স্পেসএক্স
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল স্টারলিংক
আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যাত্রা শুরু করলো যুক্তরাষ্ট্রভিত্তিক মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক।
শুক্রবার (১৮ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব এ ঘোষণা দেন।
এ সময় স্টারলিংকের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল উপস্থিত ছিল। তাদের নেতৃত্ব দেন কোম্পানির বিজনেস অপারেশনসের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার এবং আন্তর্জাতিক কৌশল ও সরকারি সম্পর্কবিষয়ক পরিচালক রিচার্ড গ্রিফিথস।
ফয়েজ আহমদ তৈয়ব বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরাসরি দিকনির্দেশনা ও উদ্যোগে বাংলাদেশে স্টারলিংকের সেবা শুরু হয়েছে। এটি শুধু প্রযুক্তিগত অগ্রগতি নয়, বরং দেশের ডিজিটাল অবকাঠামো জোরদারে যুগান্তকারী পদক্ষেপ।
পড়ুন: অনলাইন: ১৬০০ কোটি ব্যবহারকারীর লগইন তথ্য ফাঁস
তিন মাসের পরীক্ষামূলক কার্যক্রম শেষে শুক্রবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে স্টারলিংকের সেবা শুরু হয়। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছ থেকে কোম্পানিটি ১০ বছরের জন্য ‘স্যাটেলাইট অপারেটর লাইসেন্স’ এবং ‘রেডিও কমিউনিকেশন অপারেটর লাইসেন্স’ পেয়েছে।
স্থাপন খরচ ও সেবা প্যাকেজ
স্টারলিংক সেবা গ্রহণে গ্রাহকদের ৪২ হাজার টাকা মূল্যের একটি সেটআপ যন্ত্রাংশ কিনতে হবে। এতে স্যাটেলাইট রিসিভার ডিশ, রাউটার, পাওয়ার সাপ্লাইসহ প্রয়োজনীয় উপকরণ থাকবে।
প্রাথমিকভাবে দুটি প্যাকেজ চালু করেছে স্টারলিংক:
স্টারলিংক রেসিডেনশিয়াল: ৬ হাজার টাকা মাসিক ফিতে ৩০০ এমবিপিএস পর্যন্ত আনলিমিটেড ইন্টারনেট।
স্টারলিংক লাইট: ৪ হাজার ২০০ টাকা মাসিক ফিতে তুলনামূলক কম খরচে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা।
১৩৯ দিন আগে
স্পেসএক্সের প্রতিনিধিদল ঢাকায় আসছে শুক্রবার
বিশ্বখ্যাত মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল শুক্রবার ঢাকায় আসছেন। প্রতিনিধি দলের অন্য সদস্য হলেন স্পেসএক্সের আন্তর্জাতিক কৌশল ও সরকারি সম্পর্ক পরিচালক রিচার্ড গ্রিফিথস।
বৃহস্পতিবার(১৭ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।
প্রতিনিধিদলটি বাংলাদেশ সফরে আসছেন তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ অবকাঠামো উন্নয়নে স্টারলিংকের সম্ভাব্য বিনিয়োগ ও অংশীদারত্বের দিকগুলো মূল্যায়ন করতে এবং সরকার ও নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠকে অংশ নিতে। পাশাপাশি তারা বাংলাদেশে স্টার লিংকের অফিসিয়াল যাত্রা শুরুর ঘোষণা দেবেন।
লরেন ড্রেয়ারের নেতৃত্বে আগত দলটি ব্যবসায়িক সম্ভাবনা যাচাই, নতুন প্রযুক্তির স্থানীয় বাস্তবায়ন এবং গ্রামীণ ও দুর্গম অঞ্চলে ইন্টারনেট পৌঁছে দেওয়ার উদ্যোগে বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ বাজার হিসেবে দেখছে।
