উত্তীর্ণ
এসএসসি পুনঃমূল্যায়নে সিলেটে জিপিএ-৫ পেল ২২ জন, উত্তীর্ণ ৩০
সিলেট বোর্ডে চলতি বছরের এসএসসি পরীক্ষার খাতা পুনঃমূল্যায়নের মাধ্যমে নতুন করে ২২ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। একইসঙ্গে উওীর্ণ হয়েছেন আরও ৩০ জন।
রবিবার (১০ আগস্ট) সকাল ১০টায় সিলেট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় সিলেট বোর্ডের অধীনে উত্তীর্ণ ও অকৃতকার্য মিলিয়ে মোট ১৭ হাজার ৬৮১ জন শিক্ষার্থী ৩৪ হাজার ৯২০টি উত্তরপত্রের পুনঃমূল্যায়নের জন্য আবেদন করে। যাচাই-বাছাই শেষে ফলাফলে দেখা যায়, নতুন করে ৩০ জন শিক্ষার্থী উত্তীর্ণ এবং ২২ জন শিক্ষার্থী নতুন করে জিপিএ-৫ পেয়েছে।
আরও পড়ুন: এসএসসি’র উত্তরপত্র পুনঃমূল্যায়নে জিপিএ-৫ পেল ঢাকা বোর্ডের ২৮৬ শিক্ষার্থী
ফলে, পুনঃমূল্যায়নের পর সিলেট বোর্ডের মোট পাসের সংখ্যা দাঁড়িয়েছে ৭০ হাজার ১২১ জন। এর আগে, ১০ জুলাই প্রকাশিত মূল ফলে পাস করেছিল ৭০ হাজার ৯১ জন। বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল মোট ১ লাখ ২ হাজার ২১৯ জন।
সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের সচিব অধ্যাপক মো. তরিকুল ইসলাম জানান, পুনঃমূল্যায়ন মানে নতুন করে উত্তরপত্র মূল্যায়ন নয়। এখানে চারটি বিষয়ের ওপর খতিয়ে দেখা হয়— সব প্রশ্নে নম্বর দেওয়া হয়েছে কি না, নম্বর গণনায় কোনো ভুল আছে কি না, প্রাপ্ত নম্বর ওএমআর শিটে সঠিকভাবে তোলা হয়েছে কি না এবং নম্বর অনুযায়ী বৃত্ত পূরণ ঠিকমতো করা হয়েছে কি না। এই চারটি দিক থেকেই ভুল পাওয়া গেলে সংশোধন করে ফল প্রকাশ করা হয়।
১১৭ দিন আগে
এসএসসি: মেয়ের ভালো ফলেও মুখে হাসি নেই রিকশাচালক বাবার
বাবা পেশায় রিকশাচালক, নাম আবদুল কাদের। আর তার মেয়ে কোহিনুর আক্তার—এবার এসএসসি পরীক্ষায় কুমিল্লার লাকসাম উপজেলার উত্তরদা উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন।
তবুও মেয়ের এই অসাধারণ সাফল্যে আনন্দ নেই বাবার চোখে-মুখে। কারণ, মেয়েকে আর লেখা পড়া করাতে পারবেন কি না, তা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তিনি। এ অবস্থায় বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন বাবা আবদুল কাদের।
সরেজমিন গিয়ে জানা যায়, লাকসাম উপজেলার গ্রামের একটি স্কুল উত্তরদা উচ্চ বিদ্যালয়। তার থেকে দুই কিলোমিটার দূরে খিলপাড়া গ্রাম। সেই গ্রামের আবদুল কাদের ও রেহানা বেগম দম্পতির ২ মেয়ে ১ ছেলের মধ্যে কোহিনুর মেজ। সে পঞ্চম শ্রেণিতে বৃত্তি পেয়েছে। ৭ম থেকে তার ক্লাস রোল এক।
কোহিনুর আক্তার বলেন, ‘বাবার তেমন সামর্থ্য নেই। দুপুরে খাবারের জন্য কিছু টাকা পেতাম। তা দুই মাস না খেয়ে জমিয়েছি। সেই টাকা দিয়ে এক মাস প্রাইভেট পড়েছি। পরে টাকা না থাকায় আর প্রাইভেটে যাইনি। এদিকে কতদিন দুপুরে কিছু না খেয়ে থাকা যায়? পরে প্রাইভেটে না যাওয়ায় স্যাররা কারণ জানতে চান। টাকা না থাকার কথা বলায় তারা বিনামূল্যে পড়িয়েছেন। আল্লাহর রহমত,বাবার মা‘র দোয়া আর স্যারদের সহযোগিতা এ রেজাল্ট পেয়েছি। ভবিষ্যতে চিকিৎসত হতে চাই। কারণ আমার গ্রামে একটি মাত্র ফার্মেসি আছে। কেউ অসুস্থ হলে দূরে লাকসাম নিতে হয়। চিকিৎসক হয়ে গ্রামের মানুষের সেবা করতে চাই।’
আবদুল কাদের বলেন, ‘আমার যে আয় তা দিয়ে সংসার চালানো কঠিন, সেখানে কিভাবে মেয়েকে আরও পড়ালেখা করাবো তা নিয়ে টেনশনে রয়েছি। সহযোগিতা পেলে মেয়েটিকে আরও পড়াতে পারবো।’
উত্তরদা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মাসুদুল হক বলেন, ‘কোহিনুর মেধাবী শিক্ষার্থী। সে মোট ১১৯৩ নম্বর পেয়ে এসএসসি পাশ করেছে। তার বাবার পক্ষে মেয়ের লেখাপড়ায় যোগান দেওয়া দুষ্কর। সে সহযোগিতা পেলে দেশের গৌরব বৃদ্ধি করবে।’
১৪৫ দিন আগে
মুক্তিযোদ্ধা কোটায় এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ ১৯৩ শিক্ষার্থী
মেডিকেল কলেজে ২০২৪-২৫ সালের এমবিবিএস ভর্তি পরীক্ষায় ১৯৩ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। সোমবার (২০ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
