে নগদ অর্থ ও স্বর্ণালংকার চুরি, ৩ জন হেফাজতে
নাটোর আদালতের মালখানার তালা ভেঙে নগদ অর্থ ও স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দিবাগত রাতে এই ঘটনা ঘটে। এদিকে শুক্রবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে কোর্ট পুলিশের কর্মকর্তারা ও পুলিশ সুপার আমজাদ হোসেন ঘটনাস্থলে যান।
এ ঘটনায় তিনজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান পুলিশ।
পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, ‘গত রাতের কোনো এক সময় সংঘবদ্ধ চোর চক্র কোর্ট পুলিশ দপ্তরের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে মালখানার তালা ভেঙে আলামত হিসাবে সংরক্ষণ করা বিপুল পরিমাণ নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে পালিয়ে যায়। এর আগে তারা সিসি ক্যামের ভিআরসহ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।’ ঘটনায় তিনজনকে পুলিশ হেফাজতে নেওয়ার কথা জানান পুলিশ সুপার। তিনি বলেন, ‘তবে তদন্তের স্বার্থে তা প্রকাশ করা হয়নি।’
কি পরিমাণ টাকা ও স্বর্ণালংকার চুরি হয়েছে তা নির্ণয় করার চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। ঘটনা তদন্তে সিআইডি ও সিবিআই সদস্যরা কাজ করছে।
২৩৮ দিন আগে
বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে ‘স্বর্ণালংকার লুট’
রাজধানীর বনশ্রীতে আনোয়ার হোসেন (৪৫) নামের এক ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ সময় তার কাছে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার দাবি করেছেন ভুক্তোভোগী।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে বনশ্রী ডি ব্লকের ৭ নম্বর রোডের ২০ নম্বর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
রামপুরা থানার ডিউটি অফিসার মো. মোহসিন ইউএনবিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আমাদের টিম ঘটনাস্থলে উপস্থিত। রাস্তা আটকে এক ব্যক্তিতে হাতে ও পায়ে গুলির ঘটনা শুনে সঙ্গে সঙ্গে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে গিয়েছে। সেখানে ওসি আতাউর আকন্দসহ ঊর্ধ্বতনরা রয়েছেন।’
গুলিবিদ্ধ আনোয়ারকে রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢামেক ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন।আরও পড়ুন: রাজধানীর খিলগাঁওয়ে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
আহত আনোয়ার জানান, বনশ্রী সি ব্লকে ‘অলংকার’ নামে একটি জুয়েলারি দোকান রয়েছে তার। রাতে দোকান বন্ধ করে সঙ্গে ২০০ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকা নিয়ে বাসায় ঢুকছিলেন তিনি। এ সময় হঠাৎ মোটরসাইকেলে করে এসে তার ওপর হামলা করে দুর্বৃত্তরা।
এদিকে, এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, দুটি মোটরসাইকেলে চড়ে চারজন লোক এসে এক ব্যক্তিকে (আনোয়ার হোসেন) গুলি করে তার কাছে থাকা জিনিসপত্র (সম্ভবত স্বর্ণালঙ্কার ও নগদ টাকা) কেড়ে নিচ্ছে। এরপর তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় ভুক্তেভোগীকে চিৎকার করতে শোনা যায়। তাছাড়া কয়েকবার গুলির শব্দও শোনা গেছে ভিডিওতে।
২৮৪ দিন আগে
সিলেটে এক রাতে ৩ বাড়িতে ডাকাতি
সিলেটের ওসমানীনগরে এক রাতে তিন প্রবাসীর বাড়িতে ডাকাতির হয়েছে। এতে প্রায় ২৩ ভরি স্বর্ণালংকারসহ টাকা লুটের অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার উছমানপুর ইউনিয়নের মাধবপুর গ্রামের মামুন আহমেদ, লতিবপুর গ্রামের মিজানুর রহমান ও পার্শ্ববর্তী আশিক আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।
ডাকাতদের হামলায় দুই পরিবারের তিনজন আহত হয়েছেন।
আহতরা হলেন- লতিবপুর গ্রামের ছানাওর আলীর স্ত্রী আনোয়ারা বেগম (৬০), ছেলে হোসাইন আহমদ (২২) ও মাধবপুর গ্রামের সিরাজ মিয়া (৪০)। তাদের বালাগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় ড্রেন থেকে পাওয়া গেল থানার লুট হওয়া শটগান