পড়ুন: বাংলাদেশে মে মাসেই চালু হবে স্পেসএক্সের সেবা
স্পেসএক্স ও স্টারলিংকের এই সফর বাংলাদেশের ডিজিটাল ট্রান্সফরমেশনের লক্ষ্য পূরণে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
আগামীকাল প্রতিনিধিদলটি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন। বিকাল ৫টায় হোটেল ইন্টার কন্টিনেন্টালে প্রেস কনফারেন্সে বক্তব্য দেবেন। রাতে ঢাকার হাতিরঝিলে অনুষ্ঠিত জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানে যোগ দিবেন তারা। পরদিন শনিবার তারা ফিরে যাবেন।
১৪০ দিন আগে
বাংলাদেশে মে মাসেই চালু হবে স্পেসএক্সের সেবা
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের মহাকাশ পরিবহন প্রতিষ্ঠান স্পেসএক্সের স্যাটেলাইট সেবা চালুর টেকনিক্যাল লঞ্চ মে মাসেই হবে।
বুধবার (২৩ এপ্রিল) উপসাগরীয় দেশ কাতারের দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে এমন তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট ফর গ্লোবাল ইনগেজমেন্ট লরেন ড্রেয়ার।
স্পেসএক্সের এই শীর্ষ কর্মকর্তা বলেন, ‘আমরা প্রায় শেষ ধাপে আছি এবং মে মাসেই টেকনিক্যাল লঞ্চের জন্য টিমকে প্রস্তুত থাকতে বলেছি।’
‘এই উদ্যোগটি খুবই সুন্দরভাবে এগোচ্ছে,’ বলেন ড্রেয়ার। এ সময়ে ড. ইউনূস বলেন, ‘এটা বাংলাদেশে জন্য বড় খবর। মানুষ দিন গুণছেন। যখন লঞ্চ হবে, তখন এটার উদযাপন হওয়া উচিত।‘
প্রাথমিকভাবে কারিগরি প্রক্রিয়া শুরু হবে, এরপর পুরোদমে কার্যক্রম চালু হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব অপূর্ব জাহাঙ্গীর।
আরও পড়ুন: কাশ্মীরে হামলার ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা
এতে অনলাইনভিত্তিক জনপ্রিয় অর্থ লেনদেন (পেমেন্ট) ব্যবস্থা পেপ্যাল ব্যবহারের সম্ভাবনাও খুঁজে দেখা হচ্ছে। পেপ্যাল ও স্পেসএক্সের প্রতিষ্ঠাতা মার্কিন ধনকুবের ইলন মাস্ক।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, নিরাপত্তা উপদেষ্টা খালিলুর রহমান ও এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়ক লামিয়া মোরশেদ।
২২৫ দিন আগে
মাস্কের কানাডীয় নাগরিকত্ব বাতিলের পিটিশনে সই
মার্কিন ধনকুবের ও স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্কের কানাডীয় নাগরিকত্ব বাতিল করতে একটি পিটিশনে সই করেছেন দেড় লাখেরও বেশি মানুষ।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্যে পরিণত করার হুমকি দিয়ে আসছেন। এতে দেশটির স্বাধীনতা হুমকির মুখে পড়েছে। একারণে ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত মাস্কের জন্মসূত্রে পাওয়া কানাডার নাগরিকত্ব বাতিলের দাবিতে এই পিটিশনে সই করেছেন দেশটির নাগরিকরা।
দ্য কানাডিয়ান প্রেসের এক প্রতিবেদনে বলা হয়, ‘ব্রিটিশ কলাম্বিয়ার লেখক কোয়ালিয়া রিড এই পিটিশনটি কানাডার হাউস অব কমন্সে উত্থাপন করেন। নিউ ডেমোক্রেটিক পার্টির এমপি ও মাস্কের সমালোচক চার্লি অ্যাঙ্গাসের অর্থায়নে এই পিটিশনটি হয়েছে।’
