বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ
দ্বিতীয় টি২০: ১৭১ রানের টার্গেট পেল বাংলাদেশ
নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি২০ ম্যাচে মঙ্গলবার জয়ের জন্য বাংলাদেশ ১৭১ রানের টার্গেট পেয়েছে।
দুই দফা বৃষ্টির কারণে ম্যাচ নেমে এসেছে ১৬ ওভারে। বাংলাদেশকে ১৬ ওভারে এই রান করতে হবে।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
নিউজিল্যান্ড ১৭.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৩ রান করলে দ্বিতীয় দফা বৃষ্টি শুরু হয়। এর আগে ১২.২ ওভারে নিউজিল্যান্ডের রান যখন ৪ উইকেটে ১০২, তখন প্রথম দফা বৃষ্টি শুরু হয়।
প্রসঙ্গত, প্রথম টি২০ ম্যাচে ৬৬ রানের বিশাল ব্যবধানে হেরে টি২০ সিরিজ শুরু করেছে সফরকারীরা।
এর আগে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ধবলধোলাই হয় বাংলাদেশ।
আরও পড়ুন: সিরিজ হারল বাংলাদেশ
বড় হার দিয়ে টি২০ সিরিজ শুরু করল বাংলাদেশ
শচীন টেন্ডুলকার করোনায় আক্রান্ত
বাংলাদেশ একাদশ: লিটন দাস, মোহাম্মদ নাঈম, সৌম্য সরকার, মোহাম্মাদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোহাম্মাদ সাঈফউদ্দিন, মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।
১৭১১ দিন আগে
সিরিজ হারল বাংলাদেশ
টম ল্যাথামের শতরানের উপর ভর করে বাংলাদেশকে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ৫ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড।
বাংলাদেশের দেয়া ২৭২ রানের লক্ষ্য ১০ বল হাতে রেখেই টপকে যায় স্বাগতিকরা। ল্যাথাম ১১০ রানে অপরাজিত থাকেন। এছাড়া ডেভন কনওয়ে ৭২ রানের ইনিংস খেলেন।
২৭২ রান ফাইটিং স্কোরই ছিল। বাংলাদেশের বোলাররা শুরুর দিকে কিউই ব্যাটসম্যানদের চেপে ধরেন। দলীয় ৫৩ রানের মধ্যে প্রথম সারির তিন ব্যাটসম্যানকে তুলে নেন মেহেদী ও মুস্তাফিজ। তবে কনওয়ে এবং ল্যাথাম বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দেন।
বাংলাদেশের পক্ষে মেহেদী ও মুস্তাফিজ ২টি করে উইকেট লাভ করেন।
এর আগে মঙ্গলবার টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে স্বাগতিক নিউজিল্যান্ডকে ২৭২ রানের টার্গেট দেয় বাংলাদেশ।
আগে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারালেও অধিনায়ক তামিম ইকবাল এবং মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মাদ মিঠুনের ব্যাটে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৭১ রান করে সফরকারীরা।
১৭১৮ দিন আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে টি২০ সিরিজে থাকছেন না তামিম
বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজে অংশ নেবেন না।
১৭২৩ দিন আগে
মনে হচ্ছিল জেলখানায় আছি: মিরাজ
বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ বলেছেন, নিউজিল্যান্ডে রুম কোয়ারেন্টাইন তার কাছে জেলখানায় থাকার মতো মনে হয়েছে।
১৭৪১ দিন আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে না খেলার অনুমতি চাইলেন সাকিব
বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান আগামী মার্চ-এপ্রিলে অনুষ্ঠিতব্য নিউজিল্যান্ড সফরে না খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনুমতি চেয়েছেন।
১৭৬০ দিন আগে