রপ্তানি উন্নয়ন ব্যুরো
জুলাই-আগস্টে রপ্তানি আয় ৮৬৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ১০.৬১ শতাংশ
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) ৮৬৯ কোটি মার্কিন ডলার রপ্তানি আয় হয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ৬১ শতাংশ বেশি।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) থেকে এ তথ্য জানানো হয়েছে।
তবে সামগ্রিক প্রবৃদ্ধি হলেও চলতি বছরের আগস্টে রপ্তানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৯৩ শতাংশ কমেছে। ২০২৫ সালের আগস্টে ৩৯২ কোটি ডলার আয় হয়েছে, যা গত বছরের আগস্টে ছিল ৪০৩ কোটি ডলার।
পড়ুন: আগস্টে ২৪২ কোটি ডলার রেমিট্যান্স এসেছে
বাংলাদেশের ব্যবসায়ীরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের কারণে বৈশ্বিক চাহিদা ও সরবরাহ শৃঙ্খল ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক ক্রেতাদের ক্রয়াদেশ আসার হার কমে যায়। তবে ওয়াশিংটনের সঙ্গে সফল শুল্ক আলোচনা শেষে রপ্তানি চাহিদা আবারও বেড়েছে।
ইপিবি জানিয়েছে, অর্থবছরের প্রথম দিকের মাসগুলোতে রপ্তানি পারফরম্যান্স স্থিতিশীলতার ইঙ্গিত দিলেও আগস্টের মন্দা বৈশ্বিক চাহিদার ওঠানামা ও বাজারের পরিবর্তনশীল পরিস্থিতির প্রেক্ষাপটে বাংলাদেশের রপ্তানি খাতের চ্যালেঞ্জগুলো সামনে এসেছে।
৯৩ দিন আগে
ইউরোপে কমলেও, খুলনাঞ্চলের চিংড়ির রপ্তানি বেড়েছে জাপানে
করোনাভাইরাস মহামারির কারণে গত মার্চ-এপ্রিলে বড় ধাক্কা এলেও কিছুটা ঘুরে দাঁড়িয়েছে খুলনার হিমায়িত চিংড়ি রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো।
১৮০৩ দিন আগে