ট্রাম্পঘনিষ্ঠ মাস্ক দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণ করেছিলেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি টেসলা, স্পেসএক্স এবং সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর প্রধান। মায়ের সূত্রে কানাডার নাগরিক মাস্ক। কানাডার সাসকাচোওয়ান প্রদেশের রাজধানী রেজিনা তার মায়ের জন্মস্থান।
আরও পড়ুন: কানাডাকে ‘সত্যিকার অর্থে’ ৫১তম অঙ্গরাজ্য করতে চাচ্ছেন ট্রাম্প: ট্রুডো
ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর প্রশাসনের সরকারি দক্ষতা বিভাগের (ডিওজিই) প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয় মাস্ককে। গত ২০ ফেব্রুয়ারি দাখিল করা রিডের পিটিশনে অভিযোগ করা হয়েছে, মাস্ক ‘ট্রাম্পের উপদেষ্টা হিসেবে কাজ করার মাধ্যমে কানাডার জাতীয় স্বার্থের পরিপন্থি কর্মকাণ্ডে লিপ্ত’ হয়েছেন।
ট্রাম্প ক্ষমতা গ্রহণ করেই নির্বাহী আদেশের মাধ্যমে কানাডার পণ্যে উচ্চ শুল্কারোপ করেন। এছাড়াও কানাডাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে একীভূত করার হুমকি দেন। এতে কানাডার জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।
পিটিশনে বলা হয়েছে, ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হওয়া মানে মাস্ক এমন এক ‘বিদেশি সরকারের সদস্য, যারা কানাডার সার্বভৌমত্ব মুছে ফেলতে চায়।’
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কাছে মাস্কের নাগরিকত্ব অবিলম্বে বাতিল করার এবং তার কানাডীয় পাসপোর্ট প্রত্যাহার করার দাবি জানানো হয়েছে পিটিশনে। ট্রাম্প আগেও ট্রুডোকে ব্যঙ্গ করে ‘গভর্নর’ বলেছেন। সাধারণত যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোর প্রধান নির্বাহীদের গর্ভনর বলা হয়।
গেল জানুয়ারিতে কানাডার ক্ষমতাসীন দল লিবারেল পার্টির প্রধানের পদ ছাড়ার ঘোষণা দেন ট্রুডো, এই ঘোষণার পর মাস্ক এক্সে ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
আরও পড়ুন: মেক্সিকো ও কানাডার পণ্যে শুল্কারোপ করতে যাচ্ছেন ট্রাম্প
কানাডার সংবাদমাধ্যম দ্য কানাডিয়ান প্রেস জানিয়েছে, সাধারণত এ ধরনের পিটিশনটি স্বীকৃতি পেতে কমপক্ষে ৫০০ স্বাক্ষর প্রয়োজন হয়। তাহলে সেটি হাউস অব কমন্সে উপস্থাপন করা যায় এবং সরকারিভাবে প্রতিক্রিয়া পাওয়ার সুযোগ তৈরি হয়।
রিডের পিটিশন সহজেই এই শর্ত পূরণ করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। জানা যায়, রোববার রাত পর্যন্ত পিটিশনে প্রায় ১ লাখ ৫৭ হাজার স্বাক্ষর পড়েছে এবং ক্রমেই স্বাক্ষরের সংখ্যা বাড়ছে। আগামী ২০ জুন পর্যন্ত স্বাক্ষর সংগ্রহ করা হবে।
কানাডার হাইস অব কমন্সের কার্যক্রম আগামী ২৪ মার্চ পুনরায় শুরু হওয়ার কথা রয়েছে। তবে পার্লামেন্টের সদস্যদের ফিরে আসার আগেই দেশটিতে সাধারণ নির্বাচনের ঘোষণা দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