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৩টার দিকে লতিবপুর গ্রামের প্রবাসী মিজানুর রহমানের বাড়িতে বসতঘরের কেচি গেট ও দরজা ভেঙে ১২–১৩ জন ডাকাত ঢুকে মিজানের ছোট ভাই হোসাইন আহমদের মাথায় রড দিয়ে আঘাত করে একটি কক্ষে বেঁধে রাখে। এরপর অপর কক্ষে হোসাইন আহমদের মা আনোয়ারা বেগমকে রড দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে ছয় ভরি স্বর্ণালংকার লুট করে।
একই রাতে পাশের মাধবপুর গ্রামের মামুন আহমদের বাড়িতে সাত–আটজনের একদল ডাকাত দরজা ভেঙে ঘরে ঢুকে গৃহকর্মী সিরাজ মিয়াকে বেধড়ক পিটিয়ে আহত করে। তখন মামুন আহমদের ঘরে থাকা ১৬ ভরি স্বর্ণালংকার, ব্রিটিশ পাউন্ডসহ প্রায় এক লাখ টাকা লুট করে নিয়ে যায়।
এ ছাড়াও, লতিবপুর গ্রামের মধ্যপ্রাচ্য প্রবাসী আশিক মিয়ার বাড়ির কেচি গেট ও দরজা ভেঙে ১ ভরি স্বর্ণালংকার ও নগদ ১১ শ’ টাকাসহ কিছু মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা। ডাকাতিকালে আশিক মিয়ার পরিবারের লোকজন বাড়িতে ছিলেন না। সকালে গ্রামে ডাকাতি হয়েছে খবর পেয়ে তারা বাড়িতে এসে দেখেন, তাদের ঘরের গেট ও দরজার তালা ভাঙা এবং আলমিরায় থাকা স্বর্ণালংকার নেই বলে জানায় পুলিশ।
আশিক মিয়ার স্ত্রী পারভিন বেগম বলেন, ‘আমি আমার বাপের বাড়িতে ছিলাম। সকালে গ্রামে ডাকাতি হয়েছে শুনে বাড়িতে এসে দেখি আমার ঘরের গেট ও দরজা খোলা এবং আলমিরায় রাখা স্বর্ণালংকার ও টাকা নেই।’
আহত হোসাইন আহমদ বলেন, ‘রাত ৩টার দিকে গেট ও দরজা ভেঙে ১২ থেকে ১৩ জন ডাকাত ঘরে ঢুকে আমাদের মারধর করে ছয় ভরি স্বর্ণ লুটে নেয়। রড দিয়ে তারা আমার মাথায় আঘাত করে। আমার মাকেও তারা মেরেছে।’
মাধবপুর গ্রামের মামুন আহমদ বলেন, ‘রাত ৩টার দিকে সাত থেকে আটজন ডাকাত গেট ও দরজা ভেঙে ঘরে ঢুকে ১৬ ভরি স্বর্ণালংকার, পাউন্ডসহ নগদ ১ লাখ টাকা লুটে নেয়। এ সময় তারা আঞ্চলিক ও শুদ্ধ ভাষায় কথা বলছিল। প্রায় ৪৫ মিনিট ধরে তারা আমার ঘরের সব আলমারি ভেঙে তছনছ করে। এরপর আমাদের ঘরে বেঁধে রেখে চলে যায়। ডাকাতরা চলে যাওয়ার সময় দুটি সিএনজিচালিত অটোরিকশার শব্দ শুনতে পেয়েছি।’
ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান বলেন, ‘ডাকাতির ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা ব্যবস্থা নিচ্ছি।’
আরও পড়ুন: গোয়াইনঘাটের সালুটিকর-কচুয়ারপার সড়কে অন্তহীন দুর্ভোগে মানুষ
৩৪২ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ ভরি স্বর্ণালংকার জব্দ, আটক ১
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্ত এলাকা থেকে ৪৪ ভরি ১৩ আনা স্বর্ণালংকার ও নগদ ১৮ হাজার ৮৯৫ টাকা জব্দ করা হয়েছে। এসময়সহ আব্দুর রহিম (৩০) নামে একজনকে আটকের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১৩ অক্টোবর) দুপরে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
আটক আব্দুর রহিম জেলার ভোলাহাট উপজেলার চামুসা এলাকার মৃত লোকমান আলীর ছেলে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র জব্দ, আটক ১: বিজিবি
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় বিজিবির একটি টহল দল ধোবপুকুর তিন রাস্তার মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় ৪৪ ভরি ১৩ আনা স্বর্ণ এবং নগদ১৮ হাজার ৮৯৫ টাকাসহ আব্দুর রহিমকে আটক করে। উদ্ধারকৃত স্বর্ণালংকারের বাজারমূল্য ৪৩ লাখ ৪৮ হাজার ৭৮৪ টাকা।
এতে আরও বলা হয়েছে, এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের এবং জব্দকৃত স্বর্ণালংকার ও টাকা ট্রেজারিতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
৭৮৩ দিন আগে
শাহ আমানত বিমানবন্দরে ২৪টি স্বর্ণের বার জব্দ, বিমানযাত্রী আটক
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় তিন কেজি ওজনের ২৪টি স্বর্ণের বার ও ১০০ গ্রাম স্বর্ণালংকার জব্দ এবং বিদেশ ফেরত এক বিমানযাত্রীকে আটকের দাবি করেছে কাস্টমস গোয়েন্দা।
