সাপুড়ে
পোষা সাপের কামড়েই সাপুড়ের মৃত্যু
দিনাজপুরের খানসামা উপজেলায় পোষা সাপের কামড়ে প্রাণ হারিয়েছেন শাকিল ইসলাম (৩১) নামের এক সাপুড়ে। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর দিকে এই ঘটনা ঘটে।
শাকিল খানসামার খামারপাড়া ইউনিয়নের মেম্বার পাড়ার বাসিন্দা। তিনি সাপুড়ে ছিলেন। বিষধর সাপ ধরে বাড়িতে লালন পালন করতেন তিনি। সাপ নিয়ে খেলাও দেখাতেন।
স্থানীয়রা জানান, শাকিল একজন সাপুড়ে ছিলেন। তিনি বিভিন্ন ধরনের সাপ সংগ্রহ করে খেলাও দেখাতেন। তিনি একটি গোখরা সাপ ধরে বাড়িতে নিয়ে আসেন। মঙ্গলবার দুপুরে পোষা সেই সাপটি তাকে কামড় দেয়। প্রথমে বিষয়টি কাউকে জানাননি শাকিল, বরং নিজেই সাপের বিষ নামানোর ব্যর্থ চেষ্টা চালাতে থাকেন। অবস্থা সংকটাপন্ন হলে সন্ধ্যায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।
আরও পড়ুন: খুলনায় ১০ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার
তবে মৃত্যুর পর শুরু হয় আরেক ধরণের ঘটনা। পরিবারের সদস্যরা বিশ্বাস করছিলেন, শাকিলের প্রাণ ফিরে আসতে পারে। তাই হাসপাতাল থেকে বাড়িতে এনে রাতে আবারও ওঝা দিয়ে ঝাড়ফুক শুরু করে স্বজনরা। বিষয়টি দেখতে আশপাশের লোকজন ভিড় জমায়।
কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থতা স্বীকার করে স্থান ত্যাগ করে ওঝারা। আজ (বুধবার) সকালে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
২২৬ দিন আগে
সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু
খুলনার পাইকগাছায় সাপের কামড়ে এক সাপুড়ের মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার কাঠিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আফছার আলী গাজী (৪৩) যশোরের কেশবপুর উপজেলার সাগরদাড়ী ইউনিয়নের কোমরপুর গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় সাপের কামড়ে ২ মাদরাসাছাত্রের মৃত্যু
নিহত সাপুড়ের কাছে থাকা পোস্ট কোর্ড কার্ড সূত্রে জানা যায়, বুধবার সকালে আফছার আলী উপজেলার কাঠিপাড়ায় বিষধর সাপের সন্ধান পেয়ে সেটি ধরতে আসে। এরপর সাপ ধরার সময় তাকে ছোবল দিলে তিনি নিজেই চিকিৎসার জন্য পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন।
এসময় কর্তব্যরত চিকিৎসক প্রশান্ত কুমার মন্ডল রোগীর অবস্থা আংশকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বুধবার রাতে তিনি মারা যান।
অ্যাম্বুলেন্স চালক রেজাউল ইসলাম জানান, বুধবার সাপুড়েকে চিকিৎসার জন্য খুলনা নেয়ার পথে তার মৃত্যু হয়। এরপর তার লাশ নিজ বাড়িতে পৌঁছে দেয়া হয়েছে।
আরও পড়ুন: মাগুরায় সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু
সাজেকে সাপের কামড়ে ক্ষুদ্র নৃ গোষ্ঠী যুবকের মৃত্যু
১১৮৪ দিন আগে
ভালো নেই খুলনার সাপুড়ে সম্প্রদায়
খুলনা শহরের মন্দির রোডের বাসিন্দা মো. সুজন। পেশায় সাপুড়ে হলেও মানুষের কথিত ভাগ্য গণনা আর চিকিৎসাও দিয়ে থাকেন তিনি। তার মূল পেশা সাপ ধরা ও সাপের খেলা দেখানো। ছোট বেলায় কাজের সন্ধানে ঢাকায় গিয়ে সাভারের বেদে বহরে যোগ দেন, আর সেখান থেকেই রপ্ত করেন সাপ ধরা ও খেলা দেখানোর বিদ্যা।
১৭৬৯ দিন আগে