২৮৩ দিন আগে
পৃথিবীতে ফিরছেন মহাকাশে আটকে পড়া সেই দুই নভোচারী
দীর্ঘ আট মাস পর পৃথিবীতে ফিরতে চলেছেন মহাকাশে আটকেপড়া নাসার আলোচিত দুই নভোচারী । আগামী মার্চের শেষ কিংবা এপ্রিলের শুরুতে তাদের ফিরে আসার কথা থাকলেও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও স্পেসএক্স প্রধান ইলন মাস্কের তৎপরতায় মার্চের মাঝামাঝিতেই তাদের ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ইলন মাস্কের রকেট কোম্পানি স্পেসএক্স এক বিবৃতিতে এমন তথ্য নিশ্চিত করেছে। আটকেপড়া দুই নভোচারীর নাম বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামস।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, এতে মহাকাশ স্টেশনে আটকে থাকার সময় কয়েক সপ্তাহ কমে আসবে ওই দুই নভোচারীর। গত সপ্তাহে মহাকাশে অবস্থানের আট মাস পূর্ণ করেছেন তারা।
আরও পড়ুন: নাসার স্পেসএক্স মিশনের নভোচারীরা পৃথিবীতে ফিরছেন
গত বছরের জুন মাসে বোয়িং স্টারলাইনারের তৈরি একটি ক্যাপসুলে মহাকাশে যান নাসার দুই নভোচারী। ওই বছরেরে ২২ জুন তাদের পৃথিবীতে ফিরে আসার কথা থাকলেও মহাকাশযানটির হিলিয়াম গ্যাস লিক হওয়ার কারণে তাদের ফিরতি যাত্রা স্থগিত হয়ে যায়।
নাসা সেই সময় জানায়, তাদের ফিরতে আট মাস সময় লাগতে পারে। এ নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়। মহাকাশ স্টেশনে তাদের জীবন কেমন কাটছে তা নিয়ে জানতে আগ্রহী ছিল সারা বিশ্বের মানুষ।
নাসার বাণিজ্যিক ক্রুর প্রোগ্রাম ম্যানেজার স্টিভ স্টিচ এক বিবৃতিতে বলেছেন, ‘মানুষের মহাকাশযাত্রা অপ্রত্যাশিত চ্যালেঞ্জে পরিপূর্ণ।’
এদিকে, ক্ষমতা গ্রহণের পরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং স্পেসএক্সের ইলন মাস্ক নভোচারীদের ফিরিয়ে আনার গতি বাড়ানোর প্রতিশ্রুতি দেন।
এরই পরিপ্রেক্ষিতে নাসার পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছে। নতুন করে নভোচারীদের মহাকাশে পাঠানোর আগেই আটকে থাকা দুই নভোচারীকে ফিরিয়ে আনার উদ্যোগ নেন তারা। নাসা জানায়, উইলমোর এবং উইলিয়ামসকে যত দ্রুত সম্ভব ফিরিয়ে আনার জন্য দ্রুতগতিতে কাজ করছে তারা।
নাসার তথ্যমতে, মহাকাশে যাত্রার শুরু থেকেই বোয়িং স্টারলাইনার ক্যাপসুলটিতে কারিগরি ত্রুটি দেখা দেয়। এ কারণে তারা ওই নভোযানটি ফিরিয়ে এনে স্পেসএক্সের একটি নতুন ক্যাপসুল পাঠানোর সিদ্ধান্ত নেয়। আগামী জুন মাসে তাদের ফিরে আসার কথা ছিল।
আরও পড়ুন: মহাকাশ স্টেশনে ৬ মাস অবস্থানের পর ফিরলেন ৩ চীনা নভোচারী
তবে স্পেসএক্স জানিয়েছে নতুন কোনো ক্যাপসুল তারা এখনি উৎক্ষেপন করবেন না। তাদের ধারণা সফলভাবে যাত্রা পরিচালনা করতে আরো কারিগরী প্রস্তুতির প্রয়োজন রয়েছে।
