কাস্টমস হাউস
ঈদের দিন বাদে ছুটির দিনেও খোলা থাকবে কাস্টমস হাউস
ঈদুল আজহা সামনে রেখে আমদানি-রপ্তানি বাণিজ্য নির্বিঘ্ন রাখতে ৫ থেকে ১৪ জুন পর্যন্ত (ঈদের দিন ব্যতীত) সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও সব কাস্টমস হাউস ও স্টেশন খোলা থাকবে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এর আগে, গত ১৪ মে পোশাক রপ্তানির ক্ষেত্রে সময়ের গুরুত্ব উল্লেখ করে এনবিআরে একটি চিঠি পাঠান বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রশাসক মো. আনোয়ার হোসেন। রপ্তানিতে কোনো ধরনের বিলম্ব অর্থনৈতিক ক্ষতি ও বৈদেশিক মুদ্রা আয় ব্যাহত করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
বিজিএমইএর এই অুনরোধের পর ঈদের দিন ব্যতীত বাকি ছুটির সময়ে সব কাস্টমস হাউস ও স্টেশন খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
বর্তমানে দেশের পোশাক শিল্প একাধিক চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। এর মধ্যে রয়েছে— যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক, শ্রম অস্থিরতা, কাঁচামালের উচ্চমূল্য, ব্যাংক ঋণে উচ্চ সুদের হার, চলমান জ্বালানি সংকট ও পরিবহন ব্যয় বৃদ্ধি।
আরও পড়ুন: অর্থ উপদেষ্টার সঙ্গে এনবিআর কর্মীদের সংগঠনের বৈঠক 'ব্যর্থ'
এসব প্রতিকূলতার মধ্যেও রপ্তানিকারকরা সফলভাবে আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখেছেন এবং নিরবচ্ছিন্ন রপ্তানি আদেশ পেয়ে চলেছেন। এই ধারা অব্যাহত রাখতে বন্দর, কাস্টমস, ব্যাংক ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ধারাবাহিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে বিজিএমইএ।
এ ছাড়া চলমান রপ্তানি আদেশ সময়মতো পাঠাতে ব্যর্থ হলে তা বাতিলের সম্ভাবনা তৈরি হবে, যেটি রপ্তানিকারক ও দেশের অর্থনীতির জন্য বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে বলেও চিঠিতে সতর্ক করা হয়।
এসব কারণ বিবেচনা করে চট্টগ্রাম কাস্টম হাউসসহ প্রধান কাস্টমস অফিসগুলো খোলা রাখার জন্য সরকারি নির্দেশনা জারি করেছে এনবিআর।
আরও পড়ুন: দুভাগই থাকবে এনবিআর, দূর হয়েছে ভুল ধারণা: অর্থ উপদেষ্টা
দেশের রপ্তানি খাতকে সচল রাখা এবং তৈরি পোশাক শিল্পকে আন্তর্জাতিক সময়সীমা পূরণে সহায়তা করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে এনবিআর।
১৯৮ দিন আগে
ঈদের ছুটিতে খোলা থাকবে কাস্টমস হাউস
২৯ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত (ঈদের দিন ছাড়া) সীমিত পরিসরে কাস্টমস হাউসগুলো খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বুধবার এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম গতিশীল রাখতে এবং বাণিজ্যবান্ধব পরিবেশ নিশ্চিত করতে ঈদুল ফিতরের ছুটি এবং সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনেও কাস্টম হাউসগুলোর কার্যক্রম সীমিত সময়ের জন্য খোলা থাকবে।
আরও পড়ুন: চট্টগ্রামে অবৈধ সম্পদ অর্জন মামলায় কাস্টমস কর্মকর্তার ৮ বছর কারাদণ্ড
১৩১৭ দিন আগে
শাহজালাল বিমানবন্দরে ৩ কোটি টাকার স্বর্ণ জব্দ, যাত্রী আটক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মঙ্গলবার রাতে ৪৪টি স্বর্ণের বারসহ মোট ৫ দশমিক ১৮০ কেজি স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে কাস্টম হাউস।
আটক আতাউর রহমান হবিগঞ্জ জেলার বাসিন্দা।
ঢাকা প্রিভেন্টিভ কাস্টমস হাউসের নজরদারি কর্মকর্তা মো. তরিকুল জানান, রাত ৯টা ১০ মিনিটের দিকে শারজাহ থেকে এরাবিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করে।
তিনি জানান, খবর পেয়ে কাস্টমস হাউসের একটি দল বিমানবন্দরের গ্রিন চ্যানেল দিয়ে যাওয়ার সময় আতাউরকে চ্যালেঞ্জ করে। পরে তার লাগেজ ও শরীর থেকে ৪৪টি স্বর্ণের বারসহ মোট ৫ দশমিক ১৮০ কেজি স্বর্ণ উদ্ধার করে। উদ্ধার স্বর্ণের আনুমানিক বাজার মূল্য তিন কোটি ৪০ লাখ টাকা।
আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে।
আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দরে ১৪ কেজি তরল স্বর্ণ জব্দ, আটক ৩
কক্সবাজারে ১ কোটি ৭০ লাখ টাকা মূল্যের ইয়াবা জব্দ, নারী আটক
১৪৩৭ দিন আগে
শাহজালাল বিমানবন্দরে ৫ কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার মাসকাট থেকে আগত এক যাত্রীর কাছ থেকে ৭.২৯০ কেজি স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম।
১৭৭৭ দিন আগে