নিখোঁজ জেলে
বঙ্গোপসাগরে ১৫ জেলেসহ ট্রলারডুবি, এখনও নিখোঁজ ৬
পটুয়াখালীর কুয়াকাটা-সংলগ্ন বঙ্গোপসাগরে এফবি সাগরকন্যা নামের একটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সমুদ্রে ৪ দিন ভেসে থাকার পর ৯ জেলেকে উদ্ধার করেছে অপর দুটি মাছধরার ট্রলার।
শুক্রবার (২৫ জুলাই) সকাল ১০টার দিকে বঙ্গোপসাগরের শেষ বয়ার ৭৫ কিলোমিটার গভীরে ট্রলারটি ডুবে যায়।
ওই ঘটনার পর এখনো নিখোঁজ রয়েছেন আবদুর রশিদ, নজরুল ইসলাম, রফিক, ইদ্রিস, হারুন ও কালাম নামের ৬ জেলে।
উদ্ধার ৯ জেলেকে অসুস্থ অবস্থায় মঙ্গলবার ভোরে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর নিম্নাঞ্চল প্লাবিত
উদ্ধার হওয়া জেলেরা জানান, বৃহস্পতিবার সকালে আবদুর রশিদ মাঝি ১৫ জেলেসহ মহিপুর থেকে ওই ট্রলারটি নিয়ে গভীর সাগরে যায়। শুক্রবার সকালে শেষ বয়ার ৭৫ কিলোমিটার গভীয় গিয়ে জাল ফেলার পর হঠাৎ একটি ঝড় ও উত্তাল ঢেউয়ের তাণ্ডবে তাদের ট্রলারটি দুমড়ে-মুচড়ে গিয়ে ডুবে যায়। এ সময় তাদের কাছ থেকে ১ জন হারিয়ে যান। তারা ১৪ জন বাঁশ ও ফ্লুটের সাহায্যে ভাসতে শুরু করলে দুই দুফায় আরও ৫ জন হারিয়ে যান। পরে তারা ভাসতে ভাসতে শেষ বয়া এলাকায় পৌঁছলে গতরাতে দুটি ট্রলার তাদের উদ্ধার করে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, এ ঘটনায় গত ২৬ জুলাই ট্রলারমালিক কিশোর হাওলাদার নিখোঁজ জেলেদের বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তাদের সন্ধানের চেষ্টা চালাচ্ছি।
১২৯ দিন আগে
বাগেরহাটে নৌকা ডুবে নিখোঁজ জেলের লাশ উদ্ধার
বাগেরহাটের মোংলায় মাছ ধরতে গিয়ে নৌকা ডুবে নিখোঁজ জেলে মহিদুল শেখের লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৭ জুন) বেলা ১১টায় বঙ্গবন্ধু মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ ক্যানেলের জয়খাঁ থেকে লাশটি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: বুড়িগঙ্গা নদীতে তেলবাহী ট্রলারে আগুন: ১ জনের লাশ উদ্ধার
মহিদুল মোংলা উপজেলার উলুবুনিয়া এলাকার আ. রশিদ শেখের ছেলে।
এর আগে বৃহস্পতিবার মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ ক্যানেলের জয়খাঁ এলাকায় নৌকা নিয়ে মাছ ধরছিলেন মহিদুল ও তারিকুল। সেময় এলপিজি পরিবহনকারী একটি জাহাজের পাখার সঙ্গে তাদের নৌকার দড়ি পেঁচিয়ে গেলে নৌকাটি ডুবে যায়। ওই সময় নৌকায় থাকা জেলে তারিকুল পাড়ে উঠতে সক্ষম হলেও মুহিদুল আর পাড়ে উঠতে পারেননি।
মোংলা নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ফকরুল ইসলাম বলেন, নিহতের ভাই মহিদুলের লাশের পরিচয় শনাক্ত করেন। পরে পুলিশ ফাঁড়ির সদস্যদের সহযোগিতায় লাশটি উদ্ধার করা হয়। লাশটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট পাঠানো হয়েছে। আইনানগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: যমুনা নদীতে নিখোঁজের ২ দিন পর ২ যুবকের লাশ উদ্ধার
চাঁদপুরে পুকুর থেকে ২ শিশুর লাশ উদ্ধার
৫২৫ দিন আগে
পশুর নদীতে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার
বাগেরহাটের মোংলায় পশুর নদীতে নৌকা ডুবে নিখোঁজের আটদিন পর এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে নদীর চরে জয়মনি এলাকায় থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত বিধান হালদার (৫৮) উপজেলার দাসেরখন্ড গ্রামে বসবাস করতেন।
আরও পড়ুন: কুড়িগ্রামে খাল থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, দাসেরখন্ড গ্রামের বিধান হালাদার ও পার্শ্ববর্তী গ্রামের বিপ্র পোদ্দার গত ২৯ জানুয়ারি একটি নৌকা নিয়ে পশুর নদীতে মাছ ধরতে যায়। গভীর রাতে পশুর নদীর হারবারিয়া এলাকায় তলা ছিদ্র হয়ে নৌকাটি ডুবে যায়। এসময় বিপ্র পোদ্দার সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও বিধান নিখোঁজ থাকে। আটদিন পর পশুর নদীর চরে জয়মিন এলাকায় লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: গোয়ালন্দে যুবকের লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
ওসি জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা নথিভুক্ত করা হয়েছে।
১৩৯৮ দিন আগে
মেঘনায় নিখোঁজের ২দিন পর জেলের লাশ উদ্ধার
চাঁদপুরে মেঘনা নদীতে নিখোঁজের দুদিন পর এক জেলের লাশ উদ্ধার করেছে চাঁদপুর মডেল থানার পুলিশ ও নৌপুলিশ।
১৮৭০ দিন আগে