বুধবার সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে তাকে আটক করা হয় বলে শুল্ক গোয়েন্দার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আটক যাত্রীর নাম মোহাম্মদ আতিক উল্লাহ। তার বাড়ি চট্টগ্রামের হাটহাজারীর এনায়েতপুরের বাসিন্দা।
তিনি এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছান।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে ওই যাত্রীর শরীর তল্লাশিকালে কৌশলে বেল্টের সাহায্যে লুকিয়ে আনা স্বর্ণালংকার ও স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ২২টি স্বর্ণের বার জব্দ, গ্রেপ্তার ১
জব্দ ২৪টি স্বর্ণের বারের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি এক লাখ ৬০ হাজার টাকা ও স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে আট লাখ টাকা বলে বিজ্ঞপিতে উল্লেখ করা হয়।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রামের যুগ্ম পরিচালক সাইফুর রহমান জানান, ওই যাত্রী সুকৌশলে কোমরের বেল্টের ভেতরে লুকিয়ে স্বর্ণের বারগুলো পাচারের চেষ্টা করছিলেন। বোর্ডিং ব্রিজ থেকে অনুসরণ করে বিমানবন্দরের ইমিগ্রেশন লাউঞ্জে তাকে আটক করা হয়।
প্রয়োজনীয় আইনি কার্যক্রম সম্পন্ন করে তার বিরুদ্ধে পতেঙ্গা থানায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হবে বলে জানান শুল্ক গোয়েন্দা।
আরও পড়ুন: শার্শা সীমান্তে ১১ কোটি টাকার স্বর্ণের বার জব্দ, আটক ৩
৯৭৪ দিন আগে
ঝিনাইদহে ২৫ ভরি স্বর্ণালংকার জব্দ, নারী গ্রেপ্তার
ঝিনাইদহ সদর উপজেলায় ২৫ ভরি স্বর্ণালংকার জব্দ করা হয়েছে। এসময় এক নারীকে গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সদরের লক্ষীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার মুক্তা খাতুন (৩৪) কুমিল্লার চৌদ্দগ্রামের মিজানুর রহমানের স্ত্রী।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে অস্ত্রসহ ৯ ডাকাত গ্রেপ্তার
ঝিনাইদহ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীন উদ্দিন জানান, কালীগঞ্জ থেকে ঢাকায় স্বর্ণ পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে লক্ষীপুর বিদ্যালয়ের সামনে চেকপোস্ট বসায় ডিবি পুলিশের একটি অভিযানিক দল। সেসময় দর্শনা থেকে বরিশালগামী চাকলাদার পরিবহনে তল্লাশি চালিয়ে মুক্তা খাতুন নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়। পরে তার ভ্যানিটি ব্যাগ থেকে উদ্ধার করা হয় ২৫ ভরি ১৫ আনা ওজনের স্বর্ণালংকার। যার আনুমানিক মূল্য ২০ লাখ টাকা।
তিনি জানান, গ্রেপ্তার মুক্তা খাতুন কালীগঞ্জ থেকে এসব স্বর্ণালংকার ঢাকায় পাচার করছিল বলে প্রাথমিক ভাবে স্বীকার করেছেন।
এ ঘটনায় ডিবি পুলিশের পক্ষ থেকে সদর থানায় একটি মামলা করা হয়েছে।
আরও পড়ুন: বরিশালে অস্ত্রসহ ৭ ডাকাত গ্রেপ্তার
এসএসসি প্রশ্নপত্র ফাঁস: কুড়িগ্রামে গ্রেপ্তার আরও ৩
১১৭০ দিন আগে
আসামি ধরতে গিয়ে নারীকে লাঞ্চিত: সীতাকুণ্ড থানার এসআই প্রত্যাহার
চট্টগ্রামের সীতাকুণ্ডে আসামি ধরতে গিয়ে আসামির স্ত্রীর সঙ্গে অসৎ আচরণ এবং আলমারি ভেঙে টাকা, স্বর্ণালংকার লুটের অভিযোগে মাহবুব মোরশেদ নামে এক উপপরিদর্শককে (এসআই) প্রত্যাহার করা হয়েছে। সোমবার (১৮ এপ্রিল) দুপুরে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম।তিনি জানান, আসামি ধরতে গিয়ে পুলিশ কর্মকর্তার অপেশাদার আচরণ করার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে প্রত্যাহার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্তে দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। ওই নারীর স্বামী নুরুল ইসলাম পারিবারিক বিরোধের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।
