দিনাজপুরের খানসামা উপজেলায় পোষা সাপের কামড়ে প্রাণ হারিয়েছেন শাকিল ইসলাম (৩১) নামের এক সাপুড়ে। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর দিকে এই ঘটনা ঘটে।
শাকিল খানসামার খামারপাড়া ইউনিয়নের মেম্বার পাড়ার বাসিন্দা। তিনি সাপুড়ে ছিলেন। বিষধর সাপ ধরে বাড়িতে লালন পালন করতেন তিনি। সাপ নিয়ে খেলাও দেখাতেন।
স্থানীয়রা জানান, শাকিল একজন সাপুড়ে ছিলেন। তিনি বিভিন্ন ধরনের সাপ সংগ্রহ করে খেলাও দেখাতেন। তিনি একটি গোখরা সাপ ধরে বাড়িতে নিয়ে আসেন। মঙ্গলবার দুপুরে পোষা সেই সাপটি তাকে কামড় দেয়। প্রথমে বিষয়টি কাউকে জানাননি শাকিল, বরং নিজেই সাপের বিষ নামানোর ব্যর্থ চেষ্টা চালাতে থাকেন। অবস্থা সংকটাপন্ন হলে সন্ধ্যায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।
আরও পড়ুন: খুলনায় ১০ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার
তবে মৃত্যুর পর শুরু হয় আরেক ধরণের ঘটনা। পরিবারের সদস্যরা বিশ্বাস করছিলেন, শাকিলের প্রাণ ফিরে আসতে পারে। তাই হাসপাতাল থেকে বাড়িতে এনে রাতে আবারও ওঝা দিয়ে ঝাড়ফুক শুরু করে স্বজনরা। বিষয়টি দেখতে আশপাশের লোকজন ভিড় জমায়।
কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থতা স্বীকার করে স্থান ত্যাগ করে ওঝারা। আজ (বুধবার) সকালে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।