সরিষা ক্ষেত
চাঁদপুরে নিজের সরিষা ক্ষেতেই প্রাণ গেল কৃষকের
চাঁদপুরের হাজীগঞ্জে নিজ সরিষা ক্ষেতে চাষাবাদ করা অবস্থায় এক কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে ।
শুক্রবার দুপুরে উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নে সরিষার জমিতে মই দেয়া অবস্থায় হঠাৎ করে মাটিতে লুটিয়ে পড়ে মৃত্যু হয় তার।
মৃত কৃষক হাবিবউল্লাহ (৬০) বলিয়া চৌকিদার বাড়ির মৃত ইউনুস মিয়ার ছেলে।
আরও পড়ুন: কুড়িগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে পিকনিকের বাড়িতে পড়ল ট্রাক, প্রাণ গেল শিশুর
গ্রামের এক পথিক সরিষার জমিতে পড়ে থাকতে দেখে কৃষকের পরিবারের লোকদের খবর দিলে মেয়ে সেলিনা এসে বাবার লাশ পড়ে থাকতে দেখে মাটি থেকে তোলার চেষ্টা করলে দেখতে পান যে কোনো শ্বাসক্রিয়া নেই।
তার চিৎকার শুনে কৃষককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।চিকিৎসক বলেন, হাবিবুল্লাহ মাঠেই স্ট্রোক করে মারা গেছেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার ও ইউপি সদস্য মিলন পাটোয়ারি এ মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল মাদরাসা শিক্ষকের
১০৮৭ দিন আগে
ছবিঘর: সরিষা ক্ষেতের নজরকাড়া সৌন্দর্য
একই জমিতে সরিষা ও মৌমাছি পালনের সমন্বিত চাষ লাভজনক হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে এর চাষাবাদ বেড়েছে।
১৮৪১ দিন আগে