ফলে স্পেসএক্সের পুরাতন ক্যাপসুলেই এবার নভোচারীদের পাঠানোর কথা জানিয়েছে নাসা। আগামী ১২ মার্চ উৎক্ষেপণের সময় নির্ধারণ করা হয়েছে। নতুন ক্রুতে দুজন নাসা নভোচারী, একজন জাপানি এবং একজন রাশিয়ান নভোচারী অন্তর্ভুক্ত রয়েছেন।
২৯৫ দিন আগে
ইউক্রেনে স্যাটেলাইট নেটওয়ার্কের জন্য মার্কিন তহবিল চেয়েছেন ইলন মাস্ক
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ স্পেসএক্স ও টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্কের কাছ থেকে তার স্যাটেলাইট নেটওয়ার্কের জন্য তহবিল চেয়ে চিঠি পেয়েছে।
এই নেটওয়ার্ক রাশিয়ার সঙ্গে যুদ্ধের প্রায় শুরু থেকেই ইউক্রেনের সামরিক বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্র যোগাযোগ সরবরাহ করেছে। শুক্রবার মার্কিন সরকারি কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।
স্পর্শকাতর হওয়ায় নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন, বিষয়টি বৈঠকে আলোচনা করা হয়েছে এবং জ্যৈষ্ঠ নেতারা বিবেচনা করছেন। তবে এখনও কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।
শুক্রবার এক বিবৃতিতে পেন্টাগনের মুখপাত্র সাবরিনা সিং বলেন, ‘আমরা নিশ্চিত করতে পারি যে বিভাগটি স্পেসএক্সের কাছ থেকে ইউক্রেনে তাদের স্যাটেলাইট যোগাযোগ পণ্য স্টারলিংকের অর্থায়নের বিষয়ে চিঠি পেয়েছে।’
আরও পড়ুন: জ্যাক ডরসিকে আদালতের তলবের জন্য ইলন মাস্কের রিট
পেন্টাগন সংবাদ সম্মেলনের সময় তিনি যোগাযোগের বিষয়ে বিস্তারিত বলেননি বা কাকে চিঠিপত্র পাঠানো হয়েছিল ও কখন মাস্কের সঙ্গে যোগাযোগ শুরু হয়েছিল তাও বলেননি।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে রাশিয়া আক্রমণ করার কয়েকদিন পর মাস্ক ইউক্রেনে স্টারলিংক স্যাটেলাইট ডিশ পাঠাতে শুরু করেন। ২৮ ফেব্রুয়ারি ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী মাইখাইলো ফেদোরভ ট্রাকের পেছনে প্রথম স্টারলিংক কিট আসার একটি ছবি টুইট করেন৷
মাস্কের এই উদারতা ইউক্রেনীয়দের কাছে বেশ প্রশংসিত হয় এবং যুদ্ধ কৌশলে এই পদক্ষেপকে আমূল পরিবর্তনকারী হিসেবেই দেখা হয়। কারণ রুশরা ইউক্রেনের স্থল যোগাযোগ চাইলেই বিচ্ছিন্ন করতে পারে। কিন্তু তারা স্যাটেলাইট যোগাযোগ নিয়ন্ত্রণ করতে পারেনি।
আরও পড়ুন: ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে নিচ্ছেন ইলন মাস্ক
দুই হাজার ২০০টিরও বেশি নিম্ন কক্ষপথে থাকা স্যাটেলাইটের স্টারলিংক সিস্টেম এক লাখ ৫০ হাজার ইউক্রেনীয় ভূ-স্টেশনে ব্রডব্যান্ড ইন্টারনেট সরবরাহ করেছে। শুক্রবারের প্রথম দিকে, মাস্ক টুইটারে জানান, ইউক্রেনের যোগাযোগের প্রয়োজনগুলোকে পূরণ করতে স্পেসএক্সের প্রতি মাসে দুই কোটি মার্কিন ডলার খরচ করছে।
তিনি টুইটারে আরও বলেন যে তাকে স্যাটেলাইট ও ভূস্টেশনগুলো তৈরি, উৎক্ষেপণ, রক্ষণাবেক্ষণ করতে হবে।
আরও পড়ুন: টেসলার রোবট ‘অপটিমাস’ দেখালেন ইলন মাস্ক
১১৪৫ দিন আগে
নাসার স্পেসএক্স মিশনের নভোচারীরা পৃথিবীতে ফিরছেন