আরও পড়ুন: সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে যুবক নিহতজানা গেছে, গতকাল রবিবার সকালে খালেদা আক্তার নামের এক গৃহিণী পুলিশ সুপার বরাবর এসআই মাহবুব মোর্শেদের বিরুদ্ধে মারধর ও টাকা লুটের অভিযোগ আনেন। লিখিত অভিযোগে খালেদা আক্তার উল্লেখ করেন, শনিবার দুপুর আড়াইটায় এসআই মাহাবুব মোরশেদ পাঁচজন পুলিশ কনস্টেবলসহ খালেদা আক্তারের স্বামী গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত আসামি নূর ইসলামকে গ্রেপ্তার করতে যান। এসময় তার সঙ্গে দুই কনস্টেবল ও একজন সোর্স ছিল। তাকে না পেয়ে এসআই মাহবুব আলমারির চাবি দিতে বলেন। খালেদা আক্তার চাবি দিতে অস্বীকার করলে তার পেটে লাথি মারেন। এরপর চাবি নিয়ে ঘরের আলমারি তল্লাশি করে গরু বিক্রি করা দেড় লাখ টাকা, আধাভরি স্বর্ণ ও ছেলে রিয়াজ উদ্দিন হৃদয়ের স্কুল-কলেজের সার্টিফিকেট জব্দ করে নিয়ে যায়।
পরদিন খালেদা আক্তার ছেলেকে নিয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগপত্র দায়ের করেন। অভিযোগপত্র গ্রহণ করার পর কপি সীতাকুণ্ড সার্কেল অফিসে জমা দিতে বলা হয়। জমা দিতে গেলে থানা থেকে সমঝোতার প্রস্তাব দেয়া হয় বলে জানান খালেদা আক্তার। তবে তিনি এ ঘটনার সুষ্ঠ বিচার দাবি করেন।
আরও পড়ুন: সীতাকুণ্ডে শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তারএ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত এসআই মাহবুব মোর্শেদ বলেন, আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা। আপনারা ঘটনার গভীরে গিয়ে দেখতে পারেন। পরোয়ানাভূক্ত আসামি ধরতে গিয়ে এরকম ষড়যন্ত্রের শিকার হলে চাকরি করা যাবে না।সীতাকুণ্ড থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, এসআই মাহাবুব আসামি ধরতে থানা থেকে অনুমোদন নিয়েই গিয়েছিলেন, তবে আসামির বাড়িতে কি ঘটেছে তদন্তে জানা যাবে, তদন্তে তিনি দোষী হলে বিচার হবে, আর নির্দোষ হলে মিথ্যা অভিযোগেরও বিচার হবে।
আরও পড়ুন: সীতাকুণ্ডে নারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ
১৩২৬ দিন আগে
কুষ্টিয়ায় ৫২ ভরি স্বর্ণ উদ্ধার, গ্রেপ্তার ১
কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে স্টেশন থেকে প্রায় ৫২ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। এ সময় এক ব্যক্তিকে গ্রেপ্তার করে রেলওয়ে থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে পোড়াদহ রেল স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ক্ষুদিরাম বিশ্বাস কুষ্টিয়ার খোকসা উপজেলার বাসিন্দা।
আরও পড়ুন: ঢাকা বিমানবন্দরে পৌনে ২ কোটি টাকার স্বর্ণ উদ্ধার
কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজের আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে স্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে কোমরে বাঁধা অবস্থায় ৫১ ভরি ১৩ আনার বেশি স্বর্ণ পাওয়া যায়। গ্রেপ্তার ক্ষুদিরাম বিশ্বাস পাংশা থেকে ট্রেনে করে পোড়াদহ রেল স্টেশনে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে আসছিলেন।
আরও পড়ুন: কর্ণফুলী গার্ডেন সিটিতে ৭০০ ভরি স্বর্ণ চুরি
ওসি জানান, স্বর্ণালংকারগুলোর মধ্যে চেইন, চুড়ি, কানের দুল রয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। শুক্রবার তাকে আদালতে পাঠানো হবে।
১৩৫৮ দিন আগে
সিলেট বিমানবন্দরে ১৪টি সোনার বারসহ দুবাই ফেরত যাত্রী গ্রেপ্তার
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ১৪টি স্বর্ণের বার ও কিছু স্বর্ণালংকার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দাদের একটি দল। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় সোয়া কোটি টাকা।
১৮১৩ দিন আগে
চাঁদপুরে মা-মেয়কে ধর্ষণের ভয় দেখিয়ে ডাকাতি
চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় ধর্ষণের ভয় দেখিয়ে মা-মেয়ের হাত-পা বেঁধে ডাকাতির ঘটনা ঘটেছে।
১৮৭৩ দিন আগে