এতে বলা হয়, এমবিবিএস ভর্তি কার্যক্রমে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বিদ্যমান বিধি অনুসারে শুধু মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনাদের সন্তানদের জন্য প্রযোজ্য হবে। তাদের নাতি-নাতনি বা অন্য কারো জন্য প্রযোজ্য হবে না।
‘এই কোটার অধীনে সংরক্ষিত ২৬৯টি আসনের মধ্যে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ১৯৩ জন প্রার্থী পাওয়া গেছে। অবশিষ্ট ৭৬টি আসন এরইমধ্যে মেধা তালিকা থেকে পূরণ করা হয়েছে।’
এই কোটায় প্রাথমিকভাবে নির্বাচিত ১৯৩ জনের পিতা/মাতার মুক্তিযোদ্ধা সনদপত্র, নিজের জন্মনিবন্ধন সনদসহ যাবতীয় প্রমাণাদি ও একাডেমিক সনদ নিয়ে আগামী ২৯ জানুয়ারির মধ্যে মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে পুরাতন ভবনের দোতলায় মেডিকেল এডুকেশন শাখায় উপস্থিত হয়ে যাচাই-বাছাই করাতে হবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
আরও পড়ুন: এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল পুনঃপ্রকাশের দাবি শিক্ষার্থীদের
‘যাচাই-বাছাই প্রক্রিয়ায় কোনো ভুল বা অসত্য তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রার্থীর ভর্তি বাতিল হবে এবং মেধা তালিকা থেকে সেই শূন্য আসন পূর্ণ করা হবে।’
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত এই ১৯৩ জনের ভর্তি সংক্রান্ত যাবতীয় কার্যক্রম স্থগিত থাকবে। অবশিষ্টদের ভর্তিসহ মেডিকেল কলেজের অন্যান্য কার্যক্রম যথারীতি চালু থাকবে।
৩১৮ দিন আগে
এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে ছাত্রীরা এগিয়ে
এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে ছাত্রীরা এগিয়ে রয়েছেন।
১১টি শিক্ষা বোর্ডে উত্তীর্ণ হয়েছেন মোট ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ পরীক্ষার্থী। গড় পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ।
এ বছর ছাত্রীদের পাসের হার ৮০ দশমিক ৫৭ শতাংশ এবং ছাত্রদের পাসের হার ৭৬ দশমিক ৭৬ শতাংশ।
ফলাফলে দেখা যায়, এইচএসসি ও সমমান পরীক্ষায় ছাত্রীদের থেকে বেশি সংখ্যক ছাত্র অংশ নিয়েছিলেন। পরীক্ষায় অংশ নেওয়া মোট ১৩ লাখ ৫৭ হাজার ৯১৫ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৬ লাখ ৮৯ হাজার ও ছাত্রী ৬ লাখ ৬৮ হাজার। তবে পাসের হারে ছাত্রীরাই এগিয়ে।
রবিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় ওয়েবসাইট ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল প্রকাশ করা হয়।
এবার ১১টি শিক্ষাবোর্ডে গড় পাসের হারও কিছুটা কমেছে। গতবার পাসের হার ছিল ৮৫ দশমিক ৯৫ শতাংশ। এবার এইচএসসি ও সমমানের সব বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। গতবার এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পাসের হার ছিল ৮৫ দশমিক ৯৫ শতাংশ।
৭৪০ দিন আগে
৪৩তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, ১৫ হাজার ২২৯ জন উত্তীর্ণ
৪৩তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারে সর্বমোট ১৫ হাজার ২২৯ জন পরীক্ষার্র্থী পরবর্তী ধাপের লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা ইশরাত শারমীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিসিএসে বিস্তারিত ফলাফল পিএসসির ওয়েবসাইট : www.bpsc.gov.bd. এ পাওয়া যাবে। এছাড়া মোবাইলে পিএসসি<স্পেস<৪৩>স্পেস>রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নাম্বারে পাঠিয়ে এসএমএসের মাধ্যমেও ফলাফল জানা যাবে।
উল্লেখ্য, গত ২৯ অক্টোবর অনুষ্ঠিত ৪৩তম বিসিএস প্রিলি পরীক্ষায় মোট ৪ লাখ ৩৫ হাজার ১৯০টি আবেদন জমা পড়েছিল। পরীক্ষায় অংশ নিয়েছিল ৩ লাখ ২১ হাজার ৬৫০ জন প্রার্থী।
আরও পড়ুন: বিসিএসে সুপারিশপ্রাপ্ত ৮৪ জনকে নিয়োগ দিতে হাইকোর্টের নির্দেশ
৪২তম বিশেষ বিসিএস: ৪ হাজার চিকিৎসককে নিয়োগের সুপারিশ
৪১তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
১৪১৪ দিন আগে
পরীক্ষা ছাড়াই পরের ক্লাসে উত্তীর্ণ হবে প্রাথমিকের শিক্ষার্থীরা
করোনভাইরাস মহামারির কারণে সরকার প্রচলিত বার্ষিক পরীক্ষা ছাড়াই প্রথম থেকে পঞ্চম শ্রেণির সব শিক্ষার্থীকে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করার সিদ্ধান্ত নিয়েছে।
১৮৩৭ দিন আগে