ড্রাগন মহাকাশযানে চড়ে পৃথিবীতে ফিরেছেন নাসার স্পেসএক্স ক্রু মিশনের চার নভোচারী। নাসা জানিয়েছে, শুক্রবার বিকাল ৪টা ৫৫ মিনিটে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলের ফ্লোরিডা উপকূলে নিরাপদে অবতরণ করেন নভোচারীরা।
চার সদস্যের আন্তর্জাতিক ক্রু সদস্যরা হলেন-নাসার মহাকাশচারী কেজেল লিন্ডগ্রেন, বব হিনস, জেসিকা ওয়াটকিনস এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সির নভোচারী সামান্তা ক্রিস্টিফোরেটি।
মহাকাশযানটি শুক্রবার দুপুর ১২টা ৫ এর দিকে ইস্টার্ন টাইম (১৬০৫ জিএমটি) এ আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে আনডক করা হয়।
গত ২৭ এপ্রিল ফ্লোরিডায় নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশে এই অভিযাত্রীরা যাত্রা করেন।
আরও পড়ুন: মহাকাশযান গ্রহাণুর কক্ষপথ পরিবর্তন করতে সফল হয়েছে: নাসা
দুবাইয়ে চালকবিহীন বৈদ্যুতিক উড়ুক্কু গাড়ি চালাল চীনা প্রতিষ্ঠান
টেসলার রোবট ‘অপটিমাস’ দেখালেন ইলন মাস্ক
১১৪৬ দিন আগে
৪ নভোচারীকে নিয়ে ফিরেছে স্পেসএক্স
স্পেসএক্স শুক্রবার মেক্সিকো উপসাগরে চার নভোচারীকে নিয়ে ফেরত এসেছে।
ক্যাপসুলে থাকা তিন মার্কিন মহাকাশচারী এবং একজন জার্মান নাগরিক আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছেড়ে যাওয়ার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে টাম্পার কাছে ফ্লোরিডা উপকূল পাড়ি দিয়েছে।
নাসার রাজা চারি, টম মার্শবার্ন এবং কায়লা ব্যারন এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সির ম্যাথিয়াস মাউরকে স্টেশনে থাকা সাত মহাকাশচারী উষ্ণ অর্ভ্যথনা জানান।
ম্যাথিয়াস মাউর বলেন, ‘এটি একটি ছয় মাসের মিশনের সমাপ্তি, কিন্তু আমি মনে করি মহাকাশ স্বপ্ন বেঁচে আছে।’
স্পেসএক্স গত সপ্তাহে একটি চার্টার ট্রিপ শেষ করেছে।
মাস্কের কোম্পানি দুই বছরেরও কম সময়ে ২৬ জনকে মহাকাশে পাঠিয়েছে। এর মধ্যে আটজন মহাকাশ পর্যটক ছিলেন।
আরও পড়ুন: মারিউপোলে ইস্পাত কারখানায় অবরুদ্ধ সেনাদের আত্মসমর্পণে অস্বীকৃতি
তেল আবিবের কাছে ছুরিকাঘাতে ৩ ইসরাইলি নিহত
১৩০৮ দিন আগে
স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু করল স্পেসএক্স
স্পেসএক্স কোম্পানি তাদের আসন্ন স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংকের পাবলিক বিটা পরীক্ষার জন্য ইমেইল পাঠানো শুরু করেছে।
১৮৫৪ দিন আগে
ইলন মাস্ক সম্পর্কে কিছু বিস্ময়কর তথ্য
আধুনিক প্রযুক্তি ও অতিকায় করপোরেট জগতে আপনি ইলন মাস্কের মতো একজন প্রশংসনীয় ব্যক্তির খোঁজ সচরাচর পাবেন না। টেসলা ও স্পেসএক্সের বদৌলতে বিশ্বব্যাপী তিনি অর্জন করেছেন যথেষ্ট পরিচিতি। আপনি জেনে অবাক হবেন যে টেসলা ও স্পেসএক্সের বাইরেও মাস্কের আরও কিছু চকমপ্রদ উদ্যোগ রয়েছে। ব্যবসায়ী হিসেবে অসাধারণ সাফল্য ছাড়াও ইলন মাস্ক বর্তমান সময়ে তরুণ প্রজন্মের কাছে এক আইকনে পরিণত হয়েছেন।
২১৯৯ দিন আগে